বিজয়ের আনন্দকে বহুগুন বাড়িয়ে দিতে নতুন একটি বাংলা ফোরামের যাত্রা শুরু

প্রিয় টিউনার বন্ধুরা , সালাম সবার উদ্দেশে। কেমন আছেন সবাই ? সব ধরনের কর্ম ব্যস্ততার অবসরে অবশ্যই ভালো আছেন আশা করি ।
আনন্দময় বিজয় দিবসের ঘনঘটায় ফোরামের সকলকে আমার প্রানঢালা শুভেচ্ছা । বিজয় দিবসের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিতে এবং বাংলাকে বিশ্ব দরবারে পৌঁছানোর প্রতিশ্রুতি নিয়ে “ মাতি বাংলার উল্লাসে “ স্লোগানে ‘ ছন্নছাড়া ‘ ফোরামের যাত্রা শুরু। ছন্নছাড়া ফোরামে সকলকে জানাই সাদর আমন্ত্রন । আসুন মাতি বিজয়ের আনন্দে , মাতি বাংলার উল্লাসে ।
ফোরামে আপনাদের জন্য থাকছে টিপস এন্ড ট্রিকস , টিউটোরিয়াল , গল্প , কবিতা-সাহিত্য , সফটওয়্যার , গেমস , মিউজিক ডাউনলোড , ধর্ম ও জীবন ইত্যাদি আনুসাঙ্গিক বিষয়ে আলোচনার সুযোগ । পারিপার্শ্বিক কলহ ও রাজনৈতিক বিতর্ক এড়াতে ছন্নছাড়া ফোরামে রাজনীতি বিভাগ এড়ানো হয়েছে । ছন্নছাড়া ফোরাম রাজনীতি মুক্ত ।
“ চারিদিকে শুনি কিসের বাণী !
এতো বিজয়ের উল্লাস ধ্বনি ।
দুঃসহ দুর্জয়ের উচ্ছাস আহ্বান ,
সদা জাগ্রত বাঙ্গালীর প্রান ।
ভাটির গাঁয়ে গাঙ্গের উজান ,
চিরসবুজ শ্যামল বাংলার পিছুটান । “
১৬ ডিসেম্বর ২০১১ (২ পৌষ ১৪১৮) তে সগৌরবের বাংলাদেশ ও বাঙ্গালীর বিজয় উৎজাপনের ৪০ বছরে পদার্পন । লাখো বাঙ্গালীর বুকের তাজা রক্ত ও অগনিত নারীর সম্ভ্রমের বিনিময়ে আজ বিদ্যমান বাঙ্গালীর প্রানের বাংলাদেশ । আজ থেকে ৪০ বছর আগে পাক হানাদার বাহিনীর বর্বর ও নিশংস্র হামলার বিরুদ্ধে লড়াই করে লাখো শহীদের তাজা লাল রক্তে বাংলার চির সবুজ মাটি লাল বর্নে রাঙ্গিয়ে দিয়েছিলেন । তাদের সন্মানে ও শ্রদ্ধায় নির্মিত লাল-সবুজের বাংলার প্রতীক আজো নির্বাক বর্বরচিত ঘটনার প্রমান নিয়ে বিজয়ীর ভঙ্গিমায় মাথা উঁচু করে উড্ডীয়মান তার চির চেনা পতপত ধ্বনি যেনো গৌরবময় বিজয়ের গান গায় সর্বদায় ।
“ বিজয়ের সাজে ছন্নছাড়া সেজেছে নতুন রুপে,
মাতি বাংলার উল্লাসে, জাগি বিদ্রোহের উত্তাপে । “

ছন্নছাড়া ফোরাম

Level 0

আমি রাজিব আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বগুড়ার একমাত্র বানান ভূল সর্বস্ব লেখক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুভকামনা।

অভিন্দন। এগিয়ে যান।

Level 0

স্বাগতম অনলাইন ভুবনে। শুধু এতটুকুই বলবো নিজ অবস্থান থেকে সামনের দিকে এগিয়ে যান। যাতে সবাই বলতে পারে একদিন আমি ছন্নছাড়া ফোরামের সদস্য 🙂

অনলাইন ভূবনে স্বাগতম। সামনের দিকে এগিয়ে যান।

যেমন সুরু করেছিল বাংলাদেশ তেমনে শুরু করল ছন্ন ছাড়া ………স্বাগতম।

ধন্যবাদ সকলকে 🙂