দিন দিন বিজ্ঞান এগিয়ে যাচ্ছে যেই সাথে এগিয়ে যাচ্ছে মানুষজাতি।প্রযুক্তির কল্যানে মানুষ বিশ্বকে নিয়ে এসেছে হাতের মুঠোয়।যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন একটা দেশের এখন প্রধান গুরুত্বপুর্ন কাজ।যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে সৃষ্টি হচ্ছে নতুন নতুন বিস্ময়ের।তেমনি এক বিস্ময় দীর্ঘতম সেতুসমূহ।আজ আমরা বিশ্বের ৭ টি দীর্ঘতম সেতুর সাথে পরিচিত হব।এদের মধ্যে প্রথম তিনটিই এবং ৪র্থ ও ৫মটি চীনে।চীনে গনমাধ্যম এর উপর কড়াকড়ির কারণে সেতুগুলো সম্পর্কে বিস্তারিত জানা যায় নি।
দৈর্ঘ্যঃ ১৬৪,৮০০ মিটার উদ্বোধনঃ ২০১১ অবস্থানঃ চীন
এই সেতুটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সেতু।এটি চায়নার জিয়াংজু প্রদেশে অবস্থিত এবং সাংহাই ও নানজিং এর মধ্যে যোগাযোগের জন্য তৈরি করা হয়েছে।
দৈর্ঘ্যঃ ১১৩,৭০০ মিটার উদ্বোধনঃ ২০১১ অবস্থানঃ চীন
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেতু এটি।এটি লংফেং ও কুইংজিয়ান সংযুক্ত করেছে।
দৈর্ঘ্যঃ ৭৯,৭৩২ মিটার উদ্বোধনঃ ২০১০ অবস্থানঃ চীন
এটি মুলত ঝেংঝাও-জিয়ান রেলপথের একটি অংশ যেটি ঝেংঝাও এবং জিয়ান শহরকে সংযুক্ত করার উদ্দেশ্যে ওয়ি নদীর উপরে বানানো হয়েছে।
দৈর্ঘ্যঃ ৫৪,০০০ মিটার উদ্বোধনঃ ২০০০ অবস্থানঃ থাইল্যান্ড
থাইল্যান্ডের ব্যাংকক এ অবস্থিত এটি মুলত ৬ লেন বিশিষ্ট সমতলভুমির উপর দিয়ে করা হাইওয়ে।
দৈর্ঘ্যঃ ৪৮,১৫৩ মিটার উদ্বোধনঃ ২০১১ অবস্থানঃ বেইজিং (চীন)
দৈর্ঘ্যঃ ৪১,৫৮০ মিটার উদ্বোধনঃ ২০১১ অবস্থানঃ চীন
জিয়াওউ বে ব্রিজ চীনের শাংডন প্রদেশের কিংডাও এবং হুয়াংডাও জেলার মধ্যে যোগাযোগ ব্যাবস্থা উন্নয়নের জন্য তৈরি করা হয়েছে।এর পুরোটাই জিয়াওউ সমুদ্রের উপর করা হয়েছে।এটি তৈরি করতে ১০ হাজার শ্রমিকের চার বছর সময় লেগেছে।এছাড়া ৪৫০,০০০ টন স্টিল ছাড়াও ২৩ লক্ষ কিউবিক মিটার কংক্রিট লেগেছে এটি বানাতে।এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে ভুমিকম্প,জলোচ্ছাস বা সাইক্লোনে কোন ক্ষতি না হয়।
দৈর্ঘ্যঃ ৩৮,৪৪৮ মিটার উদ্বোধনঃ ১৯৬৯ অবস্থানঃ যুক্তরাষ্ট্র
যুক্তরাস্ট্রের দক্ষিন লুইজিয়ানা অঙ্গরাজ্যের লেক পঞ্চারট্রেন এর উপর নির্মিত এই সেতুটি বিশ্বের ৭ম দীর্ঘ সেতু।চীনের জিয়াওউ বে ব্রিজ নির্মিত হওয়ার আগে সেই ১৯৬৯ সাল থেকে এটি ছিল পানির উপর তৈরি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সেতু।এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় ৪৩,০০০ যানবাহন চলাচল করে।বিশ্বের সবচেয়ে বয়স্ক দীর্ঘতম সেতু এটি।
>>>পুর্বে টেকস্পেটে প্রকাশিত।<<<
আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।
প্রথম!