প্রবাসী ভাইয়ের ডাবল সেঞ্চুরীতে শুভেচ্ছা ও অভিনন্দন!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

টেকটিউনস শুধু একটি ওয়েসাইট নয় একটি আবেগের নাম লক্ষ লক্ষ মানুষের আগমনে মুখরিত হয় টেকটিউনস এর বাগান। যদি টেকটিউনস কমিউনিটির সবাইকে নিয়ে একটি দেশ বানানো যেতো তাহলে সেই রাষ্ট্রটিই হতো পৃথিবীর সবচেয়ে সুখি রাষ্ট্র। ডঃ মোহাম্মদ শহিদুল্লাহ বলেছিলেন- “যে দেশে গুণীর সমাদর নেই, সে দেশে গুণী জন্মাতে পারে না। এই কথাটি আমি মনে প্রাণে বিশ্বাস করি। তবে গুণ দেখিয়ে গুণী হতে হয়। আজ আমি তেমনি একজন গুণী মানুষ প্রবাসী (Khan Rawnak Ali) ভাইকে কৃতজ্ঞতার সাথে এই লেখাটি উৎসর্গ করছি। টেকটিউনস যদি একটি টিউনের রাষ্ট্র হয় সেই রাষ্ট্রের মানুষ গুনিদের সম্মান জানাতে কৃপনতা করে না। এটি আমি প্রবাসী (Khan Rawnak Ali) ভাইকে স্ব-সম্মানের সহিত জানাতে চাই যে তিনি আমাদের জন্য বিশেষ একজন। যিনি এতকিছু আমাদের দিয়েছেন তাকে নিয়ে টিউনটি করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।

আমি জানি না আমার এই লেখাটি টিউনের পর্যায় পড়ে কিনা। যদি টিউন নাও হয় তাতেও আমার কোনো আপত্তি নেই আমি মনের আবেগ দিয়ে একজন নিঃস্বার্থ গুণী মানুষকে নিয়ে লিখছি। মানুষের কথাবলা, নম্রতা ও অন্যের জন্য সহযোগীতার মনোভাব দেখলেই তাঁর ব্যক্তিত্ব বুঝা যায়। প্রবাসী ভাই এক এক করে টিউনে ডাবল সেঞ্চুরী মেরেছেন। তিনি চাইলে অনেক আগেই সংখ্যার বিচারে আরো এগিয়ে যেতে পারতেন। কিন্তু না। তিনি তাঁর টিউনের মান বজায় রেখেছেন। আমরা তাকে পেয়ে গর্বিত।

কিন্তু সৃষ্টিশীল মানুষ গুলোর সৃষ্টিগুলোই আমাদের চোখে পড়ে কিন্তু এর পিছনের কষ্টগুলো আমাদের চোখে পড়ে না। যেমন করে মিষ্টি ফলের স্বাদের আড়ালে ফল গাছটি যে শিকড় দিয়ে মাটির কৃপায় বড় হয়েছে তার কথা ভুলেও মনে করি না।

প্রবাসী ভাই আমাদের মতো নবীনদের নিয়মিত স্বাগত জানাচ্ছে। কেই উল্টোপাল্টা কোনো কমেন্ট করলেও আমার পাশে এসে আমাকে টিউন লেখার আগ্রহ যুগিয়ে যচ্ছে। তাকে নিয়ে কেন লিখব না বলেন?

