আমাকে আমার মত থাকতে দাও……

Movie : Autograph
Director : Srijit Mukherjee
Music : Debajyoti Mishra, Anupam Roy
Singer : Anupam Roy
Lyrics : Anupam Roy

আমাকে আমার মতো থাকতে দাও
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি
যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয়
কিছু সন্ধ্যের গুড়ো হওয়া কাঁচের মতো

যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও
দূরবীনে চোখ রাখবোনা
না না না না ...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাই না আর তার
কোনো রাত দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পার খোঁজার

 

 

 

 

 

 

 

 

 

 

কখনো আকাশ বেয়ে চুপ করে
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে

চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজোনা আমায়
আশে পাশে আমি আর নেই

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আমার জন্য আলো জ্বেলোনা কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি
শেষ ট্রেনে ঘরে ফিরবো না না
না না ...........

 

 

 

 

 

 

 

 

 

 

 

তোমার রক্তে আছে স্বপ্ন যত
তারা ছুটছে রাত্রি দিন নিজের মতো
কখনো সময় পেলে একটু ভেবো
আঙ্গুলের ফাঁকে আমি কই ?

********************************************************************

 

 

 

 

 

 

 

 

 

 

হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে
যত শুকনো পেয়াজ-কলি ফ্রীজের শীতে
আমি ওবেলার ডালভাত ফুরিয়ে গেছি
গেলাসের জলে ভাসবো না না
না না না .....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাই না আর তার
কোনো রাত দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার......

Level 2

আমি এই মেঘ এই রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 315 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

simply awesome………………. i like it

আমি আমার ফেসবুক ফ্যান পেজে শেয়ার করে দিলাম 😛

ভাই ইউটিউবে গানটি খুজে পেলাম না 🙁 প্লিজ ইউটিউব লিংক ও ওয়েলকাম টিউন কোডটি জানা থাকলে দিবেন। ধন্যবাদ আপনাকে ।

Kichhu na bola tai bodh hoy thik hobe….
**eto sundor combination cimnema teo chhilo na.

আমাকে আমার মত পড়তে দাও!!!!
by Nahid Rayhan on Saturday, September 10, 2011 at 8:03pm

আমাকে আমার মত পড়তে দাও,

আমি পড়াকে নিজের মত কমিয়ে নিয়েছি

যেটা পড়িনি পড়িনি সেটা না পড়াই থাক

সব পড়তে কষ্ট ভীষণ …

পড়ার টেবিলএ আজ ঝাপসা আলো

তাই পড়তে এখন আর লাগেনা ভালো

সামনে থাকে যদি থাকে PC টা আমার

বই এর কি আর খুব দরকার ?

আমার বই এ আছে শব্দ যত

তা পরছি রাত্রি দিন নিজের মত

কখনো সময় পেলে একটু ভেব ,

পড়ার মাঝে মজা কই ?

…পরীক্ষায় নাম্বার ছারখার

তবু পড়তে বসি হাতে গুনে দুয়েকবার

আমি পড়তে চাইনা যে আর

কোন নতুন রকমের চ্যাপ্টার

তাই চেষ্টা করছি বারবার

না পড়ে পাশ করার……. [কিছু অংশ সংগৃহীত ও কিছু অংশ নিজের লেখা ] 😀 😀

https://www.facebook.com/note.php?note_id=1500622012231

    @nahidrayhan:
    হুম……চেষ্টা এরম চেষ্টা কইর‌্যা লাভ নাই ভাইজান
    বেশী করে পড়তে হবে…….কষ্ট করলে কেষ্ট মিলে

    দারুন হইছে…….খুব সুন্দর হইছে
    খুব ভাল লাগল নাহিদ…….

খুবই সুন্দর

হুম আমার এগুলা দেখে চোখ নষ্ট হইয়া গেছে……… ( অনেক সুন্দর এটা টিউন করেসেন অনেক ভাল লাগল ………) কিছু মনে করবেন না

ছবি-Chhobi….! গানটা ভাল নাকি ছবি ভাল ঠিক ধরতে পাড়লাম না।

Level 0

অনেক সুন্দর হইছে। এরকম আরো কিছু টিউন চাই।

Level 0

khub mojar pailam nahidrayhan vai

Level 0

onek kosto korsen bujte parse thanx bro. prem birode jodi kono gan thake taile aktu kosto kore deyen amake vlo thakben

    @ejaj haque:
    প্রথমেই ধন্যবাদ আপনাকে……..
    কিন্তু বিরহের গান কেনো…….সব সময় আনন্দে থাকবেন ভাল থাকবেন

অসম্ভব সুন্দর একটা গান…

অফটপিক: TT-তে এমন অনেকে আছে, যারা Technological Blog-এ প্রযুক্তির বাইরের Tune সহজে হজম করে না, বরং এতোটাই প্রতিবাদ করে যে… থাক…
আপনার এই Tune-টির ভাগ্য ভালো যে তাদের চোখে পড়ে নি…

    @C/O D!pu…:

    ধন্যবাদ দিপু ভাই…….ভয় পাইলাম…..খালি টেকনোলজির মাঝে পইড়্যা থাকলে কি হয় । মাঝে মাঝে হাসি তামশা মজাও করতে হয় । যারা বুঝে না তারা……জীবনটাকে যান্ত্রিক বানিয়ে ফেলে…….
    ভয় পাইলাম । আর মনে হয় এরকম টিউন দিতে পারবো না ।

Level 0

bhai keo ki amake ae movier download link ta dite parben..???? dite parle ami khub upokrito hobo……

Level 0

very nice. Like it.

আমার কিছু বলার নেই। শুধু এটুকু বলতে পারি যে এটা AWESOME…….

মজা পাইছি

গানটা খুবই সুন্দর, আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। এই গানটা আমি প্রথম আমার এক বন্ধুর মোবাইলে ওয়েলকাম টিউন হিসাবে শুনছিলাম।