এন্টিভাইরাস রিভিউঃ Microsoft Security Essential এবং আমার একটি সমস্যা

অনেক দিন আগেই Microsoft Security Essential নিয়ে টিউন করতে চেয়েছিলাম। কিন্তু করব করব করে আর করা হয় নি। সময়ও পাই না। আজকে এক টিউনার ভাই এটার কথা মনে করায় দেওয়ায় ভাবলাম একটা রিভিউ দিয়েই দেই। সেমিস্টার ব্রেক চলছে। so I got some free time.
MSE নিয়ে ইন্টারনেট এ কিছু ঘাটাঘাটি করলাম, রেটিং খুজলাম, তেমন কিছু পেলাম না। এর কারন ও আছে অবশ্য, এটা এমনিতে কিনতে পাওয়া যায় না। শুধু মাত্র “Validated Genuine Windows” এর সাথে এটা দেয়। TT তে যে expert রা আছেন তাতে মনে হয় না কারও এর জন্য ১২০০০ টাকা দিয়ে “Genuine Windows” কিনতে হবে। 🙂 আপনার কাজ হবে শুধু genuine windows টাকে validate করে নেওয়া। সেটা আপনি করতে পারবেন এই লিঙ্ক এ গিয়েঃ http://www.microsoft.com/genuine/validate/

এরপর microsoft থেকেই আপনাকে offer করবে যারা Genuine Windows কিনেছে তাদেরকে Microsoft ফ্রীতে Microsoft security essential দিচ্ছে। আপনি তখন ওখান থেকে ডাউনলোড করে নিবেন। সাইজ appx=7mb(for both x86 & x64)
তো আপনি normally install করবেন। এরপর আপডেট হবে। প্রথমবার প্রায় 40MB এর আপডেট হবে। এরপর থেকে কত হবে তার সঠিক পরিমান বলতে পারছি না coz কখন যে আপডেট হয়ে বসে থাকে তা ই বলতে পারি না। 😐 But it should be very small in amount. 🙂

Protection: protection বেশ ভাল। এখন পর্যন্ত আমার কোন সমস্যা হয় নি। সব virus এ ধরেছে। কিন্তু একটু সমস্যা আছে। এটা শুধু antivirus+spyware. তাই এটায় Internet security নেই। ফলে windows এর firewall ই এটা ব্যাবহার করে। Real Time protection আছে।

Speed & performance: আমার ব্যাবহার করা অন্যতম দ্রুত গতির। কম্পিউটার একটুও স্লো করে না। ESET & F-Secure এর মতই কিংবা তাদের চাইতেও দ্রুত কাজ করে।
Advantages & Disadvantage: বেশিরভাগ antivirus কোন virus পেলে প্রথমে ask করে ফাইলটা কি করবে। Delete/Quarantine/Allow. এটার খেত্রেও সে রকম। কিন্তু বেশিরভাগ এর ক্ষেত্রে allow করলে শুধু virus টা রেখে দেয়, কিন্তু ওটা নিয়ে কিছু করতে দেয় না(যেমনঃ open, copy etc.) অনেক ক্ষেত্রে virus অথবা similar কিছু নিয়ে আমাদের কাজ করতে হয়, তখন এসব antivirus বেশ ঝামেলা দেয়। কিন্তু MSE তে এরকম সমস্যা নেই। একবার allow করলে ওই ফাইল open/edit/copy করা যায়। এটা আমার ক্ষেত্রে একটা সুবিধা। কারন অনেক সময় crack, patch etc antivirus এর কারনে ওপেন করা যায় না। কিন্তু যারা একটু beginner অথবা ভুল করে allow করে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। নিচে একটা স্ক্রীনশট দিলাম।

আমার কাছে ভাল লেগেছে। ব্যাবহার করে দেখতে পারেন। আশা করি খারাপ লাগবে না।

এবার আসি আমার একটা সমস্যা প্রসঙ্গেঃ

আমার পেনড্রাইভ(Sony VIO original 16GB) তে বড় ফাইল ঢুকালে প্রথমে ঠিকই থাকে। instantly access করা যায়। কিন্তু পেনড্রাইভ রিমুভ করে আবার connect করলে বড় ফাইল এর ফোল্ডার থাকে কিন্তু ভিতরে কিছু থাকে না। ফোল্ডার এর properties এ size দেখায় oKB. কম্পিউটার এ ভাইরাস নাই এ বিষয়ে আমি সিউর। অন্য পেন ড্রাইভ এ আমি টেস্ট করেছি। সমস্যা হয় না। শুধু এটাতেই এরকম হয়। আমি normally quick format, USB format, পরে Low level format করেছি। শেষ পর্যন্ত পেনড্রাইভ এর partition ভেঙ্গেছি। chk disk, Aomei Partition Assistant Home Edition দিয়ে partition ভেঙ্গে bad sector এর জন্য scan পর্যন্ত করেছি। কিন্তু কোন কাজ হচ্ছে না। please help me out :'(
উল্লেখ্যঃ

১) অন্য কোন পেন ড্রাইভ এ এরকম হয় না
২) শুধু মাত্র বড় ফাইলে এ সমস্যা হয়

৩) পেনড্রাইভের জায়গা ঠিকই খেয়ে বসে থাকে। কিন্তু ফোল্ডার empty. *আমার কম্পিউটার এ protected hidden files পর্যন্ত show করা। 

