বিদায় নিচ্ছি আমি টেকটিউন থেকে, ভাল থাকবেন।

আপনাদের সাথে অনেক সুখ দুঃক্ষ ভাগ করে নিয়েছিলাম আমি। এখানে নিজেকে উজাড় করে দেব ভেবেছিলাম। শুরুও করেছিলাম মন খুলে। কিন্তু আমিও সেই নোঙরা পলিটিক্স এর শিকার হলাম। কি হয়েছে, কেন হয়েছে, দয়া করে জানতে চাইবে না। ধিরে ধিরে আপনারা হয়ত সবিই জানতে পারবেন। তবে আমি এতটায় কস্ট পেয়েছি যে আমি কিছু বলতে পারব না। তবে আমার কারো প্রতি কোনো রাগ নেই। আমি যদি এখানে কখোনো কাওকে কোনো ভাবে আঘাত দিয়ে থাকি, তবে আমি তার কাছে ক্ষমা চাইছি। দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আর সবার জন্য আমার দুয়ার সবসময় খোলা থাকবে, যদি কখোনো কারো আমকে প্রয়োজন হয়, তবে আমাকে মেল করবেন। আমার আইডি "[email protected]"

ভাল থাকবেন, সুস্থ থাকবেন,

আমার জন্য দোয়া করবেন।

আমি টেকটিউনে আজকের পর থেকে আর আসছি না। আমার প্রোফাইল বন্ধ করে দিচ্ছি।

Level 0

আমি ranykolkata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ami techtune k atotai apon kare niyechi j r visitor hoye thakte parlam na, tuner hoye gelam. doya karben ami jeno bhalo bhalo tune apnader upohar dite pari. place - kolkata country- India


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রনি ভাই,ব্যাপারটা কিছুতেই বুঝে উঠতে পারলাম না।শেষ পর্যন্ত আপনি টেকটিউনস ছেড়ে যাওয়ার কথা বলছেন ! আশা করি আপনি টেকটিউনসের সাথেই থাকবেন।

Level 0

আমিও ছেড়ে দেবো।এক পন্ডিত মনে করে সেই কম্পিউটার সর্ম্পকে জানে,অন্য সবাই ছাগল।৪-৫ টা করে নিক তৈরি করে নিজের প্রশংসা করতে ব্যস্ত এই ছাগলরা সাধারন টিউনারদের বোকা বানিয়েছে দিনের পর দিন।

    ভাই যতই নিজের প্রশংসা করুক লাভ নাই একটা টিউন দেখলেই বুঝা যায় টিউনারের জ্ঞানের পরিধি ।টেকটিউনস কেন ছাড়বেন এটা বুঝলাম না।

রনি ভাই,কিছুই বুঝেতে পারলাম না।কি সেই নোঙরা পলিটিক্স

রনি ভাই, বুঝতে পারলাম না। আপনার টিউনেতো সবাই ভাল সাড়া দেয়। আপনার মত সক্রিয় টিউনার কম আছে। যদি আপনি বুঝতে পারেন, আপনি পলিটিক্সের শিকার তাহলে হাল দিবেন কেন। আমরা বিশ্বাস আপনার মত পরিশ্রমী একজন টিউনার এত সহজে হাল ছেড়ে দিবেন না। কারনে আমরা আপনার পাশে আছি। আপনি চলে গেলে এ সমস্যা চলতেই থাকবে কখনো সমাধান হবে না। প্লিজ দয়াকরে যাবেন না। অন্তত আপনি আমাদেরকে সাহায্য করতে পারবেন এ ব্যাপারে। আমারদেরকে যদি সমস্যাটি একবার জানাতেন তাহলে আমরাও উপকৃত হতাম। প্লিজ রনি ভাই যাবেন না। . . . . . . . . . আমরা আপনাকে অনেক মিস করবো।

vai apnara 1 e 1e sobai ki oviman korle hobe? nijeder kothai chinta korlen techtune and new user der kotha 1 bar o vablenna.
r jei r pechone jorito take amra boikot korte raji. but tar age tar ki dosh ta too main fact. please negociation e asen.

