আজকে দেখলাম, শাহীন শিমুল নামে একজন এই শিরনামে টিউন করেছেন, এখানে তিনি বাংলা বই ডাউনলোড করার বিভিন্ন সাইট সম্পর্কে আলোচনা করলেন, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এই বিষয়ে তার অভিজ্ঞতা কতটুকু সেই বিষয়ে আমার সন্দেহ আছে। কারন আলেক্সা র্যাঙ্কিং এর উপরের দিকের কিছু সাইট তার লিস্টে নেই। কেন নেই আমি জানি না । তাই আমি এই টিউনটা করলাম আলেক্সা র্যাঙ্কিং সহ।
প্রথমে আমি কিছু সাইটের নাম ও র্যাঙ্ক দিচ্ছিঃ
http://banglapdf.net- (আলেক্সা র্যাঙ্কঃ 1,608) - কমিক্স এবং গল্পের বই পাওয়া যাবে সাইটটিতে।
http://deshiboi.com-(আলেক্সা র্যাঙ্কঃ 2,077 ) - গল্পের বই এবং ম্যাগাজিন পাওয়া যাবে এখানে।
http://www.uralponkhi.com/ (আলেক্সা র্যাঙ্কঃ 2,713 ) এটা মাল্টিমিডিয়া সাইট, সবকিছুই পাওয়া যায় এখানে।
http://www.banglaeye.com (আলেক্সা র্যাঙ্কঃ 3,534 ) গল্পের বই পাওয়া যাবে।
http://www.edunews4u.com/ (আলেক্সা র্যাঙ্কঃ 1,217 ) মো্টামুটি সব ধরনের বই আছে এখানে।
জনাব শাহীন শিমুলের কাছে আমার প্রশ্ন, এতগুলা উপরের সারির সাইট আপনার লিস্ট থেকে বাদ যায় কিভাবে ??? আর কিভাবে http://bdstudentsupport.com/ এর মত র্যাঙ্কিং বিহীন একটি সাইট আপনার লিস্টে স্থান পায়, এর কোন উত্তর দিতে পারবেন কি?? যেই
বিষয়ে টিউন করবেন, সেই বিষয়ে একটু পড়াশুনা করে নিতে হয় । গুগলে সার্চ দিতে হয় ।
সাইট: http://www.ebook.gov.bd/ (আলেক্সা র্যাঙ্কঃ 3,585)জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশিত বই ইন্টারনেটে পড়া এবং ডাউনলোড করা যাবে এখান থেকে।
সাইট: http://www.freebanglabooks.com/(আলেক্সা র্যাঙ্কঃ 1,898) ফ্রি বাংলা বুকস: কম্পিউটার, ফটোগ্রাফি, বিজ্ঞান, সাহিত্য, পাঠ্যবই ছাড়াও বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে এ সাইটটিতে।
সাইট: http://rashal.com/ (আলেক্সা র্যাঙ্কঃ 4,035) বাংলা সাহিত্যের জনপ্রিয় অনেক লেখকের বই মিলবে এখানে। ইংরেজী সাহিত্যের জনপ্রিয় বই ডাউনলোডের সুযোগও আছে। ইংরেজী ভাষায় তৈরি সাইটটিতে লেখকের নামের বর্ণানুক্রমে তালিকা করা হয়েছে।
সাইট: http://www.bdbook24.com/ (আলেক্সা র্যাঙ্কঃ 11,121 )শিশুতোষ বই, কার্টুন, ইসলামী বই, রান্নার বই, গোয়েন্দা কাহিনী, বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় লেখকের বইসহ বিভিন্ন ক্যাটাগরীতে সাজানো আছে বইগুলো।
অলবুকস: http://www.allbdbooks.com/ (আলেক্সা র্যাঙ্কঃ 1,228 )বিভিন্ন ক্যাটাগরীতে সাজানো এ সাইটটিতেও পাওয়া যাবে জনপ্রিয় অনেক লেখকের বই।
আমার বই http://www.amarboi.com/ (আলেক্সা র্যাঙ্কঃ 3,247 )বর্তমান এবং প্রয়াত লেখকের বই ছাড়াও ম্যাগাজিন পাওয়া যাবে এখানে।
ই-বুক বিডিhttp://ebookbd.info/ (আলেক্সা র্যাঙ্কঃ 6,101 )বিখ্যাত লেখকের বই ছাড়াও পাঠ্য বই, ওয়ার্ডপ্রেস, জুমলা, প্রভৃতি বিষয়ের ওপর লেখা বই ডাউনলোড করা যাবে এখান থেকে। ইংরেজী বইও পাওয়া যাবে এখানে।
বাংলা কিতাব: http://www.banglakitab.com (আলেক্সা র্যাঙ্কঃ 2,846 )প্রচুর ইসলামী বইয়ের সংগ্রহ নিয়ে সাইটটি সাজানো হয়েছে।
সাইট: http://bdstudentsupport.com/ (আলেক্সা র্যাঙ্কঃ নেই)বাংলাদেশের বেসরকারী ওয়েবসাইট, কম্পিউটার, বিবিএ, গণিতসহ বিভিন্ন ধরনের বই ডাউনলোড করা যাবে।এখান থেকে।
সাইট: http://www.fhiredekha.com/e-books/ (আলেক্সা র্যাঙ্কঃ 8,030 )হুমায়ুন আহমেদ, জাফর ইকবালসহ জনপ্রিয় লেখকের বই ডাউনলোড করা যাবে এ সাইটটি থেকে।
সাইট: http://www.banglapapers.com/books.htm (আলেক্সা র্যাঙ্কঃ 7,836)বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় লেখকবৃন্দের বই পাওয়া যাবে এখানে। ইদানিংকালের জনপ্রিয় লেখক ছাড়াও প্রয়াত লেখকদের কালজয়ী বইও পাওয়া যাবে এখানে।
সাইট:http://www.rmcforum.com(আলেক্সা র্যাঙ্কঃ 9,151 )রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম। মেডিকেল শাস্ত্র ছাড়াও সাহিত্য এবং অন্যান্য প্রসঙ্গের বই মিলবে এখানে।
২রা জুন ২০১২ সনের উপাত্ত অনুসারে****
আমি পাগলা স্ক্যানার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো থাকতে চাই
দারুন পোস্ট …………।প্রিয়তে নিলাম………এই রকম পোস্ট নিয়মিত চাই