উইন্ডোজে ইনস্টল করা বিভিন্ন হার্ডওয়্যারের ড্রাইভার (যেমন, প্রিন্টার, অডিও, গ্রাফিক্স, ল্যান, মডেম ইত্যাদি) যদি ব্যাকআপ করে রাখা যায় তাহলে পরবর্তিতে উইন্ডোজ ইনষ্টল করার পরে নতুন করে একে একে সবগুলো ড্রাইভার ইনষ্টল করার ঝামেলা থাকবে না বা সিডি খুজঁতে হবে না। ফলে ড্রাইভারের কোন ঝামেলা ছাড়ায় ভবিষ্যতের জন্য ড্রাইভারগুলো সংরক্ষণ করা যাবে উক্ত নির্দিষ্ট উইন্ডোজের জন্য। ডাবল ড্রাইভার সফটওয়্যারের সাহায্যে উইন্ডোজে ইনষ্টল থাকা সকল ড্রাইভারের তালিকা দেখা, প্রিন্ট করা, সেভ করা, ব্যাকআপ করা এবং রিষ্টোর করা যাবে। মাত্র ১.৬ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি http://www.boozet.org/dd.htm থেকে ডাউনলোড করতে পারবেন। সফটওয়্যারটি ইনষ্টল করার পরে চালু করে স্ক্যান বাটনে ক্লিক করলে চলতি উইন্ডোজে ইনষ্টল থাকা সকল ড্রাইভারের তালিকা আসবে। এর মধ্যে কম্পিউটারে যুক্ত সকল হার্ডওয়্যার ড্রাইভারগুলো সয়ংক্রিয়ভাবে নির্বাচিত থাকবে। আপনি ব্যাকআপের জন্য বাড়তি ড্রাইভার নির্বাচন করতে পারেন। এখন আপনি ব্যাপআপ বাটনে ক্লিক করে সহজে নির্দিষ্ট ফোল্ডারে ড্রাইভগুলো ব্যাকআপ করতে পারবেন। পরবর্তীতে ড্রাইভারগুলো ইনষ্টল করার প্রয়োজন হলে রিষ্টোর বাটনে ক্লিক উক্ত ফোল্ডার থেকে সবগুলো বা বাছায় করে ইনস্টল/রিস্টোর করতে পারবেন।
আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
+88-0155-2333272
অতিদ্রুত রেসপন্স করার জন্য অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশাকরি সামনেও এমন করবেন।
ভাই মহা ঝামেলায় আছি ল্যাপটপটি ভিস্তা এখন উইন্ডোজ এক্সপি সেটআপ করব। কিন্তু কোন ড্রাইভারের কোন সিডি নাই। এখন কি এই সফটওয়্যারের মাধ্যমে ড্রাইভারগুলি সংগ্রহ করে উইন্ডোজ এক্সপিতে ব্যবহার করা যাবে। একটু তারাতারি সমাধান দিলে ভাল হয়।
[email protected]