বাংলা Lyrics : বাংলায় খুঁজে নিন গানের কথা

ঝিরি ঝিরি বৃষ্টি পরছে, বৃষ্টির হাত থেকে বাঁচতে দাড়িয়েছেন চায়ের দোকানে। চায়ের দোকানে বাজছে গান। আপনি বাইরের দিকে তাকিয়ে আছেন কখন থামবে বৃষ্টি আর আনমনেই শুনছেন গান। ধরা যাক, গানটা পছন্দ হয়ে গেল, পছন্দ হয়ে গেল গানের কথাগুলো। বৃষ্টি থেমে গেলে বাসায় ফেরার পথে সারাক্ষনই মাথায় রয়ে গেল গানটা।

কিংবা ধরা যাক, অফিসেই যাচ্ছেন, পথিমধ্যে জ্যামে হোক বা যেখানেই হোক কোন গান পছন্দ হয়ে গেল। অবসরে গানটি আর গানের কথাগুলো সংগ্রহ করার ইচ্ছে হলো আপনার। সার্চও দিলেন, দেখা গেল অনেক ঘেঁটে ঘেঁটে যা পেলেন বেশিরভাগই ইংরেজীতে বাংলিশ অবস্থায়, বা পেলেও অগোছালো বড্ড।

মনমেজাজ খানিকটা বিগড়ে যেতেই পারে। যা হোক, মন মেজাজ বিগড়ানো কমাতে গেলেন ইউটিউবে গান খুঁজতে। সেখানে গিয়েও আরেক ঝামেলা, একই নামে কত গান, দেখা গেল আসলে হয়তো আপনার কাঙ্খিত গানটিই নয়, কিংবা গান পেলেও মিউজিক ভিডিও ম্যাচ করে না। আরো কত্ত কিছু!!!

এইসব ঝক্কি ঝামেলা দূর করে আরো সহজে বাংলা গানের লিরিকস খুঁজে দেয়ার কাজটি শুরু করেছে বাংলা Lyrics

মোটামুটি স্বতন্ত্রতা বজায় রেখেই ইউজারদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে সাইটটি। বিশাল বর্ননায় না গিয়ে না হয় এর মূল বৈশিষ্ট্যগুলো দেখে নেইঃ

ক) সম্পূর্ণ বাংলায় এবং ইউনিকোড ভিত্তিক সাইট। কাজেই সবগুলো লিরিকস পাওয়া যাবে বাংলাতেই।
খ) প্রতিটি গানের মিউজিক ভিডিও দেখার সুবিধার জন্য সাথে ভিডিও (যদি থেকে থাকে) / ইউটিউব লিং এমবেডেড করে দেয়া আছে।
গ) গানের লিরিকস এর পাশাপাশি গানটির বিভিন্ন তথ্য (সুরকার, গীতিকার, এ্যালবাম নাম, প্রকাশকাল, শিল্পী ইত্যাদি)
ঘ) গানগুলো গানের ধারা অনুযায়ী ভাগ করা রয়েছে। আপনি চাইলেই আপনার পছন্দমত ক্যাটাগরীর গানের লিরিকসগুলো খুঁজে নিতে পারবেন।
ঙ) সাবস্ক্রিপশনের মাধ্যমে ই-মেইলেই লিরিকস পাওয়ার সুবিধা।

সাইটটিতে এখন পর্যন্ত অবদান রেখে যাচ্ছেন গুটি কয়েকজন। এখানেই শেষ নয়, বাংলায় হাজার হাজার গান রয়েছে। সবগুলোর লিরিকস আপডেট করা অনেক সময়সাপেক্ষ ব্যাপার, বেশ কষ্টসাধ্য। চাইলে এবং সম্ভব হলে আপনিও অবদান রাখতে পারেন এই সাইটটিতে লিরিকস সাবমিট করে। নতুন লিরিকস সাবমিট করার জন্য আপনাকে নিবন্ধন করতে হবে, এবং নিবন্ধন যতটা সম্ভব সহজ করার জন্য রয়েছে ফেসবুক/টুইটার কানেক্টের সুবিধা যাতে করে আপনার ফেসবুক বা টুইটার একাউন্ট থেকেই নিবন্ধন সেরে ফেলতে পারেন মূহুর্তেই।

সাইটটি ঘুরে আসার আমন্ত্রন, কিংবা সাইট সম্পর্কিত যে কোন ধরনের ফিডব্যাক জানানো কিংবা বাংলাLyrics এ অবদান রাখার জন্য নিমন্ত্রন রইলো বাংলাLyrics.com এ।

ফেসবুক থেকে সাইটটির আপডেট সম্পর্কে আপডেটেড থাকতে পারেন বাংলা গানের কথা পেজটির মাধ্যমে।

Level New

আমি তারেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন হয়েছে! খুবই স্ট্রাকচার্ড ডিজাইন। WordPress দিয়ে যে শুধু ব্লগ নয় আরও নন-ট্রেডিশনাল App ও তৈরি করা যায় তাঁর উৎকৃষ্ট প্রমাণ। Meta Data আর Taxonomy এর পূর্ণ ব্যবহার করা হয়েছে। অনেক শুভ কামনা রইল।

thanks

Vai awesome Amon akta site e to khujchilam.Many Many Tnxxx boss.