রনি ভাই দয়া করে খুলে বলুন। টেকটিউনস তো আর কোন পলিটিক্যাল সাইট না যে পলিটিক্স হবে। আমাদের খুলে বলুন আমরা অবশ্যই আপনার পাশে দাঁড়াবো। আমাদের খুলে বলেন। না বললে আমরা জানব কীভাবে? টেকটিউনসের ভাবমূর্তি এর সাথে জড়িত। তাই অনুরোধ খুলে বলুন।

ভাইয়া টেকটিউনস আমাদের সবার। এটা একটি টেকনোলজির সাইট কোন পলিটিক্সের জায়গা না। আপনি আপনার মতো করে টিউন করে যান তা না হলে টেকটিউনস এগিয়ে যাবে কিভাবে।

রনি ভাই আপনার সাথে আবার কি হলো? আর টেকটিউনস ছেড়ে যাবেন কেন থেকেই প্রমান করে দিন। আর প্লিজ জানান কি সমস্যা।

রনি ভাই একটা কথা মনে রাখবেন কিছু ছাগল আপনাকে খারাপ বলবে আর আপনি টেকটিউনস ছেড়ে চলে যাবেন এটা কেমন কথা ?এখানে যারা আপনাকে চায় বলে মন্তব্য করেছে তাদের কথা কি আপনি ফেলে দিবেন?আমাদের আপনাকে দরকার আছে।সুতরাং কে কি বলল বাদ দেন ।নিজেকে প্র্রশ্ন করেন যা উত্তর আসে তাই মেনে চলুন।আপনাকে কেন অন্য কেউ কন্ট্রোল করবে ।?শুধু নিজেকে বিশ্বাস করেন।কারো কথায় কান দেবার দরকার নাই।কালকে যদি আমি ১০ টা আইডি বানিয়ে বলি আপনি খারাপ তাহলে কি আপনি খারাপ হয়ে যাবেন।?আমি ব্যক্তিগতভিবে সবসময় কোয়ালিটি টিউন করার চেষ্টা করি তাই আমাকে যদি ১০০ জনও বলে আপনি বাজে তবুও আমি টেকটিউনস ছাড়বনা কারন আমি নিজে সবসময় ভালটাই দেবার চেষ্টা করি।সুতরাং বাদ দেন ।

@সবার উদ্দেশ্যে, ধন্যবাদ আপনাদের সকলকে।
আমি প্রতিজ্ঞা করেছিলাম যে, জীবনে টেক টিউনের লিঙ্ক আমার ব্রাওজারে আনব না। কিন্তু আজ সকালে আমার মেল চেক করতে গিয়ে দেখি, অনেক টিউনার ভাই আমাকে কমেন্ট করেছে। তাই আর থাকতে পারলাম না। তাই এই কমেন্ট টা দিচ্ছি। আপ্নারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কাল রাতে এক ফোটাও ঘুমাতে পারি নি। ঘুমের ঘোরে শুধু টেক টিউনকেই দেখেছি। সেসব কথা থাক। আমি জানি এখানে ইমোশনের কোনো জায়গা নেই।
এখান কার কোনো টিউনার আমার সাথে খারাপ ব্যবহার করেন নি। আর আমি আগেই সকলকে জ়ানিয়ে ছিলাম, তারা আমার টিউনে মন খুলে কমেন্ট করতে পারে। তাই এটাও কোনো সমস্যা নয়। আমাকে আঘাত করেছে খোদ কতৃপক্ষের একটি ম্যাসেজ।
আচ্ছা আপনারাই বলুন তো, গ্লোবাল ওয়ার্নিং সম্পর্কে সকলেই কম বেশি জানেন, এখন আমি যদি সেটাই নিজের মতো করে টিউন করি তাহলে কপি পেস্ট হয় কি করে??????
আর এই টিউন গুলো আমি অনেক দিন আগে (২০০৭), অন্য এক আইডি তে (হলুদ পাখি) ইন্ডিয়ার একটি ব্লগ সাইটে লিখেছিলাম। জানি না কতৃপক্ষে সেখান কার কথা তুলছেন কিনা।
কিন্তু সেটা তো আমার ই ব্লগ। তাহলে কপি পেস্ট হতে যাবে কেন???/
জীবনে জ্ঞানত কারো জিনিস না বলে হাত দিয়নী, আর আজ এত বড় অপবাদ কি করে সহ্য করব বলুন???
আর একজন টিউনার বা ভিজিটর যদি দাবি করেন, যে আমার কোনো টিউন তার কাছ থেকে কপি পেস্ট করা, তবে যে শাস্তি দেবেন সকলে, আমি তা মাথা পেতে নেব।
ভাল থাকবেন সকলে।

