আসুন নিজেদের ছবি একটু আয়নায় দেখি! কি বলছে ওই আরশি ? আয়না কি সঠিক কথাই বলে?

আসুন একটু আয়না দেখি  ! কি বলছে ওই আরশি ? আয়না  কি সঠিক কথায় বলে ? না শুধু  ইমেজ এর বাম ডানে একটু  ভূল ! একটু না কি অনেক খানি ?

আমার টিঊনার হিসেবে বয়স  মাত্র দেড় দিন । বাড়ি আমার পশ্চিমবঙ্গে  ।  টেক টিউনস এর একজন অন্ধ ভক্ত।এই দেড়  দিনে আমি মোট ৩ টি টিঊন করেছি,   আর পেয়েছি বাংলাদেশের আমার ভাই বোনেদের অফুরন্ত ভালোবাসা , সালাম বাংলাদেশ , সালাম তোমার সংবেদনশীল মনশীলতাকে , সালাম তোমার আন্তরিকতাকে , একই দিনে আমার টিউনে আপনারা অসংখ্য মন্তব্য দিয়ে ঋদ্ধ করেছেন আমাকে , আমি আপ্লুত , আমি ধন্য

আমার আজকের বিষয়টি একটু অন্য ধরনের। আমরা প্রত্যকেই কিছু না কিছু ভূল চলার পথে অবশ্য ই  করে থাকি । সেগুলি ভিন্ন ভিন্ন ধরনের – কারন আমরা জানি মানুষ মাত্রই ভুল করে থাকেন! এটা স্বাভাবিক প্রবনতা।কারন আমি বিশ্বাস করি -

NO BODY is perfect , PERFECTION is paralysis …….

না ! আমি কিন্তু সেই ধরনের চলার পথের ছোট ছোট  ভূল ত্রুটি র কথা বলছি  না ! – আমি বলছি মারাত্মক সেই সকল ভুলের কথা যা আমি আপনি প্রায় ই করে থাকি – অত্যন্ত অসেচতন ভাবে ।

আসুন এত তাড়াতাড়ি  বিষয় টিকে  ডিসক্লোজ না করে  একটা গল্প বলি ! কি সবাই মনে মনে খুব বিরক্ত হচ্ছেন তো ভাবছেন ছেলেটা  কোথা থেকে ঊড়ে এসে জুড়ে বসল......  কাতুকুতু বুড়োর মত সুযোগ পেলেই গল্প শোনায় । না না প্লিজ টিউন ছেড়ে যাবেন না ...... একবার অন্তত গল্পটি শুনে যান ! কথা দিচ্ছি ভালো না লাগলে পয়সা ফেরৎ ! আর ভালো না লাগলে পরের বার থেকে আর কোনো গল্প বলব না!   সরা সরি বিষয় বস্তুতে মনোনিবেশ করব ।  এই আমার গল্প হল শুরু ............

বসন্তের এক বিকেলে এক বৃদ্ধ বাবা আর তার সদ্য যুবক ছেলে বাড়ির সামনের একটা ফাঁকা বাগানে বসে ছিল-একই জায়গায় পাশাপাশি একটু দূরে ।  বয়সোচিত কারনে বাবা চোখে একটু কম দেখতেন –। তার আগের দিনই সে শহরে একটি চাঞ্চল্য কর খুনের ঘটনা ঘটেছিল – খবরের কাগজে ছেলেটি সেই খবর পড়ছিল । বাগানের মধ্যে হরেক রকম পাখি উড়ে উড়ে আসছিল – তারা বাগানের পড়ে থাকা শুকনো ফল মূল খুঁটে খুটে খাচ্ছিল ।হঠাৎ একটি চড়ুই পাখি কিচির মিচির করতে করতে তাদের সামনে এসে বসল। বৃদ্ধ বাবা তার ছেলে কে জিজ্ঞাসা করল – “ওইটা কি  পাখি ?”

