মোবাইলের প্রিয় ফোনবুক,মেসেজগুলো ব্যাকআপ রাখুন অনলাইনে অথবা নিজের পিসিতে[টিউটোরিয়াল]

যে কারোরই মোবাইল হারালে মোবাইল হারানোর কষ্টের সাথে সাথে আরও কষ্ট যোগ হয় যখন মনে পড়ে এতগুলো কনটাক্ট নাম্বার প্রিয়মানুষের রোমান্টিক রোমান্টিক মেসেজ সব হারিয়ে গেছে ।

কিন্ত অনেকেই জানেনা মাত্ত দুই মিনিটের মাঝেই আপনার মোবাইলের কনটাক্ট নাম্বার মেসেজ ক্যালেন্ডার এন্টি সবগুলোই পিসিতে ব্যাকআপ অথবা অনলাইনে ব্যাকআপ রাখা যায় এবং ইচ্ছামত যেকোন সময় এগুলো রিষ্টোর করে নিয়ে আসা যায় ।

শুধু মাত্ত নকিয়ার জন্য টিউটোরিয়াল তবে যারা অন্য ব্রান্ডের মোবাইল ব্যবহার করেন তারা http://www.google.com/mobile/sync/ গুগল সিনক্রেনাইজিং ব্যবহার করার চেষ্টা করুন বা অন্য কারো নকিয়া মোবাইল দিয়ে সিনক্রেনাইজিং করে নিতে পারেন অথবা আপনার মোবাইল ব্রান্ডের পিসি স্যুট দিয়ে কম্পিউটারে ব্যাকআপ নিয়ে নিতে পারেন ।

প্রথমে দেখাবো কি করে অনলাইনে ব্যাকআপ রাখা যায়

অনলাইনে ব্যাকআপ রাখা হচ্ছে সবচেয়ে নিরাপদ আর সহজ যেটা আমি ব্যবহার করি ।
প্রথমে সরাসরি এই লিংকে চলে যান http://www.ovi.com/ নিজের যাবতীয় ইনফরমেশন দিয়ে রেজিস্টেশন করে ফেলুন

এবার লগ ইন করে হোম এ যান তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন

এখান হতে
কনটাক্ট ব্যকআপ অপশনটিতে ক্লিক করলে নতুন উইন্ডো আসবে এখান হতে Add a Device এ ক্লিক করুন

আপনার মোবাইল মডেলটি সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন আপনার মোবাইল নাম্বার দিন তাহলে আপনাকে Ovi সেটিংস পাঠাবে এবং কম্পিউটারের স্কিনে একটি কোড দেখতে পাবেন ওভি সেটিংস সেভ করার সময় এটি মোবাইলে দিতে হবে।

সব কাজ শেষ এবার আপনার মোবাইলের ফোনবুকে যান এবং অপশন হতে সিনক্রেনাইজিং অপশনটি খুজে বের করুন তারপর স্টার্ট এ ক্লিক করুন
এবার সিনক্রেনাইজিং প্রোফাইল হিসেবে অভি সিলেক্ট করুন ব্যাস দেখতে পাবেন আপনার সিনক্রেনাইজিং হয়ে গেছে ।

এবার পিসির অভি কনটাক্ট পেইজটি রিফ্রেশ করুন কিছুক্ষণের মাঝেই সমস্ত কনটাক্ট দেখতে পাবেন ওভি একাউন্টে ।

এভাবে মাঝে মাঝে সিনক্রেনাইজিং করে নিলেই হবে শুধু মাত্ত আপডেটগুলোই আসবে পুরাতনগুলো ঠিকই ওভিতে থেকে যাবে ।ওভি একাউন্ট হতে ইচ্ছামত যেকোন কনটাক্ট যোগ বিয়োগ ইডেটিং করতে পারবেন ।

এখন কথা হলো রিষ্টোর করবেন কিভাবে

একদম সহজ আপনার কন্টাক্টগুলো যেখানে আছে সেইখানে যান এবার নিচের ছবির মত Manage your device এ ক্লিক করুন

Restore Your device এ ক্লিক করুন এবং কনফার্ম করুন ।

এবার আপনার মোবাইল থেকে সিনক্রেনাইজিং করুন তাহলেই সব কনটাক্ট রিষ্টোর হয়ে যাবে ।

এখন কথা হচ্ছে নতুন মোবাইলের বেলায় একই কনটাক্ট গুলো কি করে সিনক্রেনাইজিং করবেন ।খুবই সহজ অভি একাউন্ট থেকে Add a Device এ ক্লিক করুন এবং পুরাতন পদ্ধতিতে ওভি সেটিংসটি আপনার মোবাইলে নিয়ে আসুন এবং রিষ্টোর এর পদ্ধতিতে সিনক্রেনাইজিং করে নিন ।ব্যাস কাজ শেষ

