অনেক দিন আগেই Microsoft Security Essential নিয়ে টিউন করতে চেয়েছিলাম। কিন্তু করব করব করে আর করা হয় নি। সময়ও পাই না। আজকে এক টিউনার ভাই এটার কথা মনে করায় দেওয়ায় ভাবলাম একটা রিভিউ দিয়েই দেই। সেমিস্টার ব্রেক চলছে। so I got some free time.
MSE নিয়ে ইন্টারনেট এ কিছু ঘাটাঘাটি করলাম, রেটিং খুজলাম, তেমন কিছু পেলাম না। এর কারন ও আছে অবশ্য, এটা এমনিতে কিনতে পাওয়া যায় না। শুধু মাত্র “Validated Genuine Windows” এর সাথে এটা দেয়। TT তে যে expert রা আছেন তাতে মনে হয় না কারও এর জন্য ১২০০০ টাকা দিয়ে “Genuine Windows” কিনতে হবে। 🙂 আপনার কাজ হবে শুধু genuine windows টাকে validate করে নেওয়া। সেটা আপনি করতে পারবেন এই লিঙ্ক এ গিয়েঃ http://www.microsoft.com/genuine/validate/
এরপর microsoft থেকেই আপনাকে offer করবে যারা Genuine Windows কিনেছে তাদেরকে Microsoft ফ্রীতে Microsoft security essential দিচ্ছে। আপনি তখন ওখান থেকে ডাউনলোড করে নিবেন। সাইজ appx=7mb(for both x86 & x64)
তো আপনি normally install করবেন। এরপর আপডেট হবে। প্রথমবার প্রায় 40MB এর আপডেট হবে। এরপর থেকে কত হবে তার সঠিক পরিমান বলতে পারছি না coz কখন যে আপডেট হয়ে বসে থাকে তা ই বলতে পারি না। 😐 But it should be very small in amount. 🙂
Protection: protection বেশ ভাল। এখন পর্যন্ত আমার কোন সমস্যা হয় নি। সব virus এ ধরেছে। কিন্তু একটু সমস্যা আছে। এটা শুধু antivirus+spyware. তাই এটায় Internet security নেই। ফলে windows এর firewall ই এটা ব্যাবহার করে। Real Time protection আছে।
Speed & performance: আমার ব্যাবহার করা অন্যতম দ্রুত গতির। কম্পিউটার একটুও স্লো করে না। ESET & F-Secure এর মতই কিংবা তাদের চাইতেও দ্রুত কাজ করে।
Advantages & Disadvantage: বেশিরভাগ antivirus কোন virus পেলে প্রথমে ask করে ফাইলটা কি করবে। Delete/Quarantine/Allow. এটার খেত্রেও সে রকম। কিন্তু বেশিরভাগ এর ক্ষেত্রে allow করলে শুধু virus টা রেখে দেয়, কিন্তু ওটা নিয়ে কিছু করতে দেয় না(যেমনঃ open, copy etc.) অনেক ক্ষেত্রে virus অথবা similar কিছু নিয়ে আমাদের কাজ করতে হয়, তখন এসব antivirus বেশ ঝামেলা দেয়। কিন্তু MSE তে এরকম সমস্যা নেই। একবার allow করলে ওই ফাইল open/edit/copy করা যায়। এটা আমার ক্ষেত্রে একটা সুবিধা। কারন অনেক সময় crack, patch etc antivirus এর কারনে ওপেন করা যায় না। কিন্তু যারা একটু beginner অথবা ভুল করে allow করে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। নিচে একটা স্ক্রীনশট দিলাম।
আমার কাছে ভাল লেগেছে। ব্যাবহার করে দেখতে পারেন। আশা করি খারাপ লাগবে না।
এবার আসি আমার একটা সমস্যা প্রসঙ্গেঃ
আমার পেনড্রাইভ(Sony VIO original 16GB) তে বড় ফাইল ঢুকালে প্রথমে ঠিকই থাকে। instantly access করা যায়। কিন্তু পেনড্রাইভ রিমুভ করে আবার connect করলে বড় ফাইল এর ফোল্ডার থাকে কিন্তু ভিতরে কিছু থাকে না। ফোল্ডার এর properties এ size দেখায় oKB. কম্পিউটার এ ভাইরাস নাই এ বিষয়ে আমি সিউর। অন্য পেন ড্রাইভ এ আমি টেস্ট করেছি। সমস্যা হয় না। শুধু এটাতেই এরকম হয়। আমি normally quick format, USB format, পরে Low level format করেছি। শেষ পর্যন্ত পেনড্রাইভ এর partition ভেঙ্গেছি। chk disk, Aomei Partition Assistant Home Edition দিয়ে partition ভেঙ্গে bad sector এর জন্য scan পর্যন্ত করেছি। কিন্তু কোন কাজ হচ্ছে না। please help me out :'(
উল্লেখ্যঃ
১) অন্য কোন পেন ড্রাইভ এ এরকম হয় না
২) শুধু মাত্র বড় ফাইলে এ সমস্যা হয়
৩) পেনড্রাইভের জায়গা ঠিকই খেয়ে বসে থাকে। কিন্তু ফোল্ডার empty. *আমার কম্পিউটার এ protected hidden files পর্যন্ত show করা।
আমি tech_no। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 619 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
much thanks.