কি? TechTunes এর দফারফা অবস্থা??

জি হ্যা আমি টেকটিউনস এর কথা বলছি। আমি প্রায় এক মাস যাবৎ টেকটিউনস নিয়মিত READER কিন্তু গতকাল একটি টিউন করতে গিয়ে বুঝলাম কত ধানে কত চাল। আমার পোষ্ট লিখতে বেশী গেলে ১০ মিনিট লেগেছে কিন্তু তা প্রকাশ করতে সময় লেগেছে আরও প্রায় ৩০ মিনিট মানে আধা ঘন্টা। যাকে বলে "খাজনার চেয়ে বাজনা বেশী"!!

টেকটিউনস এর ডাটাবেসের কি হইছে??? খালি ERROR, ERROR করে ??? তারপর পাবলিশ করার সময় ট্যাগ বাধ্যতামূলক করার কি এমন দরকার ছিল??? আবর ট্যাগ একটা দিলে চলবে না মিনিমাম দুইটা দিতে হইব এ যেন "যেমনে নাচায় তেমনে নাচমু পুতুলের মতন" !!! এবার আসুন বিভাগ মানে Catagories এর মধ্যে একটাও সিলেক্ট না করলে হইত না? Uncatagoried গ্রুপ এ অটো চলে যেতো কিন্তু তা নয় একটা সিলেক্ট করতেই হবে। আরও আশ্চর্য দেখুন একটাই কেটাগরি সিলেক্ট করতে হবে দুইটা করন যাইব না। "মগের মুল্লুক নাকি?" বর্তমান বাংলা কিবোর্ড এ বড় কিছু সমস্যা রয়েছে তা ঠিক না করলে কইলাম বাংলা লেখাই বন্ধ কইরা দিমু!! পেইজ টাইটেল রে নিয়া আবার নতুন কাহিনী টের পাইলাম এই পোষ্ট পাবলিশ করনের সময়। মিনিমাম ৫ ওয়ার্ড লাগব। হায়রে যামু কই।

সবশেষে এতটুকু বলি: হয়ত আপনি বলে বসবেন যখন ভাল লাগে না তখন লেখতে বলছে কেডা? বা এটাও বলতে পারেন যেই পাতে(থালা) ভাত খাইছ সেই পাতেই হাগু(পায়খানা) কর?? আবার হয়ত আপনি রেগেমেগে আমাকে একটা গালি দিয়ে বসতেও পারেন কিন্তু একবার ভাবুন আমি কেন এই সকল কথা বলছি। আমি টেকটিউনস কে আসলে তাদের সমস্যাগুলো সম্পর্কে জানাতে চাচ্ছি যাতে এই সকল সমস্যা আর না হয়। একটা জিনিস ভাল মত জেনে রাখুন যদি কারও সমস্যা সম্পর্কে তাকে জানানো না হয় তবে সে সেই সমস্যা থেকে কখনই উঠে আসবে না।--তাই আপনারাও টেকটিউনস এর সমস্যা গুলো সম্পর্কে লেখুন। এখানেও কমেন্ট করতে পারেন। *স্বাধীনতার মাসের শেষ দিনে একটাই আবেদন শান্তিতে(ভোগান্তি ছাড়া) পোষ্ট লিখতে চাই, দিবেন কি??*

Level 0

আমি টেকটিউনস টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার সাথে আমি সম্পূর্ণ সহমত!
এমনিতেই এটা খুবই হেভিওয়েট একটা সাইট!
এক টাইম মনে হয় অন্য কোন সাইট লোড হতে হয় না…

তারপর আবার ধরেন আমি ট্যাগ কমা দিয়ে লিখে দিলাম… কিন্তু যত হাজারই ট্যাগ লিখি না কেন ! কয় যে একটাও ট্যাগ নাই! দ্বিতীয়বার প্রেস করার পর হয়…
কতগুলো চাইম যে এখানেই নষ্ট!

    ট্যাগ নিয়ে এই প্রব্লেমে তো আমিও পড়েছিলাম … … 😐

    সাইট লোডের কথা বল্লেতো মাশাল্লাহ!! ঐটা বলার মতন না। সার্ভারে কানেক্ট হতেই দিন শেষ মাঝে মাঝে আমি খেতে বসার আগে টেকটিউনস ক্লিক করি খেয়ে এসে চেক করি ঢুকছে কিনা। আর ট্যাগের ঝামেলাটা আসলেই বড় জ্বালাতন।

    এই দুক্ষেই টিউন করি না রে ভাই।

    টেকটিউন্স লোড হওয়ার টাইম সকল সাইটকে ওভারটেক করে! লোডিং টাইম এরচেয়ে বেশী অন্য কোন জায়গায় দেখি নাই!

