আসুন একটু আয়না দেখি ! কি বলছে ওই আরশি ? আয়না কি সঠিক কথায় বলে ? না শুধু ইমেজ এর বাম ডানে একটু ভূল ! একটু না কি অনেক খানি ?
আমার টিঊনার হিসেবে বয়স মাত্র দেড় দিন । বাড়ি আমার পশ্চিমবঙ্গে । টেক টিউনস এর একজন অন্ধ ভক্ত।এই দেড় দিনে আমি মোট ৩ টি টিঊন করেছি, আর পেয়েছি বাংলাদেশের আমার ভাই বোনেদের অফুরন্ত ভালোবাসা , সালাম বাংলাদেশ , সালাম তোমার সংবেদনশীল মনশীলতাকে , সালাম তোমার আন্তরিকতাকে , একই দিনে আমার টিউনে আপনারা অসংখ্য মন্তব্য দিয়ে ঋদ্ধ করেছেন আমাকে , আমি আপ্লুত , আমি ধন্য
আমার আজকের বিষয়টি একটু অন্য ধরনের। আমরা প্রত্যকেই কিছু না কিছু ভূল চলার পথে অবশ্য ই করে থাকি । সেগুলি ভিন্ন ভিন্ন ধরনের – কারন আমরা জানি মানুষ মাত্রই ভুল করে থাকেন! এটা স্বাভাবিক প্রবনতা।কারন আমি বিশ্বাস করি -
NO BODY is perfect , PERFECTION is paralysis …….
না ! আমি কিন্তু সেই ধরনের চলার পথের ছোট ছোট ভূল ত্রুটি র কথা বলছি না ! – আমি বলছি মারাত্মক সেই সকল ভুলের কথা যা আমি আপনি প্রায় ই করে থাকি – অত্যন্ত অসেচতন ভাবে ।
আসুন এত তাড়াতাড়ি বিষয় টিকে ডিসক্লোজ না করে একটা গল্প বলি ! কি সবাই মনে মনে খুব বিরক্ত হচ্ছেন তো ভাবছেন ছেলেটা কোথা থেকে ঊড়ে এসে জুড়ে বসল...... কাতুকুতু বুড়োর মত সুযোগ পেলেই গল্প শোনায় । না না প্লিজ টিউন ছেড়ে যাবেন না ...... একবার অন্তত গল্পটি শুনে যান ! কথা দিচ্ছি ভালো না লাগলে পয়সা ফেরৎ ! আর ভালো না লাগলে পরের বার থেকে আর কোনো গল্প বলব না! সরা সরি বিষয় বস্তুতে মনোনিবেশ করব । এই আমার গল্প হল শুরু ............
বসন্তের এক বিকেলে এক বৃদ্ধ বাবা আর তার সদ্য যুবক ছেলে বাড়ির সামনের একটা ফাঁকা বাগানে বসে ছিল-একই জায়গায় পাশাপাশি একটু দূরে । বয়সোচিত কারনে বাবা চোখে একটু কম দেখতেন –। তার আগের দিনই সে শহরে একটি চাঞ্চল্য কর খুনের ঘটনা ঘটেছিল – খবরের কাগজে ছেলেটি সেই খবর পড়ছিল । বাগানের মধ্যে হরেক রকম পাখি উড়ে উড়ে আসছিল – তারা বাগানের পড়ে থাকা শুকনো ফল মূল খুঁটে খুটে খাচ্ছিল ।হঠাৎ একটি চড়ুই পাখি কিচির মিচির করতে করতে তাদের সামনে এসে বসল। বৃদ্ধ বাবা তার ছেলে কে জিজ্ঞাসা করল – “ওইটা কি পাখি ?”
ছেলেটি খবরের কাগজ থেকে মুখ তুলে নির্লিপ্ত ভাবে জবাব দিল – “ঔ টা ? ওইটা তো চড়াই পাখি ”
বেশ কিছু সময় পর চড়াই টা নাচতে নাচতে তাদের আরো কাছে এসে বসল ।
বাবা আবার জিজ্ঞাস করলেন –“ কি পাখি ওটা ”
ছেলেটি খবরের কাগজ থেকে মুখ তুলে আবার নির্লিপ্ত ভাবে জবাব দিল – “এই টা ? বললাম তো এইটা তো চড়াই পাখি ”
এই ভাবে আবার কিছু সময় কেটে গেলো ! চড়াই পাখিটি শুকনো পাতা নিয়ে খলতে খেলতে কিচির মিচির শব্দ করতে লাগোল ।
বৃদ্ধ বাবা আবারো প্রশ্ন করলেন –“বাবা রে এটা কি চড়াই পাখি নাকি ?”
