অবশেষে কিনে ফেললাম বহু প্রতিক্ষিত Walton Primo G1!

বেশ কয়েকদিন ধরে Walton প্রেমীরা অপেক্ষায় ছিলো Primo এর এই G1 ভার্সনের রিলিজের জন্য । অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলায় Walton এর প্যাভিলিয়নে উন্মোচন করা হলো নতুন এই অ্যানড্রয়েড ডিভাইসটি । আর আমি দেরি না করে কিনে ফেললাম এটা । দাম পড়লো ১২,৪৯০ টাকা (৩০ টাকা ওনাদের লাভ) ।

কেনার পর্যন্ত এখন পর্যন্ত এইটা নিয়াই গুঁতাগুঁতি করতাছি । আর গুঁতাগুঁতি কইরা যা মনে হইলো, এইটা Walton Primo এর চাইতে অনেক বেটার আর আপগ্রেডেড । আমি সংক্ষেপে আমার একটা ব্যক্তিগত রিভিউ নিচে দিয়ে দিলাম ...

ডিসপ্লে :

৪.৩ ইঞ্চির এই ডিসপ্লে আমার কাছে R1 এর ৪ ইঞ্চির চেয়ে অনেক ভালো মনে হয়েছে । টাচ একদম Smooth এবং সনির Scratch-Resistance ডিসপ্লের চাইতে কোন অংশে কম নয় ।

ক্যামেরা :

একদম অরিজিনাল ৫ মেগাপিক্সেল ক্যামেরা ! দেখে মনেই হয় না চায়নার লো কোয়ালিটি, বরং এর অটো ফোকাস ফিচারটি আমাকে হতাশ করেনি মোটেও । আমার আরও একটি স্যামসাং F490V সেট আছে যেটার ক্যামেরাও ৫ মেগাপিক্সেল, কিন্তু মিলিয়ে দেখলাম ওইটা G1 এর ধারে কাছেও আসে না । ফ্রন্ট ক্যামেরা আছে VGA যেটা ভিডিও কলিং সাপোর্ট করে । সুতরাং সামুর বড় ভাইয়ের Primo এর মত সামনে আয়না লইয়া বসতে হইবে না । হে হে হে ...

সাউন্ড :

এক কথায়, যা আশা করেছিলাম তার চাইতে একটু বেশীই পেয়েছি । এর হেডফোনটা আমার পছন্দ হইছে ...... চরম সাউনড ... এইতো রিভিউটা লেখার সময় Race 2 এর Allah Duhai শুনতাছি । সাউনড ভালো বললে ইনসাফ হবে না ... বলতে হবে চরম !

সেন্সর :

এর Light, Proximity, Accelerometer এখন পর্যন্ত ভালো ভাবে কাজ করছে । শুধু Compass টা ট্রাই করা হয় নাই । বলে খালি কোন জায়গায় আকাশের দিকে ডিসপ্লে রোটেট কইরা ধরতে ... আরও কি নিয়ম টিয়ম কয় । তাই ট্রাই করি নাইক্কা ... পরে কইরা জানামু নে ।

অ্যাপস আর গেমস :

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর প্রি লোডেড ৮ জিবি মেমোরি কার্ডে আমাকে ব্যাকআপ apk ফাইল আকারে অনেক ভালো ভালো অ্যাপস আর গেমস দেওয়া হয়েছে । যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে Android Assistant, AndroZip, Call blocker, Call Recorder সহ আরও অনেক ।

আর গেমস Bridge Construction, Cricket Fever, Soccer Kicks, Speed Moto, Speed Knight সহ আরও অনেক । আরও প্রি লোডেড তো আছেই । Kingsoft Office, Adobe Reader, Facebook, Twitter সহ Tom Loves Angela (লোডিং হইতে থাকে, এইজন্য রিমুভ দিছি), Angry Birds, Temple Run এগুলো স্মুথলি চলে ।

কোন HD গেমস এখনো ইন্সটল দেইনি । তবে আশা আছে চলবে ...