আমি কাল প্রবাসী ভাইয়ের ডাবল সেঞ্চুরী দেখে ভেবে ছিলাম প্রবাসী ভাইয়ের ৫০০টি টিউন হলে তাঁকে নিয়ে লিখবো। কিন্তু পরে ভেবে দেখলাম আজই লিখবো যদি আমি সে পর্যন্ত না বাঁচি।

একটা গল্প শুনুন :

বাংলা কথা সাহিত্যের প্রবাদ পুরুষ শরৎ চন্দ্র চট্টপাধ্যায় একবার ট্রেনে করে রেঙ্গুন যাচ্ছিলেন। তখন তিনি জনপ্রিয়তার তুঙ্গে। শরৎ বাবুর কিছু ভক্ত শরৎ বাবুকে উদ্দ্যেশ্য করে বললেন-

“আপনার লেখা পড়ে আমরা হসি আবার কান্নাও করি কিন্তু দেশে রবিন্দ্রনাথ নামে একজন কবি এসেছে। তাঁর লেখা কিছুই বুঝি না।”

শরৎ বাবু কিছুক্ষণ নীড়ব থেকে বললেন- “আমি হলাম লেখক/কবি কিন্তু তোরা জানিস না রবিন্দ্রনাথ ঠাকুর হলেন কবিদের কবি” ।

রতনে রতন চেনে।

আর একটা ঘটনা বলি-

নজরুল ইসলাম সিরাজগঞ্জ এসেছিলেন দু’বার। একবার ইসমাঈল হোসেন সিরাজীর আমন্ত্রনে। অন্যবার মুসলিম বঙ্গীয় পরিষদের সম্মেলনে প্রতিভাসন দিতে। তখন ইসমাঈল হোসেন সিরাজী পরলোকে চলে গেছেন। নজরুল তার বক্তৃতায় বলেছিলেন-

“আমি তখন সবে মাত্র লেখা শুরু করেছি। হঠাৎ একদিন দেখি আমার নামে ১০টাকা মানি অর্ডারে এসেছে। সিরাজী সাহেব পাঠিয়েছেন। সাথে ছোট্ট একটা চিরকুট। তাতে লেখা – তোমার কবিতা ভাল লেগেছে ১০টি টাকা পাঠালাম আমার থাকলে দশ হাজার পাঠাতার। গ্রহন করো। দয়া করে ফিরিয়ে দিও না। ফিরিয়ে দিলে কষ্ট পাবো। আমি যে চিরকুটটি কতবার পড়েছি আর চোখের জল ফেলেছি................” এই বলে নজরুল ইসলাম কেঁদে দিয়েছিলেন।

এখন সেই যুগ নেই। এখন মানুষের ভাব বিনিময়ের অন্যতম প্রধান মাধ্যম হলো ইন্টারনেট। তাতে কি হয়েছে। আগে যারা ছিলেন তারাও মানুষ আর আমরাও মানুষ। আমরা যারা টেকটিউনসে টিউন লিখি কিংবা লিখি না ; সবাই ছুটে আসি টেকটিউনের মায়ায়। অনেক আপন হয়ে গেছে টেকটিউনস। তারই একজন কান্ডারী হলেন প্রবাসী ভাই। অহংকার মুক্ত এই মানুষটির এক একটি টিউন টিটির টিউন রাজ্যে এক একটি দামি অলংকারের মতো। আমি প্রবাসী ভাইয়ের দীর্ঘ জীবন কামনা করছি। তিনি যেনো অন্তত আমাদের কথা ভেবে সবসময় যেমন কাছে আছেন তেমনি যেনো কাছে থাকেন। এইটুকু তার কাছে দাবি।

টেকটিউনসের কমিউনিটির সকলকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। টেকটিউনস থেকে যারা কিছু শিখতে পেরেছেন এবং বাস্তব জীবনে কাজে লাগাতে পেরেছেন আদের উদ্দ্যেশ্যও আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রবাসী ভাই প্রবাসে থাকেন কিন্তু পরবাসী না। আমাদের সাথে থাকেন। মানে বাংলা ভাষাবাসীর মানুষের কাছে। শুনেছি প্রবাসে থাকলে দেশপ্রেম নাকি অনেক বেশী বেড়ে যায়। যেসব প্রবাসী টেকটিউনস এর সাথে আছেন তাদেরকেও আমি সম্মান জানাচ্ছি।

