আসাসালামু অলাইকুম কেমন আছেন আপনি । নিশ্চই ভাল। আশা করছি ভাল থাকেন । যা হোক আজ আমি আপনাদেরকে একটা সাইটের সাথে পচিয় করিয়ে দেওয়ার জন্য আনলাম । সাইটা দেখলেই বুঝতে পারবেন । সাইটটার সাথে পরিচিত হবার কেন দরকার রয়েছে । এই সাইটা নাকি ASK এবং ইয়াহুর Answer সাইটের সাথে পাল্লা দিতে চায় সাইটার বাংলা এবং ইংরেজী ভার্সন রয়েছে । বাংলা ভার্সনটি আগামী ২১শে ফেব্রুয়ারী থেকে উন্মক্তু হবার কথা । তবে বতর্মানে বাংলা ভার্সনটিতে রেজিষ্ট্রেশন করা এবং প্রশ্ন জিঙ্গেস করার জন্য উন্মক্তু করা হয়েছে । যা হোক আমি বাংলা সাইটটির অনুবাক হিসেবে নিযুক্ত রয়েছি । আমি আপনাদের কাছে এই টিউনটি কেন করলাম এখন আপনাদের মনে তো এই প্রশ্নটিই জাগতেছে তাইনা । যা হোক আমি আপনাদের কাছ থেকে সাইটার কাজ শেষ করার আগে আপনাদের মূলবান বক্তব্য শুনতে চাই সাইটটা কিভাবে তৈরি করলে আপনারা আরো বেশী উপভোগ করবেন ব্যাবহার করতে ।কারন সাইটটাতো আর আমি একা ব্যাবহার করতে পারব না। সেখানে কাইকে না কাউকে প্রশ্ন করতে হবে । এবং সেই প্রশ্নের উত্তর ও আপনাদের মধ্যো থেকেই কাইকে না কাউকে দিতে হবে ।
http://Www.BD.NurAnswer.Com এর বৈশিষ্ঠ
এছাড়াও আপনার যদি চান তাহলে আমার NurAnswer প্রোফাইল থেকে ঘুরে আসতে পারেন দেখার জন্য http://bd.nuranswer.com/NetMaster
অপনাদের সকলকে ধন্যবাদ টিউন পড়ার জন্য । কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আল্লহ হাফেজ। নমস্কার । Good Bye
সাইটটির প্রধান উইআরএল হচ্ছে : http://BD.NurAnswer.Com ।
আমি নেটমাষ্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
.-.-.-.- ছন্ন ছাড়া পথিক। রুবেল দ্যা কম্পিউটার গাই [ Rubel The computer Guy ] । আপনি কি রিয়েল আমি এর সাথে দেখা করতে চান ? তাহলে এখানে এইদিকে আসুন : মাহমুদুল হাসান রুবেল । :) " নেটমাষ্টার " .-.-.-.-
এই ধরনের পোষ্ট শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ..