আজকে আপনাদের কে একটি সুন্দর Action গেমের সন্ধান দিব, জাভা (s40) এবং সিম্বিয়ান (s60) ফোনের জন্য। এটি অনেকটা PC গেম Vice City এর আদলে তৈরি করা।
পিসি নাই তো কি হইছে ভাইস সিটির স্বাদ কিছুটা হলেও পাবেন এই গেমে।
এখানেও ভাইস সিটির মত আপনাকে কিছু কাজ দেয়া হবে, সেই মিশনগুলো আপনাকে শেষ করতে হবে।
Game name: Gangstar Rio – City of Saints
Vendor: Gameloft
চমৎকার গ্রাফিক্স, লোকেশন, একশন, অস্ত্র দেখে আপনিও মুগ্ধ হবেন আর সিম্বিয়ান ভার্শন গুলো তো আরো জটিল।
এখানে আপনি মিশন শেষ করার জন্য যেকোন গাড়ি, হোন্ডা ব্যবহার করতে পারবেন, সাহস বেশি থাকলে পুলিশের গাড়িও ব্যবহার করতে পারবেন। এছাড়া আছে স্পিডবোট ব্যবহারের সুবিধা।
খেলে দেখুন, আশা করি ভাল লাগবে।
নিচে কিছু স্ক্রীন শট দেখুনঃ
ডাউনলোড লিংকঃ
Screen size অনুযায়ি ডাউনলোড করুন।
যদি আপনার ফোনের Screen size না জানেন তা হলে Google এ Resolution of Nokia xxx লিখে সার্চ দিন। xxx এর জায়গায় মডেল নাম্বার দিবেন।
পোষ্টটি GamerTrick.com এর Java Games Review তে আগে প্রকাশিত।
আপনি যদি গেমার হয়ে থাকেন এবং রিভিউ লিখে আপনার পছন্দের গেমস সবার সাথে শেয়ার করতে চান তাহলে এখনি GamerTrick.com এ Sign Up করে আপনার জানা মোবাইল / পিসি এর গেম রিভিউ লিখুন আর অন্য সব গেমারদের সাথে আড্ডায় মেতে উ�� ুন।
আমি GamerTrick। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Gangstar সিরিজের প্রায় সবগুলাই এরকম।
অনেক আগে গেমস গুলা খেলতাম।
খুব মজা লাগত।