    টেকটিউনসের প্রতি আপনার ভালবাসা দেখে মুগ্ধ হয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কর্তৃপক্ষ কখনই চাইবেন না কোনো টিউনার টেকটিউনস ছেড়ে চলে যাক। তবে আপনি যেহেতু মন্তব্যে উল্লেখ করেছেন আপনার লেখাটি হলুদ পাখি নামে আগে একটি ব্লগে পোষ্ট করেছিলেন, সেহেতু কর্তৃপক্ষ হয়তো ধরে নিয়েছিল লেখাটি কপি পেষ্ট করা হয়েছিল। কারন দু জায়গায় দুরকমের আইডি ব্যবহার করা হয়েছে। যার কারনে এই ভুল বুঝাবুঝির সৃষ্টি। তাই পরবর্তীতে এরকম হলে আপনি টিউনের নিচে উল্লেখ করে দিতে পারেন যে লেখাটি আগে প্রকাশিত হয়েছিল। তাহলে হয়তো এধরনের অনিচ্ছাকৃত ভুল বুঝাবুঝি থেকে রেহাই পাওয়া যাবে।
    ভাল থাকুন, আর নিয়মিত লিখে যান………
    টেকটিউনস ছেড়ে যাবার কথা মাথায়ও আনবেন না 🙂

আমার মনে হয় তারেক ভাই যা বলেছে তাই ঠিক ।ভূলবুঝাবুঝির সৃষ্টি হয়েছে।আপনার ব্যাপারটা মাথায় উল্লেখ রাখার দরকার ছিল।আমি নিজে পূর্বে প্রকাশিত উল্লেখ করে দেই ।না হয় আমার লেখাকেই তারা কপি পেস্ট ভাববে

Level 0

ভালই………. সবাই চলে যান !!!!!!!!!!!!!!!!! আমরা খালি পা-ত্র- নিয়ে বসে থাকি। !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ভেবেছিলাম মন্তব্য করব না …….. যেহেতু এ্যাডমিন নিয়ে কথা তাই বলি ,…… টেকটিউনসের এ্যাডমিন প্যানেল থেকে কখনও আপনার উল্লেখ করা “নোঙরা পলিটিক্স” করা হয়নি। টেকটিউনস জনপ্রিয়তার একটা প্রধান কারণ হল আমরা এ্যাডমিন প্যানেল থেকে সবসময় ইউনিক এবং কোয়ালিটি টিউন কে উৎসাহিত করি। ভুল বোঝাবুঝির গোড়ায় কিন্তু রনি ভাই আপনি নিজেই। টিউনার পলিসির এই ব্যাপারটি মোটামুটি সব টিউনাররা ই জানেন, যে নিজের টিউন অন্য কোন ব্লগে আগে অন্য আইডি তে প্রকাশিত হয়ে খাকলে তার ব্যাপারে ইনফরমেশান টিউনে দিয়ে দেয়া হয়। লিংক দিয়ে দিলে তো আরো ভালো। এতে আপনার প্রিয় টেকটিউনসের ইউনিকনেস বজায় থাকে। আপনি এই পলিসি টি র ব্যাপারে অবগত না হয়েই আঙুল তুলে দিলেন এ্যাডমিন প্যানেলের দিকে। এ্যাডমিন প্যানেল থেকে আপনাকে এ ব্যাপারে নোটাফাই করা হয়েছে এবং টিউনটি হয়ত পেন্ডিং করা হয়েছে। তবে কোথাও কি আপনাকে বলা হয়েছে টেকটিউনস ছেড়ে চলে যান? আপনি কি সেটা প্রমান করতে পারবেন? শুনে রাখুন টেকটিউনসের মূল রুপকার আমরা এ্যাডমিনরা নই, আপনাদের হাতেই গড়ে উঠছে টেকটিউনস। দয়া করে আমাদের নোঙরা রাজনীতির অপবাদ দিবেন না।