প্রবাসী ভইকে আবারও আমার চরম ভালোবাসা ও অভিন্দন জানাচ্ছি।

আসুন সবাই যেনো টেকটিউনস এর সবার সাথে সবার শ্রদ্ধা মিশ্রিত ভলোবাসার সম্পর্ক দেখে অন্যরা শিক্ষা লাভ করে। আর নতুনদের বলছি আপনারা টিউন করুন। বাংলা ভাষাকে আরো উঁচুতে তুলে ধরুন।

প্রবাসীর টিউন গুলো দেখতে এখানে ক্লিক করুন।

কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

প্রবাসী ভাইয়ের ছবিগুলো আপাতত মুছে দেত্তয়া হল। তিনি অনুমতি দিলে টিউনে ব্যবহার করা হবে।

[“আমি তখন সবে মাত্র লেখা শুরু করেছি। হঠাৎ একদিন দেখি আমার নামে ১০টাকা মানি অর্ডারে এসেছে। সিরাজী সাহেব পাঠিয়েছেন। সাথে ছোট্ট একটা চিরকুট। তাতে লেখা – তোমার কবিতা ভাল লেগেছে ১০টি টাকা পাঠালাম আমার থাকলে দশ হাজার পাঠাতার। গ্রহন করো। দয়া করে ফিরিয়ে দিও না। ফিরিয়ে দিলে কষ্ট পাবো। আমি যে চিরকুটটি কতবার পড়েছি আর চোখের জল ফেলেছি…………….” এই বলে নজরুল ইসলাম কেঁদে দিয়েছিলে।] – আপনার জানার পরিধি অনেক বেশি।খুব ভালো লাগবে যখন আপনার জানাটুকু আমরা জানতে পারব।যাকে নিয়ে লিখেছেন তাকে নিয়ে বলার কিছু নেই।তিনি অনন্য।আপনাদের ২ জনের জন্যই অনেক গভীর আবেগ থাকল,ভালো থাকুন। 🙂

সহমত ! অর্ধে পড়ে টিউমেন্ট করলাম । এখন সম্পূর্নটা পড়ব ।

আমাকে নিয়ে এত কিছু লিখে বেশ লজ্জায় ফেলেছেন।আপনারা যতটুকু ভাবছেন তার কোনটাই যে আমি নই তা ভেবে বেশ বিব্রত বোধ করি।টেকটিউনসকে এত ভালোবাসি কারন এখানে ভালোবাসা পাওয়া যায় আর এই জিনিসটা অর্থ দিয়েও কেনা যায় না।ভালোবাসার চাইতে বড় কোন বস্তু,শক্তি কিংবা অস্ত্র পৃথিবীতে আছে বলে আমি মনে করিনা।
ছবি ব্যবহারের অনুমতি দেয়া হলো আর সেইসাথে ধন্যবাদ টিউনারকে,যার মাঝে আমি অসীম সম্ভাবনার কিছু দেখেছি।ধন্যবাদ সবাইকে।

Suvechcha Roilo….

    @বিপাশা: শুধু আপনি একা না। আমরা যারা প্রবাসী ভাইয়ের টিউন পড়ে উপকৃত হয়েছি। সবার পক্ষ প্রবাসী ভাইকে শুভেচ্ছা !!!

