যাক, শেষ পর্যন্ত কিনেই ফেললাম অ্যপলের সবচেয়ে নতুন পণ্য।বলুন তো কি সেটা ? ধরতে পেরেছেন তাহলে !
এটি হচ্ছে দি নিউ আইপ্যড।প্রথমে ভাবছিলাম GTX 590 গ্রাফিকস কার্ড কিনব।কিন্তু গ্রাফিকস কেনার ইচ্ছা যে কখন আইপ্যড হয়ে গেল ঠিক বুঝলাম না।যাই হোক কেনা তো হল।
গেজেট প্রেমীরা আশা করি এতদিনে আইপ্যড সম্পর্কে জেনে গেছেন।এটা নাকি বাজারের সবচেয়ে এডভাস্নড ট্যবলেট পিসি।আমারটা হচ্ছে আইপ্যড এর ৬৪ জিবি ৪জি ভার্শন।
ফিচার গুলা এরকম:
Display
Retina display
9.7-inch (diagonal) LED-backlit glossy widescreen Multi-Touch display with IPS technology
2048-by-1536-pixel resolution at 264 pixels per inch (ppi)
Fingerprint-resistant oleophobic coating
Support for display of multiple languages and characters simultaneouslyDual-core Apple A5X custom-designed, high-performance, low-power system-on-a-chip with quad-core graphics
Wi-Fi (802.11a/b/g/n)
Bluetooth 4.0 technology
Wi-Fi + 4G for AT&T model: 4G LTE (700, 2100 MHz); UMTS/HSPA/HSPA+/DC-HSDPA (850, 900, 1900, 2100 MHz); GSM/EDGE (850, 900, 1800, 1900 MHz)
Wi-Fi + 4G for Verizon model: 4G LTE (700 MHz)3; CDMA EV-DO Rev. A (800, 1900 MHz); UMTS/HSPA/HSPA+/DC-HSDPA (850, 900, 1900, 2100 MHz); GSM/EDGE (850, 900, 1800, 1900 MHz)
Data only
5-megapixel iSight camera
Autofocus
Tap to focus
Face detection in still images
Video recording, HD (1080p) up to 30 frames per second with audio
Video stabilization
FaceTime camera with VGA-quality photos and video at up to 30 frames per second
Photo and video geotagging
Built-in 42.5-watt-hour rechargeable lithium-polymer battery
কিছু ইংরেজি পেচাল পাড়লাম।কিছু মনে কইরেন না
কিছু ছবি
এইডার যা যা ভালো লাগছে
১.টাচস্ক্রিন আমার দেখা মতে সবচেয়ে ভালো
২.জটিল ডিসপ্লে(রেটিনা ডিসপ্লে যাতে একটি পিক্সেলও আপনি খালি চোখে দেখবেননা)
৩.প্রচুর ফাস্ট
৪.ক্যামেরা জটিল
এইডার যা যা খারাপ লাগছে
১.প্রচুর গরম হয়
২.ওজনও বেশি-প্রায় আড়াই পোয়া
৩.সরাসরি অন্য কোন মোবাইল ডিভাইস থেকে কিছু নেওয়া বা দেওয়া যায়না।
দামই তো কইলাম না
দশ মাসের ওয়ারেন্টি দিয়া এলোহাআইশপের গুলশান শাখা থেইকা ৯৩০০০ দিয়া কিনছি।
ওয়ারেন্টি শেষ হওয়ার আগে জেইলব্রেক করমুনা।কি কন আপনারা ?