ধন্যবাদ

Level New

ভাই সবাই কি জন্যে শুধু শুধু চলে যাব চলে যাব করেন?
আরে আপনারা চলে গেলে আমাদের জ্ঞান এর ভান্ডার যে বিকশিত হবে না একবার কি সেই কথা ভেবে দেখেছেন?
কারো কথায় কান মানে কাউকে পরোয়া না করে এক মনে লিখে জান।
আপনারা আর আমরা যদি না লিখে চলে জাই তাহলে ভবিষ্যৎ প্রযন্ম দের জন্য আমরা কী রেখে যাব আপনারা কি একবার ভেবে দেখে ছেন?
আপনারা হয়তো বা কেউ কেউ জানেন যে পুরনো তথ্যের ভিতর থেকে নতুন তথ্যের সৃষ্টি হয়।
হোক না ফালতু বা অ প্রয়োজনীয় টিউন।
কারো না কারো কাজে লাগবেই………..

আলোচিত টিউনারের (ranykolkata) টিউনগুলো পূর্বে প্রকাশিত হওয়ায় এবং টিউন গুলো আলোচিত টিউনারের নিজেস্ব টিউন হিসেবে প্রামাণ না পাওয়ায় বরং মূল লেখক অন্য জন হওয়ায় টিউনগুলো স্থগিত করা হয়েছে। যে টিউন গুলোর প্রমাণ পাওয়া গিয়েছে শুধু মাত্র সে টিউন গুলোই স্থগিত করা হয়েছে। নিচে আলোচিত টিউনার এর কিছু টিউন ও মূল উৎস গুলো দেওয়া হল। আলোচিত টিউনারের আলোচিত টিউনারের (ranykolkata) এই রকম মোট ১৬টি টিউন স্থগিত করে এধরনের plagiarism না করার জন্য অনুরোধ করা হয় এবং করলে টিউনারসীপ বাতিলের সতর্কবাণী দেওয়া হয়।

দুঃখ জনক হলেও সত্যি যে আলোচিত টিউনারের (ranykolkata) বেশ কিছুক্ষণ আগে স্থগিত করা সকল টিউন ডিলিট করে দেয়। আমাদের রিস্টোর সিস্টেম পরে সেগুলো উদ্ধার করা হয়।

টিউনারদের plagiarism টিউন গুলো স্থগিত করা হয় শুধুমাত্র plagiarism এর মত জঘন্য জিনিস এর প্রতি নিরুৎসাহিত করে মৌলিক ও মান সম্মত টিউনের প্রতি উৎসাহ দেওয়ার জন্য। সেখান নির্দিধায় plagiarism করে টেকটিউনসকে নোংরা রাজনীতি, রাজনৈতিক চাল ইত্যাদি মিথ্যা অপবাদ দেওয়া আসলেই দুঃখজনক :-(।

টেকটিউনসের জন্ম প্রযুক্তিকে ভালোবেসে। আর টেকটিউনস ভালোবাসে প্রযুক্তিকে ভালোবাসা মানুষ গুলোকে। সেখানে রাজনীতির প্রশ্ন কীভাবে আসে তা আমাদের টিউনার আর ভিজিটরদের উপর ছেড়ে দিলাম।

রনি ভাই আপনি যে ব্যাখ্যাই দেননা কেন টেকটিউনস এর কোন দোষ দেয়া যায়না।আপনি টেকটিউনস এর কাছে ব্যাখ্যা চাইতে পারতেন।
তবুও আমরা কেউই চাইনা আপনি চলে যান।

Level 0

@ranykolkata ভাই এটা কি হল?
টেকনোলজির এই যুগে যখন প্রতিটা ডিজিটাল কাজের ফুটপ্রিন্ট থেকে যায়, সেখানে অন্যের কর্মকে এভাবে উপস্থাপনকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। নিজের সৃজনশীলতাকে মেলে ধরুন। আমরা আপনার প্রতিভার স্ফুরণ দেখতে চাই। আমার এই মন্তব্য আপনাকে কষ্ট দেয়ার উদ্দেশ্যে নয় বরঞ্চ নতুনভাবে উজ্জীবিত করার লক্ষ্যে। ভাল থাকুন।