ভিডিও :

720p এর HD কোয়ালিটির The Avengers চালালাম এইমাত্র । পুরা পাঙ্খা ... কোন আটকা আটকি নাই ।

কানেকটিভিটি :

ব্লুটুথ ভার্সন ৪ টার স্পীড ভালোই মনে হলো । আর Wi-fi এর কথা জিগায়েন না, প্রি লো ডেড ব্রাউজার দিয়া ধুমাইয়া নেট চালাইছি বানিজ্য মেলায় । প্লে স্টোর থেইকা কোন এপস নামাই নাই অবশ্য, পরে নামামু ।

খারাপ দিক :

এতে HSDPA 3G চলে না (মনে হয় , অবস্য ট্রাই করি নাই) শুধু WCDMA 3G সাপোর্ট করবে । মানে Citycell টাইপ আর কি । তয় আমার জন্য ওইটা কোন সমস্যা না । আর কোন খারাপ দিক পাইলাম না । চ্যরি ... আল্লাহ হাফেজ !

সেটটা লইয়া খুব মজায় আছি । কয়েকদিন আর টেকটিউন্সে আমু না মনে হয় । হে হে হে

Level 0

আমি আরিফুজ্জামান রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি কে প্রচুর ভালোবাসি । তাই এখানে আসা । সায়েন্স-ফিকশন প্রিয় সাবজেক্ট আমার । টেকনোলজির মাধ্যমে ক্রিয়েটিভ কিছু করার খুব তীব্র ইচ্ছা পোষণ করি । বাংলাদেশকে টেকনোলজিতে এগিয়ে নিয়ে যেতে আমি সর্বদা প্রস্তুত ও ওয়াদাবদ্ধ ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এনড্রয়েড ভার্সন কত ভাই? word /Excel_file Edit করা যায় কি?DropBox use করা যায় কি?phone এর ছবি দিলে ভাল হতো।

দেখেতো ভালো মনে হল

আমার কাছে সনি এক্সপেরিয়া রে,মিনি,মিনি প্রো,আয়ন সেটগুলো জোস লাগে।কদিন পর একটা সনি এক্সপেরিয়া রে সেট কিনব।

Walton Primo G1 চেয়ে কি? Walton Primo R1 টা ভাল হবে কি? জানাবেন

@S rahman> হ্যাঁ , আপনি Word/Powerpoint/Excel File গুলো Kingsoft Office দিয়ে এডিট করতে পারবেন । এটি Andorid Vs 4.0.4 ICS এ চলে ।
@alihasan045> হুম ভালোই । স্যাটিসফেকটেড আমি …
@Iron Maiden> ভাই সনি কিনার ইচ্ছে আমারও ছিলো, কিন্তু বাজেটের দিকে তাকিয়ে এটা কিনলাম । মনে হচ্ছে বাজেটের মধ্যে অনেক কিছুই পেয়েছি এই সেটে ।
@তফাজ্জুল> ভাই এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে আর পছন্দের ওপর নির্ভর করে । R1 এর ডিসপ্লে G1 এর চেয়ে কিছুটা ছোট, কিন্তু R1 এর ক্যামেরা G1 এর চাইতে ভালো, আর সবই মোটামুটি এক …

Level 0

ভাই যা লিখলেন না …… পুরাই ফাটাইয়া দিলেন …।

Level 0

dekhrn root korar system pan kina.
amio kinbo

@sharif007> ভাই আপনে কমেন্ট দিয়া আরও বেশী ফাটাইয়া দিলেন … ধন্যবাদ !

@বনি> ওরে বাপরে, এত্ত সাহস নাই ভাইজান আমার । রুট করা লইয়া বহুত পোলাপাইন কান্দা কাটি করতাছে । উল্টা-পাল্টা রুট দিয়া সেট ব্রিক কইরা ফালাইছে । ভাই, মাত্র তো কিনলাম, একটা বছর যাক । তারপর দেখা যাবে …… তবে আমি রুট করার সঠিক পদ্ধতি পেলে অবশ্যই শেয়ার করবো ।

ভাই মোরে আপতত ১৫০০০ টাহা ধার দ্যান। এউক্কা কিইন্যা লই। পরে শোধ দিমু নে।

@ঘুমন্ত দয়াল বাবা> আই বিকাশ করি দিতেয়াছি … টাহা পাইলে মোরে ফোন দিও … =D

Level 0

Ekta chobi mobile diya tule upload kore Dekhale valo hoito…

xperia ray kinte chai, kemon hoybo? price koto?

