উইন্ডোজ সেভেন মোবিলিটি সেন্টার

মোবিলিটি সেন্টার প্রথমেই ইন্ট্রোডিউজ করা হয়েছিল উইন্ডোজ ভিসতায়। ল্যাপটপ ইউজারদের জন্যে এটি খুবই হ্যান্ডি টুল এটি। তবে উইন্ডোজ সেভেনের মোবিলিটি সেন্টারকে নিয়ে এখনও কোন টিউন আমি করি নাই। তাই ভাবলাম আজ উইন্ডোজ সেভেনের মোবিলিটি সেন্টারটি টিউনারদের সামনে তুলে ধরি।

WindowsMobilityCenter_thumb

যেভাবে মোবিলিটি সেন্টার অন করব

.          Go to Start > Control Panel > Windows Mobility Center.

.          Hit Windows + X hotkey

আসুন দেখে নেয়া যাক উইন্ডোজ সেভেনের মোবিলিটি সেন্টারের ফিচারগুলো –

ডিসপ্লে

DisplayMobilitycenter_thumb

এই অপশনটি আপনাকে আপনার মনিটরের ব্রাইটনেস বাড়ানো এবং কমানোর কাজটি করেছে আরো সহজ এবং হ্যান্ডি। শুধু মাত্র ট্র্যাকার স্লাইড করে সহজেই আপনি আপনার পছন্দ মত মনিটরের ব্রাইটনেস এ্যাডজাষ্ট করে নিতে পারবেন।

ভলিউম

Volume_thumb

ভলিউম কন্ট্রোলিং প্যানেলটিকে আরো অর্থবহ করে তোলা হয়েছে এতে। এর আন্ডারে রাখা হয়েছে প্লেব্যাক, রেকর্ডিং, সাউন্ড এবং কম্যিউনিকেশান ট্যাব। এখান থেকে আপনি আরো স্বাচ্ছন্দ্যে প্রফেশনালদের মত করে সাউন্ডের সাথে ডিল করতে পারবেন।

ব্যাটারী স্ট্যাটাস

BatteryStatus_thumb

এখান থেকে আপনি আপনার ব্যাটারীর স্ট্যাটাস এবং আনুসাঙ্গিক আরো অনেক অনেক ইনফরমেশান পেতে পারেন। এর মাধ্যমে আপনি আপনার প্ল্যানিং করতে পারেন। কারণ ল্যাপটপের দৌড় মূলত ব্যাটারির স্ট্যাটাসের উপরই ডিপেন্ড করে থাকে।

ওয়্যারলেস নেটওয়ার্ক

WirelessNetwork_thumb

নতুনরা উইন্ডোজ সেভেনে প্রথমই যে সমস্যাটার সম্মূখীন হতে পারে সেটি হচ্ছে এর ওয়্যারলেস নেটওয়ার্ক কনফিগার করা। তবে ইউজারদের হ্যারাসমেন্ট কমাতে আছে মোবিলিটি সেন্টার। মোবিলিটি সেন্টার থেকে খব সহজেই আপনি আপনার ল্যাপটপের ওয়্যারলেস নেটওয়ার্কটি কনফিগার করিয়ে নিতে পারেন।

এক্সটার্নাল ডিসপ্লে

DisplayMobiltiyCenter_thumb

কন্টেন্ট ডিসপ্লে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সিস্টেমকে এক্সটার্নাল ডিসপ্লেতে কানেক্ট করার অপশন চলে আসবে। সেখান থেকে আপনি আপনার পছন্দ মত সিলেক্ট করে নিতে পারবেন।

সিঙ্ক সেন্টার

SyncCenter_thumb

উইন্ডোজ সেভেনের মোবিলিটি সেন্টারের আওতায় এই সিঙ্ক সেন্টার আসলেই একটি এ্যাডভান্স লেভেলের প্ল্যাটফর্ম। । অটোম্যাটেড ডেটা ট্রান্সফার এবং সিঙ্কিং করার জন্যে এই প্ল্যাটফর্মটি আরো কার্যকারী।

প্রেজেন্টেশান সেটিংস

PresentationSettings_thumb

এই সেটিংস এর মাধ্যমে আপনি আপনার পিসি কে প্রেজেন্টেশান মোডে নিয়ে আসতে পারবেন। এই অবস্থায় আপনার কম্পিউটার সচলই থাকবে তবে নটিফিকেশানগুলো ডিজ্যাবল করা থাকবে।

আশা করি মোবিলিটি সেন্টারের এই রিভিউ সেভেন এর ল্যাপটপ ব্যবহারকারীদের অনেক কাজে আসবে।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

dhur eta control panel e nai>………………

এইযুগের টিউন কইরা প্রমান করলেন আপনে আধুনিক যুগের । হা হা হা