ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম প্রতিযগিতা দেখি। সেখানে বিভিন্ন পুরস্কারের ঘোষণাও থাকে। কিন্তু কেউ আসলেই সেই পুরষ্কার পায় কিনা জানি না। তবে আমি এসব বিশ্বাস করতাম না। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এইসব ভুয়া হয়। কিন্তু এবার আমার ধারণা বদলে গেল।
কিছুদিন আগে টিটি থেকে এটার নাম শুনি। এরপ্র মেধাবী কুইজে অংশ নিয়ে আমি গতসপ্তাহে বিজয়ী হই। নিয়ম অনুযায়ি তাঁদের ওয়েবসাইটে আমার নাম আর ছবি প্রকাশ করা হয়। কিন্তু পুরস্কারের কোনও খোঁজ নাই। ভাবলাম, ভিজিট পাওয়ার জন্যে এইসব ধোঁকাবাজি করতেছে। কিন্তু কাল আমার বাসার থিকানায় ঢাকা থেকে একটা কুরিয়ার আসলো। আমি তো দেখে অবাক। কে কুরিয়ার পাঠাবে? পড়ে দেখলাম মেধাবী ডট কম থেকে। খাম খুলে দেখলাম ৫টা ১০০ টাকার প্রাইজবন্দ। আমি যে কি খুশি সেটা বলা যাবে না।
আমি জানি ওয়েবসাইটের পরিচিতি বাড়ানোর জন্যে হয়তো এরা পুরষ্কার দিচ্ছে, কারণ এখনো এই ওয়েবসাইটের কাজ শেষ হয়নি। তবুও তো ভালো, কি বলেন? তাই ভাবলাম টিটির বন্ধুদের সাথে শেয়ার করি। ওয়েবসাইটের ঠিকানা http://www.medhabi.com আর সরাসরি কুইজের ঠিকানা http://medhabi.com/quiz
আপ্নারাও দেখতে পারেন। এটা আমার প্রথম টিউন। কেমন লাগলো জানাভেন।
আমি মামুন-অর-রশিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
only for school/college guys 🙁 .. ami university pori , ami join korte parbona ?? 😮