(টিউন ভালো লাগলে কমেন্ট দিয়েন)
আমি Imdadul Haque Munna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@zillurrahman: ay hay apneo koytasen? Ei kotha chinta korle to keu eida kinto na(ami chara)
ধন্যবাদ আপনাকে আইপ্যাড 3 কেনার জন্য প্রায় দুই বৎসর পূর্বে আমি আইপ্যাড 1 কিনেছিলাম আমার ধারনা ছিল এটি দিয়ে আমি অনেক কাজ করতে পারব কিন্তু সব আশা বিফলে গেল যখন দেখলাম ওয়াইপাই প্রযুক্তি ছাড়া ইন্টারনেট ব্যবহারের সুযোগ ছিলনা আইপ্যাড যে প্রযুক্তির দেশের জন্য তৈরি আমাদের দেশের সাথে তার অনেক পার্থক্য বিশেষ করে চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ পরবর্তীতে আইপ্যাডটিকে খেলনা হিসেবে ব্যবহার করা হয় আপনার আইপ্যাড ব্যবহার সুখকর হউক এই কামনা করছি ধন্যবাদ
@মুন্না: 4G-Wimax ফিচারটা দিলেই বাংলালায়ন ব্যবহার করতে পারতেন! 😀 অবশ্য সেলুলার 4G এর সাথে 4G-Wimax দেবার কোন চিন্তা আপতত এপলের নাই 🙁
@নেট মাস্টার: eiday ja ase sheda 4g LTE.ja possibly usa ar canada sara kuno country te kaj korbona.tument er jonno thanks
wastage of money, coz the brand name is Apple but all the components of Apple are manufactures by other brands. Here is the proof
>> LIST of various COMPONENTS of Apple Inc.’s iPhone & iPad Range that are been mad by OTHER TECHNOLOGY DEVELOPERS & COMPONENT MANUFACTURERS:
[*]Apple A5 CPU Manufacturing – Samsung (actually based on ARM Cortex CPU architecture & minimal design modification by Apple) – Korea
[*]Display Module – LG Display (with HITACHI, Japan’s IPS Technology) – Korea
[*]Flash memory – Toshiba – Japan
[*]Battery assembly – Foxconn – China
[*]Camera Sensor – Sony – Japan
[*]Camera Lens – Sony – Japan
[*]RAM – Elpida – Japan OR
[*]RAM – Samsung – Korea
[*]RF Transceiver – Qualcomm – US
[*]Power Amplifier – Skyworks – US
[*]Power Amplifier – Avago – US
[*]SAW Filter – TriQuint – US
[*]PA Duplexer – TriQuint – US
[*]Power amplifier – Avago – US
[*]WiFi/Bluetooth Design – Broadcom – US
[*]WiFi/Bluetooth Manufacturing – Murata – Japan
[*]Accelerometer – STMicroelectronics – Switzerland
[*]Gyroscope – STMicroelectronics – Switzerland
[*]Touch sensor – Texas Instruments – US
[*]Vibrate motor – Samsung (likely) – Korea
[*]Audio codec design – Cirrus – US
[*]Power management – Dialog – Germany
Kono motamot thakle janaben. Dhonnobad
@A. M. Moniruzzaman Rubel: yes ou are rIght.but tate ki hoyese? It is designed by apple,chip onnora toiri kortey pare.apnar mb jodi intel hoy tobe thik moto kheal kore dekhun various parts various company toiri korse.ar jara soecified chip toirite expert tader toiri parts die assemble krito product pele apnar somossa ki? Apni to sobcheye best ta passen.sobai to ar sob kichu te best na.jemon sony mobile camera te best.tai tara camera toiri korse.ram e samsung expert.even amar desktop ram er memory bank gulao samsung er toiri.
@মুন্না: vai Munna apni product ta kinechen ate ami bolini dosher kicu hoiche. amar motamot holo Apple khubi expensive r apni koyekdin babohar korar por apnar kase r user friendly nao lagte pare. 5 yrs agey ami O2 er PDA 62000 TK dea kine 1.5 mnth por 15000 tk o sale kore dici beacuse of user friendly na hoyar karon e. r Apple Ipad 3 hardware specification nea jeta likhechi sheta just information purpose share kora. kono jukti torko korar jonno na.
