নতুন বছরের সাথে পথ চলা শুরু করলো নতুন বাংলা ভাষায় টেক এন্ড আইটি বিষয়ক ব্লগ “ আইটি টক বিডি “ । নতুন ব্লগে সবার আমন্ত্রণ রইল ।

সবাইকে নতুন বছরের শুভেছা । কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহ’র রহমতে সবাই ভাল আছেন । আমি ও অনেক ভাল আছি ।

আইটি টক বিডি

আমরা সবাই এখন কম্পিউটার যুগে বাস করি । আমরা নানা কাজে ইন্টারনেট ব্যবহার করি । আমরা সবাই সব কিছু জানি না । আমি যা জানি , তা হইত আপনি  জানেনা । আর আপনি যা জানে তা আমি জানি না। তু কিভাবে আমরা যা জানি না তা জানব । এই জানার মাধ্যম হল ব্লগ । ব্লগে আমরা আমাদের সব ধরনের সমস্যার সমাধান খুছে তাকি  । এক ব্লগে পাই, আবার অন্য ব্লগে তা পাই  না । তাই আমরা সবাই অন্য ব্লগে যাই । আর এই জন্যই অনেক ব্লগ চালু হয় । ঠিক তেমন একটি নতুন  বাংলা ব্লগ “আইটি টক বিডি ” এর পথ চলা শুরু হল । নতুন সব প্রযুক্তি নিয়ে আমাদের পথ চলা শুরু ।

ittalkbd.com

======================================================

আইটি টক বিডি এর ওয়েব সাইট লিঙ্কঃ আইটি টক বিডি  । প্রযুক্তি এই আমাদের হাতিয়ার ।

আইটি টক বিডি  এর ফেসবুক পেজ লিঙ্কঃ ব্লগের ফেসবুক পেজ

======================================================

“আইটি টক বিডি“ ব্লগ টি এর মাঝে আপনি অনেক কিছু নতুন জানতে পারবেন যেমন আমরা টেকটিউনস , টিনারপেজ ও  অন্য অন্য ব্লগের মত । আমি  এবং আমার প্রিয় দুই বন্দু (এ.বি.এস.রুবেল এবং রাকিবুল হাবীব ) মিলে এই  ব্লগ টি তৈরি করেছি । আমরা অনেক ছোট , আপনাদের থেকে । আমরা এই টেকটিউনস থেকে অনেক কিছু শিখেছি । আমরা আরও এই ব্লগ থেকে শিখব ।

আমাদের তৈরি এই ব্লগ টা আপনাদের কে জানি না কতটুকু সাহায্য করতে পারবে , তার পর ও চেস্টা  করব আপনাদের মন জয় করতে । আপনাদের সহযোগিতাই আমাদের এক মাএ কাম্ম । আপনারা ছাড়া এই  ব্লগের কোন মূল নেই । যে কোনো ব্লগের জন্য আপনাদের দরকার ।

আপনরা পোস্ট করতে পারবেন । আপনি যা জানেন তা অন্য কে  জানা ।

আইটি টক বিডি

আমদের সাথে থেকে আমাদের কে ভুল-ত্রুটি গুলো দিখিয়ে দেবেন এবং হেল্প করবেন ।

আপনাদের সবাইকে “আইটি টক বিডি” ব্লগে আমন্ত্রণ রইল  । দেখে আসবেন কেমন হয়েছে এই ব্লগ টা ।

আমাদের জন্য দোয়া করবেন । মানুষের এই ভুল হয় । আর আমি কোনো ভাল বাংলা টাইপ করে পারি না । আমি বাংলা টাইপ অভ্র দিয়ে করি ।

আবার ও আপনাদের জানাই  আইটি টক বিডি

Level 0

আমি newitworld। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আইটি জগৎ কে অনেক ভালবাসি। আমি সব সময় আইটি নিয়ে থাকি। আমরা কম্পিউটার যুগে বাস করি আর কম্পিউটার সম্পর্ক কে জানবনা তাই কি হয়। আমি এক জন ব্লগার অ্যান্ড ওয়েব ডিজাইনার । আমি বাংলা ব্লগ কে অনেক ভালবাসি , কারন মায়ের ভাষায় বলে। টি টি ব্লগটা আমাদের দেশের জন্য...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুন বছরের শুভেছা r ধন্যবাদ সুন্দর একটি ব্লগ gift করার জন্য…।।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

নতুন বছরের শুভেছা। এবার বাংলা বানানের দিকে একটু নজর দিন। যেমন আপনারা ছাড়া এই ব্লগের কোন (মুল) নেই । তার পর ও (চেস্টা) করব আপনাদের (মত) জয় করতে ।

    @Sohel Rana Rj: ভাইয়া আপনাকে ও নতুন বছরের শুভেছা । ধন্যবাদ আবারও আমার ভুল গুলো ধরিয়ে দেবার জন্য । থাঙ্কস ।

ভাল উদ্যোগ নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ । ভাই পেজ তো ওপেন হচ্ছে না।

    @Amir Hossain: ভাইয়া আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ । ভাইয়া ফ্রী তু না আসলে একবার “enter” তে ক্লিক দেন । ভাল থাকুন ।

Level 0

vi .amar obosta apnar moto.Bangla type korta parina………………..vi page opem hoina…onak try korci.buttttttt open hoi na……….