Level 0

আসিফ ভাই,

একটি ভালো কাজ করেছেন। এ জন্য আপনি প্রশংসা পাবেন। উপকারীর প্রতি নূন্যতম কৃতজ্ঞতাবোধ থাকা আধুনিক মানুষের অন্যতম গুণ হওয়া উচিত। হয়তো খেয়াল করবেন আমি বার বার বলার চেষ্টা করেছি প্রবাসী ভাই আমাদের টেকটিউনস ব্লগের একজন সম্পদ, তার মতো ব্লগারকে আমাদের যে কতটা প্রয়োজন তা বুঝানো কষ্টকর। আমি নিজে এখন পর্যন্ত কোনো পোস্ট করিনি, মানে করতে পারিনি-সবার তো আর যোগ্যতা থাকেনা-যেমন আমার সেরকম যোগ্যতা না থাকায় কেবল মন্তব্যই করেছি। আপনার পোস্টটি চোখে পড়লো, ভালো লাগলো।
অসাধারণ এই মানুষটি প্রবাসে বসেও যেভাবে সফটওয়্যার যোগার করে, স্ক্রীনশটসহ বিস্তারিত লিখে পোস্ট করেন-তা আমাদের মতো ব্লগারদের আজাইরা সময় থাকার পরও সম্ভব হচ্ছেনা। প্রবাসী রওনক ভাই সেখানের সময়ের মূল্য জানেন, তারপরও তার চিন্তায় আর কাজে থাকে তার দেশ, দেশের নতুন প্রজন্ম, প্রযুক্তি মনাদের কে-এটা আমাদের সৌভাগ্য। রওনক ভাইয়ের মতো মানুষরা আমাদের বাংলাদেশে জন্ম নেয় কিন্তু আমরা চিনতে পারিনা। এই মানুষদেরই আমরা বিমানবন্দরে অপদস্থ করি, লাগেজ কাটি, তবুও তারা আমাদের জন্যই ভাবেন, আমাদের জন্যই লিখে যান-এদের মহৎপ্রাণের কাছে আমাদের শিক্ষনীয় আছে বহু কিছু আছে। জানি কোনো কিছুর বিনিময়ে রওনক ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জানানো সম্ভব নয়। তবুও তাকে শ্রদ্ধা জানাতে সন্মান জানাতে কার্পণ্য থাকা আমাদের উচিত নয় কখনো। আপনার এই উদোগটি আন্তরিক সমর্থন ও অভিনন্দন জানাই। প্রবাসী রওনক ভাইয়ের জন্য সব সময়ের শুভ কামনা, তার পরিবার ও নিকটজনের জন্য সব সময়ের শুভকামনা। এইটুকু বলতে পারি জীবনে কোনোদিন যদি সুযোগ পাই, এককাপ চা দিয়ে হলেও এই মানুষটির সাথে সময় কাটাতে চাই। প্রবাসে থেকে যার হৃদয়ে থাকে বাংলাদেশ-তার দেশপ্রেমের কাছে আমাদের শিক্ষা নেওয়ার শেষ নেই। আমাদের জীবনের যত ফুটানী, তার পেছনে রয়েছে আমাদের প্রবাসীদের অসীম অবদান।
দেশতো সেই সন্তানকে পেয়েই ধন্য হয়, যে সন্তান উন্নত জীবন আর সুখ সমৃদ্ধির মধ্যে থেকেও সদা দরিদ্র জন্মভূমির জন্য কাঁদে, দরিদ্র জন্মভূমির জন্য কিছু করার চেষ্টা করে, জন্মভূমির সুখ দেখতে চায়। রওনক ভাইতো সেরকমই একজন মানুষ। অসাধারণ প্রযুক্তিবিদ ও মহৎপ্রাণ এই মানুষটি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, সব সময়ই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবে-জীবনে যদি একটি ভালো কাজও করে থাকি, তার বিনিময়ে যেন রওনক ভাইকে ভালো রাখেন।

আমি মূলত ‘‘সামহোয়্যার-ইন-ব্লগে’ একটু লেখালেখির চেষ্টা করি। টেকটিউনস আমার নিয়মিত ভ্রমনের জায়গা, যদিও লিখতে পারিনা। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।

    @Swadhikar: আমরা বেশীর ভাগ মানুষকে স্মরণ করি হারিয়ে যাবার পরে। আমি এ পক্ষ পাতি না। আমি চাই যারা যারা আমাদের টিউন নামের যাদুর মাধ্যমে অমাদের জ্ঞান ও জনায় পটু করে তুলছেন। তাদের যেনো যথাযথ মুল্যায়ন করতে পারি।

    Level 0

    @আইসক্রিম:

