ফেসবুকে অনেককেই দেখি কোন না কোন সমস্যার জন্য স্টাটাসে লিখে সাহায্য চান। ব্যাপারটি আমি খারাপ বা দৃষ্টিকটু কিছুই বলছি না। তবে, এও দেখা যায় টিটিতে অনেক টিউনেই অন্য বিষয় নিয়ে সাহায্য চাচ্ছেন অনেকেই। আমি কোন ব্যাপারকেই খারাপ বলছি না। কিন্তু কোন একটি বিষয় যদি নির্দিষ্ট এক জায়গায় সমাধান পাওয়া যেত তাহলে কেমন হতো? নিশ্চয়ই ভাল।
ফেসবুকে এমন অনেকগুলো গ্রুপ আছে যেখানে আপনি নির্দিষ্ঠ বিষয় নিয়ে অনেক এক্সপার্টদের কাছে সাহায্য পাবেন। হয়তো অনেকেই ভাবছেন, আমি বিজ্ঞাপন দিতে আসছি নিজের গ্রুপের। কিন্তু, না! এই ধারনাটি কেউ করে থাকলে সম্পূর্ণ ভুল করবেন। কারন, গ্রুপ গুলো থেকে কেউ ব্যক্তিগত আয়ের চিন্তা ছাড়াই নিস্বার্থ অন্যকে সাহায্য করে যাচ্ছেন অনেকেই।
তো আসুন দেখি আসলেই গ্রুপ গুলো কাজের কি নাঃ
Techtunes: বলে দিতে হবে নাকি এটা কিসের গ্রুপ? এখনেই যোগদান করুন! 🙂
ওয়ার্ডপ্রেস গ্রুপ: ওয়ার্ডপ্রেস রিলেটেড সকল সমস্যা তুলে ধরতে পারবেন এখানে। বাংলাদেশের অনেক ওয়ার্ডপ্রেস এক্সপার্টরা এখানে সহায়তা করতে কাজ করছেন। এখানে সপ্তাহিক বিভিন্ন সেক্টরের অভিজ্ঞদের নিয়ে ইন্টারভিউয়ের ব্যাবস্থা করা হয়।
ব্লগস্পট গ্রুপ: অনেক গ্রুপ থাকলেও এই একমাত্র ব্লগস্পট নিয়ে একমাস আগেও কোন গ্রুপ ছিল না। যারা ব্লগস্পটে ব্লগিং করেন তারা এই গ্রুপে যোগ দান করতে পারেন।
এ্যাডসেন্সঃ ব্লগিং করেন অথচ এ্যাডসেন্সে থেকে আয় করতে চান না আমন মানুষ খুব-ই কম আছেন। তাই আর দেড়ি না করে চলুন কিভাবে কি করলে আয় বেশি হবে সেই চেষ্ঠা করি !!! তবে অবশ্য-ই বৈধ্যভাবে!!! না হলে কিন্তু গুগল মামা রাগ করবে!! 😀
বাংলা ব্লগার গ্রুপ: নাম দেখেই বুঝতে পারছেন হয়তো। বাংলা ভাষাভাষীদের জন্য তৈরী করা উম্মুক্ত একটি গ্রুপ। এখানে আপনি যেকোন বিষয়ে আলোচনায় অংশগ্রহন করতে পারবেন।
টেকনোলজি জগত: সকল বিষয়ের সাহায্য সহযোগীতা নিয়ে তৈরী করা এই গ্রুপটি।
phpXperts: পিএইচপি, ওয়েবসাইট নিয়ে কাজ করেন অথচ পিএইচপি কি জানেন না। এমন মানুষ নেহাতই কম। পিএইচপি রিলেটেড সহায়তা পেতে আজই যোগ দিন পিএইচপি এক্সপার্ট গ্রুপে।
Search Engine Optimization BD: বাংলা ভাষায় এসইও রিলেটেড সবচেয়ে একটিভ গ্রুপ। এই গ্রুপের তত্বাবধানে বাংলা ভাষায় বাংলাদেশের প্রথম এসইও ব্লগ ওয়েবএসইওগাইড.নেট প্রকাশিত।
oDesk Bangladesh এবং oDesk Help : বাংলা ভাষায় ওডেস্ক এর সাহায্য নিতে পারেন যে কোন একটি থেকে!
DownloaD ZonE (ডাউনলোড জোন): যেকোনো প্রকার ডাউনলোড সংক্রান্ত আব্দার করেন কোনো সমস্যা নাই! 😀
Online money earning helpline: অনলাইনে আয় বিষয়ক যে কোনো প্রকার সহায়তা নিতে পারেন এখানে থেকে। তবে স্পামিং করলে খাল্লাস!!! 😉
Online Dollar Market: ডলার কেনাবেচার গ্রুপ! এখানেও স্পামিং করলে খাল্লাস!!! 😉
ইন্টারনেটের এই বিশাল জগতে এবার আসেন ফাইজলামি করি !!! যোগদিন আনলিমিটেড ফান জোকস ২১+ মেতে উঠুন ফানের জগতে!!! 😀
বিঃদ্রঃ টিটি-তে এমন অনেক সদস্য আছেন যারা না বুঝেই বা ইচ্ছাকীতভাবেই এলোমেলো মন্তব্য করেন! এবারো বলছি, এটা কোনো ব্যক্তিগত প্রচার নয়! এবং টিটি-কে বাদ দিয়ে অন্যদের গুরুপ্ত দিতে নয়! কারন, টিটি উপরের সব গ্রুপ থেকে অনেক উপরে অবস্থান করে এবং তা সারাজীবন করবে! 🙂
প্রায় ১৭ মাস পর টিটি-তে টিউন করলাম আজ। তাও আজ-ই দুটি! যে টিটি-কে দিয়ে বাংলা ব্লগিং শুরু করেছিলাম আবার ফিরে আসতে পেরে অনেক আনন্দিত!!!! দুআ করবেন যেন আর ফিরে যেতে নাহয়! 🙂
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন!
আমি আরিফুল ইসলাম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 1073 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যালো টেকটিউনার্স!! :) আমি আরিফুল ইসলাম শাওন, ডাক নাম "শাওন" এই বেশি পরিচিত। বিভাগীয় শহর রংপুরেই থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ্যাকাউন্টিং-এ গ্রাজুয়েশন করেছি। পেশায়আছি গত ৬ বছর থেকে। নিজের ফ্রীলান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং ইন্সটিটিউট রংপুরসোর্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং লিড ডেভেলপারের দায়িত্বে আছি। ব্লগিং করছি আমার অফিশিয়াল ব্লগ বাংলা...
দোয়া করি যাতে আর ফিরে যেতে না হয় 🙂
অনেক ধন্যবাদ