    আর একবার ট্যাগ এর কথাটা তো না বললেই নয়! যে টাইমটা ওখানে নষ্ট হয় ! মেজাজটায় খারাপ হয়ে যায় !

    হায় কপাল, আমারে অনেকে বলে টিউন কেনো করেন না। আমি তাদের বলি টিউন করতে পারি না ভাই। কারন আমি ভাবতাম এই সমস্যা আমার একার হ্য়। এখন দেখি ইউনিভারসাল।

ভাই………….. ভাল টিউন করলেই আর কোন সমস্যা নাই। So ভাল টিউন করেন। আর সব কিছুরই একটা নিয়মকানুন আছে। রাস্তায় যদি ট্রাফিক না থাকে তবে সব গাড়িই সামনে যাইতে চাবে। আর সাথে সাথে জ্যাম। তাই চলুন আমরা সবাই জ্যাম না বাধিয়ে নিয়মকানুন মেনে মানসম্মত টিউন করি।

    নিয়মকানুন তো খারাপ না কখনও আমি তা বলি নি। আমি বলতে চাচ্ছি নিয়মকানুনের চাপে যেন আবার ধৈর্যের তার যেন ছিড়ে না যায়। যা হোক কমেন্ট করার জন্য ধন্যবাদ।

এই সমস্যাগুলো জানিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম কয়েকদিন আগেঃ https://www.techtunes.io/review/tune-id/15455/

    আমিও করেছিলাম বির্তকিত টিউন তাই লিংকটা নাই দিলাম।

    টেকটিউন কর্তিপক্ষ এসব চোখে দেখে না । তারাও বাংলাদেশের রাজনীতিবিদদের মত ক্ষমতা পাওয়ার পর অন্ধ হয়ে যায়।

আমি আপনাদের সকলের সঙ্গে একমত পোষণ করছি।সকলে প্রতি শুভ কামনা রইল।
http://iusbd.blogspot.com

Level 2

টেকটিউনসে আসা যাওয়া করছি এক বছরের কম হবে না । এখন পর্যন্ত আমার টিউন সংখ্যা মাত্র ১২ টা । আর আমার প্রতিটা টিউন লিখতে কোনটাতে ৩ ঘন্টার কম সময় লেগেছে বলে মনে হয় না আর আপনার কিনা ১০ মিনিট লাগে !

Level 0

একদম ঠিক কথা বলছেন।আমার তো প্রতি টিউনেই ট্যাগ প্রব্লেম হয়।পাশাপাশি অন্য সাইটের কথা বলতেছেন!! প্রিভিউই তো ভাল করে দেখা যায় না।।
Happy new year

আপনার সাথে আমি সম্পূর্ণ সহমত!

টেকটিউন কর্তিপক্ষ এসব চোখে দেখে না । তারাও বাংলাদেশের রাজনীতিবিদদের মত ক্ষমতা পাওয়ার পর অন্ধ হয়ে যায়।

Level 0

সহমত

Level 0

ঠিকই বলেছেন ,আমার মনে হয় টেকটিউন লোডের ক্ষেত্রে রেকর্ড করবে সবচেয়ে দেরিতে ওপেন হয় অন্যান্য যেকোন সাইট থেকে…

হা হা হা হ!
এই পোস্টে আমি জানতাম কোন প্রশাসক এর মন্তব্য পাওয়া যাবে না! I Knew It!
তারা দেখেও না দেখার ভান করছে… এটা আমরা যেমন বুঝি … তাহারাও বুঝেন!
যখন https://www.techtunes.io/tech-talk/tune-id/17267/#comment-34231 ঐ ব্যাক্তির করা সাইট যদি হিট হয় তাহলেই টনক নড়বে! জাস্ট লাইক মাইক্রোসফ্ট!

Amader ki dam de na techtunes

আমার সমস্যা অন্য জায়গায়, ৭ টার বেশি ট্যাগ দেয়া যায়না 🙁

আর পোস্টে বাংলা লেখার বাটন খুজে পেলাম না