সকলের কাছে অনুরোধ আমার লেখাটি কপি পেষ্ট কারীকে পোষ্ট ডিলিট করতে বাধ্য করার জন্য

টেকটিউন্সে আমি লিখছি অনেকদিন হল। কিন্তু কখনো এমন হবে ভাবিনি। আজ যা দেখলাম তাতে চোখ কপালে উঠে গেল, কিভাবে নির্লজ্জের মত আমার টিউন কপি করা হয়েছে  blog.comjagat.com এ ।
টেকটিউন্সে আমার মূল লেখাটি একটি ডিজে সফটওয়্যার নিয়ে যার লিঙ্ক

https://www.techtunes.io/download/tune-id/54733/

এটি আমি পোষ্ট করেছি মার্চে।

আর ঐ নির্লজ্জ নকলবাজ তা হুবুহু কপি পেষ্ট করেছে এখানে

ডাউনলোড লিঙ্ক ছাড়া আর কিছুই সে চেঞ্জ করেনি।

তাই সবার কাছে অনুরোধ, blog.comjagat.com যাদের একাউন্ট আছে তারা, এর সমুচিত মন্তুব্য করবেন উক্ত পোষ্টে গিয়ে।

আর যাদের একাউন্ট নেই, তারাও পারলে একটু কষ্ট করে এই উপকারটা করবেন।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিজেরা মৌলিক পোস্ট দিতে পারে না আবার কপি পেস্ট করে!!!! 👿
ওদের কে ধিক্কার জানাই।
>:(

বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ।

Level 0

dhonnobad jinish ta jananor jonno

মন্তব্য কইরা আইলাম। কি আর করমু! এসব নামধারী সাইটের ছায়ায় থেকে এই অ্যাফিলিয়েটের নেশায় পাগলগুলা সবকিছু করতে সক্ষম। মেজাজটাই বিলা হইয়া যায়।

আরে ভাই।কি যে বলেন না বলেন।আপনার তো গর্ব করা দরকার।আপনার টিউন কপি-পেস্ট মারসে।বুঝেন না আপনি
পপুলার হয়ে যাবেন। 😉

মজার কথা কি জানেন।আমার একটা টিউন ও পুরা কপি-পেস্ট করসে।আর আমি টিউন করেছি মাত্র ৩-৪টা 😀

চোরটারে পাইছি, প্রজন্মতেও কপি পেস্ট করসে, তাও আবার নাম ছাড়া। মোবাইল ০১৭৫০০৪৪৮৫০

আমারও একটা টিউন কে জানি পুরা কপি পেস্ট করছিল, মনে নাই 🙁

dhonnobad , beparta kheyal korlam fb te apnar post dekhe..amra oi user er post er bepare jotha jotho bebostha nibo as soon as possible..amader full team ekhon e-Asia er sob gula session eksathe online e LIVE webcast kora niye besto dekhe hoito ektu late hocche proper step nite, jar jonno amra antorik dukkhito..
e-Asia te kalke kintu Bangladesh er outsourcing niye ekta workshop ase..chole asun workshop e..jara aste parsen na online e dekun ai link e giye http://www.facebook.com/comjagat

    Level 0

    ধন্যবাদ, ব্যাপারটি দেখার জন্য, আমি মনে করি শুধু উক্ত পোষ্ট ডিলিট করাই নয়, বরং আরো কঠোর শাস্তি হওয়া উচিত এ ধরনের তথাকথিত ব্লগারদের জন্য।

      Level 0

      কমজগত তো বলতেছে, ই এশিয়া নিয়ে ব্যস্ত থাকার জন্য এটা নিয়ে কাজ করতে পারতেছে না। 🙁 তবে আমি বুঝলাম পোষ্ট ডিলিট,ব্লগারকে ব্যান করতে কিসের টাইম লাগে, এই ব্লগার প্রজন্মতেও একই কাজ করছে। এবং সেই সাথে আরো অনেক জায়গায়ও করছে। সুতরাং আমি তো মনে করি একে পুরা ব্লগ দুনিয়ার সব সাইট থেকেই ব্যান করা উচিত যাতে অন্য সব ব্লগারদের কাছে তা দৃষ্টান্ত হয়ে থাকে।

    @কমজগৎ: চামে স্প্যামিং কইরা নিলেন! ভালোই।

@shawon vai, kalke post kora somoy think korsilam ai type er comment aste pare..but I think, this kind of seminar is the best for techtuners, so I invited you..tai sobaike jananor try kore jacchi..apnara chaile somewhereinblog or prothom alo thekeo dekte paren..spamming korar think theke asole post ta kora hoi naai..If anyone think so, we are extremely sorry.