মহানবী হযরত মুহাম্মদ (সা) কে ব্যঙ্গ করায় আমদের করনীয়…

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম । আপনারা সবাই জেনেছেন যে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মহানবী হযরত মুহাম্মদ (সা) কে“Innocence of Muslim” নামে একটি চলচিত্র নির্মাণ করে ব্যঙ্গ করা হয়েছে ।

আমরা কি ভুলে যাচ্ছিঃ-

  • হযরত মুহাম্মদ (সা) আমাদের জন্য দুনিয়াতে কত কিছু করেছেন ।
  • আমরা হযরত মুহাম্মদ (সা) এর উম্মত ।
  • কিয়ামতের দিন একমাত্র হযরত মুহাম্মত (সা) আমাদের জন্য শাফাআত করবেন ।
  • এই পৃথিবীতে যত ইট ও পাথর আছে, হযরত মুহাম্মত (সা) তার চেয়ে অধিকসংখ্যক লোকের জন্য শাফাআত করবেন ।
  • মহানবী হযরত মুহাম্মত (সা) এর শাফাআত ছাড়া আমাদের জান্নাত লাভ সম্ভব নয় ।

এ সম্পর্কে YOUTUBE নিয়ে কিছু কথাঃ আমরা ইতোমধ্যে অনেকেই YOUTUBE ব্যবহার ছেড়ে দিয়েছি । কারন,

  1. YOUTUBE Innocence of Muslim এর ভিডিও গুলো দেওয়া হয়েছে ।
  2. YOUTUBE থেকে Innocence of Muslim এর ভিডিও গুলো মুছে ফেলা হয়নি কেন ।

YOUTUBE এ ভিডিও গুলো দেওয়া হয়েছে বলে এতে YOUTUBE এর কোন দোষ নেই ।

এবং, YOUTUBE থেকে ভিডিও গুলো মুছে ফেলা হয়নি । কারন, YOUTUBE এর মালিক ইহুদি । আপনারা বুঝতেই পারছেন যে, আমরা ইসলামের শত্রু ইহুদীর YOUTUBE ব্যবহার করছি ।

 

আমদের করনীয়ঃআমরা মুসলমানরা কি পারিনা YOUTUBE এর বিকল্প হিসেবে আরেকটি এ রকম সাইট বানাতে । পারি কিন্তু বানাবো না । কারন, ইসলামের শত্রু আমরা নিজেরাই ।

আমরা, কেন ইসলামের শত্রু ইহুদীর YOUTUBE ব্যবহার করব?

এ সম্পর্কে আমার কিছু কথাঃআসুন আমরা সবাই মিলে এর বিকল্প হিসেবে আরেকটি এ রকম সাইট তৈরি করি । এতে আমাদের মহানবী হযরত মুহাম্মত (সা) খুশি হবেন । আমি মনে করি, “টেকটিউনস এর টিউনারগণ পারেনা, এমন কোন জিনিস নেই।”

তাহলে আমরা উচ্চকণ্ঠে বলতে পারব যে,  আমারা মহানবী হযরত মুহাম্মত (সা) এর উম্মত”

 

আমার টিউন এ কোন ভুল থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

আমি মাত্র ক্লাস এইট এ পড়ি তাই হয়তো লেখাগুলো ভাল ভাবে উপস্থাপিত নাও হতে পারে ।

সামনে আমার জেএসসি পরীক্ষা । আমার জন্য সবাই দুয়া করবেন ।

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

hmm………..kothagoloy joktikota ase

Level 0

আপনার কাছে এমন কোন প্রমান আছে কি যার কারনে আপনি বলতে পারেন যে YOUTUBE এর মালিক ইহুদি। আপনার এটা জানা থাকা উচিত যে, যে যতটুকু অপরাধ করেছে তাকে ততটুকুই অপরাধী সাব্বস্ত করা উচিত এর বেশি নয় । আর এর বেশি করলে আপনি নিজেই তার চেয়ে বড় অপরাধী হয়ে যাবেন।
যদি আপনার কাছে ইউটিউবের মালিকানার ব্যাপারে কোন প্রমান থাকে তবে সেটা দ্রুত উপস্থাপন করুন আর না থাকলে ভুল তথ্য দেয়ার জন্য ক্ষমা চান।

Level 0

এইকথা প্রায় সকল নেট ব্যাবহারকারিরাই জানেন যে, ইউটিউবের ৩ জন ডেভেলপারের ২ জন মুসলমান এবং তাদের মধ্যে একজন বাংলাদেশি প্রবাসিও আছেন।

ভাইয়া তুমি বলছও YOUTUBE এর মালিক ইহুদি……………।।তোমার কাছে কি প্রমান যে ইউটিউব এর মালিক ইহুদি………………।।প্রমান থাকলে তা তুমি পোস্ট কর…………।

আমি যতদূর জানি ইউটিউব এখন গুগুলের মালিকানাধিন। অর্থাৎ ইউটিউব বেশ কিছুদিন আগে গুগল ক্রয় করেছে। তাই ইউটিউব থেকে কোন ভিডিও রিমুভ করার সর্বময় ক্ষমতা গুগলের হাতে thakথাকা উচিত tha।যদিও আমি নিশ্চিত নই, তাই জানতে চাচ্ছি আমি কি ভুল বললাম ? @
newboy

