অনেকেই প্রতিদিনের কাজ কম্পিউটারে রেখে দিতে Outlook বা এ ধরণের কোনো প্রোগ্রাম ব্যবহার করেন। আবার আমি কয়েকদিন আগে একটা প্রোগ্রাম ব্যবহার করলাম যেটা task bar এ বসে থাকে, ওটাতে কোনো task, appointment বা এ জাতীয় জিনিস reminder দিয়ে রাখা যায়। এ ধরণের প্রোগ্রাম ব্যবহার করলে মনে এক ধরণের খুঁত খুঁত থেকে যায় (আমার আবার খুঁত খুঁতে বাতিক !)। সেটা হল যদিও প্রোগ্রামে সব কিছুই store করা আছে, সময় হলেই সেটা reminder দিয়ে দেবে, তবুও মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে আজ কোনো কাজ আছে কিনা। সেটা দেখতে হলে প্রোগ্রামটির main window ওপেন করে দেখতে হয়, ডেস্কটপ থেকে সরাসরি দেখার কোন অপশন থাকে না। কিন্তু এমন যদি কোন প্রোগ্রাম তৈরী করা হয়, যেটা কিনা সবসময় আপনার ডেস্কটপে মাসিক ক্যালেন্ডার show করবে,কোনো নির্দিষ্ট তারিখে আপনার যদি কোনো কাজ থাকে সেটা store করে রাখতে পারবে, আর ক্যালেন্ডারে সেই তারিখটা হাইলাইটেড হয়ে যাবে,তবে কেমন হয়? (বাক্যটা অনেক বড় হয়ে গেল; নিচের ছবিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন)
এই প্রোগ্রামটা হল Month Calendar widget,যেটা Yahoo widgets ইন্সটল করার পর পাওয়া যাবে। Yahoo widgets ইন্সটল করার জন্য এখানে ক্লিক করুন (উইন্ডোজ ইউজারদের জন্য, ম্যাক ইউজার রা এখানে ক্লিক করুন)। এরপর সেটাতে Month Calendar ইন্সটল করার জন্য এখানে ক্লিক করুন (ম্যাক ইউজার রা এখানে ক্লিক করুন)।
তবে আপনি ইচ্ছে করলে এটার রঙ বদলাতে পারবেন। প্রোগ্রামটা ছোট, কিন্তু সুন্দর। আশা করি আপনাদের কাজে আসবে।
আমি মোহিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউন্স জিন্দাবাদ !
উইগেট গুলো আসলে ব্যবহার করা হয় না। তাছাড়া ওয়েব অ্যাপলিকেশান গুলো উইগেট এর ব্যবহার কমিয়ে দিচ্ছে।
অনেক ধন্যবাদ। কিন্তু রিমাইন্ডার দেওয়া গেলে অনেক ভাল হত।