Level 0

WCDMA টাই 3G, ভাই।

Level New

Amio kinlam 1 ta. but memory card formate diya application gula delete kore felsi. Amar call blocker ta needed, eta ki upload kore deya jay? khuboi upokrito hotam

Level 0

Vai apnar prothom valo smartphone mone hoche 😀 amio galaxy s3 pawar por apnar motoi lafachilam 😀

ভাই একটা জিনিসি জানার ছিল এটাতে কি OTG Cable সাপোর্ট করে? আর চার্জ কেমন থাকে? OTG Cable হল যেটা দিয়ে পেনড্রাইভ, ইউএসবি কিবোর্ড, মাউস ইত্যাদি ব্যবহার করা যায়। হয়তবা আপনার কাছে OTG cable নেই এটি একটু টেস্ট করে দেইখেন পরে জানাইয়েন।

Level 0

hmmm good still holding on N73 tobe symphony w90,ba ei walton g1, ei dhoroner phone gular moddhe ekta nibo symphony er eitar moddhe konta besi valo hobe bolben??

Level 0

। শুধু Compass টা ট্রাই করা হয় নাই । what is this?

@djjmahbub> আমার ডিভাইসটিতে কম্পাস সেন্সর আছে, এবং একটি কম্পাস এপ্সও দেয়া আছে । কিন্তু Compass টা ওপেন করলে দেখায় …Please calibrate the accuracy : Standing in an open space,hold your phone flat with the display facing the sky. Move it in front of you in large figure-8 in two complete rounds. Hold the phone upright with the display facing your face. Repeat the figure-8 movement again for two complete rounds. আপনার এ ব্যাপারে কিছু জানা থাকলে খুশি হবো ।

@রুহুল আমিন> এ ব্যাপারে সঠিক কিছু জানা নাই ভাই, তবে যা মনে হয়, OTG ক্যাবল সাপোর্ট করে না ।

@Rezwan> হ্যাঁ, আপনার কথা ঠিক ভাই । আসলে এ ব্যাপারে ভালো জানি না তো, তাই টেনশনে ছিলাম যে সিটিসেল ছাড়া 3G চলবে কিনা । তবে একটু আগে টেলিটক 3G চালিয়েছি । কোন সমস্যা হয় নি । ধন্যবাদ !

@Saif Precio> আমার কাছে Call Blocker আছে । তবে কম স্পীডের কারণে শেয়ার করতে পারছি না । দুঃখিত ভাই !

ভাল রিভিউ তবে সবচেয়ে দরকারী জিনিষ মিসিং . রেম কত টুকু,প্রসেসর এর গতি কত ইত্যাদি নিয়ে ত কিছু ই লিখেন নি

@জিএমশুভ> র‍্যাম ৫১২ এমবি, ৩৭৫ এম বি User Available, প্রসেসর এর ক্লকস্পীড ১ গিগাহার্জ । জিপিইউ হচ্ছে PowerVRSGX531 আর সিপিইউ Dual Core – 1 GHz Cortex-A9 আর চিপসেট হচ্ছে MediaTek MTK6577 ।

ami micromax a110 canvas 2 kinbo…kmn hbe janaben…?

Level 0

@আরিফুজ্জামান রাব্বি: “চিপসেট হচ্ছে MediaTek MTK6577”???? China MediaTek?? Tar mane Adobe Flash player support korbe na, firefox korbe na, plus HD games 2012-r moddhe je gulo ber hoise, tar maximum-e cholbe na. Ram o to kom. Er cheye to Primo-e valo, ekhono kono soft/games er belay na bole ni. Game Speed and graphics dui-e valo ase.

