টেকটিউন্সে আমি লিখছি অনেকদিন হল। কিন্তু কখনো এমন হবে ভাবিনি। আজ যা দেখলাম তাতে চোখ কপালে উঠে গেল, কিভাবে নির্লজ্জের মত আমার টিউন কপি করা হয়েছে blog.comjagat.com এ ।
টেকটিউন্সে আমার মূল লেখাটি একটি ডিজে সফটওয়্যার নিয়ে যার লিঙ্ক
https://www.techtunes.io/download/tune-id/54733/
এটি আমি পোষ্ট করেছি মার্চে।
আর ঐ নির্লজ্জ নকলবাজ তা হুবুহু কপি পেষ্ট করেছে এখানে
ডাউনলোড লিঙ্ক ছাড়া আর কিছুই সে চেঞ্জ করেনি।
তাই সবার কাছে অনুরোধ, blog.comjagat.com যাদের একাউন্ট আছে তারা, এর সমুচিত মন্তুব্য করবেন উক্ত পোষ্টে গিয়ে।
আর যাদের একাউন্ট নেই, তারাও পারলে একটু কষ্ট করে এই উপকারটা করবেন।
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজেরা মৌলিক পোস্ট দিতে পারে না আবার কপি পেস্ট করে!!!! 👿
ওদের কে ধিক্কার জানাই।
>:(
বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ।