টেকটিউন্স আর টিউনারপেজ কি ভাই-বেরাদর ?(Hot News)

সবাই কেমন আছেন ?

অনেক দিন লেখালিখি করি নাই,নিজেকে অসহায় আর ভিখেরী মনে হচ্ছে

কিন্তু এই দেশে দেখি আমার চেয়েও বড় বড় অসহায় দুস্থ বাস করে।

অবাক হচ্ছেন ?

দেখে নিন কে কোন শ্রেণীর অভাবে আছে

আজ অনেকদিন পর টিউনারপেজ এ ভিজিট করলাম গিয়ে দেখি জোর করেই তারা তাদের ফেইজবুক ফ্যান পেইজ লাইক করাচ্ছে

মানে পপআপ লাইক প্লাগিন এর মাতলামি।

তো এই মাতাল প্লাগিন এর নাম দেখতে মজিলাতে ctrl+u তে চাপ দিলাম

খুজে পেলাম প্লাগিনটি যার নাম iLikeViral

এর নিচেই দেখলাম তাদের মেটা সেকশন

যার ছবি দেখুন

এটি যেভাবে প্রদর্শন করাবেন

মজিলা থেকে ctrl+u  চাপুন

এরপর নিচে দেখুন
<meta name="keywords" content="<i>news</i>, <b>bangla blog</b>, bengali, mobile,
blogdesh, <b>টেকটিউনস</b>, ব্লগ, <b>টিউনারপেজ</b>tunerpage"

ভাইরে কোন দেশ বাস করি কিওয়ার্ডের কি অভাব পড়ছে ?
নাকি ব্লগিং নিয়ে কেউ কেউ অসুস্থ হয়ে যাচ্ছে ?
প্রযুক্তির গুনগান করি আর কিওয়ার্ড ও পাইরেসি করি,খাঁটি বাংলায় এটাকে আপনি কি বলবেন ?
টেকটিউন্স এর নাম বেচে যারা নিজেকে ওয়েব মাষ্টার বলে দাবি করে তাদের আমি ক্ষেত বাংলার চোর বলি ।

দয়া করে টেকটিউন্স কর্তৃপক্ষ এটি নজরে আনবেন।

techtunes admin :-দয়া করে এই লেখাটি কাটবেন না

পারলে স্টিকি করেন যাতে বিডি মানুষ কিছু চোরকে চিনতে পারে

Level 0

আমি সিএক্স রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

WordPress Developer, Visual Composer and Recurring Payments Expert.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

sticky is require\

Level 0

আরে ধুর এটা কোন ব্যপার না। ভিজিটর আনার জন্য কত ধরনের কি ওয়ার্ডই তো মানুষ ব্যাবহার করে। তবে আমার কেন জানি হাসি পাইতেসে 😀

    Level 0

    @M H BULBUL:

    ভাই এটাই তো কথা

    টেকটিউন্স আর টিউনারপেজ এমনিতেই অনেক বিতর্কিত

    এদের অনেক ইউজারদের মধ্যে নানা প্রকার হট্টগোল প্রায় লেগেই থাকে

    তারপরও টিউনারপেজ কর্তৃপক্ষ এটি কেন নজরে আনে নাই।

      @Cx Rana: নজরে কী আনবে? “টিউনরাপেইজ” এই নামটাই তো চুরি করছে এমন কী তারা টেকটিউনসের নীতিমালাও কপি পেস্ট করে সেখান থেকে টেকটিউনসের নাম বদলাতে ভুলে গেছিলো। আর দেখবেন দুইদিন পর টেকটিউনসের দেখাদেখি এটা করে ওটা করে। চোরের দল পুদিনার নান আইডি দিয়ে মূর্খের মত কমেন্ট করা শুরু করবে দেখবেন। আমি বলেছিলাম যে এই পুদিনা আসরে একটা জারজ তাই নিজের আসল নাম ঠিকানা নাই। আর পেশায় চোর আর দালাল!

    @M H BULBUL: তাই ভাই? কালেরকন্ঠ তাদের সাইটের ভিজিটর আনার জন্য কি প্রথম আলোর কীওয়ার্ড ব্যবহার করে? নাকি মাইক্রোসফট তার সাইটে এপল এর কিওয়ার্ড ব্যবহার করে? টেকটিউনসের নাম বেচে বড় হইতে চায়। কুলাংগারের দল!

