যারা হালকা কাজ করতে চান তাদের জন্য ‘দোয়েল স্ট্যান্ডার্ড-২৬০৩’
বৈশিষ্ট্যঃ
প্রসেসরঃ ইন্টেল এ্যাটম এন৪৭৫ (১.৮৩ গি.হা/৫১২ কে.বি ক্যাশ)
চিপসেটঃ ইন্টেল এনএম১০
র্যামঃ ২ গি.বা. ডিডিআর থ্রি
গ্রাফিক্সঃ ইন্টেল জিএমএ ৩১৫০ (২৫৬ মে.বা. পর্যন্ত)
হার্ডডিস্কঃ ৩২০ গি. বা. সাটা
ওয়েব ক্যামঃ ১.৩ মেগাপিক্সেল
ব্লুটুথঃ ২.0
ওয়াইফাইঃ ৮০২.১১/বি/জি/এন
ব্যাটারীঃ ৪২০০mAh (২.৫+ ব্যাকআপ)
ইউএসবি পোর্ট সংখ্যাঃ ২টি ইউএসবি ২.০
ল্যান পোর্টঃ RJ-45
কী-বোর্ড কী সংখ্যাঃ ৮২ টি
টাচ প্যাডঃ স্ক্রল স্কোপ
রং: কাল, মেরুন, সিল্ভার।
ওয়ারেন্টিঃ ১ বছর (ব্যাটারী ৬ মাস রিপ্লেসমেন্ট)
এছাড়াও আছে ৩ ওয়াটের স্পিকার, 4in1 কার্ড রিডার এবং এক্সটারনাল ভিজিএ কানেক্টর । তবে এটিতে কোন অপ্টিক্যাল ড্রাইভ নেই।
নিচে ল্যাপটপটির ছবি দেখুনঃ
সুবিধাঃ
• অপারেটিং সিস্টেস হিসেবে রয়েছে গুগলের ‘উইন্ডোজ, লিনাক্স ।
• বাংলা এবং ইংরেজি দুইটি ভাষাতে ব্যবহার করা যাবে ।
• ১২.১” এলসিডি ডিসপ্লে ।
• ওয়াইফাই সংযোগ সুবিধা ।
• দাম হাতের নাগালের মধ্যেই ।
• ৪২০০ mAH ব্যাটারি ।
অসুবিধাঃ
• সিডি/ডিভিডি রম নেই ।
• বেশি কাজের জন্য ব্যবহার করতে পারবেন না ।
• ১.৮ GHZ গতিসম্পন্ন প্রসেসর ।
দামঃ ২৩,০০০ টাকা/এখন মাত্র ২০,০০০ টাকা
সাথে ১ বৎসর WARRENTY. (ব্যাটারি ৬ মাস)
এই মডেল সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই ইমেজ ফাইল টি দেখুন ।
কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানাবেন ।
আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.noyon786.blogspot.com
kothi pwa jabe. which market.