(মোবাইল হতে আমি আমার 200 নাম্বার সিনক্রেনাইজিং করেছি এতে আমার ১ টাকা গেছে শুধু আর যারা আনলিমিটেড বা ১ জিবি ২ জিবি ব্যবহার করেন তাদের কোন টাকাই যাবেনা মানে শুধু ডাটা চার্জ কাটবে আর কোন চার্জ নাই )

কোন সমস্যা হলে মন্তব্যের ঘরে জানান আমি সমাধান করে দেবো

এবার ২য় পদ্ধতি কম্পিউটারে ব্যাকআপ রাখবেন কিভাবে

প্রথম নকিয়া পিসি স্যুটটি আপনার পিসিতে ইন্সটল করুন পিসিতে না থাকলে Click This Link ডাউনলোড করে নিন।

এবার মোবাইলটি কম্পিউটারের সাথে কানেক্ট করুন এবং পিসি স্যুটটি ওপেন করুন

তারপর নিচের ছবির মত ব্যকআপ অপশনে ক্লিক করুন

তাহলে ব্যাকআপ এবং রিষ্টোর নামে দুটি অপশন দেখতে পাবেন এবার ব্যাকআপে ক্লিক করুন কি কি ব্যাকআপ নিতে চান তা সিলেক্ট করুন কোথায় ব্যাকআপ রাখতে চান তা সিলেক্ট করুন ব্যাস কাজ শেষ ।রিষ্টোর করতে চাইলে রিষ্টোর এ ক্লিক করুন এবং কি কি রিষ্টোর করতে চান তা সিলেক্ট করুন অপেক্ষা করুন ব্যাস কাজ শেষ ।

কোন সমস্যা হলে আমাকে জানাবেন ।কেমন !!!!!!!

(এই ধরনের একটি টিউন আগেও টেকটিউনস এ হয়েছে আমি জানি কিন্তু সামুর এক ভাইয়ের অনুরোধে এই ধরনের একটি পোস্ট লিখতে হয়েছে তাই ভাবলাম টেকটিউনসেও দিয়ে দেই আশা করি বুঝতে পারবেন)

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হইছে।

অসাধারন একটি তথ্য দিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আমার বিশেষ কাজে লাগবে।

(প্রথম নকিয়া পিসি স্যুটটি আপনার পিসিতে ইন্সটল করুন পিসিতে না থাকলে Click This Link ডাউনলোড করে নিন)
কিন্তু এখানে কোন লিঙ্ক পেলামনা।একটু চেক করে নিবেন।

এতো দিন তো এটাই খুজছিলাম!!!!!!!!!

Level 0

ভালই লাগলো

Thank you brother for sharing the important post

টিউনের জন্য ধন্যবাদ । কিন্তু সমস্যা হল আমি এন৭০ ইউজ করি আর অভির লিস্টে এন৭০ নেই । অভিতে কিভাবে এন৭০ এ্যাড করা যায় সম্ভব হলে জানাবেন ।

খব ই ভাল টিউন ভাল লাগল ধন্যবাদ ………………এত সন্দর একটি টিউন করার জন্য…………

ভাই এটা কি নকিয়া ১২০২ সেটে কাজ করবে?

    নারে ভাই কাজ করবেনা আপনি এক কাজ করেন আপনার সিমটা নকিয়ার যেকোন মাল্টিমিডিয়া সেটে লাগান তারপর সিনক্রেনাইজিং করে নিন ।

আমি সব আমার নিজের ম্যামরিতে সেভ করে রাখি 😉

আমার সিম এর নাম্বার গুলা তুই এ রাইখাদে

thankyou for your tune

thankyou

Level 0

যা মনে মনে খূজেছি অবশেযে পেলাম , ধন্যবাদ মামুন ভাই ।

প্রথম লিংকটি জানা ছিল না ।ধন্যবাদ শেয়ার করার জন্য ।

Level 0

বলার অপেক্ষা রাখে না,খুবই কাজের টিউন।
ধন্যবাদ আপনাকে।

Romantic Sms !!!
Valoi Vai Valoi 😛

Level 0

phone book ok,but SMS?

সুন্দর টিউন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Sony Ericsson এর K550i মডেলে কি ব্যাকআপ সম্ভব ?

ভাল লাগলো। কাজের একটি বিষয়।

I’ve just finished sync to my mobile & pc. Thanx