ছেলেটি খবরের কাগজ থেকে মুখ তুলে নির্লিপ্ত ভাবে জবাব দিল – “ঔ টা ? ওইটা তো চড়াই পাখি ”

বেশ কিছু সময় পর চড়াই টা নাচতে নাচতে তাদের আরো কাছে এসে বসল ।

বাবা আবার জিজ্ঞাস করলেন –“  কি পাখি ওটা ”

ছেলেটি খবরের কাগজ থেকে মুখ তুলে আবার  নির্লিপ্ত ভাবে জবাব দিল – “এই  টা ?  বললাম তো  এইটা তো চড়াই পাখি ”

এই ভাবে আবার কিছু সময় কেটে গেলো ! চড়াই পাখিটি শুকনো পাতা নিয়ে খলতে খেলতে কিচির  মিচির শব্দ করতে লাগোল ।

বৃদ্ধ বাবা আবারো   প্রশ্ন করলেন –“বাবা রে  এটা কি  চড়াই পাখি নাকি ?”

ছেলেটির ধৈর্যের বাঁধ এবার ভেঙ্গে গেলো !ক্রুদ্ধ স্বরে ছেলেটি জবাব দিল    “হ্যা  ! হ্যা ! হ্যাঁ !  এটা  চ – ড়া -ই  পাখি । কতবার তোমায় বলব  এটা  চড়াই পাখি ! চড়াই পাখি !চড়াই পাখি! তুমি কি কানে ভাল করে  শোনো না ? না চোখে  ঠিক মত  দেখতে পাও না ?

অকস্মাৎ ছেলের এই  দুর্ব্যবহারে –  এক অব্যক্ত যন্ত্রণায় , দুঃখে , কষ্টে  বাবার মুখ টি কুঁ কড়ে গেলো। চোখের কোনা  জলে চিক চিক করে ঊঠল । বাগান থেকে ধীর অথচ ক্লান্ত পায়ে সেই বৃদ্ধ বাবা সেই খান থেকে উঠে বাড়ির দিকে হাটতে শুরু করলেন ।

ছেলে টির ক্রোধ তখণো কমেনি সে ঊষ্মার সঙ্গে প্রশ্ন করল – “আবার চললে কোথায় ?”

বাবা কোনো উত্তর না দিয়ে একবার শুধু হতাশ চোখে তার নিজের ই সন্তানের দিকে ফিরে তাকালেন ,  সেই দ্রৃষ্টিতে কি লুকিয়ে ছিল ? অভিমান ? হতাসা ?  নাকি ৭৭ টি বসন্তের দ্বার প্রান্তে পৌঁছে এক বৃদ্ধ বাবার  করুন আকুতি  ?  কে জানে !

তারপর কোনো উত্তর না দিয়ে বাড়ির ভিতরে  ঢুকে গেলেন !

যাঃ ! খবরের কাগজের এত ইন্টারেস্টিং একটি খবরের সলিল সমাধি হয়ে গেল !

বেশ কয়েক মিনিট পর বৃদ্ধ বাবা আবার বাগানে ফিরে এলেন ! হাতে একটি অতি পুরোনো ,প্রায় শতচ্ছিন্ন ডায়েরী ।

বাবা কম্পিত হাতে ডায়েরীর পাতা ঊল্টাতে ঊলটাতে একটি পাতায় এসে থামলেন ।

ছেলের হাতে দিয়ে বললেন তুমি যখন ছোট ছিলে তখন আমি প্রায় ই আমার রোজ নামচা আমি এখানে লিখতাম। এই পাতাটি  একটু জোরে জোরে পড় !

বাবার এই অদ্ভুত ধরনের ব্যবহারে ছেলেটি বিস্মিত হল। যাই হোক কি আর করা ! ছেলেটি জোরে জোরে পড়তে শুরু করল ......।।

“  আজ ২ রা সেপ্টেম্বর  ... আমার ছেলে এখন একটু একটু করে বড় হচ্ছে ...... সে এখন গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে... আজ এক অদ্ভুত ঘটনা  ঘটেছে । আজ বাগানে যখন ছেলেকে নিয়ে খেলছিলাম ।। তখন প্রচুর চড়ুই পাখি আমাদের বাগানে এসে বসল । অদ্ভূত এক কৌতুহলে  আমার ছেলে  বার বার চড়াই পাখি গুলির দিকে তেড়ে তেড়ে যাচ্ছিল  , আর বার বার চিৎকার করে তার অস্ফুট ভাষনে  জিজ্ঞাসা করছিল “বাবা ওটা কি পাখি ?”   সে আমায় ২১ বার জিজ্ঞাসা করেছিল “বাবা এটা কি পাখি ?” “বাবা এটা কি পাখি ?”. আমি প্রতিবার  উত্তর দিলাম “  ওটা চড়াই পাখি বাবা ” আর বার বার সে খিল খিল করে হাসছিল , যতবার সে একই প্রশ্ন করেছে একবারের জন্য ও  আমরা রাগ হয় নি ! ততবার আমি তাকে আমার বুকের কোনায় জড়িয়ে ধরে বলেছি “ বাবা ওইটা চড়াই পাখি ”  বুকটা আমার আনন্দে ভরে উঠল ! এই আনদ আমি সারা জীবনেও কোনোদিন ভুলবোনা  ...  এ ভাষায় প্রকাশ করা যায় না  ।......   তার পর ধীরে ধীরে সন্ধ্যা নেমে এল ......।  ”””

