সম্মানিত টেকটিউনস এডমিন , আমরা যারা টেকটিউনস ব্যাবহার করি আমার মনে হয় টেকটিউনস থেকে অনেক প্রত্যাশা নিয়ে ব্যাবহার করি। কারন টেকটিউনস আমাদের বেশির ভাগ সমস্যা সমাধানদের উপায় বলে দেয় বিভিন্ন মানের এবং মাপের টিউনস এবং টিউনারদের মাধ্যমে। সবাই আমরা কম বেশি একে অন্যকে সাহায্য করে থাকি বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে। আমি আজকে একটা জিনিস দেখলাম সেটা হল " সাহায্য/জিজ্ঞাসা " এই সেকশনের টিউন রিভিউ হয় কম এবং সমস্যা সমাধানের জন্য Comments অত্যন্ত কম। এর কারন বোধয় "সাহায্য/জিজ্ঞাসা " এই সেকশনের টিউনগুলো হোম পেজ এ দেখানো হয়না ফলে অনেকে টিউনারি তার কাঙ্ক্ষিত সমাধান অথবা সাহায্য পাননা। বেশির ভাগ টিউনার অথবা ভিজিটররা হোম পেজ এর টিউন গুলো দেখেন বা রেভিউ করেন এবং টিউনটি নিয়ে একে অন্যের মতামত বিনিময় করে থাকেন।
সম্মানিত এডমিন দয়া করে একটু যাচাই করে দেখবেন আমার কথা গুলো এবং "সাহায্য/জিজ্ঞাসা " এই সেকশনের টিউনগুলো হোম পেজ দেখানোর জন্য আবেদন জানাচ্ছি।
ধন্যবাদান্তে একজন টেকটিউনস ফ্যান...........................।
আমি Mîåd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing
দাবী রইল …