এই পোস্ট লিখতে আমার খুব ভয় হচ্ছিল একটি কথা ভেবে তা হল, কিছু দিন আগেই বাংলা ব্লগের দুনিয়ায় একটা বড়ধরনের প্রতারণা ঘটে গেছে। নিজের অসুস্থতার সুযোগ নিয়ে মানুষ কিনা করতে পারে তার একটি উদাহরণ তৈরি হয়ে গেছে কিছুদিন আগে। বিশেষ করে এই ঘটনার জন্য আলো ব্লগ এবং সামু ব্লগের বন্ধুরা খুব কষ্ট পেয়েছেন। তাই আমি কি ভাবে লিখবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, একটু পড়ে দেখুন প্লিজ।
খুব ভয় হচ্ছে আমার। কারন এর আগে কখনও এতবড় দায়িত্ব আমার কাঁধে বর্তায়নি। জানি না কতটুকু করতে পারব। সময়ই বলে দেবে কি হবে , , , ,
আমারই পরিচিত এক বড় ভাই সুরুজ মিয়া, ছবিতে যাকে দেখতে পাচ্ছেন। এই টগবগে তরুন এখন পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে সময়ের সাথে পাঞ্জা লড়ছে। সে এখন ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাকে প্রতিদিন একটি থেরাপির মাদ্ধমে টিকিয়ে রাখা হচ্ছে। সম্ভবত বাংলাদেশে তার জন্য কিছু করা সম্ভব হবে না। ডাক্তার বলেছে মাদ্রাজ নিতে হবে তাকে ভাল করার জন্য।
খুব সাধারন ঘরের ছেলে সুরুজ ভাই। তার পরিবারের সামর্থ্য নেই সুরুজমিয়ার চিকিৎসা করানোর। তার এক বড় ভাই আমাকে বললেন, "ভাই, আমরা সবাই তো সাধ্যমত চেস্টা করছি। তুমি পারলে একটু হেল্প কর। তোমার তো অনেক বন্ধুবান্ধব আছে। একটু দেখ না আমার ভাইটার জন্য কিছু করতে পার কিনা" এদিক থেকে আমার এক বন্ধুকে বললাম বিষয়টা নিয়ে। সে বলল তুমি ব্লগে একটু চেষ্টা কর। আর আমরা নিজেরা তো আছি। আমি বিষয়টা নিয়ে ভাবলাম। তাই এই সাহায্যমূলক পোস্ট।
এখানে তার নিজের একটি ছবি এবং হাসপাতালের ডাক্তারের দেওয়া কিছু ছবি দেওয়া আছে। মোবাইলে তোলা। আমি এসবের কিছুই বুঝি না। আপনারা একটু দেখুন ডকুমেন্টগুলো।
শেষ কথা। কি হবে জানিনা। কতটুকু পারবো তাও জানিনা। তারপরেও শেষ চেষ্টা আমার কাছে এটাই। আমি নিজে এবং আমার বন্ধুরা মিলে কিছু সংগ্রহ করেছি এবং আরো চেষ্টা করছি। আর আপনার যে যা পারেন একটু দেখেন প্লিজ,
আর সাহায্য করতে পারেন এই ব্যাংকের মাধ্যমে,
মোঃ মাসুম রানা
ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড
একাউন্ট নাম্বার ১৩৬৮
বোর্ডবাজার শাখা, গাজীপুর।
কিছু জানার জন্য কিংবা জানানোর জন্য এখানে ফোন করতে পারেন। ০১৬৮০৬০৪১৬০
ভাল থাকবেন সকলে। শুভকামনা রইল।
আমি হাসিররাজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তো আমার মতই আছি। জীবনে কোন পরিবর্তন নেই। কোন দিন আসবে বলে আশা করি না। মানুষকে ভালবাসি, মানুষের হাসিমুখ ভালবাসি, মানুষকে হাসাতে ভালবাসি।
আমরাই পারি তাকে বাচাতে কারন আরা মানুষ
আপনার লেখাটি
http://www.manushmanusherjonno.com/?p=50
প্রকাশ করলাম