ছেলেটির  ডায়েরী পড়া  শেষ হল । মুখ তুলে তাকিয়ে দেখল তার বাবার চোখের কোনায়  চিক চিক করছে অশ্রু । সে তার বাবার মুখের দিকে চোখ তুলে তাকাতে পারলনা ।জড়িয়ে ধরল সে তার বাবাকে । বাবার চোখ থেকে ফোঁ টা  ফোঁটা  করে  গড়িয়ে পড়ল  অশ্রু ।  গালের উপর পড়ে রইল  সেই অশ্রু বিদুর পথ চলার গতি , না কোনো অভিমান নয়  ! তার প্রতটি অশ্রু বিন্দুর  সাক্ষী হয়ে থাকল সে পড়ন্ত বিকেলের রোদ , আর ২৪ টি বছর ! বাবা শুধু একটি উত্তর দিলেন -  “ আজ ২৪ বছর পার হয়ে গেলো ! বদলায় নি কিছুই ! সেই বাগান! সেই  চড়াই পাখি ! বদলে গেছি শুধু তুই আর আমি ............  মানে তোর আর আমার বয়সটা .........

আমার গল্প ফুরোলো , নটে গাছটি মূড়োলো।

এবার ফিরে আসি বাস্তবে , আচ্ছা সত্যি করে  বলুন তো.........

আমরা কি প্রায়  ই  আমাদের জানতে , আমাদের অজান্তে এই ধরনের ভুল করি না ?

উত্তর – কম বেশি অবশ্য ই করি । প্লিজ আসুন আমরা সকলেই একটু সাবধান হয়ে যায়  । 

 THUS FAR       AND       NO     FURTHER . ...............

No more Mistake Please ..............

আজকের দিনে সারা বিশ্বে প্রতিযোগিতার এই ইঁদুর দৌড়ে আমরা ভুলে যেতে বসেছি আমাদের এই মানবিক সত্ত্বাটিকে ।

আজ সারা বছরের    কোনো না কোনো দিন কে  ‘ Father’s Day,   Mother’s Day , Parents day , Memorial day , Labour day  হিসেবে পালন করি ! কিন্তু

In Islam, however, respecting, honouring and appreciating parents is not just for a single day of the year, but rather for each and every day.

আমাদের হোলি কোরান ও সেই একই কথা বলে -

A child should respect and appreciate his or her parents on a daily basis. Allaah mentions that human beings must recognise their parents and that this is second only to the recognition of Allaah Himself.

আসুন অনেক কথা হল – এবার দেখার পালা- আমি একটি সুন্দর ভিডিও মিডিয়া ফায়ার লিঙ্কে  আপলোড করে দিলাম –দেখতে ভুলবেন না । কথা দিচ্ছি এটা আপনার একটি অ্যাসেট  হয়ে থাকবে । আপনার হার্ড ডিস্কে ২০  জিবি  ই হোক আর ২০০ জিবি  যত ভিডিও ফাইল আপনি সংরক্ষন করে রেখেছেন এটি হতে চলেছে তাদের সবার সেরা  একটি  সং গ্রহ । আমার উপরে বিশ্বাস রাখুন ।  মাত্র ১৭ এম বি এর একটি ফাইল – সবাই ভালো থকবেন  । দোওয়া  করবেন-

নীচের লিঙ্কটি  থেকে সরা সরি (অথবা কপি পেস্ট করে ) সংগ্রহ করন অসাধারন একটি  ভি ডিও । ইরেজীতে সাবটাইটেল করা আছে । আবার বলছি এই টিঊনের ২৫ % হল এই লেখা আর বাকি ৭৫ % ই হল  ওই ভিডিও টি , কি  ? কি  ঠিক  করলেন ?

আচ্ছা এই টিঊন টি পড়ার পর  প্রথমেই আপনার মনে স্বত"স্ফূর্ত ভাবে কিসের ছবি ভেসে আসল ?      That drops of tears ..........  ?     ওই চোখের অশ্রু বিন্দু কি আমাদের একটু হলেও ভাবায় না ?   কি মনে হল ?  একটু লিখে জানাবেন ,

ভিডি ও টির লিঙ্ক -- নীচে (   I assure  U 'll miss something if if U miss it .)

http://www.mediafire.com/?clq65r9qis73sws

Level 0

আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চোখে পানি এসে গেল। পিতা মাতার সাথে কখনো খারাপ আচরন করা উচিত নয়। ধন্যবাদ তোমাকে। আল্লাহ তোমাকে পুরুস্কৃত করুন।

    @feroz_ctg:
    ধন্যবাদ ভাই । আমার বীনিত অনুরোধ VDO টি অন্তত একবার দেখবেন । ভালো লাগলে সংগ্রহে রাখবেন , কথা দিচ্ছি ঠকবেন না !

    @ম্যাকসন:
    ধন্য বাদ ম্যাকসন ভাই ! আমার সবগুলি টিঊন ই আপনি দেখলেন । ধন্যবাদ আপনাকে ।

আপনার প্রথম পোস্ট থেকেই আপনাকে অন্যরকম ভালোলাগার শুরু, ৪ টি পোস্ট ই মনে জায়গা করে নিয়েছে, অন্যরকম করে চিন্তা ভাবনা করা শিখাচ্ছে, এবং আপনার সম্পর্কে একটা স্বচ্ছ ধারনা দিচ্ছে। আপনাকে ধন্যবাদ দেব না, দোয়া করি আপনার কাজের উপজুক্ত পুরষ্কার আল্লাহ আপনাকে দিন। আমিন।

    @হাসান বাপ্পী:
    অসংখ্য ধন্য বাদ বাপ্পী ভাই , মহান আল্লা আমাদের সকলকে নিজেদের ভুল ত্রুটি থেকে সংযত হতে সাহায্য করুন , আমিন

আপনার ফেসবুক আইডি টা শেয়ার করলে খুশি হতাম।

ভাই আমি অনেক বেয়াদুবি করি মা বাবার সাথে আর আপনি তা ভালো ভাবে মনে করিয়ে দিলেন। অনেক ভালো হয়েছে আপনার লেখাটা জার কারন হলো হয়তোবা আপনি আমার মত অনেক ছেলেকে অথবা মেয়েকে কিছুটা হলেও ভালো করতে পারবেন। আমি আর মা বাবার সাথে বেয়াদুবি করবো না। আল্লাহ আপনার ভালো করুক। আমি আপনার বাকি দুটি tune পরেছি but কোনো মন্তব্য করিনি but এটায় না করে পারলাম না নিজেকে তো বদলাতে হবে ভালো থাকবেন আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক এই দোয়া করি।

    @ruhul amin rakib:
    ভাই প্রথমেই ধন্য বাদ ! মন্তব্য করার জন্য । আর একটি কথা আপনাকে বলি , এটি আমার বিশ্বাস , শুধু আপনি নয় , আমি আপনি বা আমাদের প্রায় সকলেই আই রিপিট আমাদের প্রায় সকলেই কম বেশী এই ধরনের অসেচেতন বা অসতর্ক ভাবে করেই ফেলি। এর জন্য মনে কোনো গ্লানি রাখবেন না । শুধু একটু সাবধান হয়ে যেতে হবে , এই টুকু মাত্র । ধন্যবাদ ভাল থাকবেন

সুন্দর একটি বিষয় শেয়ার করলেন আপনাকে ধন্যবাদ।

Bhaia abar-o apnar tune khub-i sundor hoyeche. Allah apnar ei subho prochestar upojukto protidan din.