হায় রে টেকটিউনস আসল মানুষ টাকে এখন ও চিনলি না???
আমি ব্যক্তিগত ভাবে রনি দা কে চিনি, উনার সম্পর্কে যতটা ব লা যায় ততটাই কম বলা হয়, উনি পশ্চিমবঙ্গের নং ১ আইটি ডেভেলপার। ভারতরত্ন, পদ্মশ্রী, অর্জুন পুরস্কারে অধিকারি উনি। নেটে উনার অবাধ বিচরন। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম নিয়ে পরিচিত। আমি উনাকে এর আগে জিজ্ঞাসা করেছিলাম, এতে তো সবার মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে, প্রত্যুত্তরে উনি বলেছিলেন, আমি যদি আসল পরিচয় দিই তাহলে আমার ভুল গুলো কেও ধরাবে না, আমাকে সকলে সমিহ করবে। আমি চাই আমকে সমিহ না করে আর পাচটা মানুষের মত আমাকে সকলে দেখুক। আমি সিওর উপরে যে কটা আইডি আছে সেগুলি সব উনার। এরকম হাজারো আইডি আছে উনার নামে।
আমি জানি না উনার লুক্কায়িত জিবন পদ্ধতি তুলে ধরা ঠিক হলো কি না///
নিরুপমদা (রনি) আমাকে ক্ষমা করে দিও। আমি জানি তুমি খুব শহনশিল , তুমি একটি কথাও বলবে না বা কমেণ্ট গুলোও মুছবে না। কিন্তু আমি তোমার মত নই তাই থাকতে পারলাম না।
আপনাদের আরো জানায় এই নিরুপমদায় সামু ব্লগের একজন বিখ্যাত লেখক ওখানে উনার আইডি —————-জানালাম না কারন আমি চাই না এই ঘটনার এফেক্ট ওখানে যাক।
তবে এটুকু মনে রাখবেন, আপনাদের হাসান ভাই উনাকে ভালো করেই চেনেন।

    সামিম আখতার ভাই জান আপনেরে কেন জেন সন্দেহ হচ্ছে । সন্দেহের কারনসহ বলছিঃ আপনি বলেছেন রনি দা কে আপনি ব্যক্তিগত ভাবে চিনেন । কিন্তু আজ পর্যন্ত রনি দার টিউনে তো দূরের কথা কারও টিউনে আপনার কমেন্ট বা কোন আপনার টিউন দেখতে পাই নি । রনি দা যেদিন টিউন ছাড়ার ঘোষনা দিলেন ঠিক তারপরদিনই আপনার আগমন ঘটল তাও আবার আমাকে একটি খারাপ মন্তব্যের মধ্য দিয়ে । আমি এখানে এজন্যই আপনাকে সন্দেহ করছি সত্যি করে বলুন তো আপন কে ?

    সত্যিই সামিম আখতার ভাই আপনি কে ? (আমাকেও উনি কিছু খারাপ মন্তব্য করেছিলেন। কিন্তু সম্ভবত টেকটিউনস কতৃপক্ষ তা পেন্ডিং করে দেয়। এধরনের মন্তব্য প্রকাশ করতে না দেয়ায় টেকটিউনস কতৃপক্ষকে কে অনেক ধন্যবাদ।)

