বাংলালায়নের নাম দিয়ে প্রতারণার শিকার থেকে সতর্ক থাকুন!

অদ্ভুৎ এক অভিঙ্গতা হলো BANGLALION নতুন কানেংশন নিয়ে ।

নাটক#১
১৯-এপ্রিল এ বিকেল বেলা আমার মোবাইলে একটা কল আসলো , receive করলাম ।
খুব ভদ্রভাবে ছালাম দিয়ে বল্লো "স্যার আমি বাংলা লায়ন কাস্টোমার কেয়ার থেকে বলছি"
তারপর বলতে থাকলো.....
আপনার নাম xxxxx
ঠিকানা xxxxx
ইমেইল xxxxx
জন্ম তং xxxxx
....................................
......................

এইভাবে আমার সব ইনফরমেশন সঠিক ভাবে বলল এবং আমাকে বলল আমি নাকি ওদের সিষ্টেম হ্যাক করে টাকা না দিয়ে ফ্রি ফ্রি আনলিমিটেড ইউসড করছি এবং ওরা আমাকে চিহ্নত করে ফেলেছে এবং আমার বাসার সামনে দারিয়ে আছে , আমাকে ধরে থানাতে দিবে , তাই তারাতারি নিচে নামতে বোলল ।

এই কথা শুনে আমি খুব ঘাবরিয়ে গেলাম আর বললাম আপনারা ভুল করছেন
উত্তরে তারা বললো সেটা নিচে নামলেই বুঝটত পারবেন । বলে লাইনটা কেটে দিলো।

আমিতো খুব ভ্য় পেয়ে গেলাম এবং কি করব কিছু বুঝতে পারছিলাম না , মনে হচ্ছিল যে কন ঝালেলায় পরলাম

আবার কল আসলো , বললো দেরি হচ্ছে কেন ,,, আসতাসেন না কেন ??????
আর যদি বাচতে চান তাহলে ৫০০০০ টাকা নিয়ে নিচে আসুন ।

তখন আমি বললাম ভাই আমিত student মেছে থাকি , আমি টাকা পাবো কোথায় ?
এই কথা শুনে (মনে হলো কয়েক জন মিলে আলাপ করার পর) বললো ঠিক আছে ভাই যা আছে তাই নিয়ে তারাতারি আসুন , বাকি পরে দিলেও চলবে , আর কাউকে কিছু বলবেন না যেন । জানাজানি হয়ে গেলে কিন্তু আমরা আপনার জন্য কিছু করতে পারবনা ।

যাহক যদিও ভয় পেয়েছিলাম তবুও এখন বুঝতে পারলাম আমাকে ব্লাকলেইল করার চেষ্টা চলছে ।

তারপর আমি আর দুইজনকে নিয়ে নিচে নেমে কউকে পেলামনা , হয়তো পুরাটাই ভুয়া ছিলো নয়তো ৩ জনকে দেখে পালিয়েছে..........................................

এতো গেল এক কাহিনী , আরপর শুরু হলো আরেক নাটক.........

নাটক#২
সঙ্গে সঙ্গে আমার মনে প্রশ্ম এলো তারা আমার এত সঠিক information পেলো কিভাবে ????
আমার বন্ধু বললো বাংলা লায়নের information সবাই দেখতে পারে কারন সবার password same 123456 এবং user id সিরিয়াল ভাবে থাকে । যেমন user id xxxxxx.10435 হলে আগের পরের user id হবে xxxxxx.10434 , xxxxxx.10433 , xxxxxx.10436............................................ এইরকমের । আর password change করার মতো কোন option নাই ।
যাহক এতক্ষনে সব বুঝতে পারলাম । কেউ হয়তো আমার information এভাবে পেয়েছে আর হয়তো দুষ্টমি আথবা সত্যি সত্যি করেছে ।

বাংলা লায়নের কল করলাম password change করতে চাইলাম , ওরা বললো office-এ application করতে হবে ।

আমি বললাম একটা password change করতে হলে office-এ যেতে হবে ? এই ২০১২ সালে ?
তখন সে বললো একেক জনের password একেক রকম হলে আমাদের সমস্যা হয় ।
আমি বললাম qubee-র তো সমস্যা হযনা আপনাদের সমস্যা হবে কেন ?