ভাইয়া এটা কি বল্লেন ভাইয়া! এখনই দেখবেন পুদিনার চ××××দিনা সাফাই গাইতে নামে ভাড়া করা দালাল আর নিজেই নানান আইডি দিয়ে করা পুদিনার সহদর চোরেরা এসে ওদের অশিক্ষিত আর মূর্খতা দেখাতে এসে পড়বে। আর আমাদের টেকটিউনসের টিউনাররা দেখবেন কোন প্রতিবাদ ও করবে না। উনারা শান্তিপ্রিয়। প্রতিবাদ করার সাহস নেই। চোর চুরি করে, আর আমাদের টিউনারা শান্তিকে প্রিয় করে। নিজের ঘোরের জিনিস চুরি হইলেও আমাদের টিউনাররা শান্তি প্রিয়।

কিছু দিন আগে আমি বলেছিলাম যে tuner মানে techtunes ব্লগাদের উপাধি আর tunerpage হল টেকটিউনস ব্লগারদের প্রোফাইলপেইজ। এই নাম আর উপাধি আমাদের টিউনারদের সম্পদ। ঠিক যেমন google এর employe দের বলা হয় googler এখন কেউ কী googler নামে আইনত তো দূরে থাক নকল করে সাইট খুলতে পারে?

আমি ওই পুদিনার নিজের সাইটের প্রচারণার এক টিউনে এই কথা বলায় পুদিনা চোর আর তার বানানো সহদর চোরের দল যাচ্ছে তাই বলে টেকটিউসের টিউনারদের গালাগালি করেছে। আর সবচেয়ে দুঃখজকন যে টিউনটিউনসের একজন টিউনার ছাড়া কেউই সেখানে প্রতিবাদ করে নাই।

আমাদের দেশে চোর পারে চুরি করতে ভাই কারণ আমি আমরা টেকটিউনসে থেকে প্রতিনিয়ত নিয়েই যাচ্ছি কিন্তু প্রতিবাদের সময় আমরা কাপুরুষ। তখন বলি শান্তি চাই। চোর চুরি করুক আমরা শান্তি চাই।

এই চোরদের পশ্রয় আমরাই দেই আর জন্যই দেশে চোরেরা বড় গলায় কথা বলে।

এখন দেখবেন আমাদের টিউনাররা কোন প্রতিবাদ নেই চুপ করে বসে থাকবেন। ধিক একশ ধিক কাপুরুষ টিউনারদের!

    @শফিউল: ভাই কিছু মনে করবেন না। এভাবে বলা ঠিক না। আপনি আগে নিজে ভালো হন তারপর অন্নকে ———-। ত আমি চাই না টেকটিউনসএর টিউনাররা খারাপ ভাষায় অন্নের সাথে কথা বলক। আর আমি চাই না আমাদের টেকটিউনসএর পরিবেশ নষ্ট হোক। যে যত পারে চুরি করুক তাতে আমাদের কিছু যায় আসে না।

    Level 0

    @শফিউল: কেউ সম্পুর্ণ টেকটিউনস কপি পেষ্ট করলেও আপনি তাকে জারজ বলে গালি গালাজ করতে পারেন না। প্রতিবাদ করার অনেক উপায় আছে। কাউকে গালিগালজ করলেই আমরা বীরপুরুষ হয়ে যাব না।

ওহহোরে……………………। প্রথমে টিউনটিকে নির্বাচিত করার অনুরোধ করছি। এর টিউনার ভাইকে কি বলে যে ধন্যবাদ দেব। আর টিউনার পেইজের অ্যাডমিনদের লজ্জা থাকা উচিত। হা হা হা 😛 😀 😆

আমিও স্ক্রিনসট নিলাম চোরদের। চোরদের কান্ডদেখুন টেকটিউনস কিওয়ার্ডটাই বোল্ড করে রাখছে বেশি ইমফেইস দেবার জন্য।

Level 0

তাইলে বোঝেন এইটা কত ফেমাস সাইট

চুরি করে কোনদিন জয়লাভ করা যায়না

কিছুদিন আগে ইত্যাদিতে হানিফ সংকেত কে একজন প্রশ্ন করেছিল- ইত্যাদি প্রোগ্রামের মতো অনেকেই নকল করছে আপনারা ব্যবস্থা নিচ্ছেন না কেন?

উত্তরে হানিফ সংকেত একটা কথাই বল্লেনঃ নকল জিনিস বেশিদিন টিকে থাকে না আর আপনারা মানে দর্শকরাতো ধরতেই পারছেন সব নকল। 😀 😀 😉 😆

Level New

টিউনারপেজ়ের টিজে আমার কিছু টিউন চুরি করছে আমি তাদের জানাই ছিলাম কোন কাজ হয় নাই

Level 0

আমি কারো পক্ষপাতি হয়ে কখনো কিছু বলি নাই। আগের পুদিনা পাতার টিউনটাতে আমি শুধু আমার মতামত জানানোতে শফিউল আমাকে যাচ্ছেতাই বলল। শফিউলের ভদ্রতাবোধ নিয়ে আমার সন্দেহ আছে।

Level 0

🙂 :))

Level 0

আজ পাল্টায় নাই । আর আমিও হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাইয়ের সাথে এক মত ।

ha ha ha ha, tahole tunerpage na diya techtunespage dile e to valo hoy, lolz tp

হাসান যোবায়ের ভাইয়ের সাথে একমত