    @লোটাস, ভাই আমি কে জানতে চেয়েছেন… আমার পরিচয় দিচ্ছি
    বাড়ি- কোলকাতা (পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া)
    প্রফেশন—- ইন্ডিয়ান আর্মি, ব্যাচ নং ২২০, ব্যাটেলিয়ন–৩২, আইডি–১৪০৯
    জায়গা— কাশ্মির সিমান্ত।
    আরো বিস্তারিত জানতে হলে ইন্ডিয়ান আর্মির সাইটে গিয়ে দেখুন।
    আর ভাই আমাদের এতটাই ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয় যে, সারাক্ষন নেটে বসে সকলকে কমেন্ট দিতে পারি না। শুধু প্রিয়জন্ দের সাথে যোগাযোগ করার জন্য নেটে বসি, তখন ই টেকটিউনস এ একবার চোখ বুলিয়ে নিই। আর এখানে আসার পেছনে সেই রনিদাই, উনিই আমদের ব্যটেলিয়নের কমিউনিকেশন পদ্ধতি ঠিক করতে এসে, আমারা যারা বঙ্গালি আছি তাদের এই সাইটের কথা বলেন। তখনই উনার সঙ্গে আমার পরিচয় হয়।
    আর এখন পূজার ছুটিতে বাড়িতে আছি তাই সময় অনেক, কমেন্টও করছি। আর আমি এখানে নতুন নই ভাই, ভাল করে দেখুন আমি আগে টিউন ও করেছি। আর আপণাকে যে কমেন্ট টা করেছিলাম সেটা মুছে না দিয়ে রেখে দিতে পারতেন, তাহলে অন্যরাও বলতে পারতেন আমি ঠিক বলেছি না ভুল? আমার মনে হয়েছিল আপনার টপ টিউনার দের প্রতি কোনো শ্রদ্ধা নেই… তাই বলেছিলাম। আশাকরি সব উত্তর পেয়েছেন।
    @TareqMahbub ভাই, আপনি ভুল করছেন আমি মন্তব্য টা আপনাকে করিনি, ওখানে মিস্টার লোটাস বলেছিলেন যে প্রযুক্তি নিয়ে টিউন করুন, তাই উনাকে উদ্দেশ্য করেই মন্তব্য করেছিলাম, আশাকরি বুঝতে পেরেছেন।
    আর লোটাস ভাই আপনি উত্তর দিন আপনার আরেক টি আইডি কোন টা। সৎ সাহস থাকলে সত্যি টা জানানা, নাহলে আমি জানাব। শুধূ উদাহরন স্বরুপ বলি, আপনার আরেক টি আইডিও এই কমেন্ট এ বর্তমান।
    ভাল থাকবেন

    Sorry সামিম আকতার ভাই। আমার পিতাও একজন রিটায়ার্ড বাংলাদেশী আর্মি। আমি আর্মিদের এবং তাদের নিয়ম শৃঙ্খলাকে শ্রদ্ধা করি।

    ভাইয়া আসলেই কি রনিদা ভারতরত্ন, পদ্মশ্রী ইত্যাদি পুরষ্কার প্রাপ্ত।

সামিম ভাই ………….. আপনিও বোধহয় যুক্তি আর পলিসির ধারে কাছে দিয়ে যান না …….. যেখানে টিউনার রা ই তার অন্য আউডিগুলো যানেন না সেখানে ভ্রান্তির সৃষ্টি হওয়াটা ই স্বাভাবিক নয় কি? আর টেকটিউনস কখনওই রনি ভাইকে চলে যেতে বলে নি। কোন টিউনার কে ই বলে না। এখানে টেকটিউনস কাকে চিনল আর কাকে চিনল না সেটা আমি বড় ব্যাপার বলে মনে করি না।

    টিনটিন ভাই, আপনি একটু ভুল করছেন, আমি কখোনই টেকটিউনস কে দোষ দিইনি। এখানে বিভ্রান্তির সৃস্টি হয়েছে তার কোনো সন্দেহ নেই। হায় রে টেকটিউনস আসল মানুষ টাকে এখন ও চিনলি না—কথাটা আমি হতাশা থেকেই বলেছিলাম। আসলে একটা মানুস যে কিনা এত সন্মান পায় নিজের জায়গায়, তাকে এই অবস্থায় দেখে আমি এই মন্তব্যটি করেছিলাম, টেকটিউনস কে লক্ষ্য করে নয়।
    আমি রনিদার সাথে কথা বলেছিলাম, উনার ও টেকটিউনস বা টিউনার দের প্রতি কোনো ক্ষোভ নেই। আপণি কমেন্ট করেছেন শুনে খুব আনন্দিত হলেন, বললেন আপনি নাকি এই প্রথম উনাকে কমেন্ট করেছেন। উনি আপনাকে রেপ্লাই দেবেন ঠিক করেছিলেন, কিন্তু টেকটিউনস উনার আইডি ব্লক করে দিয়েছে। তাই উনি আসতে পারছেন না।