    আপনার মতো বালস্যবাল হরিদাস পালের কাছে নতুন করে চুরির উপর থিসিস শুনতে হবে এটা ভাবতে পারিনি। এখানের প্রত্যেক ব্লগারের মন্তব্য গুলি মানুষের, কোনো বরাহছানার নয়। আপনার মতো হরিদাসপালদের অবদান এই জাতি কোনোদিন প্রত্যক্ষ করেনি। বরং আইসক্রিমদের মতো বরাহদের রাস্তার পাশে অবহেলায় হারিয়ে যাওয়া কবরের উপর অগনিত মানুষ প্রয়োজনে মুত্রবিসর্জন দিয়ে নিজেদের হালকা করে থাকে। আপনার মহানকর্মের একটি তালিকা যদি দিতেন জাতি উপকৃত হতে পারতো, কিংবা ড্রেনের ময়লা দিয়ে একটি মূর্তি বানিয়ে রাখার সুযোগ পেতো!!! কেহ চুরি করিয়াও আমার উপকার করিলে তার প্রতি কৃতজ্ঞতা থাকাটাই স্বাভাবিক, যা হয়তো বরাহদের পক্ষে সম্ভব নাও হতে পারে-এতে অবাক হওয়ার কিছু নেই। ব্লগার প্রবাসীকে নিয়েও পোস্ট আসে, কারণ তিনি মানুষ এবং দেশপ্রেমিক, আপনার মতো কোনো হরিদাসপাল নন। ভবিষ্যতে কোনো মন্তব্য করার আগে স্থানীয় জনপ্রতিনিধির কাছে সার্টিফিকেট নিয়ে আসবেন এই হিসাবে যে, আপনি মানুষ এবং মানুষের ঘরেই আপনার জন্ম হয়েছে বৈধভাবে। জন্মদাতা আর পিতা একই ব্যক্তি এটা নিশ্চিত করে মন্তব্য দিতে আসবেন প্লিজ।

    ৥ আসিফ ভাইঃ বাংলাদেশ সরকার নতুন করে বরাহ রপ্তানী করার প্রজেক্ট হাতে নিতে পারে, এতে করে দেশের আয়ও বাড়বে, আমাদের স্বস্তিও বাড়বে। বিষয়টি নিয়ে আপনার দৃষ্টি আর্কষন করছি।

আমি প্রবাসী ভাই এর সাথে ফোনে কথা বলেছি এটা আমার সভাগ্য মনে হচ্ছে।

আমি কি লিখব বুজে উঠতে পারছিনা , আমি একজন টেকটিউনস এর একনিষ্ঠ ভক্ত । কিন্তু কখনই কোনো টিউন করার সাহস করে উঠতে পারিনাই । এই টেকটিউনস এ যে কজন গুনী টিউনার আছেন , তাদের মধ্যে প্রবাসী ভাই অন্যতম ।তার প্রতিটা টিউন ই অসাধারণ । তার ২০০ তম টিউনস এ সুস্বাগতম । আসিফ ভাই >> আপনি যে কাজটি করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় ও সাদুবাধযোগ্য। কারণ অসাধারণ এই মানুষটিকে নিয়ে আপনি নিজেও যে কষ্ট করে লিখেছেন তা থেকেই ফুটে উঠে আপনার অন্যের প্রতি অসীম কৃতজ্ঞতাবোধ।কারণ অসাধারণ এই মানুষটি প্রবাসে বসেও শত বেস্ততার মাঝে যেভাবে সফটওয়্যার যোগার করে ও আমাদের মাঝে বিলিয়ে দেয় , তার জন্য উনার প্রতি রইলো মাথানত লখ্খ কোটি সালাম । কারণ আমিও একজন প্রবাসী । আমি সৃষ্টি কর্তার কাছে কামনা করি রওনক ভাই ও উনার পরিবার পরিজনদেরকে রোগমুক্ত ধীর্গায়ু জীবন দান করেন । কারণ উনি আমাদের ও দেশের অমুল্য সম্পদ । বিদায় বেলায় আপনাকে আবারো কৃতজ্ঞচিত্তে হাজারও সালাম ।

