আমার নতুন ল্যাপটপের সংক্ষিপ্ত রিভিউ (যারা গেমিং ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা দেখুন)

সেপ্টেম্বরের ২৯ তারিখ  ল্যাপটপ হাতে পাবার পর তার এতদিন পর আজকে সেটির খুঁটিনাটি বিস্তারিত লিখছি।

তো শুরু করলাম ল্যাপটপের নাম দিয়ে- TOSHIBA Satellite P850/040
সত্যি কথা বলতে আমি বা আমার পরিচিত কেউই আগে Toshiba এর ল্যাপটপ ব্যাবহার করেনি। তবে ব্লগে ঘোরাঘুরি করে বুঝলাম বেশ ভালই। বলে রাখা ভাল আমি প্রায় ১.৫ বছর যাবত Compaq একটি ল্যাপটপ ব্যাবহার করছি। তবে খেয়াল করেছি বেশ অনেকেই Compaq কে খারাপ বলেছেন। তবে আমার এখন পর্যন্ত কোন সমস্যা হয় নি। যাই হোক Toshiba ব্র্যান্ডের এই ল্যাপটপ টি বেশ ভালই লাগছে। কারন হিসেবে বলতে পারি এই ল্যাপটপটির আউটলুক এক কথা অসাধারন। কালার হচ্ছে হালকা গোল্ডেন। প্রথম দেখায় যে কারো ভাল লাগবে।

এবার আসি কনফিগারেশনের ব্যাপারে-
প্রথমেই বলে নিচ্ছি এটি একটি হাই কনফিগ ল্যাপটপ। আসলে সেই জন্যই নেয়া। আমার এমন একটা ল্যাপটপ দরকার ছিল যাতে আমার ৩ডি প্রোজেক্টগুলো বেশ ভালভাবেই চলে।

১। প্রসেসর:
প্রসেসর হিসেবে আমি প্রথম থেকেই চাচ্ছিলাম Intel। কারন AMD প্রসেসরগুলো আমার তেমন একটা ভাল লাগে নি। কারন আমার আগের ল্যাপটপটি ছিল AMD এর। যাই হোক এই ল্যাপটপটিতে রয়েছে Intel 3rd Generation Core i7- 3610QM এবং যার সিপিউ স্পীড 2.3 GHz- 3.3GHz এছাড়াও L2/L3 Cache Capacity-6MB। এই একদিন চালিয়ে যা বুঝলাম তা এককথায় অসাধারন। আমার ৩ডি সফটওয়্যারগুলো বেশ স্মুথ। এছাড়াও rendering আগের চেয়ে প্রায় ৩-৪ গুন ফাস্ট।
২। মেমোরিঃ
এই ল্যাপটপটিতে রয়েছে ৮জিবি র‍্যাম। এবং ১৬০০ MHz
৩। হার্ডডিস্কঃ
১ টিবি (১০০০জিবি)।
৪। গ্রাফিক্সঃ
এবারে আসি আসল পয়েন্টে। এই একটা জিনিসই আমার খুব দরকার ছিল। কারন আমার পড়াশুনার কারনে আমার খুবই শক্তিশালী গ্রাফিক্স প্রয়োজন ছিল। এই ল্যাপটপটিতে রয়েছে NVIDIA Geforce GT 630M 2GB with Optimus। Optimus টেকনোলজি সম্পর্কে যা জানলাম তা হল। এটি একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে কম্পিউটারের পাওয়ার সেভ করে। আর ঠিক এই কারনেই এই ল্যাপটপটির Energy Rating-5.0। এছাড়াও পাশাপাশি Intel HD 4000 গ্রাফিক্স রয়েছে।
৫।ডিস্ক ড্রাইভঃ
ব্লুরে প্লেয়ার ও বার্নার। এছাড়াও ৩ডি মুভি প্লে করতে পারে যদিও এজন্য ৩ডি টিভির কানেকশন লাগবে।
৬।ইউএসবিঃএই ল্যাপটপটিতে রয়েছে ৪টি ইউএসবি পোর্ট। সবগুলোই ইউএসবি ৩.০ সাপোর্ট করে।