Level 0

আমি tech_no। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 619 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি বলেছেন,
অনেক ক্ষেত্রে virus অথবা similar কিছু নিয়ে আমাদের কাজ করতে হয়, তখন এসব antivirus বেশ ঝামেলা দেয়। কিন্তু MSE তে এরকম সমস্যা নেই। একবার allow করলে ওই ফাইল open/edit/copy করা যায়। এটা আমার ক্ষেত্রে একটা সুবিধা। কারন অনেক সময় crack, patch etc antivirus এর কারনে ওপেন করা যায় না। কিন্তু যারা একটু beginner অথবা ভুল করে allow করে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। নিচে একটা স্ক্রীনশট দিলাম।

আমি যখন ক্রাক ইউজ করব , তখন এন্টি ভাইরাস যদি অটাকে ধরে , তখন কি আমি কি এলাও ক্লিক করব নাকি করব না ? আমাকে কে ত ক্রাক ইউজ করতে হবে ।

সালাম।

আপনার পেনদ্রাইভটি ভাল ভাবে ফরম্যাট করে ফাইল ঢুকান, তাহলে মনে হয় এই সমস্যা হবে না

    Level 0

    @ক্ষুদে টিউনার: কাজ হয় নাই। format(ntfs/fat/fat32) তে দিসি। virus যেন থাকলেও active না থাকতে পারে এজন্য safe mode এ তিনটা পিসি তে ট্রাই করসি। but result remains same. i guess it is my pen drive problem

Level 0

প্রথমেই আপনাকে ধন্যবাদ চমৎকার একটি টিউন করার জন্য।
আমি অতটা বিজ্ঞ নই
কিন্তু আপনার পেনড্রাইভ এর সমস্যা শুনে যা বুঝলাম তাতে মনে হয় আপনার পেনড্রাইভ এর ফাইল ফরম্যাট এর কারন হতে পারে।FAT32 বা FAT ফাইল সিস্টেম এ একটি ফাইল 4GB এর বেশি হলে তা সেইভ করা যায়না,এটা FAT file system এর একটা limitation. আপনি আপনার পেনড্রাইভ ফরম্যাট চেক করে দেখে NTFS এ পরিবরতন করতে পারেন।

    Level 0

    @keygen365: কাজ হয় নাই। format(ntfs/fat/fat32) তে দিসি। virus যেন থাকলেও active না থাকতে পারে এজন্য safe mode এ তিনটা পিসিতেও ট্রাই করসি। but result remains same. i guess it is my pen drive problem

Level 0

onno computer te lagiye test kore dkhun, jodi same problem thake tahole amar mone hoy file write hoche na properly.
pen drive ta ki normal pen drive er moto? na extra kichu icon, ba location te pachen? sony to tai bollam, sobkichui alada, jodio ami sony pochondo kori.

    Level 0

    @UFO: ৩টা পিসি তে ট্রাই করসি। write হচ্ছে সম্ভবত। কারন কপি হওার পর instantly i can access those files. but after removing and connecting again, i can’t find bigger files. virus যেন থাকলেও active থাকতে না পারে সেজন্য safe mode এও চেষ্টা করেছি। but the result is still the same. i guess পেন ড্রাইভ এর আয়ু ফুরিয়ে গেসে :/

আমিও ইহা ইউজ করি ভালই জিনিসটা,ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

আমিও এমএসই ইউজ করি, অনেক শান্তিতে আছি পিসি একটুও স্লো হয়না!

ভাই আমি এইটা use করতাম কিন্তু এইটা automatic firewall অন করে দেয়, তাই এখন use করিনা

    Level 0

    @nahidrayhan: firewall manually turn off করে রাখলেই তো হয়……

দুনিয়ার তাবৎ এন্টিভাইরাস ব্যবহার করার পরে অবশেষে আমি Microsoft Security Essential-এ স্টেবল হয়েছি। অর্থাৎ, Microsoft Security Essential আমার মন বুঝতে মোটামুটি সক্ষম হয়েছে!! 😛

Invite ur frnds to GRAFFiTi nd to vote u n u get the opportunity to win the GRAFFiTi Valentine’s Gift.

* 1st 8 people will get the chance
* jst put ur name here n tell ur frnds to vote u
* validity applies 4m 1st feb to 12th feb 2012
*** must like our page
https://www.facebook.com/GRF8i

আমার প্রথমে ৮০ মেগার মত আপডেট নিয়েছিল। আর জেনুইন ১০০০ টাকায়ও পাওয়া যায়। রিসেলারের কাছ থেকে।

    Level 0

    @হাসান: আমার সন্দেহ আছে……. 7MB software যেটার কোন license লাগে না সেটা কে এভাবে sale করবে??? আর কে ই বা কিনবে? it only comes with genuine windows. u cant buy it or use it without it

      @tech_no: আমি তো Microsoft Security Essential এর দাম বলি নাই। ওএস এর কথা বললাম।

Level 0

I bought Sony vio 32GB, saim problem….

    Level 0

    if u can find a solution, please do leave me a message!

আমার এক ফ্রেন্ডের ৩২ জিবি পেন্ড্রাইভেও একই সমস্যা ।
কোনভাবে থিক করতে পারি নাই । May be পেন্ড্রাইভে সমস্যা ।

আমার apacer পেন ড্রাইভ এও same problem .