@A. M. Moniruzzaman Rubel: আমি আইপেড ১ ইউস করি এক বছর থেকে , এখন কোনও কারনে যদি আমি আইপেড হারিয়ে ফেলি তাহলে আমার আবার কিনতে হবে। কারন আমি এটার উপর পুরাপুরি এডিক্টেড হয়ে গেসি। স আপনার কথা ঠিক না , এট লিস্ট আইপেড এর ক্ষেত্রে …
@মুন্না:
Go to cydia[if you had already jailbroken it] > search > type bangla > you will see a addon named bangla keyboard.install that and you can use bangla.But the problem is as far as i know that addon only works with older versions of iDevices.If you need any more help from me than you can mail me [[email protected]] or add me in skype [sh0v0n]
thank you and congratz and welcome to Apple family
@cqbedu: actuakly it is called ipad third gen.ar bd te warranty chara eidar dam kom koira hoyleo 85000.ami warranty chara nimu ke?tai 5000 beshi dia aloha theka kinsi.dollare eidar price 850$.ja import korle 90000 er motoy pore.(apnara jara kuno site er maddhome jemon lilusa or electroshop er maddhome import korsen tara janen ora each us $=100taka dhore)
@মুন্না: anyway, whatever you said, thats the business policy, cuz apple has not established local store there. i am not importer neither living in BD, but i do like techtunes.I am using Ipad from 1st gen to latest. The new ipad is only $499.00-829 that depends on your requirements. and you can buy more cheaper at local shops.however i have seen that you wrote এইডার যা যা খারাপ লাগছে
১.প্রচুর গরম হয়
Ipad2 is more batter in this way, cuz its not that hot as the new one.২.ওজনও বেশি-প্রায় আড়াই পোয়া, have u seen Ipad1? thats much havier than this.৩.সরাসরি অন্য কোন মোবাইল ডিভাইস থেকে কিছু নেওয়া বা দেওয়া যায়না।
apple never support this functions untill now for their security reason.
more funny thing is you said,(দামই তো কইলাম না), haha, but next line you wrote it……
দশ মাসের ওয়ারেন্টি দিয়া এলোহাআইশপের গুলশান শাখা থেইকা ৯০০০০ দিয়া কিনছি।
cuz its the bengali culture! i follow…………….
@cqbedu: whr da hell r u frm? u r a chap thinkin’ urslf jack of all things. u have directly attcked on our coulture n country. Get lost of here bloody u shit.
@cqbedu: @cqbedu: Would you plz mind your language ? ”
u r a chap thinkin’ urslf jack of all things
Don’t know what you wanna say with those words, everyone has right to comment, this is not your own property, I swear I did not write any bad comments here. So plz be patient and behave good to all…. I am asking attention from tech tunes admin, did u see that?
@cqbedu: I don’t know why BD reseller sell those products per USD= 100+! If they are reseller, they could get benefits from apple, why they need to sell like that? Go and check apple website, they wrote the resellers name there, if not, that’s fake, they just buy from apple with the same price as they sell in the web, then they sell it to u with high price. Untill now there are no aple shop in BD I heared aloha Ishop sell apple products. But definitely with high price, even double
আমার বাসায় আইপ্যাড ১ আছে। ৬৪ জিবি।
ভাই…। যতটুকু মনে পড়ে আপনি গ্রাফিক্স কার্ড নিতে চাইসিলেন।ভাল করসেন আইপ্যাড কিনে।
আপেল এর প্রোডাক্ট এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর এপস গুলা।এইগুলা যদি ইন্সটল করতে না পারেন তাইলে বৃথা সব কিছু । আপনি আইটিউন্স এর ৫০ ডলারের ২টা গিফট কার্ড কিনে নিতে পারেন।
মনে রাখবেন। এর এপস গুলা যদি চালাইতে না পারেন,তাইলে বৃথা এই দুনিয়া। 🙁
@মুন্না:
আমার ভাই কিনে আনসিল।
খুব সম্ভবত বসুন্ধারা সিটি থেকে।
পার ডলার ১১৫ টাকা।
@সুদীপ্ত: How could you know this man!!! You should be awarded. Use Apple products first and then say all these stupid.
@সশরীরে অশরীরী: dear brother, i have used all the popular products of apple and i have visited apple’s biggest showroom and reviewed all the products. After that i’ve decided to use android. and pls read abt steve jobs background then you’ll know all the truth
@সুদীপ্ত:
ভাই।আমার তো মনে হয় আপনি জিবনেও Apple এর কোন Device দেখেন নাই। ব্যবহার করা তো দুরের কথা।নাহলে এই কথা বলতেন না।
আজকের যে টাচ-স্ক্রিন মোবাইল,Android,Windows Operating System,Keyboard Layout design সবই স্টিভ জবসের আইডিয়া থেকে নকল করে বানানো।তাহলে কে কার নকল করল?
