HTC One X এর কথা আমারা সবাই জানি। স্যামসুং ও অ্যাপেল এর সাথে পাল্লা দেয়ার জন্য প্রায় ৯ মাস আগে এই স্মার্ট ফোনটি বাজারে আসে। এটি HTC এর সবচে জনপ্রিয় মাডেল। প্রায় ৮ মাস ধরে আমি এই ফোনটি ইউস করছি। আজ আমি আপনাদের এই ফোন সম্পর্কে বিস্তারিত জানাব।
প্রথমেই জানিয়ে দেই এই ফোনের স্পেছিফিকেসনঃ
GENERAL | 2G Network | GSM 850 / 900 / 1800 / 1900 |
---|---|---|
3G Network | HSDPA 850 / 900 / 1900 / 2100 | |
HTD-SCDMA/ TD-HSPA 1900 / 2100 - HTC One XT | ||
SIM | Micro-SIM | |
Announced | 2012, February | |
Status | Available. Released 2012, May |
BODY | Dimensions | 134.4 x 69.9 x 8.9 mm (5.29 x 2.75 x 0.35 in) |
---|---|---|
Weight | 130 g (4.59 oz) |
DISPLAY | Type | Super IPS LCD2 capacitive touchscreen, 16M colors |
---|---|---|
Size | 720 x 1280 pixels, 4.7 inches (~312 ppi pixel density) | |
Multitouch | Yes | |
Protection | Corning Gorilla Glass | |
- HTC Sense UI |
SOUND | Alert types | Vibration, MP3, WAV ringtones |
---|---|---|
Loudspeaker | Yes | |
3.5mm jack | Yes |
MEMORY | Card slot | No |
---|---|---|
Internal | 32 GB (26 GB user available), 1 GB RAM |
DATA | GPRS | Yes |
---|---|---|
EDGE | Yes | |
Speed | HSDPA, 21 Mbps; HSUPA, 5.76 Mbps | |
WLAN | Wi-Fi 802.11 a/b/g/n, Wi-Fi Direct, DLNA, Wi-Fi hotspot | |
Bluetooth | Yes, v4.0 with A2DP | |
NFC | Yes | |
USB | Yes, microUSB v2.0 (MHL) |
CAMERA | Primary | 8 MP, 3264x2448 pixels, autofocus, LED flash, |
---|---|---|
Features | Simultaneous HD video and image recording, geo-tagging, face and smile detection | |
Video | Yes, 1080p@24fps, stereo sound rec., video stabilization, | |
Secondary | Yes, 1.3 MP, 720p |
FEATURES | OS | Android OS, v4.0 (Ice Cream Sandwich), upgradable to v4.1.1 (Jelly Bean) |
---|---|---|
Chipset | Nvidia Tegra 3 | |
CPU | Quad-core 1.5 GHz | |
GPU | ULP GeForce | |
Sensors | Accelerometer, gyro, proximity, compass | |
Messaging | SMS (threaded view), MMS, Email, Push Email | |
Browser | HTML, Adobe Flash | |
Radio | Stereo FM radio with RDS | |
GPS | Yes, with A-GPS support | |
Java | Yes, via Java MIDP emulator | |
Colors | Gray, White | |
- Beats Audio - Active noise cancellation with dedicated mic - Dropbox (25 GB storage) - TV-out (via MHL A/V link) - SNS integration - MP4/H.263/H.264/WMV player - MP3/eAAC+/WMA/WAV player - Google Search, Maps, Gmail, YouTube, Calendar, Google Talk - Document viewer/editor - Voice memo/dial/commands - Predictive text input |
BATTERY | Non-removable Li-Po 1800 mAh battery | |
---|---|---|
Stand-by | No official data | |
Talk time | No official data |
