আপনি ইংরেজিতে খুব বেশি দক্ষ নন , আপনার লেখাপড়া টেকনোলজি ভিত্তিক নয়; কিন্তু আপনি ওয়েব ডেভল্পমেন্ট শিখতে আগ্রহী। কারণ বর্তমানে ওয়েব ডেভল্পমেন্ট শিখে ফ্রিল্যান্সিং করে এবং ব্যাক্তিগতভাবে বিভিন্ন ধরণের প্রজেক্টে কাজ করে ভাল ক্যারিয়ার গড়া সম্ভব। ওয়েবে ওয়েব ডেভলপমেন্ট এর উপর অনেক ভাল ভাল টিউটোরিয়াল থাকলেও আপনি সর্বোচ্চ সুবিধা নিতে পারছেন না। শেখার কোন ভাল উৎস পাচ্ছেনা তাই আপনি কি হতাস?। আপনার আগ্রহকে আমরা শ্রদ্ধা করি, আমরা আপনার সেবার জন্যই কাজ করে যাচ্ছি। টিউটোহোস্ট আপনাদের মত নতুন আগ্রহীদের জন্য সহজ বাংলা ভাষায় মানসম্মত প্রজেক্টভিত্তিক টিউটোরিয়াল এবং ই-বুক প্রকাশের উদ্দগ নিয়েছে। ইতোমধ্যেই HTML এবং WordPress এর উপর ই-বুক প্রকাশিত হয়েছে । ই- বুক সমূহ এখান থেকে ডাউনলোড করুন। পি এইচ পি , জাভাস্ক্রিপ্ট, জে কোয়েরি, জুমলা, এইচ টি এম এল ৫, সি এস এস ৩ এর মত এডভান্স বিষয়ের উপর বাংলাভাষায় সহজ টিউটোরিয়াল তৈরির জন্য টিউটো হোস্টের প্রোগ্রামারগণ কাজ করে যাচ্ছে। সি এস এস এর উপর টিউটোরিয়াল তৈরি সুসম্পন্ন হয়েছে এবং ই-বুক তৈরির কাজ চলছে। আজ আপনাদের জন্য সি এস এস এর ইনডেক্স প্রকাশ করলাম। এতে একটি পূর্ণাঙ্গ নেভিগেশন বার এবং একটি আকর্ষণীয় ইমেজ গ্যালারী তৈরির প্রজেক্ট অন্তর্ভূক্ত রয়েছে।
Cascading Style Sheets এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে CSS । সহজ ভাষায় ওয়েব পেজের বিভিন্ন উপাদানের গঠন, আকার, আকৃতি, অবস্থান, রং, গতিশীলতা ইত্যাদি নির্ধারণের সহজ কৌশল হচ্ছে CSS ।
একটা সময় ছিল যখন শুধুমাত্র HTML দিয়েই একটি ওয়েব সাইটের ডিজাইন করা হত । সে সময়ে ডিজাইন বলতে একটা ওয়েব পেজের বিভিন্ন ফন্ট এর কালার, সাইজ, টেবিলের বিভিন্ন সেলের কালার, পুরো পৃষ্ঠার ব্যাকগ্রাউন্ড কালার, এবং প্রয়োজনীয় ইমেজ সংযোজনকে বোঝানো হতো। এবং প্রতিটা পেজের প্রতিটা উপাদানের জন্যই আলাদা আলাদাভাবে কালার, সাইজ নির্ধারণ করতে হতো। যা ছিল একটা জটিল প্রক্রিয়া, এবং সময় সাপেক্ষ ব্যাপার । বর্তমানে যদি একটা ওয়েব সাইটে ১০০০ বা এর অধিক একই ধরনের পেজ থাকে তাহলেও একটি মাত্র CSS স্ক্রিপ্ট ব্যবহার করে ডিজাইন সম্পূর্ণ করা হয়।
পোস্টটির মূল লেখক টিউটোহোস্ট টিম সদস্য অসিম কুমার
পোস্টটি ইতোপূর্বে এখানে প্রকাশিত
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
অসাধারন পোস্ট…………।