সুডো টেক II প্রযুক্তির বিষ্ময় ( একটি নতুন সম্ভবনা )

প্রযুক্তির ছড়াছড়ি আজ চারদিকে । প্রযুক্তির ব্যবহার দিনে দিনে বাড়ছেই এবং সারা দুনিয়া মেতেছে প্রযুক্তি নিয়ে। কিন্তু সচেতন ভাবে প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজন আরো ব্যাপকভাবে এসকল বিষয়ে জানাশোনার এবং মাতৃভাষায় তা চর্চা করার। বাংলাতে একই সাথে প্রযুক্তি এবং সৃষ্টিশীল ব্লগিংকে এগিয়ে নিতে এবং বাংলাকে ইন্টারনেট বিশ্বে প্রথম সারিতে তুলে ধরতে “প্রযুক্তির বিষ্ময়” শ্লোগানে শুরু হল  সুডো টেকেরপথ চলা।

আমরা বিশ্বাস করি প্রযুক্তি ছাড়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তাই মায়ের ভাষায় প্রযুক্তি চর্চা অনেকটা জরুরী। যত উন্নত প্রযুক্তির দেশ রয়েছে প্রায় সবাই নিজের মায়ের ভাষায় তথ্য প্রযুক্তির চর্চা করে। শুধু নিজে জানা মানে জানা নয়, অন্যকে জানানোই প্রকৃত জানা। আর নিজেকে নিজের কাছ থেকে এক ধাপ উপরে নিয়ে যেতে অন্যকে জানানোর বিকল্প নেই। প্রযুক্তি চর্চার জন্য সম্পূর্ণ তৈরি  ''সুডো টেক''... এখন আপনার অপেক্ষায়...



সুডোটেকে কেন ব্লগিং করবেন?

সন্মানিত ব্লগার ভাইয়েরা আপনারা হয়তো লক্ষ্য করবেন বাংলা ব্লগ আছে সেখানে বিভিন্ন ধরণের সমস্যার মুখোমুখি হন আপনারা। যেমন মডারেশন টিমের স্বজনপ্রীতি-অদক্ষতা, সার্ভার সমস্যা, অব্যবস্থাপনা, অনৈতিক-অশ্লীল লেখা, ভুলে ভরা লেখা, যা অনেকসময় বিরক্তিকর। ইনশাআল্লাহ সুডোটেকে এই সমস্যাগুলো পরিহার করে এবং দক্ষতার সহিত মডারেশন করা হবে।

মডারেশান টিমের কোন সিদ্ধান্ত যদি আপনি ভুল মনে করেন তবে তা সাইট এডমিনদের জানাতে পারবেন এবং এডমিন টিম অভিযোগটি নিস্পত্তি করবেন।



কি আছে এই সুডোটেকে???

সুডোটেক একই সাথে টেকি,নন-টেকি,ভিজিটর সকল এর জন্য সুবিধাজনক শক্তিশালী প্লাটফরম যেখানে সকল  টেকিভাইয়েরা  পাবেন সমান সুযোগ ও উৎসাহ।

একটি শিশু জন্মানোর পর থেকেই হাটতে পারে না,তাঁকে হাটা শিখানো হয়,তারপর সে হাটে। সত্যি কথা বলতে কি,সুডোটেক এখন শিশু আপনাদের দায়িত্ব ওকে হাটা শিখানো। ইতিমধ্যে এই হাটা শিখানোর দায়িত্ত টা কেউ কেউ নিচে,আমরা আশা করি আপনারা ও হাটাশিখা/ পাওয়ারফুল টেক কমিউনিটি গড়ে তুলতে সহযোগিতা করবেন।





সুডোটেকের ভবিষ্যত পরিকল্পনাঃ

  • পাওয়ারফুল টেক কমিউনিটি গড়ে তুলা।
  • বিভিন্ন ওয়ার্কশপ করে নতুন নতুন প্রতিভা বের করে আনা।
  • সুডোটেকের ব্যানারে ফ্রিল্যান্সিং গ্রুপ,লিনাক্স লোকো টিম,ডেভেলপার গ্রুপ তৈরি করা ।
  • প্রোগ্রামিং এর টিউটোরিয়াল করা।
  •  ভিডিও সহ ওয়েব ল্যাঙ্গুয়েজগুলোর উপর টিউটোরিয়াল করা।
  • অনলাইন আয় সম্পর্কে স্বচ্ছ ধারনা ও যাবতীয় তথ্য সরবরাহ করা।


সুডোটেকে আপনাদের সবার আমন্ত্রন। সুডোটেক আপনাদের ভালো লাগবে আশা করি। সুডোটেকের ঠিকানাঃ http://tech.seudolab.com/ । “প্রযুক্তির বিষ্ময়” সুডোটেকের সাথেই থাকুন,সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি Mehedi44। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Amio ki bloging korte parbo?non teki charao ki onno sob bishoy ummukto?bistarito janaben doya kore.

    Level 0

    @লাল ঘোড়া: অবশ্যই পারবেন ব্লগিং করতে! সুডো টেক শুধু মাত্র প্রযুক্তি ব্লগিং এর জন্য! তবে আপনি যদি নন-টেকি ব্লগিং করতে চান, সে ক্ষত্রে আপনাকে সুডো ব্লগ এ যেতে হবে! http://www.BLOG.seudolab.com এই অংশে! 🙂
    সুডোল্যাবে আরো কি কি আছে, জানতে এই ঠিকানায় যেতে পারেনঃ seudolab.com/about