আমার নবম টিউনে আপনাদের সবাইকে স্বাগতম ।
আমি আজ যে টিউনটি করবো সেটি মূলত নতুনদের জন্য ।
কী ভাবে টিউন করবেন এ প্রসঙ্গ নিয়ে আরও আগে টিউন হয়েছে ।
এখন এ ব্যাপারে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে, এ প্রসঙ্গ নিয়ে আরও আগে টিউন হয়েছে তো আবার কেন?
কারণ, অনেকে আছেন যারা TECHTUNES পড়ে । কিন্তু তারা টিউন করতে পারেনা/জানেনা ।
এখন তারা কী করে টিউন করবে ? কী ভাবে টিউন করবেন এ প্রসঙ্গ নিয়ে টিউন কোথায় আছে তারা কী করে খুঁজে বের করবেন ।
তাই আমি আবার কী ভাবে টিউন করবেন এ প্রসঙ্গ নিয়ে টিউন করছি ।
এতে আমরা নতুনদের কাছ থেকে টিউন উপহার পাবো ।
আর কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক।
কী ভাবে টিউন করবেন তা জানতে এই পোষ্টটি দেখুনঃ https://www.techtunes.io/review/tune-id/43637#learn-to-tune
কিভাবে প্রফাইল পিকচার পরিবর্তন করবেন তা জানতে এই পোষ্টটি দেখুনঃ https://www.techtunes.io/webware/tune-id/36249
আর টিউন করার পূর্বে অবশ্যয় TECHTUNES এর নীতিমালা মেনে চলুন ।
TECHTUNES এর নীতিমালা জানতে এখানে দেখুনঃ https://www.techtunes.io/terms
মনে রাখবেন টেকটিউনস নীতিমালার এক বা একাধিক শর্ত ভঙ্গ করা হলে বা সর্তককরণ সত্তেও এক বা একাধিক নীতিমালা ভঙ্গের পুনরাবৃত্তি করা হলে যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের টিউন বা টিউমেন্টার টিউমেন্ট স্থগিত, অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার এবং টিউনার বা টিউমেন্টরকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হয়।
এ ব্যাপরে সকল ক্ষমতা টেকটিউনস বহন করে।
আপনি যদি কম্পিউটারে বাংলা লেখতে না পারেন তাহলে ৩৩৪ কিলোবাইট এর পিডিএফ ফাইলটি DOWNLOAD করে নিন এবং সাচ্ছন্দে বাংলা লিখুন। । DOWNLOAD লিঙ্কঃ http://www.2shared.com/document/wK0oOW1j/Bangla_Typing_with_Avro_Phonet.html
আমি এখানে শুধু পূর্বের টিউনের লিঙ্ক দিয়েছি । এই টিউন এর আগে ২০১০ সালে হয়েছিল এর পর যারা TECHTUNES এ নতুন এসেছে অনেকেই এই টিউন পাননি । আমি মনে করি এই ধরনের টিউন ২-৩ মাস পর পর করা উচিৎ ।
ভাল লাগলে কমেন্ট করবেন । আর কমেন্ট করার পূর্বে অবশ্যই নতুনদের কথা ভেবে করবেন ।
আমি মনে এই টিউন নতুনদের কাজে লাগবেই ।
আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.noyon786.blogspot.com
Thnx vai..Notunder kaje asbe apnar post ti.