Vhai, apnar anonde pani dhalte chai na, but ei configuration diye besi kisu asa kora thik hobe na. Ami nijeo hotas. Vabsilam Primo-r new model gulo Primo-r motoi Qualcomm-r Chipset deya hobe but…. Amar Walton kenar iccha more gese.

can i record call conversation

এটা কি Review!!! না কি লোভ ধরানো বুঝলাম না।…। Best of luck…..

can i record call conversation with this mobile …. kindly inform me ……

ভাই,আমিও কাল কিনলাম।আমার ফোনের সাউন্ড স্পিকারে নকিয়া X-3 এর চেয়েও কম হয়।(তবে সাউন্ড কোয়ালীটি মটামুটি ভাল)এটা কি কোন সমসসা???সউন্ড তুলনামূলক কম কেন?
@Deak ভাই Flash player to support kore….

    Level 0

    @পিয়াস: Flash Player ki built in install kora ache? Thakle and support korle to khubi valo.

@Deak: hmmm. built in install kora achhe.. Mozilla try korinai.. 1st Android phone to tai ekhono sob bujhina.So beshi kichu try korinai ekhono..

    Level 0

    @পিয়াস: Bepar na….. android er moja valoi nite parben

    Level 0

    @পিয়াস: Asole MediaTek niye amar tikto experience ache tai… MediaTek-er chipset apnake ei year ta mojay rakhbe but next year jokhon android update hobe, tokhon hotas korte pare…

ভাই! একটু অনুগ্রহ করে বলবেন কি , এতে আরবি ভাষা সাপোর্ট করে কিনা ?????????

@Deak> ভাই এতে আপাতত HD games মধ্যে আপাতত Need for Speed Run/ Most Wanted, Asphult 7 (১ জিবি) চালিয়েছি । কোন সমস্যা হয় নি । আর ফ্ল্যাশ প্লেয়ার এতে বিলট ইন, শুধু ব্রাউজারের জন্য আলাদা প্লগিন্স নামিয়ে নিতে হবে । র‍্যাম আপাতত সমস্যা না, পরে আল্লাহর নাম নিয়া রুট করে ফেললেই হবে । আর আপডেট এর কথা বললেন ভাই, সেতো আগামী বছর Qualcomm Chipset এর বেলায়ও আপনাকে ভুগতে হবে, শুধু যে MediaTeck তা নয় । আর MediaTeck চায়না হলেও পারফরম্যান্স কিন্তু খারাপ না ।

@Salam> হ্যাঁ আপনি সরাসরিই কল রেকর্ড করতে পারবেন ।

@ সিরাজুল ইসলাম শেখ > না ভাই, এটায় আরবি ভাষা সাপোর্ট করে না । তবে থার্ড পার্টি কীবোর্ড এপ্স (যদি থাকে,আরবির জন্য) তাহলে চালাতে পারবেন ।

@Deck> আমি ভাই এই প্রথম Android ইউজার । যদিও এতো হাই কনফিগারেশন আমার প্রয়োজন নেই, তবে মুটামুটি গেমস চালাতে পারলেই হবে । পরে না হয় আল্লাহ বাঁচিয়ে রেখে টাকা পয়সা দিলে ভালো মানের একটা কিনে নিবো । তবে হ্যাঁ, মিডিয়াটেক এর কিছু দুর্বলতা আছে যা কাটিয়ে উঠতে সময় লাগবে । তবে আমার processor clockspeed 1 Ghz হওয়ার কারণে সমস্যা হয় না । আর PowerVRSGX531 গ্রাফিক্সের জন্য যথেষ্ট ভালো, অন্তত Andreno-200 এর চেয়ে ভালো যেটা Primo তে দেওয়া ।

@পিয়াস> সাউন্ড স্পিকারে কিছুটা কম, এটা কোন সমস্যা না । বরং আমি এটা ভালো মনে করি, কারণ এতে ফালতু চায়না সেটগুলোর মত স্পিকার কেটে যাওয়ার ভয় কম । তবে হেডফোনের কোয়ালিটি যথেষ্ট ভালো, চায়না হেডফোনের মত ছ্যরছ্যর শব্দ হয় না অন্তত ।

:(( amr mobile ta barbar automatically off hoye jachche… 4bar holo. :(( kal kinlam r ekhon e ei obostha!! koto asha kore deshi companyr jinis kinlam ;(

r battery 1800mah likha but “Battery Monitor” software e show kortese 1500mAh. protarona korlo WALTON!!!

