শুরুতেই সবাইকে রমজানুল-মোবারক এর ও বন্ধু দিবশের ভালোবাসা জানাচ্ছি টিটি পরিবার এর সকল বন্ধকে ! আজকের টিউনটি উৎসর্গ করছি আমার বন্ধু স্বাদ রহমান কে , [ও আজ দুপুর ৩.৩০এর দিকে ফোন দিয়ে বললো ভাইয়া প্লেনে উঠছি , ফিরবো ২৪তারিখে আপনার সাথেই শেষ কথা বলছি ] কথাটা কেমন জেন কানে এখনও বাজছে !!! ও গেল ওমরাহ করতে এবার দিয়ে চতুর্থবার , আপনারা সবাই ওর জন্যে দেওয়া করবেন।
যাইকোত মূল কথাই আসছি ........হঠাৎ করেই মাইক্রোসফ এর ব্লগে দেখলাম windows release review !! serial key সহ বেশি কিছু না ভেবেই ডাউন লোড করলাম । ইনডোস সেটাপ দিতে মাত্র ১০মিনিট সময় লাগলো , তখনই ভেবেনিলাম এইবার কিছু একটা পেয়েছি !! যায় হোক স্কীর্ন শর্টগুলোর মার্ক করা স্থানগুলো ভালো মতন দেখবেন , আসা করছি উপকৃত হবেন ।
ইউনডোস ৭ ব্যবহারের অভিজ্ঞতা নেই বললেও চলে , কিন্তু ৮ আমার এতোই ভালো লেগেছে যে , review প্যাক শেষ হয়ে গেলে প্রোয়জনে পেইড প্যাক ই ব্যবহার করবো ।এছাড়াও awesome ! ইন্টারফেস পাবেন পুরো ইউনডোস ব্যবহার করলে !!!
সিটিংস টা দেখুন , দেখে মনে হবে ১/২ এর বাচ্চারা ও খুবই সহজে এটি অপারেট করতে পারবে 🙂
ডাউনলোড খুবই সহজ , শুধু মাত্র আপনার মেইল ও কান্টি নির্বাচন করে আপনার বিট অনুযায়ী ডাউনলোড করে নিন ।এখানে ক্লিক করে মাইক্রো সফট এর অফিসিয়াল সাইট এ প্রবেশ করুন , ভাববেন না রিভিও প্যাক এর সিরিয়াল key উম্মুক্ত করে দিয়েছে সবার জন্যে ! এতএব জেনুইন ইউনডোসের স্বাদ নিতে ভুল করবেন না ।
অনেকেই মনে করে থাকতে পারেন , যেহুতু এটা ইউনডোস সেভেন এর চেয়েও আপডেট ভার্সন এতএব ভারীকোন ওএস হবে , আসলে এই ধারনাটি সম্পূন্য ভুল , ইউনডোস সেভেন এর চেয়ে অনেক সহজ ও অধিক সুবিধে পেলেও পিসি ফাস্ট থাকেবে সেভেন এর চেয়ে কমপক্ষে ৮০% তাহলে এবার দেখি মেমরী ইউজেজ কেমন হবেঃ
ডাউলোড অবস্থায় পিপির ইউজেস দেখুন , আমি আপনাকে একটি বিষয় নিশ্চিত করতে পারি , আপনার যদি আমার মতো পুরান পিপি (পেন্টিয়াম ৩ ) ও হয় , তাহলে কখন ও আপনার পিসি স্লো করবে না , আর কোর i 7 এর কথা আপনার বুইঝা লইয়েন।
আমার একটা ধারনা ছিল যে ইউনডো ৮ যেহুতু নতুন ওএস অতএব এটি’র সব সফট পেতে কিছু দিন সময় লাগবে , আসলে সে গুড়ে বালি 🙁 আপি আপনাকে ১০০% নিশ্চিয়তা দিতে পারি আপনি xp তে যেই সফট ইনিস্টল করেছিলেন ইউনডোস ৮ এ সেটাই করতে পারবেন , সতরাং সফট ইনিস্টল নিয়ে কোন সমস্যাই থাকছে না ,
এখানে এন্টিভাইয়ার সফট ইনিস্টল করার প্রয়োজন হবে না , কারন পাওয়ারফুল এন্টিভাইরাস ইনপুট করাই আছে , আমি AVG এবং ক্যাসপারস্কাই ইনিস্টল করতে ব্যর্থ হয়েছিলাম , এবং ফেসবুকে স্ট্যটাস দেওয়ার পরে নিচের মন্তব্যটি দেখুন....
তখন সাকিল ভাই আমাকে ইনসিউর করে, যে ইউনডোস এইট এর সাথে লাইসেন্স এবং MSE ইনপুর দেওয়াই আছে 🙂 ধন্যবাদ সাকিল ভাইকে ।
এন্টিভাইরাসটি মূলত ফ্রি তবে শর্তহলো মাইক্রো সফট এর রেজিস্টারকৃত গ্রাহক হতে হবে , আমরা অনেকেই ফেইক সিরিয়াল key দিয়ে ইউনডোস জেনুইন করে থাকি কিন্তু ধরা খাইছেন তখনই যদি MSE চালাইতে বসছেন !? এটি’র সম্পর্কে পরিচিত করার কোন সুযোগ নাই , আপনার সবাই জানেন এটির কার্যক্ষতমা সম্পর্কে ।
আসলে আপনি ইউনডোস ৮ এ !! একটু বেশিই পাবেন ,
আরেকটা কথা ইতিমধ্যে যারা ভাবছেন যে রিভিও প্যাক এর মেয়াদ ফুরাইগেলে সমস্যা হবে , তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই , আপনার দেখা মতো এমন কোন সফট পেয়েছেন কি যেটার লাইসেন্স , কীজেন , বা অন্য কোন ভাবে এটা আপনি ইউজ করতে পারেন নি ? সুতরাং হতাশার কিছু নেই ।
তবে আমি আপনাদের কে অনুরোধ করবে এটা রিলিজ হলে আপনার অবশ্যয় কিনে ব্যবহার করবেন । আর আমি যতটুকু জানি এটির দাম এখন পর্যন্ত চূড়ান্ত না হলেও খুবই কমদামে এটি বাজারে ছাড়া হবে । অতএব এইনজয়........
আজ এতোটুকুই পোষ্টটি ভালো লাগলে , নিচের লাইক বোতাম ক্লিক করে ফেসবুকে পোষ্টটি ছড়িয়ে দিন ,কারন আমি চাই প্রযুক্তির সর্বশেষ ছোঁয়াতে যেন সবাই আন্দলিত হয়। ধন্যবাদ সবাইকে।।
আমি প্রিন্স মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Every success story is a story of great failure
Donnobad ai rokom post ar jonno.
Kindly amake ke help kroben. Ami w7 use kore. Online a bangla lekta pare na. bejoy kaj kora na. kon software use korbo? kindly download link ta deban.
mrmunna1@gmail .com
আজ আমার মনটা খুবই ভালো…..আর এই সময় এতো ভালো একটা পোস্ট পাবো তা ভাবতে আসলে খুব ভালো লাগছে…..অসাধারণ হইছে প্রিন্স ভাই…..:)