প্রত্যেকের জীবনেই সুখ- দুঃখ আছে, আপনার জীবনেও দুঃখ থাকলেও সুখ তো একদিন না একদিন আসবেই –জেনে নিন কবে আসতে চলেছে সেই সুদিন !
হ্যাঁ এটা ধ্রুব সত্য যে জীবন চক্রের মত প্রত্যেকের জীবনেই আছে সুখ বা দুঃখ কখোনো বা রয়েছে তার পাশা পাশি সহাবস্থান ।প্রত্যেকের জীবনেই সুখ- দুঃখ আছে, আপনার জীবনেও দুঃখ থকলেও সুখ তো একদিন না একদিন আসবেই –জেনে নিন কবে আসতে চলেছে সেই সুদিন !না বেশি গৌর চন্দ্রিকা করে লাভ কি ! বলেই দিই কবে আসতে চলেছে আপনার সেই সুদিন –
ঊত্তর- এখনই ! এখনই ,হ্যা আবার রিপিট করছি এখনি । অবাক হবেন না বয়স আপনার যতই হোক না সত্তর বা ষোলো – জীবনের এই মুহূর্ত টাই আপনার কাছে সব থেকে সুখের হতে চলেছে- বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আসুন ব্যাখ্যা দিয়ে ফেলি –
Happiness is a voyage in life
আমরা ভাবি , জীবন হবে সুখের যেদিন একটা চাকরি পাব ! মনের সুখে দোঁহায় মিলে যতনে গড়িব সংসার।। তুমি আর আমি আর আমাদের সন্তান এই আমাদের পৃথিবী.........
না তাতেও সুখ আসেনা । এরপর মনে হয় এই পৃথিবীতে যেদিন আমাদের আত্মজ রা আসবে সেদিন টা হবে সুখের , সেটা ও হয় কিন্তু সুখ চিরস্থায়ী হয় না । শুরু হয় আবার হতাশা , সন্তান সন্ততিরা একটু বড় হলে বোধ হয় সব ঝামেলার অবসান –নিশ্চিন্ত জীবন। তারপর ......।।
আবার শুরু হয় দুঃশ্চিন্তা –কবে তাদের কৈশর পেরিয়ে তারা যুবক হবে ?
তারপর ............
জীবন আবার বইতে শুরু করে ভিন্ন খাতে – মনে হয় কবে সন্তান সন্ততিরা তাদের কর্ম জীবনে প্রবেশ করবে ! তাদের নিজেদের পায়ে দাঁড়াবে ! তাদের গাড়ী হবে একট সুন্দর বাংলো হবে-সুখে সংসার পাতবে ! শুরু হবে কর্মজীবন থেকে আমাদের অখন্ড অবসরের সময়। কিন্তু হায় দুঃশ্চিন্তার আর শেষ কোথায় ? না ! এর কোন শেষ নেই যত দ্রুত আমরা এই উপলব্ধি করতে পারব – ততই বোধ হয় মঙ্গল।কারণ ;;;;; কারন একটা ই .........
The truth is that there is no better time to be happy than right now.
হ্যাঁ ! সুখে থাকার সব চেয়ে ভালো সময় এখন ই !
এখন যদি না হয় তবে কবে ?
আপনার জীবনে সমস্যা তো থাকবেই ! চ্যালেঞ্জ ও থকবে – এটা কে মেনে নেওয়ায় বুদ্ধিমানের কাজ।
কবে থেকে আপনি ভেবে আসছেন এই বুঝি সুখ এলো – এই এলো ! কিন্তু হায় –সুখের দেখা নাই রে সুখের দেখা নাই.........
এই বার বুঝি শুরু হবে আসল জীবন ! হায়
For the longest time, it seemed that life was about to start. Real life.
But there was always some obstacle along the way, an ordeal to get through, some work to be finished, some time to be given, a bill to be paid. Then life would start.
মূল সত্য কি জানেন , আমরা সর্বদাই , সকলেই সুখী হওয়ার জন্য , সুখএর লক্ষে পৌঁছানোর জন্য রাস্তা খুঁজে বেড়ায় , কিন্তু ভুলে যাই মূল সার সত্য টিকে সেটি হল সুখএর লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো রাস্তা নেই কারন সুখ নিজেই একটি রাস্তা ............... কোনো গন্তব্য বা লক্ষ্য নয়।
Stop waiting for school to end, for a return to school, to lose ten Rupees , to gain
ten Rupees, for work to begin, to get married, for Friday evening, for Sunday morning,
waiting for a new car, for your mortgage to be paid off, for spring, for summer, for fall, for winter, for the first or the fifteenth of the month, for your song to be played on the radio, to die, to be reborn… before deciding to be happy.
Happiness is a voyage, not a destination.
There is no better time to be happy than… NOW!
আসুন , একটু চিন্তা করি –
নীচের প্রশ্ন গুলির একটু চিন্তা করে উত্তর দিন তো !
১। পৃথিবীর ৫ জন ধনী ব্যাক্তির পর পর নাম বলুন তো !
২।শেষ ৫ জন মিস ইউনিভার্স এর নাম বলুন তো!
৩। সম্প্রতি শেষ ১০ জন ব্যাক্তি যারা নোবেল পুরষ্কার পেয়েছেন তাদের নাম জানা আছে কি ?
৪/অস্কার এ সেরা অভিনেতার পুরষ্কার পেয়েছেন এমন দশ জন ব্যক্তির নাম জানা আছে?
কি খুব চিন্তায় পড়ে গেছি না ! সবগুলো প্রশ্নের এই মুহূর্তে ইয় উত্তর দেওয়া বোধ হয় একটু চাপের হয়ে গেল না ? কোনো চিন্তা নেই আপনি কেন আপনি –আমি বা আমরা কেঊই এট সহজে মনে রাখতে পারিনা । এটাই স্বাভাবিক ।কারন বাস্তব সত্য টা হল-
Applause dies away!-হাততালির রেশ ও একদিন মিলিয়ে যায়
Trophies gather dust! ট্রফি তেও ধুলা জমে
Winners are soon forgotten. বিজয়ীদেরো আমরা একদিন ভুলে যাই
এবার আসুন নীচের প্রশ্ন গুলির একটু উত্তর দেওয়ার চেষ্ট করি-..................
১। ৩ জন এমন শিক্ষকের নাম বলুন তো যাদের কাছ থেকে শিক্ষা পেয়ে আপনি উপকৃত !
২। তিনজন এমন বন্ধুর নাম বলুন যারা আপনাকে আপনার দুঃসময়ে সাহায্য করেছে !
৩।আপনি যে স্পেশাল – এটা ভাবতে শিখিয়েছে এমন তিন বন্ধুর/ অভিভাবকের নাম করুন তো
৪/এমন ৫ জন লোকের নাম বলুন যাদের সাথে সুযোগ পেলে আপনি সময় কাটাতে চান !
কি ? এবার মনে হচ্ছে না এটা আগের থেকে অনেক সহজ...... কারণ কি জানেন ...
কারন আমার বা আপনার জীবনে অনেক খানি প্রভাব রয়েছে যে সকল মানুষদের তারা সবাই খুব হাই প্রফাইলের মানুষ নন, তাদের সকলের ই প্রচূর অর্থ নাই , বা তারা সকলেই মহান কোনো বিজেতা নন ।
তার আ হলেন অধিকাংশয় খুব সাধারণ মানুষ – তারা আমাদের কেয়ার করেন , আমাদের কথা ভাবেন, আমাদের যাই অবস্থা হোক না কেন আমাদের ছেড়ে চলে যান না । বিপদে পাশে দাঁড়ান ।
You are not among the most “famous”, but among those to whom I remember
to send this message…
আসুন একটি গল্প বলি ............
বেশ কিছু বছর আগের কথা ...... একবার সিয়াতেল অলিম্পিকে ৯ জন প্রতিবন্ধী অংশ গ্রহন করেছিল , তারা সকলেই ছিল মানসিক বা শারিরীক ভাবে প্রতিবন্ধী।তো রেস শুরু হল –সকলেই বাঁশি বাজার সাথে সাথে দৌড় শুরু করে দিল ...।
একজন খোঁড়া ছেলে দৌড়তে দৌড়তে হঠাৎ আছড়ে পড়ল মাটিতে ,যন্ত্রনায় কুঁকড়ে উ্ঠল তার মুখ! চিৎকার করে আকাশের পানে তাকিয়ে সে হতাশায় কেঁদে ফেলল !যে সকল দর্শকেরা হাততালি দিয়ে তাদের উৎসাহিত করছিলেন –এই আকস্মাৎ দুর্ঘটনায় থেমে গেল তাদের করতালির তান ! বাকি আট জন তার কান্না শুনে যখন উপলব্ধি করল তারা তাদের বেগ কমিয়ে দিল !
তারা সেই ছেলেটির যন্ত্রণাক্লিষ্ট মুখের দিকে তাকালো ? আবার দৌড় শুরু করল ? না ...... সকলকে অবাক করে দিয়ে তারা আট জনই ফিরে আসল ... সেই আট জনের দলের মধ্যে মারাত্মক মারণ ব্যাধিতে( ডাউন সিন্ড্রোম- (এটি একটি জেনে টিকাল ডিস অর্ডার) আক্রান্ত এক মেয়ে ছিল সেই মেয়েটি খোঁড়া ছেলেটিকে বুকে তুলে নিয়ে জড়িয়ে ধরে বলল .........
“Feeling better now?”
তারপর ৯ জন সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে ভিক্ট্রি পয়েন্টের দিকে এগিয়ে গেলো ।............।।
সেই জয় অমলিন .........
সেই জয় সকলের জয় .........
উপস্থিত সকল জনতা দাঁড়িয়ে উঠে হাততালি দিল আর সেই হাততালির শব্দের রেশ রইল অনেক অনেক ......... অনেকক্ষন।
যারা সেটি দেখেছিলেন এখোনো কিন্তু তারা সেটিকে মনে রেখেছেন ।
কারন ? কারন তো খু বই সহজ ! কারন জীবনে শুধু নিজের জন্য জেতা তেই আনন্দ এই তত্ব টি ঠিক নয় ।
Because deep down inside us, we all know that the most important thing in life is much more than winning for ourselves.
The most important thing in this life is to help others to win. Even if that means slowing down and changing our own race.
If you send this message, perhaps we will succeed in changing our heart, perhaps someone else’s heart, as well…
A candle loses nothing if it is used to light another one.”
আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .
গল্পটা আমার কাছে চরম লাগলো। 🙂