আপনি যে HD মুভি দেখেন,গেমস খেলেন,গান শুনেন, এর সবকিছুই মাক কম্পিউটার দিয়ে বানানো হয়।
পিসি মানে পার্সোনাল কম্পিউটার প্রথম Apple ই বের করে।
এখন আপনিই বলুন।একটা মানুষ কত জনের আইডিয়া চুরি করবে?ভাল করে জানুন।কাউকে সম্মান করতে না চাইলে অস্মমান করবেন না। :/
@শরীফ আহমেদ জনম: এমনকি সুদীপ্ত যেই keyboard দিয়ে এই কমেন্ট করেছেন তার পেটেন্ট ও সরবপ্রথম apple এর ই করা।
@সশরীরে অশরীরী: ভাই ভুল বললেন, keyboard leyout design apple করে নি। প্রথম স্ট্যান্ডার্ড কীবোর্ড (101/102 key) ডিজাইন করেন Mark Tiddens ১৯৮২ সালে। ভাই কিছু বলার আগে জেনে নিন। অন্যকে ভুল কিছু জানানো থেকে বিরত থাকুন।
@শরীফ আহমেদ জনম: ভাই বড়াই করার জন্যে বলছি না, তবে সত্য হল আমি apple এর সব পপুলার ডিভাইস ইউজ করে দেখছি। কিন্তু আপনি হয়ত জানেন না যে প্রথম apple computer বানিয়েছিলেন steve owzniak, steve jobs নয়। আপনি হয়ত জানেন না যে, steve jobs পেশায় একজন ছূতার (কাঠমিস্ত্রি) ছিলেন এবং তার কম্পিউটার এর উপর কোন জ্ঞান ছিলনা। আপনি হয়ত জানেন না যে আজকের MAC OS develop করা হয়েছে linux kernel, এবং ইন্টারফেস থেকে। আপনি হয়ত জানেন না যে Windows Operating System develop করা হয়েছে স্কেচ বা শূণ্য থেকে। আপনি হয়ত জানেন না যে, আপনি যে touch screen এর কথা বলছেন এটি প্রথম বানিয়েছেন CERN এর ইঞ্জিনিয়ার Bent Stumpe এবং i-phone 4/4s, i-pad এ ইউজ করা touch pannel LG electronics এর বানানো। আপনি হয়ত জানেন না যে steve jobs অন্যের (কখনও অধীনস্ত কর্মকর্তা) idea কে নিজের বলে চালিয়ে দিয়েছেন এবং তাদেরকে নূন্যতম ধন্যবাদ ও জানান নি।আপনি হয়ত জানেন না যে apple এর আসল প্রতিষ্ঠাতা steve wozniak কে তিনি apple থেকে বের করে দেন।
@সুদীপ্ত:
ভাই। কোথা থেকে এইসব কোথা শুনেছেন আপনি?এইসব কথা আমি জিবনেও শুনি নাই।জানি না কোন ওয়েবসাইট থেকে আপনি তথ্যগুলো পেয়েছেন।তবে যে এইগুলা ভুল আর গাজাখুরি কোন সন্দেহ নাই।একটা কথাই বলব,অনেকেই স্টিভ জবসের ব্যাপারে উল্টাপালটা কথা বলতে পছন্দ করে।স্বাভাবিক ভাবেই মানুষের আলোচনা সমালোচনা থাকবেই।
