বাংলার চ্যাট [ ফ্ল্যাস চ্যাট ] ভয়েস চ্যাটিং করার দারুন একটি বাংলাদেশী সাইট ! আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের প্রায় সবারই চ্যাটিং করতে ভালো লাগে। বাংলাদেশে বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীর নেটের স্পিড কম সে ক্ষেত্রে ফ্লাস চ্যাট খুবই কাযর্করী এটিতে কম নেটে স্পিড থাকলেও ভয়েস চ্যাটিং করা যায় সবাই মিলে।
http://www.banglarchat.com/flashchat/ এ সাইটি খুবই ভালো। এটি আমাদের দেশীয় একটি সাইট। এই সাইটে আপনি কম নেটেও কথা বলতে পারবেন। আর ভয়েস কোয়ালিটি খুবই ভালো হয়। এই সাইটিতে চ্যাটিং করতে হলে প্রথমে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে। এটা অনেক সহজ, শুধু ই-মেইল আইডি, নাম, স্থান ইত্যাদি। রেজিষ্টেশনের জন্য আপনাকে http://www.banglarchat.com/ হোম পেইজে যেতে হবে।
আমি টেকটিউন নিয়মিত ভিজিট করে থাকি! অনেক কিছু জেনেছি এখানে এসে এবং জানছি এখনও।প্রায় প্রতিটি পোস্ট পডার চেষ্টা করি সবসময়। আমার মত অনেকেরই টেকটিউনস খুবই প্রিয়।আমরা কম্পিউটারের অনেক সমস্যায় পড়ে থাকি এবং অনেকেই এখানে এসে তার সমাধান করতে পেরেছে। বাংলাদেশে এ রকম একটি সাইট খোলার জন্য সত্যিই আমরা কৃতজ্ঞ টেকটিউনস কতৃপক্ষের কাছে। টেকটিউনস কতৃপক্ষের কাছে আমার আকুল আবেদন যেন আমাদের প্রিয় এই সাইটিতে চ্যাটরুম খোলা হয়। এতে অনেকেই উপকৃত হবেন। নানা রকম বিষয় নিতে মতবিনিময় করতে পারবেন। তথ্য প্রযুক্তি সম্পর্কে আরো এগিয়ে যাওয়া যাবে। তাই দয়া করে "আমাদের প্রিয় টেকটিউনস-এ চ্যাট রুম চাই" এ বিষয়টি বিবেচনা করার জন্য টেকটিউনস কতৃপক্ষের নিকট দৃষ্টিআকর্ষন করছি। মনে করি আরো যারা আছেন সবাই একমত হবেন আমার সাথে। আরো সমৃদ্ধি কামনা করছি টেকটিউনস এর।
সবাই ভালো থাকবেন।
সেই শুভ কামনায় - না বি ল
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কথা ঠিক টেকটিউনে চ্যাট রুম চাই !!!!!!! 😛 😛 😛 😛