প্রিয় পাঠক আমার কিন্তু এখনো মাথা গরোম হয় নাই

এখন সে বললো "আপনি password change করে কি করবেন ? "
আমি বললাম "আপনাদের password সবার জন্য same , so যে কেউ আমার account-এ ধুকতে পারে এবং আমার information সবাই দেখতে পারে"

সে বললো "তাতে সমস্যা কি ? আপনার Volume তো অন্য কেউ ইউস করতে পরবে না আর information দেখলেতো সমস্যা নাই"

প্রিয় পাঠক আমার কিন্তু এখন মাথা গরম হচ্ছে ......

এতো কিছুর পরও কোন সমস্যা নাই ?????????
ততক্ষনে আমার mobile -এর balance শেষ

আমি আমার জীবনের ভয়ংকার কিছু সমযের ঘটনা সবার সাথে শেয়ার করলাম , please আপনারা সবাইকে সতর্ক করে দিন , আর যাতে কেউ আমার মতো ভয না পায় বা কেউ যাতে ব্লাকমেইল না হয ।

Click Here

Level 0

আমি জানতে চাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সবকিছু জানার খুব ইচ্ছা , সবকিছু (কাজ) শিখতে খুব ইচ্ছা করে ............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনের জন্যে ধন্যবাদ।

    Level 0

    @প্রিন্স মাহমুদ: বাংলালায়ন সাবস্ক্রাইবার রুলস এন্ড রেগুলেসন পলিসি মোতাবেক গ্রাহকের বেক্তিগত তথ্য ঠিকানা মোবাইল নাম্বার কোনভাবেই প্রকাশ প্রচার করার অধিকার সংরক্ষণ করে না. ইহা আইনত দন্ডনীয় অপরাধ কেন হবে না , তা জানতে চেয়ে টানা দশ রাত ডেস ডেস ডেস জারি করা হলো.

Allah Bachaise amre Je Ami Banglalion Qubee Use Kori Nah!! Ami Gp Tei Shontusto!!!

শেয়ার করার জন্য ধন্নবাদ।

Level 0

Thanks…

অনেক ধন্যবাদ আপনাকে।

বাংলা বিলাই বাদ দিয়া সিটিসেল জুম ব্যবহার করেন। মজা পাইবেন। আর যদি unlimited লাগে,Qubee আছে না?

পাসওয়ার্ড এক হলেও ইউজার নেম সব সময় এক হয় না। আমার দুইটা কানেকশন মনে হয় না আমারটাতে কেউ আন্দাজ করে লগিন করতে পারবে।

    @So Cheap Host: ধরুন আমি randomly একটা username সিলেক্ট করলাম, password তো সব একই, এখন যদি আমি বাংলালায়নের সারভার এ অন্য ইন্টারনেট দিয়ে ঢুকি- ওই randomly select করা user এর সব information ই কিন্তু আমি পেয়ে যাব। আর আমি যদি খারাপ কোন উদ্দেশ্য নিয়ে এ কাজ করি তবে তো আমি মোটামুটি ৫০ ভাগ ই সফল এখানে – আমার মনে হয় এখানে টিউনার এ জিনিষটিই তুলে ধরতে চেয়েছেন। কারো username দিয়ে free internet use করতে না।

      @সশরীরে অশরীরী:
      আমার ইউজার নেম randomly জেনারেট করা না। আমার যা বলেছিলাম তাই দিয়েছে আমাকে। হুম অনেক সেলার randomly ইউজার নেম জেনারেট করে থাকেন। তাদের জন্য বিড়ম্বনাই।