Level 0

Atao ek dhoroner zehad. Thanks

যেসব ভাইয়ারা ইউটিউবের মালিকানা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।তাদের কে বলছি তাদের হাতে এটার প্রমাণ থাকলে আপনার প্লিজ দেখাবেন।
GOOGLE এর একটা অংশ ইউটিউব।তাই আমি যতদূর জানি গুগলের মালিক খ্রিস্টান বা ইহুদী।আর এটা সত্য হলে জিহাদুর রহমান নয়ন ভাইয়ার কাছে আপনাদের সরি বলা উচিত।

আমরা টিউন এর বাইরে চলে যাচ্ছি ।আসল কথা হল আমরা কি পারিনা youtube এর মত একটি সাইট তৈরি করতে ।

    @ভোরের ফুল:
    না পারেন না , কারন ইউটিউব একটা বিডিও শেয়ারিং সাইট যার জন্য হাজা হাজার পেটা বাইট জায়গা লাগে যা কেনার খমতা আপনাদের নেই।

Level 0

YouTube, LLC was bought by Google for US$1.65 billion, and now operates as a subsidiary of Google. Chad Meredith Hurley is an American co-founder and former Chief Executive Officer of the popular video sharing website YouTube. Steve Chen is a Taiwanese-born American internet entrepreneur. He is the co-founder and previous Chief Technology Officer of the popular website YouTube. Jawed Karim is a Bangladeshi/German American technologist and co-founder of the popular video sharing website YouTube.

আগে তোমাকে ধন্যবাদ জানাই।
আমি পত্রিকায় পরেছি যে ইউটিউব কত্রিপক্ষ বলছে যে আমাদের কাছে ভিডিও টি সরানোর Administration নেই।আদালতের রায় এর অপেক্ষা ছিল।আদালত রায় দিয়েছে সরানো হবেনা।আর ইউটিউব গুগল এর মালিকানায় এটা আমিও জানি…

Level 0

Ki bolbo…Ai hocche obostha..Akhon nijerai lagalagi suru korci…
Btw, prosno hocche amra ki “youtube” er moto kichu korte pari..?? Asole i think, “youtube” a je dhoroner video deya hoy tar onek guloi amader vabao haram…Akhon jodi keu osob chara akta site kore tahole thik ache…Seta korte invest & user lagbe jara upload korbe…Aktu details dekhle jinis ta kothin abar jodi keu determined hoy & tar hate proper material thake tar jonno sohoj… Tobe protibad er vasa ta valo, ata jara protibader name a violance toiri kore nijerai nijeder khoti korche tader jonno better…….

Level 0

Ki bolbo…Ai hocche obostha..Akhon nijerai lagalagi suru korci…
Btw, prosno hocche amra ki “youtube” er moto kichu korte pari..?? Asole i think, “youtube” a je dhoroner video deya hoy tar onek guloi amader vabao haram…Akhon jodi keu osob chara akta site kore tahole thik ache…Seta korte invest & user lagbe jara upload korbe…Aktu details dekhle jinis ta kothin abar jodi keu determined hoy & tar hate proper material thake tar jonno sohoj… Tobe protibad er vasa ta valo, ata jara protibader name a violance toiri kore nijerai nijeder khoti korche tader jonno better option…….

Level 0

Hi im rockfor banla on facebook, tomer kotha golo thik ache valoe laglo,

Level 0

@জিহাদুর রহমান নয়ন
good thinking , cestakorle ki na hoy,

amader mahanovi takha tu ar youtube bashi boro noy.ar a kotha chinta kora amader youtube borjon kora uchit.

Level 0

Salar Kamangar
Senior Vice President, YouTube and Video

“আসুন আমরা সবাই মিলে এর বিকল্প হিসেবে আরেকটি এ রকম সাইট তৈরি করি । এতে আমাদের মহানবী হযরত মুহাম্মত (সা) খুশি হবেন”

আমি হাসবো না কাঁদবো বুঝতেছিনা।
ছবি, বাদ্যযন্ত্র যেখানে হারাম সেই হারাম কে আমরা হালাল করার অপচেষ্টা করছি।
নয়ন সাহেব! আপনার উদ্দেশ্য মহৎ তবে প্রতিবাদের ভাষা যেন মহৎ হয়।
ধন্যবাদ এইরকম স্পর্শকাতর বিষয় নিয়ে টিউন করার জন্য।

    @স্বার্থপর: মানুষ মাত্রই ভুল। আপনাকে ধন্যবাদ ভুল ধরিয়ে। দেয়ার জন্য।
    আর Youtube মানেই বিনোদন নয় এখানে অনেক কিছু শেখার আছে। এবং সকল বাদ্য যন্ত্র হারাম নয়।
    আর ভাইয়া এমন কোনো কমেন্ট করবেন না যেন টিউনার এর খারাপ লাগে। এটি একটি প্রতিবাদ মূলক টিউন। এই প্রতিবাদ আমার একার নয় সকল মুসলমানদের।

Level 0

@স্বার্থপর আপনার সাথে একদম সহমত। অনেকেই এই জিনিস গুলি জানেনা। সমস্যা হল আমাদের ইসলামিক জ্ঞান খুব সীমিত।

Level 0

টিউনটি ভাল লাগল। অধিকাংশের ভিন্ন মত থাকলেও আমি আপনার কথা সাথে দ্বিমত পোষণ করতে পরি না,
http://www.kazirhut.com

Google er Alexa rank akhon 2! Chorom moja pailam 😛

http://www.alexa.com/topsites

Level 2

টিউনটি ভাল লাগল।