আমি কি লিখব বুজে উঠতে পারছিনা , আমি একজন টেকটিউনস এর একনিষ্ঠ ভক্ত । কিন্তু কখনই কোনো টিউন করার সাহস করে উঠতে পারিনাই । এই টেকটিউনস এ যে কজন গুনী টিউনার আছেন , তাদের মধ্যে প্রবাসী ভাই অন্যতম ।তার প্রতিটা টিউন ই অসাধারণ । তার ২০০ তম টিউনস এ সুস্বাগতম । আসিফ ভাই >> আপনি যে কাজটি করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় ও সাদুবাধযোগ্য। কারণ অসাধারণ এই মানুষটিকে নিয়ে আপনি নিজেও যে কষ্ট করে লিখেছেন তা থেকেই ফুটে উঠে আপনার অন্যের প্রতি অসীম কৃতজ্ঞতাবোধ।কারণ অসাধারণ এই মানুষটি প্রবাসে বসেও শত বেস্ততার মাঝে যেভাবে সফটওয়্যার যোগার করে ও আমাদের মাঝে বিলিয়ে দেয় , তার জন্য উনার প্রতি রইলো মাথানত লখ্খ কোটি সালাম । কারণ আমিও একজন প্রবাসী । আমি সৃষ্টি কর্তার কাছে কামনা করি রওনক ভাই ও উনার পরিবার পরিজনদেরকে রোগমুক্ত ধীর্গায়ু জীবন দান করেন । কারণ উনি আমাদের ও দেশের অমুল্য সম্পদ । বিদায় বেলায় আপনাকে আবারো কৃতজ্ঞচিত্তে হাজারও সালাম ।

প্রবাসী ভাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন! 🙂

সুন্দর !

প্রবাসী ভাইকে সহস্রকোটি অভিনন্দন এবং আশাকরি তিনি সবসময় আমাদের পাশেই থাকবেন।

Level 0

অবশ্যই এরকম বিশাল অর্জন ও গুনী ব্যক্তি কে নিয়ে টিউন করা উচিত। টেকটিউন্স সমৃদ্ধ কারণ এতে প্রবাসী ভাইয়ের মত টিউনার আছেন। টেকটিউন্সের পক্ষ থেকে সনদ প্রদানের মাধ্যমে তাকে সম্মানিত করা হোক।

    @Mask: আমিও আপনার সাথে একমত জানাচ্ছি। টেকটিউনস কর্তৃপক্ষকে আপনার প্রস্তাবটি গুরুত্বের সাথে বিবেচনা করতে বলছি।

Level 0

টেক্টিউন্সে অহংকার হীন একজনের নাম বলতে হলে প্রথমে যার নাম আসবে তিনি হলেন এই ব্লগের অন্যতম প্রান পুরুষ প্রবাসী ভাই। ভাই তোমাকে সালাম। তোমার এই খুদ্র ভক্তের সালাম ফিরিয়ে দিও না।

    @kazi38: আপনার কথায় মনে হচ্ছে প্রবাসী ভাই ছাড়া সবাই অহংকারী। হাঁ হাঁ হাঁ। আসলে টেকটিউনস কমিউনিটির সবাই ভালো। আমি আপনার আবেগকে নিয়ে ঠট্টা করছি না। ধন্যবাদ

পৃথিবীতে কিছু মানুষ থাকে যাদের ঋণ কখনো শোধ করা যায়না।আমাদের প্রাণপ্রিয় প্রবাসী ভাই এমনই একজন।আমি ব্যক্তিগতভাবে উনার টিউন করা সফটওয়ার দিয়ে কত কাজ করেছি তার ইয়ত্তা নেই।আমার মত যারা সফটওয়ার পাগলদের জন্য তিনি একজন মহীরুহ।

