নেক্সাস ৭ মূলত অ্যামাজন কিন্ডল ফায়ারের বিকল্প হিসেবে আনছে গুগল মাত্র ১৯৯ ডলারে! এই ৭ ইঞ্চি ট্যাবলেট হয়ত ফায়ারকে ধ্বংস করে দিবে বলে মনে করছে অনেকেই।
লাইব্রেরি উইগেটটি হোম স্ক্রিনে আপনার ডিভাইসে থাকা মিডিয়াগুলো শো করবে।
নেক্সাস ৭ এ এপসগুলোর আইকন দেখতে এমন হবে।
ভিডিও প্লেয়ার কোয়ালিটি অনেক ভাল। 1,280 x 800 ডিসপ্লেতে ভিডিও দেখা যাবে।
এভাবেই গুগল নেক্সাসে মুভি ব্রাউজ করা যাবে।
ম্যাগাজিন ব্রাউজার বেশ গতিসম্পন্ন।
আই টিউনের মত উন্নত না হলেও গুগল মিউজিক প্লেয়ারে কাজ চলে যায়।
এপস পেজ আইকনে আঙ্গুল দিয়ে স্লাইড করে গুগল নাউ চালু করা যাবে।
গুগল এপ অটো আপনার লোকাল তথ্য এবং আবহাওয়া আপডেট জানিয়ে দিবে।
নেক্সাস ৭ এ গুগল ক্রোম।
নেক্সাস ৭ এ 3D গুগল ম্যাপ খুব ভালভাবেই রেন্ডার করছে।
পিছনের এই ডিজাইনে নেক্সাস ধরে রাখতেও সাহায্য করবে।
পাওয়ার এবং ভলিয়ুম বাটন হলো একমাত্র শক্ত বাটন এই ডিভাইসের।
নেক্সাস ৭ এর মাঝখানে আছে চার্জ করার জন্য USB পোর্ট।
বক্সে নেক্সাস।
এন্ড্রয়েডের নতুন ভার্শন জেলি বিন ৪.১ নিয়ে গুগল বের করছে নেক্সাস ৭। আসুস তৈরি করেছে এই ডিভাইস।
নেক্সাস যখন আপনি হাতে নিবেন তখন এর ব্যাকসাইড চামড়া দিবে আপনাকে সলিড গ্রিপের স্বাধ আর ওজন মাত্র ১২ আউন্স যা কিনা আইপ্যাডের প্রায় অর্ধেক। এই ডিভাইস অনেকটাই পোর্টেবল তবে 4G সুবিধা থাকছে না।
স্ক্রিন হলো ৭ ইঞ্চি, ১২৮০x৮০০ IPS (in-plane switching) LCD ডিসপ্লে সাথে গরিলা গ্লাস প্রটেকশন। এটা রেটিনা ডিসপ্লে না হলেও চমৎকার।
জেলি বিনের সাথে গুগল এন্ড্রয়েড দিচ্ছে আরো নতুন কিছু ফিচার, ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিতে পারে এই নতুন নতুন ফিচার যাকে বাটার বলে অভিহিত করা হচ্ছে। প্রথমত অ্যানিমেশন, এখন থেকে এপস পরিবর্তন করতে পারবেন ৬০ ফ্রেম পার সেকেন্ডে। আপনি এই পরিবর্তনটা সাথে সাথেই ধরতে পারবেন না। যদি নেক্সাস ৭ ব্যবহার করার পর আইস ক্রিম স্যান্ডউইচ ট্যাবলেট ব্যবহার করেন তাহলেই এর পরিবর্তনটা আপনার চোখে পড়বে।
এছাড়াও এন্ড্রয়েড এখন আপনি কোথায় টাচ করে কাজ করবেন তা আগেই বলে দিতে পারবে।
আশা করা যাচ্ছে নেক্সাস ৭ হবে অন্যতম সেরা একটি মিডিয়া ডিভাইস। নেক্সাস ৭ এ আছে অসাধারণ ভিডিও প্লেয়ার। মুভি দেখার স্বাধও বদলে দিতে পারে আপনার। তবে আইপ্যাডের রেটিনা ডিসপ্লের মতো এত পরিস্কার না হলেও আপনার কাজ চলে যাবে।
নেক্সাস ৭ এ বই পড়ে ভালই মজা পাবেন তবে জুম করলে কিছুটা ঘোলা দেখা যায়। যাই হোক ভিউ টেক্সট অপশন আপনাকে দিবে এডভান্স স্মুথ গতি এবং ফটোও দেখতে গ্রেট।
গান শুনেও অনেক মজা পাবেন তবে আই টিউনের মতো না হলেও অনেকটাই ভাল। আর স্পিকার একট বিকট টাইপ মানে সাউন্ড অনেক বেশি।
