বেশ কয়েকদিন ধরে Walton প্রেমীরা অপেক্ষায় ছিলো Primo এর এই G1 ভার্সনের রিলিজের জন্য । অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলায় Walton এর প্যাভিলিয়নে উন্মোচন করা হলো নতুন এই অ্যানড্রয়েড ডিভাইসটি । আর আমি দেরি না করে কিনে ফেললাম এটা । দাম পড়লো ১২,৪৯০ টাকা (৩০ টাকা ওনাদের লাভ) ।
কেনার পর্যন্ত এখন পর্যন্ত এইটা নিয়াই গুঁতাগুঁতি করতাছি । আর গুঁতাগুঁতি কইরা যা মনে হইলো, এইটা Walton Primo এর চাইতে অনেক বেটার আর আপগ্রেডেড । আমি সংক্ষেপে আমার একটা ব্যক্তিগত রিভিউ নিচে দিয়ে দিলাম ...
৪.৩ ইঞ্চির এই ডিসপ্লে আমার কাছে R1 এর ৪ ইঞ্চির চেয়ে অনেক ভালো মনে হয়েছে । টাচ একদম Smooth এবং সনির Scratch-Resistance ডিসপ্লের চাইতে কোন অংশে কম নয় ।
একদম অরিজিনাল ৫ মেগাপিক্সেল ক্যামেরা ! দেখে মনেই হয় না চায়নার লো কোয়ালিটি, বরং এর অটো ফোকাস ফিচারটি আমাকে হতাশ করেনি মোটেও । আমার আরও একটি স্যামসাং F490V সেট আছে যেটার ক্যামেরাও ৫ মেগাপিক্সেল, কিন্তু মিলিয়ে দেখলাম ওইটা G1 এর ধারে কাছেও আসে না । ফ্রন্ট ক্যামেরা আছে VGA যেটা ভিডিও কলিং সাপোর্ট করে । সুতরাং সামুর বড় ভাইয়ের Primo এর মত সামনে আয়না লইয়া বসতে হইবে না । হে হে হে ...
এক কথায়, যা আশা করেছিলাম তার চাইতে একটু বেশীই পেয়েছি । এর হেডফোনটা আমার পছন্দ হইছে ...... চরম সাউনড ... এইতো রিভিউটা লেখার সময় Race 2 এর Allah Duhai শুনতাছি । সাউনড ভালো বললে ইনসাফ হবে না ... বলতে হবে চরম !
এর Light, Proximity, Accelerometer এখন পর্যন্ত ভালো ভাবে কাজ করছে । শুধু Compass টা ট্রাই করা হয় নাই । বলে খালি কোন জায়গায় আকাশের দিকে ডিসপ্লে রোটেট কইরা ধরতে ... আরও কি নিয়ম টিয়ম কয় । তাই ট্রাই করি নাইক্কা ... পরে কইরা জানামু নে ।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর প্রি লোডেড ৮ জিবি মেমোরি কার্ডে আমাকে ব্যাকআপ apk ফাইল আকারে অনেক ভালো ভালো অ্যাপস আর গেমস দেওয়া হয়েছে । যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে Android Assistant, AndroZip, Call blocker, Call Recorder সহ আরও অনেক ।
আর গেমস Bridge Construction, Cricket Fever, Soccer Kicks, Speed Moto, Speed Knight সহ আরও অনেক । আরও প্রি লোডেড তো আছেই । Kingsoft Office, Adobe Reader, Facebook, Twitter সহ Tom Loves Angela (লোডিং হইতে থাকে, এইজন্য রিমুভ দিছি), Angry Birds, Temple Run এগুলো স্মুথলি চলে ।
কোন HD গেমস এখনো ইন্সটল দেইনি । তবে আশা আছে চলবে ...
720p এর HD কোয়ালিটির The Avengers চালালাম এইমাত্র । পুরা পাঙ্খা ... কোন আটকা আটকি নাই ।
ব্লুটুথ ভার্সন ৪ টার স্পীড ভালোই মনে হলো । আর Wi-fi এর কথা জিগায়েন না, প্রি লো ডেড ব্রাউজার দিয়া ধুমাইয়া নেট চালাইছি বানিজ্য মেলায় । প্লে স্টোর থেইকা কোন এপস নামাই নাই অবশ্য, পরে নামামু ।
এতে HSDPA 3G চলে না (মনে হয় , অবস্য ট্রাই করি নাই) শুধু WCDMA 3G সাপোর্ট করবে । মানে Citycell টাইপ আর কি । তয় আমার জন্য ওইটা কোন সমস্যা না । আর কোন খারাপ দিক পাইলাম না । চ্যরি ... আল্লাহ হাফেজ !
সেটটা লইয়া খুব মজায় আছি । কয়েকদিন আর টেকটিউন্সে আমু না মনে হয় । হে হে হে
আমি আরিফুজ্জামান রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজি কে প্রচুর ভালোবাসি । তাই এখানে আসা । সায়েন্স-ফিকশন প্রিয় সাবজেক্ট আমার । টেকনোলজির মাধ্যমে ক্রিয়েটিভ কিছু করার খুব তীব্র ইচ্ছা পোষণ করি । বাংলাদেশকে টেকনোলজিতে এগিয়ে নিয়ে যেতে আমি সর্বদা প্রস্তুত ও ওয়াদাবদ্ধ ।
এনড্রয়েড ভার্সন কত ভাই? word /Excel_file Edit করা যায় কি?DropBox use করা যায় কি?phone এর ছবি দিলে ভাল হতো।