আজকে দুপুরে প্রক্সি সার্ভার নিয়ে একটা টিউন করেছিলাম।এখন রাতে আবার টিউন করছি।যাই হোক এটি আপনাদের কাযে লাগবে।আমার অনেক কাজে লেগেছে তাই শেয়ার করলাম।
অনেক সময় আপনার ওয়েবসাইট হ্যাক হতে পারে। অবশ্য আমরা বাংলাদেশিরা হ্যাকিং এর চেয়ে defacing ভাল পারি। শুধু নামেই হ্যাকিং 🙂
যাই হোক এর ফলে হ্যাকিং এর কাছে আপনার পাসওয়ার্ড সহ ওয়েবসাইট এর অনেক ইনফরমেশন চলে যেতে পারে।সে সাইট কে নষ্ট করে দিতে পারে।
তাই দরকার সবকিছু ব্যাকআপ রাখার। আর এর জন্য একটি ভাল ওয়েবসাইট হল https://www.dropmysite.com/en/
➡ বিনা খরচে এখানে ব্যাকআপ রাখতে পারেন।আপনি সাইন আপ করার পর ৩ টি অপশন পাবেন।
➡ ওয়েবসাইট ব্যাকআপ এর যন্ন আপনার ওয়েবসাইট ।পোর্ট নং।হোস্ট এরনাম ও ftp সাইট এর থিকানা দিন।ওয়েবসাইট এ আপনি একটি সাধারন আইপি recomended পাবেন।সেটি জেনারেল ভাবে ব্যবহার করবেন।
➡ আপনি যেকোনো ডাটা ব্যাকআপ রাখতে পারেন।আপ্নি ৫ জিবি পর্যন্ত ফ্রী জায়গা পাবেন।আমি এখানে সাধারনত mysql ,php আর paython এর কোড এখানে জমা রাখি
➡ আপনি আপনার প্রয়োজনীয় মেইল গুলো এখানে জমা রাখতে পারেন।আপ্নার মেইল আসার সাথে সাথে আপনি সেগুল এখানে সেন্ড করে দিতে পারেন।আপ্নি এখানে নির্ধারিত পরিমান জায়গা পাবেন।বেসি যায়গার প্রয়োজন হলে আপনাকে টাকা দিতে হবে।কিন্তু বরতমানে সাইট টি আপনি ফ্রী ব্যবহার করতে পারেন।
➡ ঈদ এর আগে এটি আমার শেষ টিউন। আবার ঈদ এর পরে ফিরবো । সে পর্যন্ত খোদা হাফেয। সবাইকে
********************EইD MওBআrওk*********************
আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনি যে ওয়েব সাইটটির কথা বললেন সেটি যদি কখনও হ্যাক হয় …কি হইবনা …যদি হইয়া যায় তখন অবস্থা কি হইব । তখন আপনারে …….করলেও মনের দুঃখ দুর হইবনা।