গুগলের সার্চ এপস আরো আপগ্রেড করা হয়েছে, ভয়েস সার্চও অনেক উন্নতি হয়েছে।
নেক্সাস ৭ আইপ্যাডের মতো অনেক বড় না হলেও ট্যাবলেট হিসেবে কোন ভুল পাওয়া যাবে না। মিডিয়া ডিভাইস হিসেবে এন্ড্রয়েডের মধ্যে সব চেয়ে সেরা এই নেক্সাস। অনেক ক্ষেত্রেই আইপ্যাডের সাথে টেক্কা দিয়েছে নেক্সাস।
যাইহোক, আইপ্যাডের মূল্য ৩০০ ডলার কি আসলেই যোগ্য নেক্সাস ৭ এর সামনে? সাথে থাকছে সুপার স্ক্রিন, মিউজিক ক্যাটালগ এবং এপস সিলেকশন। ঠিক এই দামেই পাচ্ছেন নেক্সাস ৭ + ৭৫ HD মুভি , ১৫০ টিভি এপিসড, ২৩২ গান, ২৩ বই অথবা ৭৫ এবং ৩০০ ম্যাগাজিন।
নেক্সাস ৭ হয়তো সেরা ট্যাবলেট নয় তবে এর কম মূল্য অবশ্যই মানুষকে দিবে সন্তুষ্টি। বেশিরভাগ মানুষের কাছেই নেক্সাস মনে হচ্ছে ভালর চেয়েও বেশি কিছু। তাই আপনারটি সংগ্রহ করার সিদ্ধান্ত আপনারই।
এটাতো গেলো দেশের বাইরের কথা। আমাদের দেশে আসছে কবে? আমাদের দেশে হয়তো কিছু বেশি মূল্যে কিনতে হবে তবে আমার কাছে মনে হয় হয়তো গরিবের বন্ধু গুগলের সাহায্যেই আমাদের মতো গরিব দেশের মানুষ ট্যাবলেট ব্যবহারের সুযোগ পাবে।
আপনি যদি আপনার পিসি নিজে তৈরি করেন তাহলে যেমন খরচ বাচবে তেমনি পিসি সম্পর্কে নিজের ভাল একটা ধারণাও হবে। কিন্তু আপনি যদি পিন কাউন্ট এবং সকেট শেপস সম্পর্কে ভাল না জানেন বা ঠিক মতো মনে না রাখতে পারেন তাহলে গুগলের সাহায্য নিতে নিতে আপনাকে ক্লান্ত হয়ে যেতে হবে।
তাই এখানে এমন একটি ছবি শেয়ার করা হলো যেখানে পিসির সব পোর্ট,কানেক্টর,সকেট, কার্ডস, স্লট এবং ক্যাবল আইটেম বাই আইটেম ক্যাটাগরি অনুযায়ি সাজানো আছে। যা দেখে দেখে খুব সহজেই পিসির সব পার্টস যুক্ত করা যাবে। আমার মনে হয় পিসির জন্য এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছবি আর হতে পারে না!
আপনি যদি নিচের এই ছবিটি সম্পূর্ণ রেজুলেশন 4320 x 6120 version ডাউনলোড করতে চান তাহলে ঐ লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তাহলে ডিটেইলস দেখতে পারবেন।
যে কোন ধরনের প্রসেসর যেমন, ইন্টেল, এএমডি, অ্যাপল বা অন্যান্য তারপর নেটবুক র্যাম, পিসি র্যাম, পোর্ট মানে সব রকম পোর্টের সাথে সমন্বয় করে ছবিটি তৈরি করা হয়েছে। সব চেয়ে ভাল হয় ফুল রেজুলেশনের ছবিটা ডাউনলোড করে নিলে।
দয়া করে নিজ দায়িত্বে পিসি বিল্ড করবেন।
পোস্টটি লিখেছেন টিউটোরিয়ালবিডিতে অনলাইন মার্কেটিং বিভাগে কর্তব্যরত ও টেকটিউনসের টপ টিউনার হাসান যোবায়ের। পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগ।
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
অস্থির!!! কবে পাব বাংলাদেশের মার্কেটে?