ভূমিকম্প- ভয়ানক এক বাস্তবতা আমাদের সামনে দাড়িয়ে তারপরও কিছু আশার কথা

গত কয়েকদিন যাবত ঢাকা সহ দেশের বেশ কয়েকটি অঞ্চল ছোট ভূমিকম্পে বেশ কয়েকবার কেঁপে উঠেছে। আর বিশেষজ্ঞদের মতে এসব ছোট ভূমিকম্প হচ্ছে বড় কোন ভূমিকম্পের আলামত। সারাদেশের মানুষ বিশেষভাবে রাজধানীর মানুষ আজ এই ভয়ে তটস্থ যদি ভূমিকম্প হয়ই তাহলে কি হবে পরিনতি? সরকারের নেই কোন পূর্বপ্রস্তুতি, বিভিন্ন দূর্যোগে যারা উদ্ধারকাজ চালায় এ ব্যাপারে তারাও একেবারে অজ্ঞ, ভূমিকম্পের পর কিভাবে উদ্ধারকাজ চলবে এ ব্যাপারে তাদের নেই কোন ধারনা আর উদ্ধার কাজ চালানোর জন্য আধুনিক যন্ত্রপাতি তো একেবারেই নেই। এরকম একটি পরিস্থিতিতে বিভিন্ন বিশেজ্ঞ ব্যাক্তিবর্গ তাদের চিন্তার মাধ্যমের এর ভয়াবহতা, কারন, বাঁচার উপায় সমূহ তুলে ধরছেন। আমি সে আলোকেই আমার এই টিউনে কিছু কথা তুলে ধরব।

Global_plate_motion_2008-04-17

convection

ভূমিকম্প এর আশংকা কেন?

  • আমাদের এই অঞ্চলে প্রতি আশি থেকে একশ বছরে একটি বড় ধরনের ভূমি কম্পের সম্ভাবনা থাকে কিন্তু সর্বশেষ একশ বছরে কোন বড় ধরনের ভূমিকম্প না হওয়াতে বিশেষজ্ঞ মহল মনে করছে একটি বড় ধরনের ভূমিকম্প আসন্ন।

0,,3349534_4,00

  • দ্বীতিয় যে কারনটি সেটা হল এখানকার ভৌগলিক অবস্থান যে প্লেটের উপর তা ক্রমেই পরিবর্তিত হয়ে অপেক্ষাকৃত বেশী ঝুকির দিকে যাচ্ছে।
  • এরপর যে কারনটি রয়েছে তা হল আশপাশের দেশের বড় ধরনের ভূমিকম্পও আমাদের ভাবিয়ে তুলছে।
  • কম্পন এর ফলে একাধিক ফল্ট তৈরী হচ্ছে যা অত্যাধিক ঝুকির কারন।

japan-quake-32507

  • ভূ-অভ্যান্তরে প্রচুর শক্তি মজুদ হয়েছে, ভূমি তা উগরে দিতে চাইছে।
  • আর সবচেয়ে বড় যে কারনটি আছে তা হল একের পর পর এক মৃদু ভূমিকম্প হচ্ছে গত কয়েক বছর ধরে এটা যে কোন সময় মাঝারি বা বড় আকার ধারন করতে পারে অনেকের মতে।

উপরে যে কারন গুলো দেখলাম তাতে মনে হতেই পারে যে আমরা একটি আসন্ন ভূমিকম্পের মাঝে আছে কিন্তু তারপরও কিছু আশার কথা আছে আমি এবার সেগুলোই বলবো।

plate-motions-illus

বড় ধরনের ভূমিকম্প কি সত্যিই আসন্ন?

  • অনেক বিশষঞ্জ এর মতে ভূমিকম্প আসন্ন কিন্তু ভূমিকম্প হলেও এখানকার ভূমিতে কোন ফল্ট হবার সম্ভাবনা একেবারেই কম।
  • কোন রকম প্রাকৃতিক পরিবর্তন যেমন নদীর স্রোত ধারা পরিবর্তন, নতুন নদী সৃষ্টি বা পুরনো কিছু বিলুপ্ত হবার সম্ভাবনাও কম।
  • মারাত্বক ভূমিধস যা প্রাকৃতিক পরিবর্তন ঘটাতে পারে সে সম্ভাবনাও কম।

nuvel1a_nnr

  • আর আরেকটি কারন হচ্ছে প্রাকৃতিক ভাবেই এ অঞ্চলে নেই কোন উল্লেখ যোগ্য আগ্গেয়গিরি বা ভূমিকম্পে সৃষ্টিতে প্রাকৃতিক উল্লেখ যোগ্য প্রভাবক হিসেবে কাজ করতে পারে এমন কোন উৎস তাই এই অঞ্চলটি অপেক্ষকৃত কম ভূমিকম্পপ্রবন এলাকা। এ কারনে মৃদু ভূমিকম্প হলেও তা বড় হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
  • আর সবচেয়ে বড় যে আশার কথা তা হল আমরা ভাবছি ছোট ছোট ভূমিকম্প গুলো বড় ভূমিকম্পের পূর্বাভাস কিন্তু ছোট ছোট ভূমিকম্প গুলো আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসছে। এর কারন যখন সাগরে নিম্নচপ সৃষ্টি হয় তখন প্রচুর বৃষ্টি বা আবহাওয়ার অবনতি হলে আমরা ভাবি এটি আরো মারাত্নক আকারে হবে কিন্তু মূলত ওই যে আবহাওয়ার খারাপ বা বৃষ্টি তা কিন্তু ওই নিম্নচাপের যে শক্তি তা থেকে ধার করেই হয় তাই এমন আবহাওয়া প্রকৃতপক্ষে ওই নিম্নচাপকে দূর্বল করে দেয়। তেমনি একটি নির্দিষ্ট পরিমান শক্তি ভূ অভ্যান্তরে জমা হয়েছে যার উদগীরন এর ফলে বড় ভূমিকম্প হতে পারে কিন্তু এসব ছোট ছোট ভূমিকম্প ওই মূল শক্তিকে নষ্ট করে হওয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা প্রকারান্তরে কমিয়ে দিচ্ছি।
  • আর আমাদের এ অঞ্চলে প্রতি বছর আগস্ট থেকে নভেম্বরে ভূমিকম্প হবার সম্বাবনা বেশী থাকে আমার মতে। শুধু এই সময়টাতে বাড়তি সতর্কতা নিলে ঝুকি অনেকটাই এড়ানো যাবে।