ভাই যাই বলেন, আসলে এধরনের বিড়ম্বনার শিকার আমরা প্রতিনিয়ত হচ্ছি, এই কোম্পানির এই সমস্যা তো ওই কোম্পানির সুবিধা কম- তারপর ও বাধ্য হয়েই যাকোন প্যাকেজ নিতে হয়, যদিও চাহিদা পূরণের চে বিড়ম্বনাই বেশি। বাংলালায়ন বাদ দিয়ে অন্য সুবিধা যাই নিতে যান না কেন, আপনাকে এক দিকে না হয় একদিকে ছাড় দিতেই হবে

এই টিউনটি বাংলালায়ন এর নজরে আনার ব্যবস্থা করেন। এটি মোটেও ফেলনা ইস্যু নয় । টিউনকারী ধন্যবাদ পাওয়ার যোগ্য।

লুল রে লুল আসলেই বাংলার বিলাই

Level 0

শেয়ার করার জন্য ধন্নবাদ।

এই কোম্পানীর ইঞ্জিনিয়ার সবগুলা সম্ভবত গাধা নইলে এরা এদের জন্য ভালো কোন জিনিষ তারা করার ক্ষেত্রে গড়িমসি করে।যেমন, লিনাক্সে মডেম চালানোর ব্যাপারে তারা শাওন এবং অনিরুদ্ধকে সাহায্য করতে পারে যেটা তাদের জন্যই একটা প্লাস পয়েন্ট।একাউন্ট থেকে যদি পাস চেঞ্জ করা না যায় এরচেয়ে ফালতু জিনিষ আর কি হলে পারে।র‍্যান্ডমলী পাস জেনারেট করবে আর পাস পরিবর্তন করতে হলে অফিসে যেতে হবে,সব ফাইযলামী আরকি। 😡

Level 0

বাংলালায়ন সাবস্ক্রাইবার রুলস এন্ড রেগুলেসন পলিসি মোতাবেক গ্রাহকের বেক্তিগত তথ্য ঠিকানা মোবাইল নাম্বার কোনভাবেই প্রকাশ প্রচার করার অধিকার সংরক্ষণ করে না. ইহা আইনত দন্ডনীয় অপরাধ কেন হবে না , তা জানতে চেয়ে টানা দশ রাত ডেস ডেস ডেস জারি করা হলো.

Level 0

OH MY GOD!!! আপনাকে অনেক ধন্যবাদ এটা জানানোর জন্য

Level 0

আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল। আপনি কি বাংলার বিড়াল দিয়ে ফ্রি ইন্টারনেট ব্যাবহার করেছিলেন? যদি করেই থাকেন তাহলে ওরা কিভাবে জানল? ওদের তো শুধু আপনার ব্যাক্তিগত information জানার কথা। তাই নয় কি?

    Level 0

    @tech_no: ভাই এখানে ফ্রির প্রশ্ন আসলো কই থেকে ? আপনি কোন লাইন থেকে আপনার মাথায় ফ্রির প্রশ্নটা আসলো ?
    আমি বলেছি কেও আমার একাউন্টে ঢুকে আমার সব information নিয়ে আমাকে ব্লাকমেইল করার চেস্টা করছিল। আর যাতে অন্য কেউ আমার মত সমস্যায় না , তাই সবার সথে শেয়ার করে সবাই কে সতর্ক করার চেস্টা করেছি।
    please please সবাইকে অনুরধ এর মাঝে অন্য কিছু খজার চেস্টা করেন না ।

      Level 0

      @jantechai: ভাই আপনি চেতে গেলেন কেন? আজকাল সবাই ই তো ফ্রি ইন্টারনেট নিয়ে কথা বার্তা বলছেন। বিশেষ করে qubee & banglalion. আমি নিজেও ১ এমবিপিএস এ এক দিন ব্যাবহার করেছি…..