    @মিলন:
    ধন্যবাদ ভাই ! আল্লার কাছে আমার জন্য দোওয়া করলেন , এটাই আমার বিশাল প্রাপ্তি ।কজন মানূষের ভাগ্যে এইটা জোটে বলেন , আমিও আল্লা তলার কাছে দোওয়া করি আপনি ও আপনার পরিবার এর সকলে যেন ভাল থাকেন ।

Level 2

No comments!!!!!!!! What a glorious tune it is!

Level New

brother ki bolbo,,,1st story pora coment korlam,,puru ta pori ni..chu k pani asha gasa…vasha nai…

    @Shahed007:

    ভাই আশা করি এতক্ষন পুরো টা পড়ে ফেলেছেন , ভিডিও ফাইল তাও নিশ্চয় ডাউন্স হয়ে গেছে , তাহলে আর একটু কষ্ট করে পুরো ভিডিও টা দেখার পর আর একবার অন্তত জানান কেমন লাগল ,

Level New

download kora nilam..jodi apni 200mb o boltan ta hola o kunu problem chilo na…
a rokom aro chi..

    @Shahed007:
    ধন্য বাদ ভাই । আমার উপর আপনার এত আস্থা ! আল্লা মঙ্গলময় । ভালো থাকবেন । নিশ্চউ আবার হাজির হব , এই ধরনের আরো কিছু নিয়ে , খোদা হাফেজ

আজকে থেকে আপনার সব টিউন এ আগাম ধন্যবাদ !!! আপনি জানেন কিভাবে বলতে হবে !, আপনি জানেন কিভাবে বোঝাতে হবে !, আপনি জানেন কিভাবে লিখতে হবে !!……… আপনার টিউন প্রিয়তে আর রাখলাম না ভাই ! আপনাকে প্রিয়তে রাখলাম …………..

    @nahidrayhan:

    না রে ভাই না । সত্যি বলছি এতটুকু বিনয় নয় , আপনি চেষ্ট আকরলে একদিন আমার থেকে শত গুন ভালো লিখতে পারবেন , তার প্রমাণ আমি পেয়ে গেছি , আপনার পেজ আমি দেখেছি আর খুঁজে পেয়েছি একজনকে যার মধ্যে আমি দেখেছি —– জ্বালা , সেই অব্যক্ত যন্ত্রনার চিহ্ন, সেই আগুন … ” সেই বোকা মানুষ টি হতে চাই ……..” । Great Boss ! Great !

Level 0

kivabe koren aisob? osadharon…amra manush gulo amon,, sob jani..jene o vule thaki … na janar van kori… bt ai type kichu porar por r vule thakte parbo na… dhonnobad vaia…sob gulo tune e osadharon … nxt tune er opekkhae thaklm …

    @nischup:
    চুপ ! চুপ ! নিশ্চুপ !
    ঝুপ ঝুপ দেয় ডুব !
    তন্দ্রা কি মাখোনি ?
    জেগে উঠে দেখোনি ?

সত্যি , সত্যি সত্যি -৩ সত্যি ! আমি আপনাদের ভালোবাসায় আপ্লুত , অভিভুত !আমার এই ভুল-ভাল পাগলের প্রলাপ কে আপনারা এতত গুরুত্ব দিয়ে পড়েছেন বলে , আজ সন্ধায় এই টিঊন টি পোস্ট করি ।। এর মধ্যেই ১৬৭ জন ভিডিও ফাইল টি মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করে ফেলেছেন ! আলহামদুলিল্লাহ !

Level 0

ami ai golpo ta ageo shunesi….but ekhaney shundor korey explain kora chilo…
pore valo laglo….thnx

@apu,
নিজে একজন ভারতীয় বংশদ্ভুত বাংলাদেশী হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন ছেলে হিসেবে পরিশেষে একজন বাবা হিসেবে আপনাকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু শ্রদ্ধা, সবটুকু ভালবাসা, সবটুকু শুভকামনা….

    @জুয়েল:
    আপনাদের এই ভালোবাসা -এই আন্তরিকতায় – এই শুভকামনায় আমি আপ্লুত ! অসংখ্য অসংখ্য ……।। ধন্য বাদ ।
    — আসল এ আমাদের সবাই অত যন্ত্রমুখী হয়ে যাচ্ছি – মানবিক এই সত্ত্বার জায়গা তা বোধ হয় তাই কিছুট ম্লান … আবারো ধন্য বাদ দিয়ে শেষ করছি ।

Video-টির Youtube Link দেওয়া যাবে?

