সমস্যাই পড়ার আগেই সমাধানের পথ দেখতে চাই Adsense

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত

টেকটিউনের সকল সদস্যদের, বিশেষ করে এ্যাডমিন ভাইদের দৃষ্টি আকর্ষণ আবার এরও মাঝে বিশেষ করে টিনটিন এবং শাকিল ভাই এর প্রতি। আশা রাখি এবিষয়ে একটা সন্তষ্ট জনক সমাধান পাব। আর এ ধরনের সমস্যাই ইতিমধ্যে অনেক ভাই পদার্পন করেছেন। তবে তারা পুরো পুরি আটকানোর পরে তাদের বিষয়টি তুলে ধরেছেন। তবে আমি এখনো পড়িনাই, তবে পড়তে হবে আমি এইটা নিশ্চিত হয়ে পড়েছি। আর তাই সমস্যাই পড়ার আগেই তা উল্লেক্ষ করছি একারণে যে, যদি পড়ার আগে তা থেকে বাঁচার কোন পথ থেকে থাকে। বিষয়টি এ্যাডসেন্স একাউন্ট নিয়ে। আমার দূর্ভাগ্গের কারণে আমার পিসি থেকেই আমার এ্যাডে ক্লিক পড়েছে। এখন এ্যাডসেন্স যে বাদ হয়ে যাবে তাতে আমার কোন সন্দেহ নেই। দয়া করে আমাই এব্যপারে আমাই সাহায্য করেন, যদি কোন পথ থাকে। এখন কিভাবে আমার একাউন্টকে বাঁচাতে পারি? শাকিল ভাই এ বিষয়ে আপনি আমাকে অবশ্যই এড়িয়ে যাবেন না, আর সকল টিউনার ভাইদের প্রতি আমার আবেদন আপনাদের যাদের এবিষয়ে কিছু যানা আছে তিনারাও এড়িয়ে যাবেন না।

Level 0

আমি A.R+R। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Allah Allah koran. apne jode 1/2 tar base click kora thakan tahola & jode apner site a visitor base thaka I means page impression base thaka tahola banned na hoyar somvobona kom thaka. Ar jode visitor kom thaka Ar jode neyometo apne neja click kora thakan tahola to gasaaaaaaaaaa. Example amar boro vhi. http://www.oracletheworld.blogspot.com Allah Allah koran. thanks

    Level 0

    আর যাই হোক ভাই আপনার কথাই সত্যই খুব মজা পেলাম। এত কষ্টের মাঝে একটু আনন্দ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    মাসুদ সঠিক উত্তরটি দিয়ে ফেলেছে…….যদি ভুলে একটি ক্লিক হয় তবে ভয়ের কিছু নেই, তারপরও যদি আপনার আশংকা থাকে তবে এখানে গিয়ে https://www.google.com/adsense/support/bin/request.py?contact_type=invalid_clicks_contact রিপোর্ট করতে পারেন।

    Level 0

    ধন্যবাদ শাকিল ভাই। দেখি ভাগ্যে কি হয়।

একটায় উপায়। আর তা হলো এডসেন্স সাপোর্ট মেইলে তাদেরকে মেইল করে জানাতে হবে যে, এই ক্লিক গুলো আপনি নিজে করেননি এবং আপনার এডসেন্স তাদেরকে মনিটরিং করতে বলতে হবে। কবে মনে রাখবেন, আপনি যদি নিজে ক্লিক করে থাকেন তাহলে বাচতে পারবেন না। কারন, গুগল হলো…………বুঝতেই পারছেন।

    Level 0

    চেষ্টা করে দেখি কী হয়। কম্মেন্ট এর জন্য ধন্যবাদ