@পিয়াস> আমার টা কোন সমস্যাই হয় নাই । ব্যাটারি আমারটা তো ১৮০০ MHZই দেখাচ্ছে । আপনি Walton এর কাস্টোমার কেয়ারে ওয়ারেন্টি কার্ড নিয়ে যান । আর সমস্যার কথা বলুন … ব্যাটারির কথা বলতে ভুলবেন না ।

Level New

amar tay o 1500mAh dekhay:@

ভাই চার্জ এর কথাতো কিছু লিখলেননা।কয় ঘন্টা থাকে???

@হিমালয়> অন্যান্য Android হ্যান্ডসেট এর মতই একটু কম থাকে ।

@Saif precio> আপাতত কিছু করার নাই । কয়েকদিন ভালো দেখে একটা ১৮০০ MHz এর ব্যাটারি কিনে টেস্ট করা ছাড়া ।

Level 2

ভাই কিসুক্ষন আগে Walton শো রুম দিয়ে ঘুরে আসলাম দেখলাম প্রিম g1। একটাই প্রবলেম মনে হল সেটা
হল মেন্যু টা যখন scroll করি তখন আটকে আটকে আসে।গ্রাফিক্স টা এঁটে যায় । এই প্রবলেম দূর করার কোন উপায় আছে কি?

এটাতে কি গুগল প্লে station ইন্সটল করা আছে…।।

@Rasseel> ভাই আমারটায় ডিফল্ট থিমে একটু সমস্যা করতো, কিন্তু থিম পালটে ফেলার পর ঠিক হয়ে গেছে ।

@সালাম> গুগল প্লে স্টোর হবে ভাই, হ্যাঁ, ইন্সটল করা আছে । সব Android এই থাকে ।

Battery’r Bepar ta bujhlam na… oi software er kono 1ta option e giye ami 1500mAh er jaygay 1800mAh input disi ekhon 1800Mah dekhay but abar 1500mAh korte partesina.. r amrtay to charge onek kom thake!!!1Day may be pura chilona… temon kisui korinai shudhu function gula tipatipi korsi!!! aj service center e diye aslam.. wifi chalale 9-10hr er por o 30% to onek..amrto emon thakena!tahle may be battery teo problem ase.. amito bujhte parinai,vabsi android e kom thake,,tai bolinai batteryr kotha kisu… 🙁 ;/

আপনাদের কেউ মুগদা, বাসাবো, খিলগাঁও, মানিকনগর অথবা ঢাকা ইউনিভার্সিটির আসে পাশে থাকলে প্লিজ একটু জানান। আমার মনেহয় আমার মোবাইলের সাউন্ডেও কিছু প্রবলেম আছে।সামনাসামনি দুইটা চালায় দেখলে আমি সার্ভিস সেন্টার এ সব বলতে পারতাম।আমারটার সাউন্ড কয়ালিটি Xperia-mini থেকে অনেক বাজে মনে হইসে।G1 ইউজার কেউ আমার কাছাকাছি থাকলে জানান প্লিজ। @০১৬৭০২৮২৭৯৮, ০১৫২০০৯০৮১৪।

@পিয়াস> আপনি সম্ভবত আপনার সেটের ব্যাটারি সেভার এপ্স এর জন্য 1500 Mhz দেখেছেন । এই এপ্স দিয়ে ব্যাটারির পাওয়ার ব্যবহার অনুযায়ী নির্দিষ্ট করা যায় । আপনার সেটে ডিফল্ট ভাবে ১৫০০ করা ছিলো । ভয়ের কোন কারণ নেই । তবে আপনার কথায় যা বুঝতে পারছি, আপনার হ্যান্ডসেটটা ভালো পড়েনি । আমারটা কিন্তু ভালোই চলছে । গতকাল রাতেও ৩ টা গেমস আর কয়েকটা এপ্স ও লঞ্চার ইন্সটল করেছি ।

Level 0

MMX A110 Na Walton R1 best? apnader motay konto valo?