এই হল মোটামুটি কনফিগারেশন। তবে আরও যে উল্লেখযোগ্য ফিচার আছে তা হল-
-টিভি টিউনার- ল্যাপটপটিতে সরাসরি টিভি দেখা যায় শুধু একটি এন্টিনা লাগিয়ে। তার মানে এই ল্যাপটপটি ইচ্ছে করলে টিভি হিসেবেও ব্যাবহার করা যাবে।
- কীবোর্ড ব্যাকলাইট- ল্যাপটপটির কীবোর্ড গুলো অনেকটা Allienware এর মত। প্রতিটি বাটনে লাইট জ্বলে।
- ব্যাটারি ব্যাকআপ- হাই কনফিগ ল্যাপটপ হওয়া সত্ত্বেও Energy Rating- 5.0 থাকার কারনে প্রায় ৫.৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিবে। যদিও আমি এখন পর্যন্ত ব্যাটারি ব্যাবহার করিনি। সরাসরি পাওয়ার দিয়েই চালাচ্ছি।

- ৩ডি সাউন্ড- বিশ্বাস করবেন কিনা জানি না তবে আমার দেখি ল্যাপটপগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাউন্ড হচ্ছে এটিতে। আর সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারন।

Allienware নেওয়ার ইচ্ছা ছিল আসলে কিন্তু সর্বনিম্ন দাম( ১২০০ ডলার) যেটির(M14x) সেটিতে কোন ডিস্ক ড্রাইভ নাই এছাড়াও ডিসপ্লে সাইজ মাত্র ১৪ ইঞ্চি। Allienware কিনলে M15x(দাম ২০০০ ডলার) কিনতে চাচ্ছিলাম। কিন্তু বাজেটে কুলাতে পারলাম না। যাই হোক একদম খারাপ হয় নি মনে হয়। আমার বেশ ভালই চলে যাচ্ছে।

সবশেষে ল্যাপটপের দাম- ১৩০০ ডলার ( বাংলাদেশী টাকায় ১০০০০০ টাকা হবে হয়ত)

কেউ যদি হাই কনফিগ ল্যাপটপ কিনতে চান তাহলে অবশ্যই দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ।

সবশেষে আমার করা ২টি বিল্ডিং প্রোজেক্টের ছবি। দুটিই আমার ডিজাইন করা।

Level 0

আমি Jackson। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Valo laptop; good tune carry on

Level 0

ধন্যবাদ কমেন্টের জন্য। আশা করি আপনাদের জন্য ভাল কিছু টিউন করতে পারব।

আপনার ল্যাপটপের কনফিগ আর আমারটার প্রায় একই। শুধু উল্লেখযোগ্য প্রথম দুইটি ফিচার বাদ দিয়ে।
আমি HP Pavilion DV6 7023TX ব্যবহার করছি। আমিও একটা রিভিউ দিব ভাবছি 🙂

    Level 0

    আরে সাইফুল ভাই যে আমার টিউনে।
    হ্যাঁ আপনার ল্যাপটপটি দেখলাম র‍্যাম,হার্ডডিস্ক,ডিস্ক ড্রাইভ ছাড়া মোটামুটি একই কনফিগ। এছাড়া আমার ল্যাপটপটি দিয়ে টিভি দেখা যায়।
    সাইফুল ভাই আপনার ল্যাপটপটি কত দিয়ে কিনেছেন একটু বলবেন প্লিজ

Level New

Well. Carry on.