এবার আমি বলব এই ফোনটি পারসনালি ইউজ করে কেমন লেগেছে আমার কাছে।
ডিজাইনঃ-
মুলত যখন আমি ফোনটি প্রথম ইন্টারনেট এ দেখি তখন ডিজাইন দেখেই পাগল হয়েছিলাম। সব দিক থেকেই সেট দেখতে অনেক সুন্দর। হাল্কা ও স্লিম হওয়ায় ইউজ করে অনেক মজা। যেকেও দেখলে পছন্দ করবে। আমার কাছে সুধুমাত্র ক্যামেরার ডিজাইন একটু খারাপ লেগেছে। ক্যামেরাটি একটু উঁচা হওয়ায় কোথাও রাখলে ক্যামেরা এর লেন্স এ ঘষা লাগে। ডিজাইন এ আমি ৫ এর মদ্ধে ৫ স্টার দিব। *****
স্ক্রীন;-
এই ফোন এ সম্পূর্ণ নতুন ধরনের স্ক্রীন ব্যবহার করা হয়েছে। Super LCD 2 টেকনোলজির এই স্ক্রীন এর রেজুলেসন 720p। আমি আইফোন 4s,5 স্যামসুং গালাক্সি s3 সব গুল সেটই পার্সোনালি ইউজ করছি কিন্তু এই স্ক্রীন এর মত শারপ্নেস আর ব্রাইটলেস আর কোথাও দেখি নি। ভিডিও দেখে অনেক মজা। টাচ সেঞ্ছিভিটিও অনেক ভাল কিন্তু স্ক্রীন প্রটেক্টর না ইউজ করলে স্ক্রীন এ ছোট ছোট দাগ পরে। স্ক্রীন এও আমি ৫ এর মদ্ধে ৫ স্টার দিব। *****
ক্যামেরা ও ফ্ল্যাশ;-
ক্যামেরা ৮ মেগাপিক্সসেল। রেজুলেসন ভাল। ISO বেশি থাকার কারনে লো লাইট এ ভাল ছবি আসে কিন্তু গ্রেইন আশে। ক্যামেরাতে বিভিন্ন ইফেক্ট দেয়া যায় যেগুলো অনেক ভাল। আমার কাছে সবচে ভাল লেগেছে ব্লাস্ট মোড যার সাহায্যে চাপ দিয়ে ধরে থাকলে অনেকগুল ছবি একসাথে উঠবে। এল ই ডি ফ্ল্যাশ ভালই বাট একটু হলুদ আসে ছবি। ভিডিও রেজুলেসন 1080p full HD কিন্তু ভিডিও স্টাবিলেসন ভাল না। ক্যামেরা তে আমি ৫ এর মদ্ধে ৩ দিব। ***
অডিও কোয়ালিটি;-
অনেকেই beats audio এর নাম শুনেছেন। বর্তমানে সবচে জনপ্রিয় এবং দামি অডিও ব্রান্ড হচ্ছে বিটস । এই স্মার্ট ফোনে বিটস অডিও ব্যবহার করা হয়েছে। অসাধারণ সাউন্ড কোয়ালিটি। অ্যাপেল এর পরেই আমি এর স্থান দিব। অডিও তে আমি ৫ এর মদ্ধে ৫ দিব। *****
পারফ্রমেঞ্ছঃ-
যখন সেটটি বাজারে আসে তখন এটি সবচে হাই কনফিগারের সেট ছিল। 1.5ghz quad core processor, Nvdia Tegra 3 GPU, 1GB RAM ব্লা ব্লা ব্লা। সত্যি কথা বলতে এত পাওয়ারফুল সেট আন্দাজে পারফ্রমেঞ্চ তেমন ভাল না। সবকিছুতেই ল্যাগি। সমস্যা টা আসলে HTC launcher সফটওয়্যার এর। রুট করে কাস্টম রম ইন্সটল করলে এই সমস্যা থেকে মাক্তি পাওা যায় কিন্তু জেহেতু রুট করা সাধারন মানুষ এর কাছে জটিল ব্যাপার তাই এটি কে আমি খারাপ দিক হিসাবেই গণ্য করব। ৫-৬মিনিট ইউজ করলেই সেট অত্তাধিক গরম হয়ে যায়। ব্যাটারি খুব কম চার্জ থাকে (২-৩ ঘন্টা ব্রাউজিং), সব মিলিয়ে বলা যায় দামি সেট হিসেবে পারফ্রমেঞ্ছ খুব একটা ভাল না। এক্ষেত্রে আমি ৫ এর মদ্ধে ২ স্টার দিব। **
HTC One X এর সবকিছু বিবেচনা করে আমি ৫ এর মদ্ধে ৪ স্টার দিব। ****
আসাকরি আপনারা যারা এই স্মার্ট ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আমার এই পোস্টটি কাজে লাগবে। রিভিউ ভাল লাগলে লাইক দিন। আর কিছু জানার থাকলে ইনবক্স করুন আমার ফেসবুক এ ; http://www.facebook.com/raad.ishaque
আমি Raad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am a smartphone developer...i think i can help u..
দামের কথা কিছু বললেন না ।