শাহরুখ কি পারবে অস্কার জয় করতে?

বলুন তো বলিউডের কিং খান কে?
বলুন তো বলিউডের রোমান্স কিং কে?
বলুন তো বলিউডের সবচেয়ে জনপ্রিয় নায়ক কে?
বলুন তো বলিউডের সবচেয়ে ফ্যান বেশী কার?

জ্বী হ্যা! ঠিকই ধরেছেন ইনি আমাদের শাহরুখ খান!

গেলবছর শাহরুখ কোন ছবিতে কাজ করেনি (বিল্লু তে অতিথি চরিত্র ছাড়া) ! কেন এই ব্যাস্ততা? কিসের জন্য এত বিজি?

হ্যা... করণ জোহর পরিচালিত (ইতিপূর্বে “কাভি খুশি কাভি গাম” ও “কুচ কুচ হোতা হ্যা” এর ডিরেক্টর)  “মাই নেম ইজ খান” (New Window)ছবিটির জন্যই শাহরুখের এত ব্যাস্ততা!

http://mixxfun.com/wp-content/uploads/my-name-is-khan-wallpaper01.jpg

কিছুদিন আগে এর প্রোমো/ট্রেইলার রিলিজ দর্শকমহল থেকে বিপুল সাড়া পায়। কিন্তু ছবিটি শুধু হিন্দীতেই আসছে না! পুরো ছবিটি ইংরেজী ভাষায় মুক্তি পাচ্ছে হলিউডে। বুঝতেই পারছেন পুরো কাজ দ্বিতীয়বার করতে হচ্ছে বলেই এই ব্যাস্ততা!

আপনারা ইংলিশ ট্রেইলার টি দেখতে পারেন ইউটিউব লিংকে ক্লিক করে।

তাছাড়া ডিটেইল্স জানতে পারবেন এটার  অফিসিয়াল ওয়েব সাইট (New Window)থেকে। এখানে এর হিন্দী প্রোমোটাও পাবেন।

বলুন তো কেন এই ইংরেজীর কাজটা করছে?
জ্বী হ্যা... বলিউড বাদশার এখন টার্গেট অস্কার! পারবে কি শাহরুখ?
ট্রেলারটি দেখে মন্তব্য করার অনুরোধ রইল...

Level New

আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অবশ্যই কিং খানঁ জয়ী হবে। ধন্যবাদ

Level 0

শাহরুখ পারবে অস্কার জয় করতে।

খাঁনের তুলনা খাঁনই। এক অস্কার দিয়ে কিং খাঁনের তুলনা হয়না।

aamir khan is real king khan

    Level 0

    amirkhan jodi king hoto tahole , srk ke keno king bole bhai.ektu budddi khatan.sudu aamir khan bole cilllale hobena.king to ekjone tao srk

    shudhu name king hole hoy na vai kaje hote hoi seta aamir khan ter 3idiot,gajini,tarejamin per…….. ar maddhome dekhie deacen.

আমাদের শাহরুখ খান বলতে আপনি কি বুঝালেন ভাই?

    ভালোই টেকটিউনে আসলে এখন ছবির খবরও নিয়মিত পাওয়া যায।

    whats happening here? Hah! Is it Saif’s tune?

    টিনটিন ভাই এই টিউনটি কি আসলেই বাজে । আতাউর ভাইকে একটা জিজ্ঞাস। উনি বাজে কি দেখছেন এখানে।

    বলিউড বাদশার ভক্তর অভাব নেই! অস্কার পেলে শাহরুখের চেয়ে যে সে বেশী খুশি হবে তারও অভাব নেই!

বড় বেশী অফটপিক হয়ে যাচ্ছে ! 🙁

badsha badsha badsha

এটা মনেহয় bollywood এর নিউস এর সাইট না।আমরা সঠিক বিসয় নেয়া টিউন করলে যেমন নিজের ভাল লাগবে তেমন সবাই উপক্রিত হবে।

আমির খান হ্ল রিয়েল খান

আমি নতুন এবং নীয়মিত কিছু শিখার জন্য আসি কিন্ত এইসব বাজে বলিউডি খবর দিয়ে আমাদের কি উপকার হবে বুজতে পারছিনা তাই দয়া করিয়া অপ্রয়োজনীয় কিছু লিখে আমাদের সময়টুকু নষ্ট করিবেন্না ধন্যবাদ,

    ভাইজান, “বাজে” কিছুর কি দেখলেন এখানে। এটি তো শুধু বিনোদনের বিষয় তাই না? হয়তো আপনার এই টিউনটির প্রয়োজন নাই। তাহলে আপনি অন্য টিউন দেখেন। টেকটিউনস এ আপনার অনেক প্রয়োজনীয় টিউন পাবেন। কিন্ত এভাবে বাজে বলাটা কি ঠিক করলেন? আপনাকেই প্রশ্নটা করলাম। কারন শিক্ষার পাশোপাশি বিনোদন না থাকলে সে শিক্ষা খুব একটা বেড়ে উঠতে পারে না। আশা করি সবাই আমার সাথে একমত হবেন।

জি ভাই আমি সকলকে বলছি আমি একটা বিপদে পরে গেছি আমাকে কেউ উপকার করবেন?????????????