    @হাসিন: আমিও আপনার সুন্দর বক্তব্যের সাথে একমত। আমি একজন টিউনার হিসেবে বলছি। একজন টিউনারের ভাল টিউনের জন্য মুল্যায়ন। যেটি তুলনামুলক খারাপ টিউন তার জন্য গঠন মুলক সমালোচনা।

চমৎকার একটি টিউন্স ,প্রবাসি ভাই সবার কাছেই শ্রদ্ধেয় । আসলে টেক্টিউন্স এ যারা টিউন্স করে সবাই সম্মান পাওয়ার যোগ্য ।

    @আহাম্মেদ কামাল: প্রবাসী ভাইয়ের টিউন গুলোর সতন্ত্র বৈশিষ্ট বিদ্যমান। এজন্যই টেকটিউনস কমিউনিটি তাকে এতো এতো এতো পছন্দ করেন। আপনার মতামতোর জন্য ধন্যবাদ।

thanks

asola probasi bi ar tune amar kasa khob balo laga.ja k bola fatafati

    @আশরাফুল খন্দকার: এই ভাললাগা থেকেই তো তৈরি হয় টিউনারের দ্বায় ভার।
    “চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে,
    গীত শেষে বীনা পড়ে থাকে ধুলি মাঝে,
    তুমি বুঝিবে না, বুঝিবে না,
    আলো দিতে কত পোড়ে, কত প্রদীপেরও প্রাণ” (নজরুল গীতি)

Level 0

প্রবাসী ভাইয়ের ব্যাপারে আর কি বলব কত শত সফট নামাইছি তার ইয়াত্তা আছে ডিজাইনে কাজে কত সফট এর কাজ করতে হয় প্রবাসী ভাইয়ের কল্যানে খুব সহজে তা পেয়ে যাই আর দুমছাইয়া ডাউনলোড করি আহা কি মজা একটু আগেই প্রবাসী ভাইয়ের সব টিউন এক ফলকে আবার দেখলাম কনো কিছু মিসিং হইছে কিনা, কল্যান কামনায় এক কৃতজ্ঞ টিটি’র যাত্রী।

    @songbad: আপনাকে ধন্যবাদ। আপনারা ভলোদেরকে মুল্যায়ন করতে পারেন বলেই টেকটিউনস এর বাগানে এত এত ফুল ও সুরের সমারোহ।

আসিফ আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনি আমাদের মনে কথা প্রকাশ করেছেন।

    @iftikar hossain: আপনাকেও ধন্যবাদ। কারণ আপনার আমার মনের কথা এক। আমার যে বানান ভুল হয় তা আপনারা ধরিয়ে দেন না কেন? রবীন্দ্রনাথ কে রবিন্দ্রনাথ লিখে ফেলেছি।

sory.. for eng. comment er lov samlate parlam na. Dhanno “khan Raonak Ali” Dhannobad Asif vai.

স্বাধীকার ভাই আপনি কি সামুর স্বাধীকার??!!

Level 0

স্বপ্নবিলাসীঃ প্রোপিক দেখেই বুঝেছি, আমাদের সামুর স্বপ্নবিলাসী-আমাদের খুব কাছের ব্লগার, একজন ভালো ব্লগার। হ্যা আমি সামুর স্বাধীকার।

কেমন আছেন? আমি ব্যক্তিগত কারণে ভীষণ ঝামেলায় আছি বিধায় সামুতেও তেমন পোস্ট দিতে পারিনা। ভালো থাকবেন।

    @Swadhikar: জেনে ভালো লাগলো। আপনার লেখা পড়েছি কিনা বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম “স্বপ্নবিলাসী” আমাকে স্বাধীকার ভেবেছে। কিছু মনে নিয়েন না ভাই। ধন্যবাদ ও কৃতজ্ঞতা!!!

Level 0

@স্পষ্টভাষী: kesu na jana pagol ar polap bokban na. soby jar tar kasa sunban.