Universal Document Converter : কাজের একটি সফটওয়্যার

যখন তখন বৃষ্টির একটু খানি ঝামেলা বাদে সবাই নিশ্চয়ই ভালো আছেন ?? আশা করি ভালোই আছেন । টেকটিউনসে টিউন করাই হয়ে ওঠেনা ! কী করব বলুন, যেখানে মানসম্মত টিউনগুলো পড়েই দিন কেটে যায় সেখানে টিউন করার সময় কোথায় ?? আর, সবসময় এত ভালো ভালো টিউন হয়ে থাকে যে একটি টিউন করার আগে হাজার বার ভাবতে হয় এর মান নিয়ে !! যাই হোক, আজ অত ভাবাভাবি বাদ দিয়ে করেই ফেললাম একটি টিউন । চলুন তাহলে ...

প্রতিদিন আমরা কত শত ওয়েব সাইট ভিজিট করছি তা আমরা নিজেও গুনে রাখতে পারিনা । আর আমরা বেশিরা ভাগ সময়ই সেই সাইট গুলোই ভিসিট করি যা কিনা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে । ধরুন, আমরা একটি সাইট ভিজিট করছি । একটি গুরুত্বপূর্ন ইনফরমেশন আছে সাইটটির পেইজে । আমরা তখন সংগ্রহ করতে চাইলে তা নানা ভাবেই করতে পারবো ।
যেমনঃ
১। নোটপ্যাড অথবা মাইক্রোসফট ওয়ার্ড খুলে কপি-পেস্ট করতে পারবো
২। সরাসরি প্রিন্ট করে নিতে পারবো
৩। পেইজটি বুকমার্ক করে নিতে পারবো
আর, আমার মতে
৪। Universal Document Converter সফটওয়্যারটি ব্যাবহার করতে পারবো ।

আমি বেশির ভাগ ক্ষেত্রেই Universal Document Converter ব্যাবহার করি । অনেকেই হয়তবা এই সফটওয়্যারটির ব্যাপারে জানেন তবে যারা জানেন না, তারা জেনে নিতে পারেন ।

Universal Document Converter সফটওয়্যারটি যখন আপনি ইন্সটল করবেন, আপনার ইন্সটল প্রোসেস শেষ হয়ে গেলে এটি একটি ভার্চুয়াল প্রিন্টার হিসেবে প্রিন্ট করা হয় এমন সফটওয়্যার যেমনঃ মাইক্রোসফট অফিস, অ্যাডোব রিডার, ফায়ারফক্স, অপেরা এবং ইত্যাদি এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং তখন থেকেই ভার্চুয়াল প্রিন্টার হিসেবে কাজ করবে যেমন কিনা আমরা নিরো, ডেমন টুলস এর ভার্চুয়াল ড্রাইভ ব্যাবহার করে থাকি ! আমরা ভার্চুয়াল ড্রাইভ ব্যাবহার করতে চাইলে যেমন হার্ডডিস্কের মাঝে একটি সিডি/ডিভিডি ইমেজ লাগে তেমনি এই ভার্চুয়াল প্রিন্টারও এর প্রিন্ট করা ডকুমেন্ট গুলো হার্ডডিস্কের ভেতরেই সংরক্ষন করে । আপনারা প্রশ্ন করতে পারেন যে ফটোশপ কিম্বা উইন্ডোজ  ফটো ভিউয়ারের সাথে কেন সংযুক্ত হয়না । এক্ষেত্রে আমার মনে হয় যে সংযুক্ত হওয়ার কোন কারনই নেই । কেননা আপনি নিশ্চয়ই ফটোশপ বা ফটো ভিঊয়ার থেকে আপনার ইমেইজ ফাইল গুলো পিডিএফ/জি.আই.এফ ফরম্যাটে সংরক্ষন করবেন না ।

আপনি এই ভার্চুয়াল প্রিন্টারের সাহায্যে আউটপুট ফাইল হিসেবে পাবেন BMP image, DCX image, GIF image, JPEG image, PCX image, PNG image,   TIFF image এবং PDF document.

আমি ব্যাক্তিগত ভাবে কোন সাইট ভিজিট করার সময় যদি খুব প্রয়োজনিয় তথ্য সংরক্ষন করতে চাই তবে Universal Document Converter ব্যাবহার করে PDF ডকুমেন্টে সংরক্ষন করি । যেমন, টেকটিউনসের কিছু টিউন এভাবে আমার কাছে সংরক্ষন করা আছে ।

যাই হোক, এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন । **.rar ফাইলে আছে সফটওয়্যারটি । সাইজ ৩৩ মেগাবাইটের মত । ডাউনলোড করে winzip, winrar, 7-zip (এছাড়াও COMPRESS এবং EXTRACT এর জন্য আরও অনেক সফটওয়্যার পাওয়া যায় ) দিয়ে এক্সট্র্যাক্ট করে নিতে হবে ।  এক্সট্র্যাক্ট করার পর নিচের ফাইলগুলো পাওয়া যাবে ।

১। Crack (ফোল্ডার)
- এই ফোল্ডারটিতে ঢুকলে আপনি udceng নামে একটি ফাইল পাবেন ।
২। Leer - READ ( **. txt ফাইল যেখানে ইন্সটল প্রোসেস লেখা আছে )
৩। udc.exe ( সেট আপ ফাইল )

যদিও ইন্সটল প্রোসেস দেয়াই আছে তবুও আমি একবার বলে দিচ্ছি,

প্রথমে, udc.exe ফাইলে ডাবল ক্লিক করে ইন্সটল করে নিন সফটওয়্যারটি ।
এরপর, Crack-ফোল্ডারে ঢুকে udceng ফাইলটি কপি করুন ।
এরপর,
C:\WINDOWS\system32\spool\drivers\w32x86\3
C:\WINDOWS\system32\spool\drivers\x64\3
এই ফোল্ডারগুলোতে ঢুকে পেস্ট করে দিন ।
ব্যাস, আপনার সফটওয়্যারটি জেনুইন হয়ে গেল ।

এখন ধরুন ফায়ারফক্সে এসে প্রিন্ট অপশনে গিয়ে Default ব্রাউজার চেক করুন । প্রিন্টার হিসেবে Universal Document Converter নির্বাচন করে Properties এ গিয়ে File Format থেকে ঠিক করে নিন আপনি কোন ফরম্যাটে আউটপুট টি রাখবেন ।

সফটওয়্যারটি অনেক ছোট কিন্তু আমার কাজে লাগে ।আশা করি হয়ত আপনারও কাজে লাগবে । 
এই সফটওয়্যারটি নিয়ে পূর্বে টিউন হয়ে থাকলে আমি টিউনারদের কাছে থেকে ক্ষমা প্রার্থনা করছি ।

ভালো থাকবেন ।

Level 0

আমি রুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 243 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিপস এন্ড ট্রিকস খুঁজে ফিরি ... :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মারাত্বক !

ধন্যবাদ

Level 0

আমি ই এই সফটওয়্যার টা নিয়ে টিউন করেছিলাম। https://www.techtunes.io/?p=92648&preview=true এখানে। লিঙ্ক টা মনে হয় কাজ করছিল না আপনার টা দিয়ে দিলাম, মাইণ্ড কইরেন না। (y)

    @jiko: আরে না ভাই, মাইন্ড করার কি আছে …।

@koluma4: ধন্যবাদ ।