পেশাগত ব্যাস্ততার কারনে অনেকদিন টিউন করা হয় নি। আজকে আমি আপনাদের কিছু এন্ড্রয়েড (Android) ট্যাবলেট পিসির সাথে পরিচয় করিয়ে দিব যাদের Specification গ্যালাক্সি ট্যাব-এর কাছাকাছি বা কিছু কিছু ক্ষেত্রে তার চেয়েও বেশি কিন্তু দাম সে তুলনায় তিন ভাগের একভাগ। আসুন শুরু করি:
প্রথমেই আমি নিজে যেটা ইউজ করি সেটার কথা বলি। এটার নাম Ainol Novo7 Aurora
Official Google Play Store.
এবার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু বলি।
এবার দামের কথায় আসি।বর্তমানে এর অফিসিয়াল দাম ১৩৯ ডলার মানে প্রায় ১১৫০০ টাকা। অনলাইনে কিনতে পারেন নিজ দায়িত্বে ।শিপমেন্ট সহ ১৪০০০ পড়তে পারে। আমি এটা কিনেছি উত্তরা থেকে ১৬০০০ টাকায়। সাথে ৬মাস Warranty এবং ২ সেট Nvidia 3D glass+3D Movie(5DVD) গিফট্ হিসেবে দিয়েছে। আর ইনটেক বক্সের মধ্যে OTG cable, Tab bag, Original Screen Paper,Stylus Headphone, USB cable এবং AC charger ছিল। ClickBD-তে Search করলেই অনেক seller পাবেন।
১. Ainol Novo 7 Advanced II
২. Ainol Novo 7 Tornado
৩. Ainol Novo 7 Elf II
৪. Ainol Novo 7 Aurora II
বি.দ্র: অফিসিয়াল দাম ১৬/০৮/১২ তারিখ Ainol-এর Website থেকে নেয়া। বাংলাদেশ ডিলার Price ১৬/০৮/১২ তারিখ ClickBD থেকে নেয়া।
আরও জানতে অফিসিয়াল হোমপেজ-এ ঢু মারুন।
অনেক কথা লিখলাম। কারও উপকারে লাগলে ভালো লাগবে। সবশেষে বলি Ainol Brand-টা চায়নিজ হলেও সারাবিশ্বের ট্যাবলেট মার্কেটে এটি বিরাট জায়গা দখল করেছে। বেশ কিছু Award-ও নাকি পেয়েছে। তো, আজ এ পর্যন্তই। সবাইকে ঈদ মুবারক।
গ্রেট আপডেট (17/08/12):
জিপি মডেম কাজ করে !!!! লেটেস্ট ফার্মওয়ার Feiyu_mod 0628 -তে আপডেট করার পর এখন জিপি Huawei E1550 মডেম দারুন কাজ করছে। তবে ZTE MF190 মডেম এখনও কাজ করছে না। এই ভার্সনে Huawei-এর সকল GSM/WCDMA/CDMA মডেম কাজ করার কথা। পরবর্তি আপডেটে ZTE support আসবে আশা করি। Thanks the Developers !
আমি রনি০৬০০০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ainol Novo 7 Tornado টা অর্ডার দিলাম। তবে তাদের অফিসিয়াল সাইট থেকে অর্ডার দেয়া ঠিক হবেনা। কিছু সমস্যা লক্ষ করলাম। আমি থার্ড পার্টি থেকে নিচ্ছি। 🙂 আশা করি ৩/৪ দিনের মধ্যে পেয়ে যাবো । আর আর্টিকেল টি শেয়ার করার জন্য ধন্যবাদ
খুব ভাল লাগল লেখাটা ……।।
“এই ট্যাবের মুল সমস্যা হল এটা মাত্র কয়েকটা মডেলের মডেম সাপোর্ট করে……..”
কোন মডেল এর মডেম এটা সাপোর্ট করে ??