ল্যাপটপ রিভিউ:: [দোয়েল প্রাথমিক ২১০২]

যারা হালকা ইন্টারনেট ব্যবহারকারি ‘দোয়েল প্রাথমিক ২১০২’ । এছাড়া গান শুনার জন্যও ব্যবহার করতে পারেন । ছোটোদের ব্যবহার করার জন্য ভালই হবে(কম দামের মধ্যে) । অথবা, যাদের বাড়ীতে পিসি আছে এবং যারা ল্যাপটপ কিনতে আগ্রহী তাদের কাজে লাগতে পারে ।

বৈশিষ্ট্যঃ

মডেলটিতে রয়েছে ১০ ইঞ্চি এলসিডি, ৫১২ মেগাবাইট র‌্যাম, ০.৩ মেগাপিক্সেল ইন্টিগ্রেটেড ওয়েবক্যাম, ওয়াইফাই সংযোগ সুবিধা, ইথারনেট লোকাল এরিয়া নেটওয়ার্কিং সুবিধা, ২ ইউএসবি ২.০ পোর্ট এবং ১৬ গিগাবাইট পর্যন্ত ধারণক্ষমতার এসডি স্লট। এর অপারেটিং সিস্টেস হিসেবে রয়েছে গুগলের ‘অ্যানড্রয়েড’।

নিচে ল্যাপটপটির ছবি দেখুনঃ

সুবিধাঃ

  • অপারেটিং সিস্টেস হিসেবে রয়েছে গুগলের ‘অ্যানড্রয়েড/WINDOWS CE 6.0 .
  • বাংলা এবং ইংরেজি দুইটি ভাষাতে ব্যবহার করা যাবে ।
  • ১০” এলসিডি ডিসপ্লে ।
  • ওয়াইফাই সংযোগ সুবিধা ।
  • দাম অত্যন্ত কম ।

অসুবিধাঃ

  • সিডি/ডিভিডি রম নেই ।
  • গতি অনেক কম ।
  • বেশি কাজ করতে পারবেন না ।
  • মাত্র ০.৩ মেগাপিক্সেল ইন্টিগ্রেটেড ওয়েবক্যাম ।
  • WINDOWS 7 ব্যবহার করতে পারবেন না ।

দামঃ ১০,৫০০ টাকা

সাথে ৬ মাসের WARRANTY.

এই মডেল সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই পিডিএফ ফাইল টি দেখুন ।

কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানাবেন ।

আমার ফেইসবুক আইডিঃ এখানে

আমার ফেইসবুক গ্রুপঃ এখানে

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আর সব চেয়ে বড় অসুবিধা হল: ভুলেও কেউ এটা কিনবেন না।

ভাইজান এটি কি কি কাজে ব্যাবহার করা যাবে? খুবই দুর্বল মনে হচ্ছে। কোন প্রকার গেম কি এটিতে চলবে?

Level 0

ভাই দোয়েলের কোন laptop টা ভালো হবে একটু বিস্তারিত জানাবেন……..pls

Level 0

দোয়েল ল্যাপটপ আকাশে উড়ে, মাটিতে তার দেখা পওয়া ভার। কোন দোকানেই দোয়েল ল্যাপটপ পাওয়া যায় না। ওদের নিজস্ব ১/২ টা বিক্রয় কেন্দ্রে এটা পাওয়া যায়। ভাল বিপনন ব্যাবস্হাপনা নেই।

Level New

দেশি তো তাই

এটার কনফিগারেশনের তুলনায় দাম অনেক বেশি। দামটা ৮০০০ টাকা হলে তাও একটা কথা ছিল। আচ্ছা, এটাতে Android version কত?

এইটারে দোয়েল না বলে ফাউল বলাই ভালো।

হে হে হে এটার চেয়ে আমার তিন হাজার টাকার সেম্ফনি মোবাইল অনেক ভালো কনফিগারেশনের

Matro 10500 Takay Laptop e ki Core i3 processor thakbe?