Hmm, amar akte celeron asa….. only 21,500 taka

    Level 0

    @digitallover_1991: আমিও পেন্টিয়াম ৪ ব্যাবহার করেছি ২ বছর

Level 0

Vaiya apnar new laptop tar prize koto porlo aktu janaban

    Level 0

    @kk_kabir: একদম শেষে লেখেছি তো। দাম পরেছে ১৩০০ অস্ট্রেলিয়ান ডলার। টাকায় মনে হয় ১০০০০০ হবে( ডলারের রেট ৮০ টাকার মত ধরলে)

আমারটার কনফিগারেশন দেখতে পারেন এখানে… http://asia.cnet.com/product/acer-aspire-v3-471g-core-i7-3610qm-processor-2-3ghz-8gb-ram-46029969.htm
বিসিএস এর এসার শোরুমে পাবেন দাম পড়বে ৭২০০০ টাকা… ব্যাটারী ব্যাকাপ অনেক বেশি… দেখতে পারেন… এখন একটু দাম বাড়তে পারে… তখন অফার সিল… রোজার ঈদে কিনসিলাম… 😀

    Level 0

    @নীলদাঁত: বাহ বেশ ভালো ল্যাপটপ নিয়েছেন তো। এসার এর ল্যাপটপ কেমন লাগছে একটূ জানাবেন।

Level 0

Agulo sobcheye doni lok der jonno……

    Level 0

    @iTpoka: ভাই আমি এতদিন তাই ভাবতাম। আমি নিজে পেণ্টিয়াম ৪ পিসি চালিয়েছি ২ বছর।

ভাই কিছু মনে কর্বেন না ১ টা কথা বলি আমার কেন জানি মনে হচ্ছে আপ্নি লেপ্টপ এর রিভিউ দিতে আসেন্নি এশেছেন আপ্নি জে ১ টা দামি লেপ্টপ কিঞ্ছেন সেটা সবাইকে জানাতে।

    Level 0

    @স্বপন মাহমোদ: আপনার এই কথায় হালকা কষ্ট পেলাম।
    আসলে খেয়াল করলে দেখবেন আমি টেকটিউনে বেশ নতুন। তাছাড়া টিউনও সেইভাবে করা হয়না। যার ফলে আমার লেখার মান খারাপ হতে পারে। আর সেইভাবে গুছিয়ে লিখতেও পারি নাই।
    আর সেইভাবে জানানোর মতো কিছু আমার নাই। আমি এমনিতে একটি সাধারণ পরিবার থেকেই এসেছি।আর অনেক কষ্ট করেই চলছি।পড়াশুনা আর কাজের পাশাপাশি কিছু সময় বের করে ব্লগ গুলোতে ঘুরি।

    আর আমি আপনাদের সকলের ছোটোই হব। তাই যদি কিছু ভূল হয়ে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন।

sorry for bad comment.hahahhahahaha

ওরে বাবা ! এত টাকা নাই । মধ্যবিত্ত পরিবারের ছেলে কি আর করব কনতে পারব না । তবে আপনি কিনছেন শুনে খুশি লাগতেছে ।

Level 0

আমিও মধ্যবিত্ত পরিবারের ছেলে। বহুদিন কষ্টের পর পেলাম। বিশ্বাস রাখুন একদিন সফল হবেনই।

vai kotha theke kinsen ??? online a kine thakle please link ta dien /… ar 3d ar kaj kothay valo shikhay ,,, Webdevelopment , wordpress shikhar jonno BD ar dhaka te valo protishthan konti ??? please bolben ….

কবে যে একলাখ টাকা হবে 😥

Level 2

Thank you Jackson…প্রকৃতপক্ষে আমাদের দেশের মানুষ এর স্বভাবটাই এরকম । কেউ কারো ভালো দেখতে পারে না।এজন্য আপনি মন খারাপ করবেন না । তবে কোন ব্যক্তি এই টি্উনটি দেখে Laptop কিনতে গিয়ে দোকানদারকে বাড়তি কোন প্রশ্ন করতে হবে না । এবং দরদাম নিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবন থাকবেনা।

সবকিছুই ভাল, কিন্তু Dedicated Graphics টা আরো Powerful দিলে Better হতো 😀

ভাই এই design গুলো কি এই laptop দিয়ে করা? আমার জানা খুব প্রয়োজন, কারন আমি আসলে design গুলর জন্য কি রকম configuration দরকার, তা জানতে চাচ্ছি… Thanks

Level New

Matro 45hazar diya latpot kinlam. Temon valo na:S