@পিয়াস> এটা আপনার নেট স্পীডের প্রবলেম ! আমারটা ২ সেক্যান্ডেরও কমে লগিন হয়েছে, কারণ আমি 3G ইউজ করি । জিপি দিয়া লগিন করতে গেলে এমনই হবে । ভালো কথা, আপনার সেট কি ঠিক করে দিয়েছে ওরা ?

@পিয়াস> এটা আপনার নেট স্পীডের প্রবলেম ! আমারটা ২ সেক্যান্ডেরও কমে লগিন হয়েছে, কারণ আমি 3G ইউজ করি । জিপি দিয়া লগিন করতে গেলে এমনই হবে ।

    @আরিফুজ্জামান রাব্বি: Ami DU Surjasen Hall er wifi diye try korsi.. oitar speed valoi. Amr set kal dibe.oder ekhono software asenai.. set anar por SAIF vai er tar sathe compare kore aro jodi problem pai tahle abr service center e dibo
    amar luck always kharap.. er age Nokia X3 ki 1st six month e 5bar service center e jaite hoise.then 1ta replace kore new 1ta dise

Amio 2tarik a akta Walton g1 KINLAM.Kintu sabay amaka china china bola matha garom kora diacha .Please bolban ki vabha ami Back cover ar Walton lakha remove kori

রাব্বি ভাই, walton G1 তো কিনলাম। GPর P7 একটিভেট করলাম। কিন্তু সেট একটিভেট করতে পারলাম না। কিভাবে সেট একটিভেট করব যদি বলে দেন তাহলে খুব উপকার হয়।

Level 2

ভাই আমার কিছু ভিডিও বেঁধে বেঁধে যাচ্ছে । এটা কি কোন প্রব্লেম,??? নাকি কোন সফটওয়্যার দিতে হবে,??? আপনার ইমেইল বা ফোন নাম্বার টা দিলে খুব খুশি হতাম,। আমার ইমেইল [email protected]

Level 2

আর আমি কেনার পর মেমরি ফরমেট দিয়ে দিছি। এতে কোন প্রব্লেম হবেকি????

আমি ২ দিন আগে মিরপুর-১ থেকে কিনলাম।আমার সেট এ সব কিছুই ভালো কিন্তু ইন্টারনেট চালালে আধা-ঘন্টার সেটের মধ্যে পিছনটা(ক্যামেরার কাছাকাছি) গরম হয়ে যায় আর স্কিনের নিচের দিকে বাম কর্নারে কেমন হ্লদাটে ভাব হয়ে যায়। ইন্টারনেট ব্যবহার বন্ধ রাখলে আবার কিছু ক্ষন পর ঠিক হয়ে যায়।এটা কি ধরনের প্রবলেম হতে পারে?কারোর জানা আছে কি?আমার বাসায় গ্রামীন নেটোয়ার্ক দুর্বল,আগে স্যামসাং চালাতাম,কথা মাঝে মাজে ভেঙ্গে যেত,কিন্তু জি-১এ কথা খুব বেশি ভেঙ্গে যায়।
এই দুই প্রব্লেমের জন্য আমি কার সাথে যোগাযোগ করবো? শো- রুম (যেখান থেকে কিনেছি) নাকি সার্ভিস সেন্টারে?

walton g1 die keo jodi 1ta photo tule upload diten …tahole khub valo hoito…@@@

Level 0

ami gato kal akta g1 kinsi
kinar por camery flash kaj korto but aj daki flase kaj korte se na
ata ki mobiler problem naki settinging problem
flash on dwa asse

Level 0

নাহ!! ভালো ঠেকলোনা। ৩জি নাইক্কা।