We think you are talented... শ্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে মেধাবী ডট কম। নির্মাণাধীন এই সাইটটির কাজ শেষ হলে এটি হবে দেশের সবচেয়ে বড় শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। এখানে থাকবে-
* সকল বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য।
* বিদেশি প্রতিষ্ঠানে ভর্তির যাবতীয় তথ্যাদি।
* দেশের সব সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত তথ্য, যোগাযোগের তথ্য।
* দেশের সব সরকারী ও বেসরকারি মেডিক্যাল কলেজের বিস্তারিত তথ্য, যোগাযোগের তথ্য।
* স্বনামধন্য কলেজ সমূহের প্রয়োজনীয় তথ্য।
* স্বনামধন্য স্কুল সমূহের প্রয়োজনীয় তথ্য।
এছাড়াও বিশেষ দুটি প্রোগ্রাম-
# মেধাবী স্টারঃ প্রতি মাসে একজন করে মেধাবী তারকা নির্বাচন করা হবে। দেশের বিভিন্ন শহর অথবা গ্রাম থেকে নির্বাচিত ছাত্রের/ছাত্রীর সাক্ষাৎকার প্রকাশ করা হবে মেধাবী ডট কম ওয়েবসাইটে।
# মেধাবী কুইজঃ এটি সাপ্তাহিক কুইজ প্রোগ্রাম। প্রতি সপ্তাহের কুইজ বিজয়ীর জন্যে থাকবে ৫০০ টাকা সমমানের পুরষ্কার। এছাড়া, বিজয়ীর ছবি সহ নাম ঠিকানা প্রকাশ করা হবে ওয়েবসাইটে।
ভিজিট করুনঃ MedhabiDotCom
আমি মেধাবী ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
MedhabiDotCom একটি শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। এখানে আছে- ১. দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় তথ্য। ২. সাপ্তাহিক কুইজ। বিজয়ীর জন্যে ৫০০ টাকা সমমানের পুরষ্কার। ৩. মেধাবী তারকা প্রোগ্রাম। ভিজিট করুনঃ http://www.medhabi.com
আমি গত পর্বে বিজয়ী হয়েছিলাম। মেধাবীডটকম নিয়ে আগে একটা পোস্ত দিয়েছিলাম আমি/