ছেলেটির ধৈর্যের বাঁধ এবার ভেঙ্গে গেলো !ক্রুদ্ধ স্বরে ছেলেটি জবাব দিল “হ্যা ! হ্যা ! হ্যাঁ ! এটা চ – ড়া -ই পাখি । কতবার তোমায় বলব এটা চড়াই পাখি ! চড়াই পাখি !চড়াই পাখি! তুমি কি কানে ভাল করে শোনো না ? না চোখে ঠিক মত দেখতে পাও না ?
অকস্মাৎ ছেলের এই দুর্ব্যবহারে – এক অব্যক্ত যন্ত্রণায় , দুঃখে , কষ্টে বাবার মুখ টি কুঁ কড়ে গেলো। চোখের কোনা জলে চিক চিক করে ঊঠল । বাগান থেকে ধীর অথচ ক্লান্ত পায়ে সেই বৃদ্ধ বাবা সেই খান থেকে উঠে বাড়ির দিকে হাটতে শুরু করলেন ।
ছেলে টির ক্রোধ তখণো কমেনি সে ঊষ্মার সঙ্গে প্রশ্ন করল – “আবার চললে কোথায় ?”
বাবা কোনো উত্তর না দিয়ে একবার শুধু হতাশ চোখে তার নিজের ই সন্তানের দিকে ফিরে তাকালেন , সেই দ্রৃষ্টিতে কি লুকিয়ে ছিল ? অভিমান ? হতাসা ? নাকি ৭৭ টি বসন্তের দ্বার প্রান্তে পৌঁছে এক বৃদ্ধ বাবার করুন আকুতি ? কে জানে !
তারপর কোনো উত্তর না দিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেলেন !
যাঃ ! খবরের কাগজের এত ইন্টারেস্টিং একটি খবরের সলিল সমাধি হয়ে গেল !
বেশ কয়েক মিনিট পর বৃদ্ধ বাবা আবার বাগানে ফিরে এলেন ! হাতে একটি অতি পুরোনো ,প্রায় শতচ্ছিন্ন ডায়েরী ।
বাবা কম্পিত হাতে ডায়েরীর পাতা ঊল্টাতে ঊলটাতে একটি পাতায় এসে থামলেন ।
ছেলের হাতে দিয়ে বললেন তুমি যখন ছোট ছিলে তখন আমি প্রায় ই আমার রোজ নামচা আমি এখানে লিখতাম। এই পাতাটি একটু জোরে জোরে পড় !
বাবার এই অদ্ভুত ধরনের ব্যবহারে ছেলেটি বিস্মিত হল। যাই হোক কি আর করা ! ছেলেটি জোরে জোরে পড়তে শুরু করল ......।।
“ আজ ২ রা সেপ্টেম্বর ... আমার ছেলে এখন একটু একটু করে বড় হচ্ছে ...... সে এখন গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে... আজ এক অদ্ভুত ঘটনা ঘটেছে । আজ বাগানে যখন ছেলেকে নিয়ে খেলছিলাম ।। তখন প্রচুর চড়ুই পাখি আমাদের বাগানে এসে বসল । অদ্ভূত এক কৌতুহলে আমার ছেলে বার বার চড়াই পাখি গুলির দিকে তেড়ে তেড়ে যাচ্ছিল , আর বার বার চিৎকার করে তার অস্ফুট ভাষনে জিজ্ঞাসা করছিল “বাবা ওটা কি পাখি ?” সে আমায় ২১ বার জিজ্ঞাসা করেছিল “বাবা এটা কি পাখি ?” “বাবা এটা কি পাখি ?”. আমি প্রতিবার উত্তর দিলাম “ ওটা চড়াই পাখি বাবা ” আর বার বার সে খিল খিল করে হাসছিল , যতবার সে একই প্রশ্ন করেছে একবারের জন্য ও আমরা রাগ হয় নি ! ততবার আমি তাকে আমার বুকের কোনায় জড়িয়ে ধরে বলেছি “ বাবা ওইটা চড়াই পাখি ” বুকটা আমার আনন্দে ভরে উঠল ! এই আনদ আমি সারা জীবনেও কোনোদিন ভুলবোনা ... এ ভাষায় প্রকাশ করা যায় না ।...... তার পর ধীরে ধীরে সন্ধ্যা নেমে এল ......। ”””
ছেলেটির ডায়েরী পড়া শেষ হল । মুখ তুলে তাকিয়ে দেখল তার বাবার চোখের কোনায় চিক চিক করছে অশ্রু । সে তার বাবার মুখের দিকে চোখ তুলে তাকাতে পারলনা ।জড়িয়ে ধরল সে তার বাবাকে । বাবার চোখ থেকে ফোঁ টা ফোঁটা করে গড়িয়ে পড়ল অশ্রু । গালের উপর পড়ে রইল সেই অশ্রু বিদুর পথ চলার গতি , না কোনো অভিমান নয় ! তার প্রতটি অশ্রু বিন্দুর সাক্ষী হয়ে থাকল সে পড়ন্ত বিকেলের রোদ , আর ২৪ টি বছর ! বাবা শুধু একটি উত্তর দিলেন - “ আজ ২৪ বছর পার হয়ে গেলো ! বদলায় নি কিছুই ! সেই বাগান! সেই চড়াই পাখি ! বদলে গেছি শুধু তুই আর আমি ............ মানে তোর আর আমার বয়সটা .........
