একমিনিট মস্তিকটাকে বাদ দিয়ে হৃদয় দিয়ে ভাবুন আপনার পরিচয়টা কি?- সর্বকালের সর্বশ্রেষ্ট উত্তর!

একবার একটি বৃদ্ধ একটি ৯ বছরের ছেলেকে প্রশ্ন করেছিল যে তুমি বড় হয়ে কী হবে? ছেলেটি উওরে বলেছিল যে সে বড় হয়ে  বিশ্বের পরিবর্তন ঘটাবে এমন কিছু করবে।এটাই তার জীবনের উচ্চাকাঙ্ক্ষা। এটা আসলে ছিল খুব সহজ শব্দের উওর। কিন্তু সত্যিই কি বিশ্বের পরিবর্তন  অতটা সহজ? আজকের তরুণ প্রজন্মক তাদের পেশাগত বীষয় সম্পর্কে খুবই গুরুতর। তারা তাদের পেশাকে শক্তিশালী করার জন্য সব সময় প্রস্তুত, প্রস্তুত যেকোনো পরীস্থিতি মোকাবেলা করতে। আমি প্রায় কয়েকশ মানুষের কাছ থেকে কিছু প্রশ্ন শূনেছি যখন তারা আমাকে প্রশ্ন  করেছে এভাবে যে সুমন ভাই

কিভাবে বিশ্বের পরিবর্তন করা যায়? বিশ্বের পরিবর্তন আমি কি করতে পারবো? কীভাবে বিশ্বের পরিবর্তন আমরা করতে সক্ষম?

তাদের প্রশ্ন শুনে উওরে পরে আমি তাদেরকে বলি এর মানে কী? কেন আপনি কি বিভ্রান্ত? আচ্ছা আপানার কি আমি কি  মনে হয় আমিকি ভুল বলেছি? ঠিক আছে ব্যাখ্যা করছি।তথ্য প্রযুক্তি

আমাদের জীবন সহজ খুব সহজ করে তুলেছে। কিন্তু এখনো আমরা কিছু জায়গায়, কিছু সময় খুবই বিভ্রান্ত ঐ প্রশ্নগুলো যার প্রমাণ! তথ্য প্রযুক্তি যেখানে কোটি কোটি মানুষ অনলাইনের  মাধ্যমে তাদের জীবন ও জীবিকার, নেতৃস্থানীয় পেশাকে করেছে অতুলনিয় সেখানে অনেক কিছু থেকে হয়েছি আমরা বঞ্চিত।যারা ​​এখনো অন্ধকারে বাস  করছে ঐ প্রশ্নগুলো

তাদেরই করা তা নয় বরং বলতে পারি আমরা নিজেরাই নিজেদের বঞ্চিত করেছি। মন থেকে  একবার বলুন ই না  যে আপনার মন কি চায়? আপনি কি চান? আপনি কেন ঐ কাজ করবেন যেখানে নিজেকে হারানো ভয় আছে, রয়েছে না পাবার যন্ত্রনা? আপনি আমাকে, ইয়াহু, উইকি জিজ্ঞাসার কথা বলছি। আপনার জীবনের  অঙ্ক ইয়াহু, উইকি মেলাতে যে অক্ষম সেটা আমার চাইতে আপনি ই ভালো জানেন; যতক্ষণ  না আপনি নিজেকে জিজ্ঞাসা করছেন! হ্যাঁ, শুধুমাত্র আপনি ই আপনার ভালবাসা কী তা জানেন, জানেন আপনার স্বপ্ন কী?

তাই জিজ্ঞাসা বন্ধ করুন এবং কাজ শুরু করুন সেটাতেই আপনি বিশ্বের পরিবর্তন করতে পারবেন, কিছু রেখে যেতে পারবেন আমাদের জন্য। কয়েক মাস আগের ঘটনা আমার নিউ ইয়র্ক এর এক বন্ধু আইয়ান মাসুন আমাকে বল্য যে ও পৃথীবির জন্য, বিশ্বেরজন্য কিছু করতে চায়, আমাদের জন্য কিছু করতে চায়। ওর দুটি প্রশ্নকে ও পূজী করে

