জুমলা দিয়ে কি তৈরি করা যায় না? আমি তো FACEBOOK তৈরি করলাম। দেখে আসুন, আমার তৈরি করা ফেসবুক। সম্পূর্ণ জুমলায় করা।

অনেক দিন ধরেই ভাবছিলাম, জুমলা দিয়ে ফেসবুক তৈরি করা যায় কিনা? অবশেষে আজকে আমি জুমলা দিয়ে ফেসবুক তৈরি করতে পেরেছি। তবে,  এটাতে ফেসবুক এর চেয়ে একটু ভিন্ন ধরনের ফিচার আছে। খুব সহজেই আমি এটা করতে পেরেছি। আর, যারা আমার মত মজা করার জন্নে ফেসবুক বানাতে চান, তাহলে কমেন্টের মাধ্যমে জানান। আমি, জুমলায় কিভাবে ফেসবুক বানাতে হয়, তা নিয়ে একটা টিউন করবো।

কথা না বাড়িয়ে চলুন দেখি আসি, জুমলায় তৈরি করা প্রথম ফেসবুক। সাইট দেখতে এখানে যান। 

Level 0

আমি অচেনা বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a simple Man.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম, আছি

Joom social 😀 ha ha ha ha ha ha
Good, Carry on

Age site ta valo moto develop koren then tune korar chinta koriyen…….

মিয়া আপনার সাইটে আধাঘন্টা ধরে রেজি করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি । সমস্ত ইনফরমেসন পুরন করেছি তবুও দেখায় ওয়েব সাইট ইনফু রেকুয়ার্ড একটু চেক করুন প্লিজ ।

Level 0

jotil brooooooooo

ভাই আমি বানাতে চাই…………………pls tell how to make FB আপনার টা হলে ও চলবে

Level 0

awesome হয়েছে …chain tune চাই…

অসাধারন। আমার মনে হয়, প্রথমেই সাইট টা সম্পূর্ণ লোড হয়ে যায়, এরপর আপনার অফলাইন থাকলেও কোন সমস্যা নেই। আর ইন্টারনেট কানেকশন থাকলে যে ফানি মেসেজ দেয় এটা শুধুই কারসাজি, যা আপনার কম্পিউটারের গেটওয়ে চেক করে দেখে, যদি কানেকশন থেকে থাকে তাহলে ব্রাউজ করা বন্ধ করে দেয়। আমার ক্ষুদ্র জ্ঞ্যান থেকে এটাই বুঝতে পারলাম।

দুঃখীত, ভুল পোস্টে ভুল কমেন্ট করে ফেলেছি। স্যরি। তবে অসাধারন। আপনার এইটা চেইন টিউন হিসেবে চাই।

Level 3

অসাধারণ ।করেন চেইন টিউন না হলে অন্য কেউ করে ফেলবে…….হা …হা…….

hallo bay,amaka valo primuem template free web site ar link volta paran ?

Level 2

chalia jan ..sathe asi…………

চরম তো , OOOOpa FakeBook template ta তো মনে হয় আপনি বানাইছেন । নিশ্চয়ই এই ওয়েবসাইট টাও আপনার । http://demo.ooopa.net/ooopa_fakebook/ ।। ভাই আপনি নিজে যদি জুমলার টেম্পলেট টা বানাতেন তাইলে আপনারে ভালা কইতাম । কিন্তু রেডি জিনিষ লইয়া ফুটানি দেখান টা কি ঠিক । ফুটানি টাও সহ্য করা যাইত যদি ওয়েবসাইট টা ঠিক মত করতে পারতেন। মনে হইতাছে Jopmsocial রে নিয়া বিপদে আছেন।

Level 0

ha vai korta chai tune koren

Level 0

ভাই সুন্দর হইছে কিন্তু জুমলা নিয়া আপনার একটা গিগা পোস্ট চাই ?

অপেক্ষা করেন। সামনে আসছে।

ooopa_fakebook টেম্পলেট শুধু ইন্সটল করলেই হয়…আহামুড়ি কিছু না
http://demo.ooopa.net/ooopa_fakebook/

Level 0

হুম ভাল হয়েছে ।আলোর নিশানেসবাইকে আমন্ত্রন ।

onek valo hoyche …….vay ami emon ekta site banate chay plz help me………http://www.facebook.com/rajib215 vay amake ekta msg den plz

ভাই css এর বাংলা tutorial বঝার মত এক্তি লিঙ্ক চাই। কেউ কি দিতে পারবেন?