ইমেজ সার্চের এক অসাধারন সার্চ ইঞ্জিন “TinEye”

TinEye একটি অসাধারন ইমেজ সার্চ ইঞ্জিন প্রযুক্তি।আমরা হয়তো এর আগে গুগলের সিমিলার ইমেজ পদ্ধতির কথা শুনেছি।তবে গুগলের সিমিলার ইমেজ সার্চ এর সাথে এর অনেক পার্থক্য রয়েছে।Tin Eye একই ধরনের বিভিন্ন ছবি সার্চ করে না।একই ছবি বিভিন্ন জায়গায় সার্চ করে।হয়তো মনে প্রশ্ন হতে পারে এটি কিভাবে কাজ করে।আসলে আপনি যখন এতে কোন ছবি আপনার কম্পিউটার বা কোন URL থেকে সার্চ করার জন্য নির্বাচন করবেন তখন Tin Eye ছবিটির একটি ডিজিটাল সিগনাচার তৈরী করবে।আর তখন Tin Eye তাদের সার্চ ইঞ্জিনের মাধ্যমে এরকম আর যত ছবি আছে তা খুজে বের করবে।উল্লেক্ষ্য যে এই ধরনের ডিজিটাল সিগনাচার অদ্বিতিয়।আর এর ফলেই আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন আপনার সেই ছবিটি কোথায় কোথায় ব্যবহার হয়েছে তার খবর ও এর ব্যবহার।চলুন তাহলে দেখি এর ব্যবহার পদ্ধতি।

নিচে যেই স্ক্রিনশট দেখতে পারছেন তাতে 1 নম্বর চিহ্নিত ঘরে আপনি আপনার নিজস্ব কম্পিউটার থেকে ছবি আপলোড করে সার্চ করতে পারেন।অথবা 2 নম্বর চিহ্নিত ঘর থেকে আপনি শুধু আপনার সেই সার্চ করার প্রয়োজনীয় ছবিটির অনলাইনের URL  দিয়েও আপনি সার্চ করতে পারেন।

Tin Eye এর মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ন যে কাজ গুলো করা যায় তার মধ্য রয়েছে
১.যে কোন ছবির মূল স্থান খুজে বের করা।
২.যে কোন ছবির অনলাইনে আবির্ভাবের তথ্য বের করা।
৩.ছবির অপব্যবহার রোধ করা।
৪.আপনার অনুমতি ছাড়া আপনার তৈরি কোন ছবি কেউ অনলাইনে ব্যবহার করলে তাকে খুজে বের করা।
৫.কোন লো রেজুলেশনের ছবির হাই রেজুলেশন খুজে বের করা।
৬.কোন ছবির মডিফাই বা এডিটেড ভার্সন খুজে বের করা।

এটি তৈরী করেছে Idée Inc। সব শেষে বলতে গেলে Tin Eye ইমেজ সার্চ প্রযুক্তির এক অসাধারন উদ্ভাবন।

টিউন পড়ার জন্য ধন্যবাদ।ভালো লাগলে মন্তব্য করবেন।

ওয়েবসাইটঃhttp://Www.TinEye.Com

প্রথম প্রকাশঃ তারুণ্যর কথা

সুত্রঃI Love You Bangladesh

Level 0

আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো কিছু দিতে চাই সব সময়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস