ওয়েবসাইট হ্যাকিং এর ভয় এ আছেন!!! ব্যাকআপ রাখুন সবকিছু

আজকে দুপুরে প্রক্সি সার্ভার নিয়ে একটা টিউন করেছিলাম।এখন রাতে আবার টিউন করছি।যাই হোক এটি আপনাদের কাযে লাগবে।আমার অনেক কাজে লেগেছে তাই শেয়ার করলাম।

অনেক সময় আপনার ওয়েবসাইট হ্যাক হতে পারে। অবশ্য আমরা বাংলাদেশিরা হ্যাকিং এর চেয়ে defacing ভাল পারি। শুধু নামেই হ্যাকিং 🙂

যাই হোক এর ফলে হ্যাকিং এর কাছে আপনার পাসওয়ার্ড সহ ওয়েবসাইট এর অনেক ইনফরমেশন চলে যেতে পারে।সে সাইট কে নষ্ট করে দিতে পারে।

তাই দরকার সবকিছু ব্যাকআপ রাখার। আর এর জন্য একটি ভাল ওয়েবসাইট হল https://www.dropmysite.com/en/

➡ বিনা খরচে এখানে ব্যাকআপ রাখতে পারেন।আপনি সাইন আপ করার পর ৩ টি অপশন পাবেন।

  • ওয়েবসাইট ব্যাকআপ
  • ই মেইল ব্যাকআপ
  • ডাটাবেস ব্যাকআপ

➡ ওয়েবসাইট ব্যাকআপ এর যন্ন আপনার ওয়েবসাইট ।পোর্ট নং।হোস্ট এরনাম ও ftp সাইট এর থিকানা দিন।ওয়েবসাইট এ আপনি একটি সাধারন আইপি recomended  পাবেন।সেটি জেনারেল ভাবে ব্যবহার করবেন।

➡ আপনি যেকোনো ডাটা ব্যাকআপ রাখতে পারেন।আপ্নি ৫ জিবি পর্যন্ত ফ্রী জায়গা পাবেন।আমি এখানে সাধারনত mysql ,php আর paython এর কোড এখানে জমা রাখি

➡ আপনি আপনার প্রয়োজনীয় মেইল গুলো এখানে জমা রাখতে পারেন।আপ্নার মেইল আসার সাথে সাথে আপনি সেগুল এখানে সেন্ড করে দিতে পারেন।আপ্নি এখানে নির্ধারিত পরিমান জায়গা পাবেন।বেসি যায়গার প্রয়োজন হলে আপনাকে টাকা দিতে হবে।কিন্তু বরতমানে সাইট টি আপনি ফ্রী ব্যবহার করতে পারেন।

➡ ঈদ এর আগে এটি আমার শেষ টিউন। আবার ঈদ এর পরে ফিরবো । সে পর্যন্ত খোদা হাফেয। সবাইকে

********************EইD MওBআrওk*********************

Level 0

আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাই আপনি যে ওয়েব সাইটটির কথা বললেন সেটি যদি কখনও হ্যাক হয় …কি হইবনা …যদি হইয়া যায় তখন অবস্থা কি হইব । তখন আপনারে …….করলেও মনের দুঃখ দুর হইবনা।

আপনি মনে হয় যানেন না বাংলাদেশ এ একটি নির্দিষ্ট হ্যাক এর এর groupছাড়া আর নির্ধারিত কয়েকযন ছাড়া অন্যরা hacking er হ ও যানে না।এরা সুধু .tk,.bac এসব পিচ্ছি সাইট হ্যাক করতে পারে।
Dropmyemail provides a simple service to protect your cloud data with email back up and be able to migrate email from one provider to another. It’s a free and simple two-click signup process to get you going. Add the mail accounts to back emails or migrate emails and it is done.আর আপনার যদি hacked হওয়ার ভয় থাকে তাহলে চুড়ি পরে বাসায় বসে থাকুন

    Level 2

    @rashed rahul: চুড়ি সেটা আবার কি জিনিস, একটু বলবেন কি ???? বাংলাদেশ এ হ্যাকিং group এর নাম জানেন না ,আমি বলছি এর নাম বাংলাদেশ সাইবার army

rashed rahul@ ভাই এখানে blogger.com সাইট ব্যাক আপ রাখা যাই???