আপনি যে না জেনে কথা বলেন তার সবচেয়ে বড় প্রমান হল আপনি বলেছেন যে স্টিভ জবস কাঠ মিস্ত্রি ছিলেন।হাসালেন ভাই।স্টিভ জবস অন্যদের মতই লেখাপড়া করেছেন।তিনি একটি ফস্টার পরিবার থেকে বড় হয়েছেন।বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার বিষয়বস্তু তার পছন্দ হয়নি দেখে তিনি তার মনের পছন্দের বিষয় নিয়ে পড়ালেখা এবং কাজ শুরু করেন।যদি না জানেন তাহলে উইকিপিডিয়াতে তার বায়োডাটা দেখে নিবেন।
@শরীফ আহমেদ জনম: ভাই বড়াই করার জন্যে বলছি না, তবে সত্য হল আমি apple এর সব পপুলার ডিভাইস ইউজ করে দেখছি। কিন্তু আপনি হয়ত জানেন না যে প্রথম apple computer বানিয়েছিলেন steve owzniak, steve jobs নয়। আপনি হয়ত জানেন না যে, steve jobs পেশায় একজন ছূতার (কাঠমিস্ত্রি) ছিলেন এবং তার কম্পিউটার এর উপর কোন জ্ঞান ছিলনা। আপনি হয়ত জানেন না যে আজকের MAC OS develop করা হয়েছে linux kernel, এবং ইন্টারফেস থেকে। আপনি হয়ত জানেন না যে Windows Operating System develop করা হয়েছে স্কেচ বা শূণ্য থেকে। আপনি হয়ত জানেন না যে, আপনি যে touch screen এর কথা বলছেন এটি প্রথম বানিয়েছেন CERN এর ইঞ্জিনিয়ার Bent Stumpe এবং i-phone 4/4s, i-pad এ ইউজ করা touch pannel LG electronics এর বানানো। আপনি হয়ত জানেন না যে steve jobs অন্যের (কখনও অধীনস্ত কর্মকর্তা) idea কে নিজের বলে চালিয়ে দিয়েছেন এবং তাদেরকে নূন্যতম ধন্যবাদ ও জানান নি।এরকম অনেক ঘটনার একটি পড়ুন http://news.cnet.com/8301-13579_3-20124720-37/jonathan-ive-steve-jobs-stole-my-ideas
আপনি হয়ত জানেন না যে apple এর আসল প্রতিষ্ঠাতা steve wozniak কে তিনি apple থেকে বের করে দেন। ভাই কিছু বলার আগে জেনে নিন। অন্যকে ভুল কিছু জানানো থেকে বিরত থাকুন।
@সুদীপ্ত: ভায়া আপনার কথা গুলো সব সত্য বলে ধরে নিলাম। কিন্তু আমাকে আপনি এটা বলেন যে একটা কোম্পানীর কাজটা মুলতঃ কোন যায়গায়?? কোন কোম্পানীই কিন্তু আমার জানা মতে কোন পেটেন্ট এর ডিজাইন করেনা। তাদের একটা প্রধান কাজ টেকনোলজিকাল ইউনিভারসিটিগুলো আর বড় ইঞ্জিনিয়ারদের রিসারচ প্রোজেক্ট কালেক্ট করা আর তারা এ বিষয়ে সরাসরি জেনুইন রিসারচার এর সাথেই যোগাযোগ করে, তার প্রজেক্ট কিনে নেয়। আর তাছাড়া কোন কোম্পানী তাদের সব ইকুইপমেন্টাল পারটিকেল গুলো নিজে তোইরী করে না। অন্য কোম্পানী থেকে বানিয়ে নেয়। এখন এপল কোম্পানী যদি তার প্রোডাক্ট দিয়ে পাবলিক কন্সারন তৈরী করতে পারে এখানে আপনার আপত্তি কোথায়??