    তবে রনি দা যে লিখলেন তিনি নিজেই তার আইডি ব্লক করে দিয়েছেন? ………. এখন তো সব কনফিউশনের অবসান হয়েছে ,.,… আমার মতে এখন রনিদার সব ভূলে ফিরে আসা উচিৎ ….. আমি দেখি তার ব্লক করা আইডি ওপেন করাতে পারি কি না …… আমি আমার সাধ্যমত চেষ্টা করব।

    thanks TinTin bhai, please do something, its my earnestly request to you. I have to join with my regiment, so its not possible to comment every time but i will check techtunes update everyday. however, pray for me to serve my best for my country and for everyone.

    yaa …. i got what you meant ….. don worry we’re not Phantamagorsian people ruling over here …… i’ll do something ……..

http://www.gamerworlds.webnode.com আমার মনে হয় আপনি ভুল করছেন । কেননা Hamid & Lotus এই দুটো আইডি আমার কিন্তু sey_shakil এর আইডিটা অন্য একজনের । আগে কনফার্ম হয়ে পরে বলেন । আমার কোন টিউন কি পেয়েছের এডসেন্স বা টাকা আয় সম্পর্কে । টাকা আয়ের ব্যাপারটায় আমি এখনও দুর্বল । কিন্তু sey_shakil অহরহ কিন্তু টিউন করছে টাকা আয়ের ব্যপারে ।

আর সবচেয়ে বড় কথা হল Say-sakil কখনও বাংলা লিখত না । সে বাংলা লিখতে পারে না ।

Level New

“কিন্তু sey_shakil অহরহ কিন্তু টিউন করছে টাকা আয়ের ব্যপারে । ” “আর সবচেয়ে বড় কথা হল Say-sakil কখনও বাংলা লিখত না । সে বাংলা লিখতে পারে না ।”–লোটাস…………….লোটাস ভাই আমি কখনো আপনাকে নিয়ে কোন কমেন্টস করিনি…..তাই আজো করতে চাইছি না……..আর কি লিখব বলেন……….

    sey_shakil ভাই আমি তো আপনার বিরুদ্ধে কোন কমেন্ট করি নাই আমি শুধু http://www.gamerworlds.webnode.com তাকে বুঝাতে চেয়েছি যে আপনার আইডিটা আমার নয় । আপনি বলেন , কেউ যদি কেউকে বলে যে আপনি এই কাজটি করেছেন তখন তাকে খুব মুশকিল হয় বোঝাতে ।আপনি নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন ।

অনেক দিন পরে কেন যেন হাসতে ইচ্ছা করছে অনেক জোড় গলায়। Techtunes-এ আগের থেকে আনেক কম আসা হয়। কিন্তু আসি। এর একটা কারনও আছে। কারন এরচাইতে আমি শেখার ও জানার আরও ভালো একটা সাইটা পেয়েছি যা সম্পূর্ণ বাংলায়। আর যেখানে নেই কোন পল্টা পাল্টি বক্তব্য সবাই অনেক বেশি Helpful. Techtunes-এর সবাইও Helpful কিন্তু এখানে সবাই কেমন যেন টিউনার list এ সবার উপরে উঠার প্রতিযোগীতায় থাকে। আবার কেউ কেউ এরকম কিছু করে যে এটা আমার থেকে কপি বা ওখান থেকে কপি। আমি মনে কি এসব অভিযোগ করা উচিত না। কারন কারো লেখা যদি এত দামি হয় যে কপি করা যাবে না তাহলে তা ব্লগে লেখার দরকার নাই। এত যখন দামি লেখা তো বই বের করেন না কেন তারা ??? তাইলেই তো হয়। এছাড়া একটা কথা না বলেই পাছিনা যে, Techtunes-এর Admin একেক জনের সাথে এক এক রকম আচরন করে। যেই law তে তারা একজনের post delete করে সেই law তে আরএকজনের টা থেকে যায় বহাল তবিয়তে। যদিও এটা শুধু Admin এর দেখার বিষয় বলে আমি মনে করিনা , কার ব্লগটা তো সবার, তো সবারই দায়িত্ব থাকা উচিত। প্রথম দিকে ২/৩ টা post করেছিলাম কিন্তু পরে আর করিনি পরিবেশ ভালো লাগেনি বলে। আর একটা কথা আমরা ভুলে যাই যে “অল্প বিদ্যা ভয়ংকরী” অনেক-কে না জেনে অনেক বিষয়ে আমি tune করতে দেখেছি। তারপরও যারাই এই Techtunes-এর উদ্যোক্তা তাদেরে অনেক ধন্যবাদ এরকম বাংলা ব্লগিং একটা ভালো পর্যায়ে এগিয়ে নেয়ার জন্য, যেটা অনেক বড় বড় লোকেরা করতে পারেনাই।

