ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের শিক্ষার্থীরা এখন মাত্র এক হাজার ২০০ রুপিতে ট্যাবলেট পিসি (ট্যাব) হাতে পাবেন।
তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিক্ষাকে বি¯তৃত করতে তাদের এ সুযোগ করে দিচ্ছে সরকার।
বুধবার নয়া দিল্লিতে আকাশ নামে এ ব্যক্তিগত কম্পিউটারের উদ্বোধন করেন ভারতের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিবাল। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ খবর জানিয়েছে।
সিবাল বলেন, এ ট্যাব কিনতে সরকারের ব্যয় হবে দুই হাজার দুইশ' ৭৬ রুপি। ৫০ শতাংশ ভর্তুকি দিয়ে শিক্ষার্থীদের কাছে তা ১১০০ থেকে ১২০০ রুপিতে বিক্রি করা হবে।
কম্পিউটার যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান ডাটাউইন্ডকে প্রাথমিকভাবে এক লাখ ট্যাব সরবরাহ করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জিএনএ/২০২৬ ঘ.
আমি নাহিদ রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 334 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুনেছি সপ্ন যত বড় হয় তা তত তাড়াতাড়ি নাকি ভেঙ্গে যায় .....বোধহয় তাই !!তবুও আমি থেমে থাকি নি .....হোচট খেতে খেতে শিখেছি ,জীবন অনেক কঠিন ....এখানে আবেগের কোনো মুল্য নেই....এখনে প্রতিটা মানুষ তার নিজেকেই সবচেয়ে ভালোবাসে .....!! ............তাই আমি চেষ্টা করছি একটু ভিন্ন হতে ,আর এ জন্য কেউ বলে পাগল...
আমাদের দেশে এরকম জিনিস কবে আসবে তা আল্লাহ্পাক জানেন।