@সুদীপ্ত:
@সুদীপ্ত:
ভাই। কোথা থেকে এইসব কোথা শুনেছেন আপনি?এইসব কথা আমি জিবনেও শুনি নাই।জানি না কোন ওয়েবসাইট থেকে আপনি তথ্যগুলো পেয়েছেন।তবে যে এইগুলা ভুল আর গাজাখুরি কোন সন্দেহ নাই।একটা কথাই বলব,অনেকেই স্টিভ জবসের ব্যাপারে উল্টাপালটা কথা বলতে পছন্দ করে।স্বাভাবিক ভাবেই মানুষের আলোচনা সমালোচনা থাকবেই।
আপনি যে না জেনে কথা বলেন তার সবচেয়ে বড় প্রমান হল আপনি বলেছেন যে স্টিভ জবস কাঠ মিস্ত্রি ছিলেন।হাসালেন ভাই।স্টিভ জবস অন্যদের মতই লেখাপড়া করেছেন।তিনি একটি ফস্টার পরিবার থেকে বড় হয়েছেন।বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার বিষয়বস্তু তার পছন্দ হয়নি দেখে তিনি তার মনের পছন্দের বিষয় নিয়ে পড়ালেখা এবং কাজ শুরু করেন।যদি না জানেন তাহলে উইকিপিডিয়াতে তার বায়োডাটা দেখে নিবেন।
জেল ব্রেক না করলে বর হয়ে জাবেন খুব তারাতারি … আর জেল্ব্রেক করলে সারা জীবন এর আকর্ষণ সুধু বারবেই। নিউ আইপেড এর জেল্ব্রেক এখন বের হয় নাই … http://www.jailbreaknation.com/
@sporso: ভাই ঠিক ই বলছেন, তবে শুধু বাংলাদেশ নয় সারাবিশ্বেই এখন android boss. সারা বিশ্বে ইউজ করা মোবাইলএর প্রায় ৫০% android. আরও জানতে দেখুন http://www.canalys.com/static/press_release/2012/SPA%20table%202%20030212_0.png
@সুদীপ্ত: eida shara bisshe use kora mobile er table Na !worldwide shipped mobile er table+ worldwide shobcheye beshi used operating system is java.and android is used in more mobile than ios.because android operating system can now be found in cheap mobiles.but ios can only be used in idevices.moreover any company can make android mobile.but ios cant be installed within idevices.at last there is more fly than human in world.what is precious?
@মুন্না: আবার ভুল বললেন ভাই, সারাবিশ্বে সবচেয়ে বেশি ইউজড মোবাইল ফোন android os এ চলে। আপনি মনে হয় ডিভাইস এর সাথে পাকিয়ে ফেলেছেন। ডিভাইস বলতে সব ধরনের ডিভাইস বুঝায়। আপনি এভাবে চিন্তা করুন android আছে বলেই সাধারন ক্রেতা কমমূল্যে একটি স্মার্টফোন ইউজ করতে পারছে। android এবং mac os/ios linux এর kernel ইউজ করে develop করা হয়েছে। google android কে উন্মুক্ত করে দিয়েছে কিন্তু apple দেয়্ নি। ios ইউজ করতে হলে আপনাকে BDT 50000-75000 ব্যয় করতে হবে। এবার বলুন কজনের পক্ষে আপনার মত এত টাকা খরচ করে i-phone কেনা সম্ভব। অথচ প্রয়োজনীয় ফিচার আপনি কমদামী ফোন (স্যামসাং গ্যালাক্সি Y) তে পাবেন। এবার বলুন কে প্রযুক্তিকে সবার কাছে পৌঁছে দিল।
@মুন্না: amiO chinta kortesi oita…akhane dekhen
16gb black http://www.mygsm.me/new-ipad-16gb-wifi-black-dubai-price-online-apple-store-dubai.html
32gb white http://www.mygsm.me/new-ipad-4g-wifi-32gb-white-dubai-price-online-apple-store-dubai.html
R apni hoito janenna ios 5 feature backdated . Windows mobile and android er shob feature niye iOS 5 or 5.1
hoito thik….shomoi kore aita dekhe niyen http://www.youtube.com/watch?v=Gq-e0getf4M
Munna vai, ami ekta problem ea porchi asa kori apni kichuta solve korte parven. Ami ekta laptop(macbook air) kingba ipad 3 kinte chai. But problem holo konta kinbo bujte parchi na. amar kaj holo MS word and presentation er. Class er term paper ready korar jonno. Ipad 3 theke ami konon kichu print korte chaile ki korbo? Ipad 3 te ki apni Bangla dekhte ba likhte paren? ektu janaben vai.
@LIMON: apnar jodi vai recently laptop pabar chance na thake tobe ipad kinen na.ami kisudin por ekta laptop pabo.tai ipad kinsi.ar ipad e apne ms word ar power point er biporite payben iworks ar keynote.jegula khub chomotkar software.ipad diya print kora jay naki,ei bepare amar jana nay.ar apne kuno kichu kora charay ipad e bangla dekhte parben.ar lekhar jonno phonetic based app namate hobe appstore theke,free.
Vaira ami ipad e bangla likhte parsina.ki korbo?(comment ipad theke)