Level 0

আমি আমার বাসার ঠিকানা ভুল দিছি 😀

Level 0

এখন থেকে প্রথেক নুতন কানেকশেন আর সাতে আপনে পাছেন এউনিক password. আর আপণে চাইলেই আপনের password CHANGE করতে পারবেন। তার জন্নে http://tticket.banglalionwimax.com/ CLICK KOREN ARE REQUEST PATAN

    Level 0

    @rubelbba: ভাই আপনি বাংলা লায়নের কেউ কিনা জানি না ।তবে আপনি যা বলেছেন তা আকেবারে ভুয়া । আমি ৩ দিন আগে ticket পাঠিয়েছি কোন লাভ হয় নাই । গত কাল ৩ বার কল করেছি…
    ১ম বার ঃ উত্তর- ভাই আপনি কি ডিফল্ট পাস ইউস করেন ? তাহলে মনে হয় change করা যাবে না ।আমার এর চেয়ে আর বেশি কিছু জানা নাই ……………।। ।
    ২য় বার ঃ উত্তর-একই উত্তর ,তবে অনলাইন টিকেট পাঠাতে পারেন ।
    আমি বললাম আমি ১৯ তাং এ পাঠিয়েছি , তাহলে id দেন , আমি দিলাম , বলল আচ্ছা note করে রাখলাম ………।।
    ৩য় বার ঃ উত্তর- সব কিছু আবার বললাম , সে বলল আপনার নামে কোন note নাই …………।
    এখনো আমার password change হয় নি ।

    যে যাই বলেন আমি ভুক্তভুগি , জালাটা আমি বুঝেছি । দয়া করে কেউ মিথ্যা সান্তনা দেয়ার চেষ্টা করেন না । আপনি চাইকে আমার অনলাইন টিকেত সবার সামনে তুলে ধরতে পারি । তখন নিচয় লুকানর জায়গা পাবেন না ।

Level 0

আমি ও Banglalion use করি আর ওরা যখনি ফোন করে এই (০১১৯৮৯৮৯৮৯৮) নাম্বার থেকে করে , আর আমি ইমেল করে pass change করেছি.

Level 0

you can send me the user name on [email protected] and sent with you cell no. i will help you.

    Level 0

    @rubelbba: Help করতে চাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ

Level 0

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি সকলের সামনে তুলে ধরার জন্য।
সবাই অন্তত সতর্ক হতে পারবে এই সব fake call হতে।
আর banglabilai এর কথা কি বলব…এরা তো আমাদের ঘাড়ের উপর বসছে জবাই করার জন্য।
সুবিধা দেয়ার নাম করে অসুবিধায় বেশি উপহার দেয়।

ভাই আপনার পোস্টের জন্য ধন্যবাদ…….. কিন্তু আমি একটা ব্যাপারে আপনার সাথে একমত হতে পারলাম না……… তা হল Password Same এর ব্যাপারে। আমিসহ আমার কয়েকজন বন্ধু ডিসেম্বর ২০১১ এ বাংলালায়নের Connection নিই। আমাদের User ID তো সম্পূর্ণ আলাদাই এমন কি Password ও সম্পূর্ণ আলাদা এবং তা Random Password……… যদিও আমি জানি না আপনি কবে Connection নিয়েছেন।

    Level 0

    @rakib007_hs: ভাই ধন্যবাদ আপনার মন্তব্য করার জন্য ।
    আসলে আপনি যা বলেছেন তা এখনকার সময়ের জন্য একদম ঠিকনা ।
    এখন আমার ইচ্ছা হচ্ছে সিরিযালি User Name & Password : 123456 এখানে publish করে সবাইকে prove করে দেই । কিন্তু এটা করলে আমার আপরাধ হবে । আপনি আপনার mail id টা দেন , আপনাকে আমি prove হিসেবে সিরিযালি id গুলো পাঠাতে পারি এবং যাদের Password শুধুই ১২৩৪৫৬ ।