ভাই বিশ্বাস করেন আর নাই করেন, গতকাল রাতে আমার মামা আমাকে বলছিল যে নেট কি বাংলা গান এর lyrics, পাওয়া jay কি না!!!! এর আজকেই আমন একটা গরমা গরম বাংলা lyrics er website!!!!!

ধন্যবাদ, সুন্দর একটা সাইট উপহার দেয়ার জন্য। আশা করি ভবিষ্যতে সাইটিতে আরও তথ্য যোগ হবে এবং সামনে এগিয়ে যাবে।

Level 0

nice site….thnx

শুধু কমেন্টের জন্যই লগইন করলাম। তোমার কাজ নিয়ে সন্দেহ নেই। সামনে এগিয়ে চল আমরা আছি তোমার সাথে, আর আমার কাছে কালেকশন আছে কিছু দেখি সময় করে পোস্ট করব। ভালো থেকো।

দারুন লাগলো

Level 0

🙂

ভাল জিনিষ।

ভাল পোস্ট, ইনফরমেটিভ

ভাল লেখা। ধন্যবাদ। (আপনার লিনাক্স ফোরামে যেতে পারিনি আপনার আগের টিউনের লেখা দেখে)

আমার দুটি প্রশ্ন-(যদি আপনি লিনাক্স সম্পর্কে মোটামুটি ভালো বোঝেন)
যদি এই দুটির উত্তর পেয়ে যাই তবে আর লিনাক্স ব্যাবহারে আমার আর কোন প্রবলেম নেই।
১* আমি লিনাক্সে কোন ভাবেই বাংলা লেখা আনতে পারিনি। বিশেষ করে বিজয় বা অভ্র। এটা আমার অপারগতা।
২* কোন সাইট থেকে সফটওয়্যার নামিয়ে আজ পর্যন্ত কিভাবে ইন্সটল করে সেটা বুঝিনি (টার্মিনাল সিস্টেম ছাড়া)
অফ টপিক ঃ openSUSE-Leap-42.1 কিভাবে ইন্সটল দিব বা এটা সম্পর্কে আপনার কমেন্ট কি? (এটা নরমালি ইন্সটল হয়না অন্য গুলর মত আর ইউটিউবে এটার লেটেস্ট ভারসন কিভাবে ইন্সটল করে এমন কোন ভিডিও ও পাইনি।

যেহেতু কমেন্ট করে এর ডিটেইল বলা অনেক কষ্ট সাপেক্ষ তাই আমার ফেসবুকে দয়া করে আপনার নাম্বারটা দিলে খুব উপকার হয়। জাস্ট কমেন্টে টেক্টিউন শব্দটা লিখে দিলেই আমি বুঝবো।

আমার ফেসবুক [email protected] বা abdullah ether khan

দেখেন আমার এই উপকার করতে পারেন কিনা … চুরি করে আর দরজা ব্যাবহার করতে ভালো লাগে না ।। বিবেকে বাধা দেয়। আপনাকে আবার ধন্যবাদ

ভাল লেখা। ধন্যবাদ। (আপনার লিনাক্স ফোরামে যেতে পারিনি আপনার আগের টিউনের লেখা দেখে)

আমার দুটি প্রশ্ন-(যদি আপনি লিনাক্স সম্পর্কে মোটামুটি ভালো বোঝেন)
যদি এই দুটির উত্তর পেয়ে যাই তবে আর লিনাক্স ব্যাবহারে আমার আর কোন প্রবলেম নেই।
১* আমি লিনাক্সে কোন ভাবেই বাংলা লেখা আনতে পারিনি। বিশেষ করে বিজয় বা অভ্র। এটা আমার অপারগতা।
২* কোন সাইট থেকে সফটওয়্যার নামিয়ে আজ পর্যন্ত কিভাবে ইন্সটল করে সেটা বুঝিনি (টার্মিনাল সিস্টেম ছাড়া)

যেহেতু কমেন্ট করে এর ডিটেইল বলা অনেক কষ্ট সাপেক্ষ তাই আমার ফেসবুকে দয়া করে আপনার নাম্বারটা দিলে খুব উপকার হয়। জাস্ট কমেন্টে টেক্টিউন শব্দটা লিখে দিলেই আমি বুঝবো।

আমার ফেসবুক [email protected] বা abdullah ether khan

দেখেন আমার এই উপকার করতে পারেন কিনা … চুরি করে আর দরজা ব্যাবহার করতে ভালো লাগে না ।। বিবেকে বাধা দেয়। আপনাকে আবার ধন্যবাদ

আজ এই নিশিতে মন কাদবে সারা রাত কেউ তো এসে আর দেখবে না, ওরে কেউ তো বুঝে না হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রনা। Bangla Song Lyrics