জি আমি নতুন আপনাদের মাঝে।নতুন এসে আপনাদের সাহায্য চাইছি।আমার পিসিতে আমি ডিপ ফিরিয সেটআপ করেছি।এখন আমি পাসউয়ারড ভুলে গিয়াছি।আমার ডিপ ফিরিয ভারশন ৬.৬১.০২০.২৮২২ ।এখন আমি কি ভাবে এই ডিপ ফিরিয পাসউয়াড পাওয়াজাবে।অথবা আমি ডিপ ফিরিয আনইন্সটল করব।আপনারা কেউ আমাকে সাহায্য করেন প্লিজ।আমি নতুন তাই ভুল হলে মাফ করে দিবেন।
আপনাদের ঊপেqাই র্ইলাম

Level 0

লেখার সাথে টেকনোলজির কোন মিল কি আছে? এই বিষয় টা এই সাইটের জন্য পারফেক্ট না

    আজব তো ! টেকনোলজির টিউন দেখতে চাইলে তো নাম শুনেই আপনার দূরে সরে যাওয়ার কথা! আপনি আসলেন আবার কমেন্টও করলেন!

যারা বলিউড নিউজের উপর বিক্ষোভ করছেন তাদের জন্য আমার কথা (আমার না … মি. শাোন আগেই আতাউর ভাইকে সেম কথায় বলেছে।)

“ভাইজান, টিউনে “বাজে” কিছুর কি দেখলেন এখানে। এটি তো শুধু বিনোদনের বিষয় তাই না? হয়তো আপনার এই টিউনটির প্রয়োজন নাই। তাহলে আপনি অন্য টিউন দেখেন। টেকটিউনস এ আপনার অনেক প্রয়োজনীয় টিউন পাবেন। কিন্ত এভাবে বাজে বলাটা কি ঠিক করলেন? আপনাকেই প্রশ্নটা করলাম। কারন শিক্ষার পাশোপাশি বিনোদন না থাকলে সে শিক্ষা খুব একটা বেড়ে উঠতে পারে না। আশা করি সবাই আমার সাথে একমত হবেন।”

ভাল লাগলে লাগবে … নাইলে নাই! আমার কি! দিনের 25 মিনিট ব্যায় করে একটা টিউন লিখি…. তাও এই রেসপন্স! যাহ শালা…

    Level 0

    OK BRO THATS NOT A MATTER ,DONT BE ANGRY

Level 0

টেকটিউনস কতৃপক্ষের নিকট বিনীত নিবেদন, আপনারা পারলে টেকটিউনের সাথে আরো কিছু বিষয় যোগ করলে ভাল হবে মনে হয় ।যারা টেকটিউন পড়তে ও করতে ক্লান্তিবোধ করেন ইনির ওখান থেকে ক্লান্তি দূরকরে আসবেন ।

Level 0

টেক টিউন টুকরো খবর নামে একটা বিভাগ করতে পারে তাতে সবাই এরকম কিছু লিকতে পারবে

মাঝে মাঝে অফ-টপিক লেখা এসে যায়, তাতে যদি বিশেষ কোনো ক্ষতি নাহয়, বিতর্কিত বিষয় না হয়, তাহলেই ঠিক আছে। আমার মনে হয় এতে এতোখানি হৈচৈ করার প্রয়োজন নেই। তবে ‘সাইফ দি বস ৭’ আপনাকে জানাচ্ছি, আপনি লিখেছেন, এর পরে আরেকজন লিখবে, তার পরে আরেকজন লিখতে চাইবে – একজন লিখলে বাকিদেরকেও লিখতে দিতে হবে। সেক্ষেত্রে মডারেটাররা বিপদে পড়ে যাবেন কাকে ছাড় দেবেন আর কাকে নয়। পাবলিক প্ল্যাটফর্মে তাই বিষয়বস্তু আমরা সবাই মেনে চলাই ভালো। নইলে অফ-টপিক বিষয় বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর মডারেটারদের সংকটে না ফেলাই ভাল 🙂