"কি ধরনের কাজে  আপনি খুঁজছেন?" এবং "আপনি কোথায় কাজ খুঁজছেন?" আইয়ান “ওয়ান্টেড(Wanted) এবং "সর্বশেষ কাজের সংবাদ"  নামক একটি ওয়েবসাইট চালু করে আমাদের জন্য। যেটা হতে পারে বিশ্বের পরিবর্তনের গুরুতর একটি পদক্ষেপ।আইয়ান ওর সৃস্টি ওয়ান্টেড  এ আনুমানিক ৯,৭৬,৫৬০ লক্ষ কাজের একটি বিশাল ভাণ্ডার তৈরী করেছে যা সবার জন্য মুক্ত। যাতে আপনি আপনার ঘরে বসে আপনার কম্পিউটার ব্যবহার করে মাউসের কয়েক ক্লিকেই খুজে পাবেন কাজের এক উন্মুক্ত বিশাল ভান্ডার। ওয়ান্টেড একটি চমৎকার একটি ওয়েবসাইট যেখানে আপনি পেতে খুজে পেতে লক্ষ কাজের সন্ধ্যান তও বিনামূল্যে। খুজে নিতে পারেন আপনার পছন্দের কাজ, আপনার সপ্ন পূরনের নতুন দূয়ার। আপনার শহরের, জেলার কাছাকাছি সবধরনের কাজ। ওয়ান্টেড এ অফলাইন কাজের এক বীশাল তালিকার সাথে আছে অঢেল অনলাইন কাজের সংবাদ।

এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে কেন ওয়ান্টেড নামক ওয়েব সাইটের কথা বলছি যেখানে  আপনি বিশ্বের পরিবর্তন সূএ খুজে বেরাচ্ছেন! হ্যাঁ আমি আপনার প্রশ্নের সাথে একমত। কিন্তু বলা বাহুল্য যে আমি আপনাকে আমার বন্ধু আইয়ান বা ওয়ান্টেড এর পরিচয় করিয়েছি শুধু এটা বোঝানোর জন্য যে শুধূ  মাএ প্রশ্নের মাধ্যমে বিশ্বের পরিবর্তন  কোনো দিন সম্ভব ছিল না এমনকি আজও না! আমি কিছু মানুষের খুব কাছে গিয়ে দেখেছি যে তারা বিশ্বের পরিবর্তনের জন্য কতখানি অমনুসিক যন্ত্রনা কাতর পরিশ্রম করে চলেছে। আমি তাদের সাফল্যের মধূর সাধ চোখের পানি দিয়ে সাগত জানাতে দেখেছি। oDesk বা  Freelancer এর মতো স্রষ্টির স্রষ্টার বাকরূধ্ আপ্রান চেষটা দেখেছি। যাদের সৃস্টি দিয়ে বিশ্বের কয়েক কোটী মানুষ তাদের জীবনের নতুন আশার আলো ফুটিয়েছে।

এবার যদি নিজেদের দিকে তাকাই তাহলে দেখবেন এবং শুনে বিস্মীত ও হবেন জেনে একটি চিরন্তন সত্য যে আমাদের সবার প্রিয় টেকটিউনস আজ আমাদের গর্ব, আমাদের ভালবাসা সেই টেকটিউনস এর গর্বিত প্রতিষ্ঠাতা মেহেদী হাসান আরিফ ভাই ঐ oDesk বা  Freelancer এর মত একজন স্রষ্টা যিনি অমানুসিক কঠিন পরিশ্রম করে আমাদের জন্য এক সরণীয়-বড়ণীয়  অবদান রেখেছেন।যার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না।

হে আমি আপনাদের লক্ষ করেই বলছি যে দয়া করে প্রশ্ন করা বন্ধ করুন আর যদ প্রশ্ন করতেই হয় তাহলে প্রশ্ন করুন আপনাকে, প্রশ্ন করুন আপনার মনকে যে সে কী চায়? কোথায় যেতে চায় আপনাকে নিয়ে? দেখবেন আপনি পেয়ে গেছেন পৃথীবীর শ্রেষঠতম উওর যা আপনাকে দিয়ে তৈরী করবে পরিবর্তনের নতুন মাএা, দিয়ে যাবে আমাদের এবং আমাদের অনাগত ভবীষৎ এর জন্য কিছু অমূল্য অবদান যা আপনিই পারেন। আপনি হতে পারেন একটি পরিবর্তিত বিশ্বের অবিচ্ছন্ন নায়ক এবং সেটা আমি সর্বপরি আমরা বিস্বাস করি, আমরা আপনা অপেক্ষাতেই আছি…

সূএ | বিশেষ কৃতজ্ঞতা ওয়ান্টেড, oDeskটেকটিউনস

ধন্যবাদ

সুমন রহমান

Level 0

আমি sumonbackpiper। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hi I'm Sumon Rahman I'm Freelancer, Wordpress and Faebook Developer and Social Media Consultant.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারণ

ধন্যবাদ আমি কে ভাইয়া আপনার অসাধারন মন্তব্যের জন্য।

Jotil !