__________________ আর ______________
রনি ভাই-এর চলে যাওয়াটা দুঃখজনক। আমাদের এখানে ঈদ গেলো আর আপনাদের ওখানে পূজা চলছে। সবজায়গায় খুশি আর খুশি। আর এই খুশিতে আপনে আবার ফিরে আসে না Techtunes-এ। আর রনি ভাই আপনেই তো লিখছেন ++ ami techtune k atotai apon kare niyechi j r visitor hoye thakte parlam na, tuner hoye gelam. doya karben ami jeno bhalo bhalo tune apnader upohar dite pari. place – kolkata country- India ++ তো রাগ করে থাকলে কি চলে, বলেন ? আর আমি তো ভাবছি কলকাতা যাবো, আপনে রাগ করে থাকলে কেমনে যাই বলেন ????
_____________________________________________
আরএকটা কথা সামিম আখতার ভাই [ @লোটাস, ভাই আমি কে জানতে চেয়েছেন… আমার পরিচয় দিচ্ছি বাড়ি- কোলকাতা (পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া) প্রফেশন—- ইন্ডিয়ান আর্মি, ব্যাচ নং ২২০, ব্যাটেলিয়ন–৩২, আইডি–১৪০৯ জায়গা— কাশ্মির সিমান্ত।) ]

আপনার পরিচয় দেয়ার style টা আমার ভালো লাগেনাই। আপনে কলকাতার অধিবাসী এটুকু বল্লেই হতো। আর ইদানিং কালে বাংলাদেশে ইন্ডিয়ান হাই কমিশনার পিনাক বাবু যেসব মন্তব্য করতেছেন তাতে উনার মোটা বুদ্ধির পরিচয় ভালোই পাওয়া যায় সেই সাথে ইন্ডিয়ার প্রতি বাংলাদেশীদের ঘৃনাই বাড়াচ্ছে। ভাই সামিম আপনে কাশ্মির সিমান্তেই থাকেন, BD সীমান্তে আইসেন না কিন্তু। যদিও কলকাতাকে নিজের বাড়ি বলেই মনে হয় আর ওখানকার মানুষদের মনে হয় আপন মানুষ। আর আমি জানি ইন্ডায়ার অনেক জায়গায় কলকাতার মানুষকে অনেক অবহেলার পাত্র করা হয়।
______________________
সবশেষে Techtunes Admin কে বলি , ভাই সাইট বড় হইলে ঝামেলা বাড়বে সেটাই স্বাভাবিক, উগ আপনারা আরও care করেন সাইট টার। ভালো থাকবেন সবাই। BAD BOY

    ব্যাডবয় ……… কোথায় কোথায় দুই রকম আচরণ করা হয়েছে দয়া করে এ্যাডমিন প্যানেলে ইনফর্ম করবেন ……….. সমান আচরন করে দেয়া হবে। আপনাকে অনেক ধন্যবাদ অনেকদিন পরে প্রান খুলে হাসার জন্যে।

খুব মজা (কষ্ট) লাগছে। মনে হচ্ছে যেন বেআইজ্যা (বেদে) বাড়ীতে ঝগড়া লেগেছে।

    হাঃ হাঃ অনেক ক্ষণ ধরে উপরের কমেন্টগুলো পড়তে পড়তে একরকম হয়ে গিয়েছিলাম। কিন্তু আপনার কমেন্ট টি পড়ার সাথে সাথেই হাসি পেল।

Atokhon sudhu porlam ar think korlam comenmts na korai valo.

ভারতরত্ন, পদ্মশ্রী, অর্জুন ? এই গুলান কি আমারেও দিব? সিরাম রে। এক্কেবারে ঝাজা। 😀 😀 😀