প্রথম যখন ভিস্তা বের হয় তখন আমাদের কেউই হয়ত বিজয় সফ্টওয়্যারটি চালাতে পারি নি! (গুটিকয়েক ছাড়া)
বিজয় ছাড়াও কিন্তু মানুষের চলে গেছে... অভ্র দিয়ে।
তখন বিজয় ফর ভিস্তার দাম যেটা চাওয়া হয় সেটা সত্যিই অকল্পনীয় ছিল। কারও কাছে এতটাকা নিশ্চয়ই ছিল না, অন্তত একটা সফ্ট কেনার জন্য।
এতদিন পর অর্থাৎ উইন্ডোজ সেভেন রিলিজ হওয়ার পর বিজয় আবারো এসেছে। এবার এর নাম বিজয় বায়ান্নো ২০১০।
আনন্দ কম্পিউটার্স দাবি করে এটা উইন্ডোজ সেভেন/ভিস্তা ৩২ বিট এর জন্য তৈরী করা হয়েছে।
নতুন বছরে বিজয় বাংলা সফটওয়্যারের নতুন সংস্করণগুলো বাজারজাত করা শুরু হয়েছে। এই বছরের শুরম্ন থেকে বাজারজাত হচ্ছে বিজয় বায়ান্নো ২০১০। এটি উইন্ডোজের ৩২ বিট অপারেটিং সিস্টেমের জন্য প্রণীত। উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা ও উইন্ডোজ সেভেন-এর ৩২ বিট অপারেটিং সিস্টেমে এটি কাজ করে। এতে কেবলমাত্র বিজয় কীবোর্ড রয়েছে। তবে এটি দিয়ে বিজয় কোড ছাড়াও ইউনিকোডে টাইপ করা যায়। এর খুচরা মূল্য মাত্র ১০০ টাকা।
যাদের দরকার তারা সংগ্রহ করুন বিজয়ের ডিস্ট্রিবিউটরের কাছ থেকে।
অথবা ফোন করুন এই নম্বরে: 02-7194002 (অফিস নাম্বার। অফিস টাইমে ফোন করুন।)
আর নয় পাইরেসী! অন্তত দেশী সফ্টওয়্যারের বেলায় !
আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...
সাইফ দি বস: আমি আপনার কথার সাথে ২০০% একমত৷ ধন্যবাদ আপনাকে৷
আমি জানি কোন জায়গা আপনার লেখা আরো পড়ছি????