তবে এসবই ধারনা প্রসূত কিন্তু সরকারসহ আমাদের সকলের উচিত এখনই দূর্যোগের প্রস্তুতি নেয়া। আর ভূমিকম্প হলে যে কি হতে পারে তাতো আমাদের সকলেরই জানা তা আর বলার প্রয়োজন নেই।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

রাতে ঘুমানর সময় ভয় লাগে কখন যে কি ঘটে যায়। ঢাকায় ভুমিকম্প হলেতো লাখো লাখো মানুষ বিল্ডিংয়ের নিচে জ়ীবোন্ত আটকা পোড়বে কিন্তু বের হতে পারবে না।তাই সরকারকে আগে থেকে প্রস্তুতি নেয়া উচিত। Thanks শাকীল ভাই।

    আসলে সরকার প্রস্তুতি নিচ্ছে না বল্লে একটু ভুল হবে। ইতোমধ্যে ঢাকা, চট্রগ্রাম ও সিলেটে ২০০ জন করে মোট ৬০০ জন কে অনুসন্ধন ও উদ্ধার বিষয়ে training দেওয়া হয়েছে। এর সংখ্যা ভবিষ্যতে ৬২০০০ হবে।আমি নিজে ও একজন volunteer হিসেবে training নিয়েছি।দূর্যোগ ব্যাবস্তাপনা মন্ত্রনালয় এর সহযোগিতায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কারিগরি সহায়তায় এ training পরিচালিত হচ্ছে।তবে বড় কোন ভৃমিকম্পর পর আমি বা`চবো নাকি তা কিন্তু বলেত পারছি না।

    Ridoi vai..কোন দিকে যে training করালো কিছু জানতে পাড়লাম না। অামাদের তো ডাকলোনা ..

গত কয়েকদিন যাবৎ এই বিষয়টি নিয়ে আমি আসলেই চিন্তিত ………… একটা ঘটনা ঘটে গেলে তা আমাদের জন্যে অভিশাপ ই বয়ে আনবে। কারণ আমাদের মত উন্নয়নশীল দেশ আরো 15- 20 বছর পিছিয়ে যাবে। ভূমিকম্প কে আটকানোর ক্ষমতা কেউ রাখে না তবে ভুমিকম্পের ফলাফল থেকে যত তারাতারি সম্ভব উদ্ধার পাব সেটা ই দেখার বিষয়। তবে এ ব্যাপারে সরকারের কোন পরিস্কার নিতীমালা দেখতে পারছিনা। যেখানে ঈদের দিনে আমরা কেঁপে উঠলাম সেখানে সরকারের গদি কি এখনও কাঁপল না। আসলেই ভাবিয়ে তোলার মত। তবে শাকিল কে ধন্যবাদ একটা সময়োপযোগী টিউন করার জন্যে।

ধন্যবাদ টিউনটি করার জন্য।আপনার আশার কথা গুলো পরে ভাল লাগল।

Level 2

গত কিছুদিন ধরে ভূমিকম্প নামটি শুনলেই অবচেতন মনে দেখতে পাই করুন ভয়ানক এক ধ্বংশলীলার কাল্পনিক প্রতিচ্ছবি।আমাদের তিল তিল করে সাজানো বাগান নিমেশেই শ্মশানে পরিনত হবে ভাবতেই চোখে জল এসে যায়। আপনার যুক্তিমূলক আশার বনীগুলোই যেন সত্যে পরিনত হয় সেই কামনাই করি। তথ্যবহুল এবং সময় উপযোগী টিউনটির জন্য অসংখ্য ধন্যবাদ।

শাকিল ভাই আপনের কি মনে হয় Say-sakil এর আইডিটা কি আমার । আমাকে কখনও কি দেখেছেন অন্য কারও টিউন নকল করে টিউন করতে । তহলে কেন এই রকম মিথ্যা অপবাদ দিচ্ছে । কতদিন এইভাবে টিকে থাকব । প্রথমে আপনাকে তারপর এখন আমার দিকে । মানে তো কিছুই বুঝতেছি না । আমি কার কি ক্ষতি করলাম । কিছু মনে কইরেন না । দুঃখে কথাগুলো বললাম ।

    আরে আপনাকে আমি আবার এ কথা কখন বললাম। আমি না অন্য কেউ বলছে। আমি তো আপনার টিউন দেখছি এবং আপনাকে জানি আপনি এরকম না।

    এইসব ফালতু লোকের কথায় কান দিয়েন না। আর আমকে ভুল বুঝবেন না। আমি এ বিষয়ে কোন মন্তব্য করি নাই।

    শাকিল ভাই আমি আপনার কথা বলি নাই http://www.gamerworlds.webnode.com ভাই বলে নাকি Say-sakil এর আইডিটা আমার । আপনিতো জানেন ই যে আমার আর একটি আইডি আছে হামিদ নামে । সেটা তো অনেকেই জানে ।

sakil can i have ur mail id ! plz bro