আচ্ছা, এই মুহুর্তে বলিউডের জনপ্রিয় নায়ক দুইজন, অক্ষয় কুমার এবং আমীর খান। জনপ্রিয়তা নির্ধারন হয় বক্স অফিসে কার কতো দাম সেই দিয়ে। এই দুই নায়কের নাম এসেছে শীর্ষ ট্যাক্সদাতাদের তালিকায়। শাহরুখ খানের নাম আছে এদের অনেক পেছনে। এরা দুইজনেই সাড়ে চার কোটি টাকা ট্যাক্স দিয়েছেন ২০০৯ সালে – তাও এটা পুরো বছরের ট্যাক্স নয়, শুধুমাত্র শেষ কোয়ার্টারের ট্যাক্স এদের ৪.৫ কোটি। সেখানে শাহরুখ খান ২ কোটি। সারিতে এর পরে যাদের নাম তারা হলেন ঋত্বিক রোশান, সাঈফ আলী খান, রনবীর কাপুর, সালমান খান, কাজল, দীপিকা পাডুকোন, রানী মুখার্জী। (শীর্ষ ৫০০ জনের তালিকায় অমিতাভ বচ্চন এবং তার পরিবারের কারোরই নাম নেই) (খেলোয়াড়দের মধ্যে শীর্ষ ট্যাক্সদাতারা হলেন শচীন তেন্ডুলকার (১.৫ কোটি), মহেন্দ্র সিং ধনি (১ কোটি), বীরেন্দ্র সহবাগ (১ কোটি), সৌরভ গাঙ্গুলি রিটায়ার করার পরেও ৯০ লাখ ট্যাক্স দিলেন, এবং এর পরেই হরভজন সিং (৭০ লাখ)

শাহরুখের জনপ্রিয়তা আসলে সারা বিশ্বে ছড়িয়ে আছে। তার জনপ্রিয়তা বক্স অফিসের রেকর্ড দিয়ে মাপা যাচ্ছেনা। সবচেয়ে বড় ব্যাপার, এতো বছরেও এই তারকার নামে একটিও স্ক্যান্ডাল নেই। তার পারিবারিক অশান্তির খবরও নেই। দীর্ঘকাল কেটে গেল, তার অবসরের সময় এসে যাচ্ছে, অথচ তার ক্লান্তি নেই। এখনও নাকি দৈনিক ১৮-২০ ঘন্টা কাজ করেন। বিদেশে শ্যুটিং করে ফিরেই বিমানবন্দর থেকে দেশীয় লোকেশানে শ্যুটিং করতে চলে যান, নেই জেট ল্যাগ, নেই ক্লান্তির ছাপ। এই ডায়নামিক স্টাইলের হিরো হতে পারেননি অন্য কেউ। তাই এই মাপের একজন তারকা অস্কার পাওয়াই উচিত বলে অনেকেই মনে করেন।

    টেকটিউন্সে অন্যান্য নামে একটা ক্যাটেগরী আছে। কিন্তু কাওকে এটা ইউজ করতে দেওয়া হয় না। কারণ কি? অন্যান্য ক্যটেগরী যেহেতু আছে সেহেতু আমার মতে এ লেখাটা ওখানে যেতেই পারে। পারে কিনা ?

    Level 0

    🙂 🙂

আমাদের শাহরুখ খান!!!! কথাটা কেমন হয়ে গেল না??
আমার একটা গান (পেরডি) মনে পড়ছে তা হল
“ দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও
পরের গাছের পানে কেন মিঠ মিঠাইয়া চাও”

আমিরের উপরে কেউ আছে বলে তো মনে হয়না।

ভাই বাজে বলাতে খারাপ লাগলে আমি ক্ষমা চাইছি কারণ আপনার খারাপ লাগতেই পারে কারণ লেখাটাজে আপনার.ভাই আমরা প্রবাসে থাকি জাহা একটু সময় পাই তাহা খুবই মূল্যবান আর এই একটু সময়ের মাজেও চেষ্টা করি টেকটিউনসটা খুলে পড়তে কিন্তু শিরোনাম দেখেতো বুজা যায়না আসলে ভিতরে কি আছে টাই লেখা গুলো পড়তে হয়.দু:খিত আসুন আমরা বিনোদনের জন্য আরো অনেক সাইট আছে সেগুলো দেখি আর এখানে সুধু বিজ্ঞান এবং কম্পিউটার সম্মন্ধে জানি এবং শিখি.আমার কথা মনে কষ্ট দিলে মাপ করে দিবেন নিজ গুনে আমি সুধু আমার ইচ্ছাটা প্রকাশ করলাম ধন্যবাদ.

Level 0

:p