    @C/O D!pu…:
    চেষ্টা করছি। আপনার ইমেল দিলে আপনার আগেরযেট আচেয়েছিলেন ” য়ু ক্যান উইন ” এখনি পাথিয়ে দেবো । ভালো থাকবেন ।

C/O dipu -আপনাকে আমার কতগুলি অত্যন্ত মূল্যবান সম্পদের একটিসম্পদ শেয়ার করলাম , আরো কিছু লাগলে আওয়াজ দেবেন , বাংলা ভার্সন পেলেই পাঠাবো। দোওয়া করবেন ।।

দাদা আপনার টিউন পরে আমি আধ ঘণ্টা শুধুই কেঁদেছি। অসাধারন টিউন করেছেন। আমিও অনেক খারাপ ব্যবহার করি মা বাবার সাথে। কিন্তু আজ থেকে আর করব না। আপনি যে শিক্ষা দিলেন তা সারা জীবন মনে থাকবে। আপনি মহান। আপনাকে কোটি কোটি ধন্যবাদ।
আপনি আমাকে এবং আমার মত আরও অনেক ছেলেকে জীবনের সব চাইতে বড় পাপের হাত থেকে মুক্তি দিলেন। অসংখ্য ধন্যবাদ।

    @ভগীরথ দাস:
    ধন্যবাদ ভাই তোমাকে । আর বিষয়টি তোমার হৃদয় ছুয়েছে- এটিই সবথেকে বড় পাওনা ।

Level 0

পরে হলেও পরলাম আমি একটু অন্ন রকম——————– তাদের কাসেই পাইনা ——— আর ব্যবহার
ধন্যবাদ

ভাইয়া তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মধ্যে লুকিয়ে আছে অনেক অভিমান, যাই হোক পারলে অন্তত কার সাথে শেয়ার কোরো ! দেখবে অনেক হাল্কা লাগবে !

Level 0

আসলাই চোখে পানি এসে গেল। আপনি আসাধারন সব tyne করেছেন। আমি সত্যি আপ্নের ভক্ত হইয়া গেসি। আল্ললাহ হাফেজ.

sooti baba k amnite onek miss kori..apni ta aro badiya dilen..baba amader cere khub taritari cole gelen..kicu e korte parini tar jonne..akhon ma e sob….dowa korben jeno ma-k niya ajibon thakte pari…apnar jonno onek suvo-kamona..

darun ak kothay ovivut khub e valo laglo.thnxx

Level 0

Apu vai hats of to you really Awesome………………

আবার ও বলছি এখানে ফিরবেন কিনা ,পড়বেন কিনা আমাকে

জানতে ইচ্ছা করে — আপনি কী দিয়ে লেখেন

কলমে ?

হাত দিয়ে Keyboard এ ?

নাকি হৃদয় দিয়ে !

আপনি তো আমাকে আপনার প্রেমে ফেলে দিলেন

এখন কী যে করি !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Level 0

আপনার চিন্তাধারায় সাম্যতা আছে । ভাব প্রকাশে আরও মনোযোগ দরকার । তাহলেই অনন্য । । ।।।। ভালো থাকবেন । আমীন্ ।।।।।।।।

ভালো লাগলো…

apni এত সুন্দর করে কিভাবে লিখেন?

জনাব অপু,
অনেক খুঁজাখুঁজির পর প্রিয় টিউন লিষ্ট থেকে আপনাকে খুঁজে পেলাম!
আপনার সাথে জরুরী কিছু আলোচনা দরকার। দয়া করে যদি আপনার ইমেল এড্রেসটা দেন তাহলে উপকৃত হব।

ধন্যবাদ

পশ্চিম বাংলা দেখে তো পড়ার আগ্রহ খানিকটা কমেই গিয়েছিল। আর নামটাও একটু কারণ। তবে দুটো পোস্ট পড়েছি। খুব ভালো লেগেছে ভাই। মহান আল্লাহ আপনাকে আরো লেখার তাঊফিক দিন। আমীন।
প্রথমেই মনে ভূল ধারণা আসায় ক্ষমা চাইছি। অনুগ্রহ পূর্বক অধমকে দায়মুক্ত করবেন।