আমার গল্প ফুরোলো , নটে গাছটি মূড়োলো।
এবার ফিরে আসি বাস্তবে , আচ্ছা সত্যি করে বলুন তো.........
আমরা কি প্রায় ই আমাদের জানতে , আমাদের অজান্তে এই ধরনের ভুল করি না ?
উত্তর – কম বেশি অবশ্য ই করি । প্লিজ আসুন আমরা সকলেই একটু সাবধান হয়ে যায় ।
THUS FAR AND NO FURTHER . ...............
No more Mistake Please ..............
আজকের দিনে সারা বিশ্বে প্রতিযোগিতার এই ইঁদুর দৌড়ে আমরা ভুলে যেতে বসেছি আমাদের এই মানবিক সত্ত্বাটিকে ।
আজ সারা বছরের কোনো না কোনো দিন কে ‘ Father’s Day, Mother’s Day , Parents day , Memorial day , Labour day হিসেবে পালন করি ! কিন্তু
In Islam, however, respecting, honouring and appreciating parents is not just for a single day of the year, but rather for each and every day.
আমাদের হোলি কোরান ও সেই একই কথা বলে -
A child should respect and appreciate his or her parents on a daily basis. Allaah mentions that human beings must recognise their parents and that this is second only to the recognition of Allaah Himself.
আসুন অনেক কথা হল – এবার দেখার পালা- আমি একটি সুন্দর ভিডিও মিডিয়া ফায়ার লিঙ্কে আপলোড করে দিলাম –দেখতে ভুলবেন না । কথা দিচ্ছি এটা আপনার একটি অ্যাসেট হয়ে থাকবে । আপনার হার্ড ডিস্কে ২০ জিবি ই হোক আর ২০০ জিবি যত ভিডিও ফাইল আপনি সংরক্ষন করে রেখেছেন এটি হতে চলেছে তাদের সবার সেরা একটি সং গ্রহ । আমার উপরে বিশ্বাস রাখুন । মাত্র ১৭ এম বি এর একটি ফাইল – সবাই ভালো থকবেন । দোওয়া করবেন-
নীচের লিঙ্কটি থেকে সরা সরি (অথবা কপি পেস্ট করে ) সংগ্রহ করন অসাধারন একটি ভি ডিও । ইরেজীতে সাবটাইটেল করা আছে । আবার বলছি এই টিঊনের ২৫ % হল এই লেখা আর বাকি ৭৫ % ই হল ওই ভিডিও টি , কি ? কি ঠিক করলেন ?
আচ্ছা এই টিঊন টি পড়ার পর প্রথমেই আপনার মনে স্বত"স্ফূর্ত ভাবে কিসের ছবি ভেসে আসল ? That drops of tears .......... ? ওই চোখের অশ্রু বিন্দু কি আমাদের একটু হলেও ভাবায় না ? কি মনে হল ? একটু লিখে জানাবেন ,
ভিডি ও টির লিঙ্ক -- নীচে ( I assure U 'll miss something if if U miss it .)
আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .
চোখে পানি এসে গেল। পিতা মাতার সাথে কখনো খারাপ আচরন করা উচিত নয়। ধন্যবাদ তোমাকে। আল্লাহ তোমাকে পুরুস্কৃত করুন।